মাধ্যামিক ইতিহাস সপ্তম অধ্যায়||১ নম্বরের প্রশ্ন এবং উত্তর||বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন
মাধ্যামিক ইতিহাস সপ্তম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর |
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাধ্যামিক ইতিহাস সপ্তম অধ্যায়||১ নম্বরের প্রশ্ন এবং উত্তর||বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন||Madhyamik History Question and Answer|10th History Examination – দশম শ্রেনীর বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে সপ্তম অধ্যায় বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|Class 10 এর ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|এছাড়াও তোমরা মাধ্যমিক সপ্তম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class 10 এর ষষ্ঠ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination - মাধ্যমিক সপ্তম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক সপ্তম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।
তো বন্ধুরা সপ্তম অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় ষষ্ঠ ১ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
1.বঙ্গভঙ্গের দিন ধার্য হয় কবে ?
উঃ-১৬ অক্টোবর, ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের দিন ধার্য হয়।
2.বঙ্গভঙ্গের প্রস্তাব কে ঘোষণা করেন ?
উঃ-ভারতের বড়োলাট লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করেন।
3.১৯০৫ খ্রিস্টাব্দ নাগাদ বাংলার ছোটোলাট কে ছিলেন ?
উঃ-১৯০৫ খ্রিস্টাব্দ নাগাদ বাংলার ছোটোলাট ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার।
4.সরকারিভাবে বঙ্গভঙ্গের প্রস্তাব কবে ঘোষিত হয় ?
উঃ-২০ জুলাই, ১৯০৫ খ্রিস্টাব্দে সরকারিভাবে বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষিত হয়।
5.কোন পত্রিকায় সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় ?
উঃ-সঞ্জীবনী পত্রিকায় সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়।
6.বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতা করে কে রাখিবন্ধন উৎসব পালন করেন ?
উঃ-বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব পালন করেন।
7.কে “মিলনমন্দির প্রতিষ্ঠা করেন ?
উঃ-আনন্দমোহন বসু ‘মিলনমন্দির’ প্রতিষ্ঠা করেন।
8.কার উদ্যোগে বাংলায় ‘অরন্ধন দিবস পালিত হয় ?
উঃ-রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর উদ্যোগে বাংলায় অরন্ধন দিবস’পালিত হয়
9.কে ‘লক্ষ্মীভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন ?
উঃ-সরলাদেবী চৌধুরানি লক্ষ্মীভাণ্ডার’প্রতিষ্ঠা করেন।
10.‘ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
উঃ-সতীশচন্দ্র মুখোপাধ্যায় হলেন ‘ডন সোসাইটির প্রতিষ্ঠাতা।
11.বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিদেশি মহিলার নাম করো।
উঃ-বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিদেশি মহিলা হলেন ভগিনী নিবেদিতা।
12.নারী কর্মসমিতি’কে প্রতিষ্ঠা করেন ?
উঃ-উর্মিলা দেবী ‘নারী কর্মসমিতি’প্রতিষ্ঠা করেন।
13.‘জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয় ?
উঃ-১১ মার্চ, ১৯০৬ খ্রিস্টাব্দে ‘জাতীয় শিক্ষা পরিষদ’স্থাপিত হয়।
14.কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ’গড়ে ওঠে ।
উঃ-সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ’গড়ে ওঠে।
15.জাতীয় শিক্ষা আন্দোলনের অন্যতম প্রবক্তা কে ?
উঃ-জাতীয় শিক্ষা আন্দোলনের অন্যতম প্রবক্তা সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
16.স্বদেশি আন্দোলনে ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কে ‘স্বনিয়োজিত প্রচারক’ বলে উল্লেখ করেছেন ?
উঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বদেশি আন্দোলনে ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ‘স্বনিয়োজিত প্রচারক বলে উল্লেখ করেছেন।
17.‘কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি কবে স্থাপিত হয় ?
উঃ-৩১ জুলাই, ১৯০৫ খ্রিস্টাব্দে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি স্থাপিত হয়।
18.রিপন কলেজের বর্তমান নাম কী ?
উঃ- ‘রিপন কলেজের বর্তমান নাম সুরেন্দ্রনাথ কলেজ।
19.কোন শিক্ষা প্রতিষ্ঠানকে ‘গোলদিঘির গোলামখানা বলা হত ?
উঃ- কলিকাতা বিশ্ববিদ্যালয়কে ‘গোলদিঘির গোলামখানা’বলা হত।
20.কার্লাইল সার্কুলার’ কবে জারি করা হয় ?
উঃ-১০ অক্টোবর, ১৯০৫ খ্রিস্টাব্দে কার্লাইল সাকুলার’জারি করা হয়।
21.‘পেডলার সার্কুলার’ কবে গৃহীত হয় ?
উঃ-২১ অক্টোবর, ১৯০৫ খ্রিস্টাব্দে ‘পেডলার সার্কুলার গৃহীত হয়।
22.‘লিয়ন সার্কুলার’ কবে ঘোষিত হয় ?
উঃ-১৬ অক্টোবর, ১৯০৫ খ্রিস্টাব্দে ‘লিয়ন সার্কুলার ঘোষিত হয়।
23.কাকে ভারতের নাইটিঙ্গেল’ বলা হয় ?
উঃ-সরোজিনী নাইডুকে ভারতের ‘নাইটিঙ্গেল’ বলা হয়।
24.‘দ্য ব্রোকেন উইঙ্গ’ গ্রন্থের লেখক কে?
উঃ- ‘দ্য ব্রোকেন উইঙ্গ’ গ্রন্থের লেখক সরোজিনী নাইডু।
25.ভারতে আগত একজন বিদেশি মহিলার নাম কি করো যিনি ভারতের নারী আন্দোলনকে সংগঠিত করেছিলেন ?
উঃ-বিদেশি মহিলা হিসেবে অ্যানি বেসান্ত ভারতের নারী আন্দোলনকে সংগঠিত করেছিলেন।
26.সরোজিনী নাইডু কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতি হন ?
উঃ-১৯২৫ খ্রিস্টাব্দে সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতি হন।
27.‘উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন’ কবে স্থাপিত হয় ?
উঃ- ১৯১৭ খ্রিস্টাব্দে ‘উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন’স্থাপিত হয়।
28.একজন বিদেশি মহিলার নাম করো যিনি প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হন?
উঃ-শ্রীমতি অ্যানি বেসান্ত বিদেশি মহিলা হিসেবে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হন।
29.‘মুক্তিফল’ গ্রন্থটি কে রচনা করেন ?
উঃ- ‘মুক্তি ফল’ গ্রন্থটি রচনা করেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন।
30.কত খ্রিস্টাব্দে ‘ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়ান উইমেন’ প্রতিষ্ঠিত হয় ?
উঃ-১৯২৬ খ্রিস্টাব্দে ‘ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়ান উইমেন’প্রতিষ্ঠিত হয়।
31.‘ইন্টারন্যাশনাল কাউন্সিল অউইমেন’-এর উদ্যোক্তা কে ছিলেন ?
উঃ-ইন্টারন্যাশনাল কাউন্সিল অব উইমেন’-এর উদ্যোক্তা ছিলেন লেডি মেরিবাই টাটা।
32.‘অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স’ কবে স্থাপিত হয় ?
উঃ-১৯২৭ খ্রিস্টাব্দে ‘অল ইন্ডিয়া উইমেক্স কনফারেন্স’স্থাপিত হয়।
33.ভারতে হোমরুল লিগ কে প্রতিষ্ঠা করেন ? _
উঃ-অ্যানি বেসান্ত ভারতে হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন।
34.‘কমন উইল’পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ- ‘কমন উইল’পত্রিকার সম্পাদক ছিলেন অ্যানি বেসান্ত।
35.‘হোমরুল কথার অর্থ কী?
উঃ- ‘হোমরুল’ কথার অর্থ স্বায়ত্তশাসন।
36.‘অ্যান্টি সার্কুলার সোসাইটি’কবে গঠিত হয় ?
উঃ-নভেম্বর, ১৯০৫ খ্রিস্টাব্দে ‘অ্যান্টি সার্কুলার সোসাইটি’গঠিত হয়।
37.‘অ্যান্টি সার্কুলার সোসাইটি'-র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ- ‘অ্যান্টি সার্কুলার সোসাইটি’-র প্রতিষ্ঠাতা ছিলেন ছাত্রনেতা শচীন্দ্রপ্রসাদ বসু।
38.কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় ?
উঃ-১৯১১ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর, বঙ্গভঙ্গ রদ করা হয়।
39.ভারতের রাজধানী কবে কলিকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় ?
উঃ-১৯১১ খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলিকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়।
40.অনুশীলন সমিতি’-র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ- ‘অনুশীলন সমিতি’-র প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র বসু।
41.কত খ্রিস্টাব্দে ‘অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠিত হয় ?
উঃ-১৯০২ খ্রিস্টাব্দে ‘অনুশীলন সমিতি’প্রতিষ্ঠিত হয়।
42.‘অনুশীলন সমিতি’-র প্রথম সভাপতি কে ছিলেন ?
উঃ-অনুশীলন সমিতি’-র প্রথম সভাপতি ছিলেন প্রমথনাথ মিত্র।
43.যুগান্তর গোষ্ঠী কবে গড়ে ওঠে ?
উঃ-১৯০৬ খ্রিস্টাব্দে যুগান্তর গোষ্ঠী গড়ে ওঠে। |
44.‘চন্দননগর বিপ্লবী সমিতি’-র প্রতিষ্ঠাতা কে ?
উঃ-‘চন্দননগর বিপ্লবী সমিতি’-র প্রতিষ্ঠাতা মতিলাল রায়।
45.‘আত্মোন্নতি সমিতি’ কে গড়ে তোলেন ?
উঃ-বিপিনবিহারী গাঙ্গলী ‘আত্মোন্নতি সমিতি’গড় তোলেন।
46.বর্তমান রণনীতি’ গ্রন্থের লেখক কে?
উঃ- ‘বর্তমান রণনীতি’ গ্রন্থের লেখক অবিনাশ ভট্টাচার্য।
47.কাকে মারতে গিয়ে ক্ষুদিরাম বসু ধরা পড়েন ?
উঃ-কিংসফোর্ডকে মারতে গিয়ে ক্ষুদিরাম বসু ধরা পড়েন।
48.বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কবে?
উঃ-১১ আগষ্ট, ১৯০৮ খ্রিস্টাব্দে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়।
49.পরাধীন ভারতের প্রথম ‘ষড়যন্ত্র মামলা কী ?
উঃ- আলিপুর বোমা মামলা পরাধীন ভারতের প্রথম ‘ষড়যন্ত্র মামলা।
50.বাঘাযতীনের পুরো নাম কী ?
উঃ- বাঘাযতীনের পুরো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
51.‘বাঘাযতীন’ নামকরণটি কে করেন?
উঃ- ‘বাঘাযতীন’ নামকরণটি করেন ডা. সুরেশ প্রসাদ সর্বাধিকারী।
52.কাকে হত্যা করতে গিয়ে গোপীনাথ সাহা ধরা পড়েন ?
উঃ- চার্লস টেগার্টকে হত্যা করতে গিয়ে গোপীনাথ সাহা ধরা পড়েন।
53.গোপীনাথ সাহার ফাঁসি হয় কবে ?
উঃ- ১৯২৪ খ্রিস্টাব্দে গোপীনাথ সাহার ফাঁসি হয়।
54.কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠিত হয় ?
উঃ-মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়।
55.ভারতের কোন্ বিপ্লবী মাস্টারদা' নামে পরিচিত হন ?
উঃ-বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত হন।
56.কোন্ দিন চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠিত হয় ?
উঃ- ১৯৩০ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠিত হয়।
57.‘ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনী’-র প্রতিষ্ঠাতা কে ?
উঃ- ‘ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনী’-র প্রতিষ্ঠাতা সূর্য সেন
58.সূর্য সেনের ফাঁসি হয় কবে ?
উঃ-১৯৩৪ খ্রিস্টাব্দের ১২ জানুয়ারি সূর্য সেনের ফাঁসি হয়।
59.‘বেঙ্গল ভলেন্টিয়ার্স’ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ- ‘বেঙ্গল ভলেন্টিয়ার্স’ দলের প্রতিষ্ঠাতা ছিলেন সুভাষচন্দ্র বসু।
60.কোন্ দিন বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন ?
উঃ- ১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন।
61.কার নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ হয় ?
উঃ- প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব’আক্রমণ হয়।
62.প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে কবে ‘ইউরোপিয়ান ক্লাব আক্রান্ত হয় ?
উঃ- ১৯৩২ খ্রিস্টাব্দের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব’ আক্রান্ত হয়।
63.‘ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনীর কনিষ্ঠতম সদস্য কে ছিলেন ?
উঃ- ‘ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনীর’ কনিষ্ঠতম সদস্য ছিলেন হরিগোপাল বল।
64.বাংলা গোয়েন্দা পুলিশের প্রধান হাডসনকে কে হত্যা করেন ?
উঃ-বিনয় বসু বাংলা গােয়েন্দা পুলিশের প্রধান হাডসনকে হত্যা করেন।
65.বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে কে হত্যার পরিকল্পনা করেন ?
উঃ-বীণা দাস বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার পরিকল্পনা করেন।
66.বিপ্লবী দীনেশ গুপ্তের ফাঁসি হয় কবে ?
উঃ- ১৯৩১ খ্রিস্টাব্দে বিপ্লবী দীনেশ গুপ্তের ফাঁসি হয়।
67.চট্টগ্রামে কার নেতৃত্বে ভারতীয় অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় ?
উঃ- চট্টগ্রামে সূর্য সেনের নেতৃত্বে ভারতীয় অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়।
68.ভারতীয় অস্থায়ী স্বাধীন সরকারের প্রথম রাষ্ট্রপতি কে হন ?
উঃ-সূর্য সেন ‘ভারতীয় অস্থায়ী স্বাধীন সরকারের প্রথম রাষ্ট্রপতি হন।
69.ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহিদ কে ছিলেন ?
উঃ-ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার।
70.এম এন রায় ও সি মার্টিনের প্রকৃত নাম কী ?
উঃ-এম এন রায় ও সি মার্টিনের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
71.বুড়িবালামের যুদ্ধের অপর নাম কী ?
উঃ-বুড়িবালামের যুদ্ধের অপর নাম ইন্দো-জার্মান ষড়যন্ত্র।
72.ম্যাভেরিক/অ্যানি লরসেন/হেনরি এস জাহাজগুলি ভারতের কোন বিপ্লবী অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ?
উঃ-ম্যাভেরিক/অ্যানি লরসেন/হেনরি এস জাহাজগুলি ভারতের ইন্দো-জার্মান ষড়যন্ত্র বা বুড়িবালামের যুদ্ধের সঙ্গে যুক্ত।
73.নওজোয়ানের ভারতসভা’-র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ- নওজোয়ানের ভারতসভা’-র প্রতিষ্ঠাতা ছিলেন ভগৎ সিং।
74.ভারতের একনম্বর আসামি’ বলা হয় কাকে ?
উঃ-রাসবিহারী বসুকে ভারতের একনম্বর আসামি’ বলা হয়।
75.রাসবিহারী বসু কোন্ ছদ্মনামে জাপান যান ?
উঃ-রাসবিহারী বসু পি এন ঠাকুর ছদ্মনামে জাপান যান।
76.ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক’ বলা হয় কাকে ?
উঃ-বাসুদেব বলবন্ত ফাড়কেকে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয়।
77.ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের জনক’ বলা হয় কাকে ?
উঃ-বাসুদেব বলবন্ত ফাড়কেকে ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের জনক বলা হয়।
78.‘মিত্রমেলা’-র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ- ‘মিত্রমেলা’-র প্রতিষ্ঠাতা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর।
79.‘অভিনব ভারত’ (১৯০৪ খ্রি.)-এর প্রতিষ্ঠাতা কে ?
উঃ- ‘অভিনব ভারত’ (১৯০৪ খ্রি.)-এর প্রতিষ্ঠাতা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর
৪০.ব্রিটেনে ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয় ?
উঃ- ব্রিটেনে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় শ্যামজি কৃয়বর্মাকে।।
81.ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় কাকে ?
উঃ-ভিকাজি রুস্তম কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়।
82.গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ-গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল।
83.গদর কথার অর্থ কী ?
উঃ-গদর কথার অর্থ হল বিপ্লব।
84.গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ? ।
উঃ-১৯১৩ খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়।
85.কোন্ বিপ্লবী দলের নামে ব্রিটিশ সরকার হিন্দু ষড়যন্ত্র মামলা দায়ের করে ?
উঃ-গদর পার্টির নামে ব্রিটিশ সরকার হিন্দু যড়যন্ত্র মামলা দায়ের করে।
86.রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কবে হয় ?
উঃ-১৯১৬ খ্রিস্টাব্দে রেশমি রুমাল যড়যন্ত্র মামলা হয়।
87.কবে ভগৎ সিং-এর ফাঁসি হয় ?
উঃ-১৯৩১ খ্রিস্টাব্দের ২৩ মার্চ ভগৎ সিং-এর ফাসি হয়।
88.ভারতের কোন্ বিপ্লবী ৬৪ দিন অনশন করে মারাযান ?
উঃ-বিপ্লবী যতীন দাশ ৬৪ দিন অনশন করে মারা যান।
89.রামপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহিড়ির কোন মামলায় ফাঁসি হয় ?
উঃ-কাকোরি ষড়যন্ত্র মামলায় রামপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহিড়ির ফাঁসি হয়।
90.বাংলার কোন বিপ্লবী কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন ?
উঃ-বাংলার বিপ্লবী বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন।
91.ভারতের প্রথম কোন মহিলা বিপ্লবী শহিদ হয়েছিলেন ?
উঃ-প্রীতিলতা ওয়াদ্দেদার ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহিদ হয়েছিলেন।
92.অসহযোগ আন্দোলন শুরু হয় কবে ?
উঃ-১ অক্টোবর, ১৯২০ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয়।
93.কার ডাকে ভারতে অসহযোগ আন্দোলনের সূচনা হয় ?
উঃ- গান্ধিজির ডাকে ভারতে অসহযোগ আন্দোলনের সূচনা হয়।
94.অসহযোগ আন্দোলনের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?
উঃ- অসহযোগ আন্দোলনের সময় ভারতের বড়োলাট ছিলেন লর্ড চেমসফোর্ড ও লর্ড রিডিং।
95.কোন ঘটনার প্রেক্ষিতে গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন ?
উঃ-চৌরিচৌরা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন।
96.‘চৌরিচৌরা কাণ্ড’ কবে ঘটেছিল?
উঃ-১৯২২ খ্রিস্টাব্দের ৫ ফেব্রুয়ারি ‘চৌরিচৌরা কাণ্ড’ঘটেছিল।
97.গান্ধিজি কবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?
উঃ- ২৫ ফেব্রুয়ারি, ১৯২২ খ্রিস্টাব্দে গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন।
98.দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের একমাত্র মহিলা প্রতিনিধি হিসেবে কে যোগদান করেন ?
উঃ-সরোজিনী নাইডু দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের একমাত্র মহিলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন।
99.আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে ?
উঃ- ১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয়।
আরও পড়ুন......
- ঔপনিবেশিক ভারতে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কী জান ?
- বাংলায় কারিগরি শিক্ষা প্রসারে তারকনাথ পালিতের ভূমিকা আলোচনা কর
100.আইন অমান্য আন্দোলনের অবসান হয় কবে ?
উঃ-১৯৩৪ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের অবসান হয়।
101.‘ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?
উঃ-৯ আগস্ট, ১৯৪২ খ্রিস্টাব্দে ‘ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়।
102.কে ‘ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন ?
উঃ-মহাত্মা গান্ধি ‘ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন।
103.‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে' শ্লোগানটি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ?
উঃ- ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে' শ্লোগানটি ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত।
104.ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?
উঃ-ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের বড়োলট ছিলেন লর্ড লিনলিথগো।
105.‘ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা প্রতিনিধির নাম করো।
উঃ- ‘ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা প্রতিনিধি হলেন অরুণা আসফ আলি।
106.ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীকে ‘গান্ধিবুড়ি’বলা হত ?
উঃ-ভারতের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনি হাজরাকে‘গান্ধিবুড়ি’ বলা হত।
107.‘দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট’ গ্রন্থের লেখক কে ?
উঃ- ‘দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট’ গ্রন্থের লেখক ড. অরুণ চন্দ্র ভূঁইয়া।
108.ভারতের কোন্ ব্রিটিশ বিরোধী আন্দোলনকে‘যুবকদের আন্দোলন' বলা হয় ?
উঃ-ব্রিটিশ বিরোধী ভারত ছাড়ো আন্দোলনকে ‘যুবকদের আন্দোলন' বলা হয়।
109.কোন আন্দোলনের পূর্বে গান্ধিজি বলেছিলেন, “সারে হিন্দুস্তামে জ্বালামুখি ফুটেগি’?
উঃ- ভারত ছাড়ো আন্দোলনের পূর্বে গান্ধিজি বলেছিলেন,“সারে হিন্দুস্তামে জ্বালামুখি ফুটেগি।
110.ভোগেশ্বরী ফুকোননী কে ছিলেন ?
উঃ-ভোগেশ্বরী ফুকোননী ছিলেন ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী এক অসমীয়া মহিলা।
111.ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী সর্বকনিষ্ঠ মহিলা প্রতিনিধির নাম কী ?
উঃ-ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী সর্বকনিষ্ঠ মহিলা প্রতিনিধি ছিলেন কনকলতা বড়ুয়া।
112.তেভাগা-আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা নেত্রীর নাম লেখো।
উঃ-বিমলা মন্ডল তেভাগা-আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা নেত্রী।
113.বাংলার কোন মহিলা সত্যাগ্রহীকে ‘জোয়ান অব আর্ক’ বলা হয় ?
উঃ-সত্যাগ্রহী মাতঙ্গিনি হাজরাকে ‘জোয়ান অব আর্ক’বলা হয়।
114.আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা কে ?
উঃ-আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু।
115.কাকে ‘দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা এ সংগ্রামের জনক বলা হয় ?
উঃ- রাসবিহারী বসুকে ‘দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক’ বলা হয়।
116.কী ছদ্মনাম নিয়ে রাসবিহারী বসু জাপান পলায়ন করেছিলেন ?
উঃ- পি এন ঠাকুর ছদ্মনাম নিয়ে রাসবিহারী বসু জাপান পলায়ন করেছিলেন।
117.“আজাদ হিন্দ বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ-১৯৪২ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর ‘আজাদ হিন্দ বাহিনী’ প্রতিষ্ঠিত হয়।
118.আজাদ হিন্দ বাহিনীর ঝাসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন ?
উঃ- আজাদ হিন্দ বাহিনীর ঝাসি ব্রিগেডের সেনাধ্যক্ষ ছিলেন লক্ষ্মী স্বামীনাথন।
119.নেতাজি কবে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক মনোনীত হন?
উঃ-১৯৪৩ খ্রিস্টাব্দে নেতাজি আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক মনোনীত হন।
120.কবে রসিদ আলি দিবস পালিত হয় ?
উঃ-১২ ফেব্রুয়ারি, ১৯৪৬ খ্রিস্টাব্দে রসিদ আলি দিবস পালিত হয়।
121.কার মুক্তির দাবিতে ১৯৪৬ খ্রিস্টাব্দে কলকাতায় ছাত্র আন্দোলন সংঘটিত হয় ?
উঃ- ক্যাপ্টেন রসিদ আলির মুক্তির দাবিতে ১৯৪৬ খ্রিস্টাব্দে কলকাতায় ছাত্র আন্দোলন সংঘটিত হয়।
122.‘সত্যশোধক সমাজ’ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ-জ্যোতিবা ফুলে ‘সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন।
123.‘গুলামগিরি’ গ্রন্থের লেখক কে ছিলেন ?
উঃ- ‘গুলামগিরি’ গ্রন্থের লেখক হলেন জ্যোতিবা ফুলে।
124.‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ কাকে বলা হয় ?
উঃ-কাকুরি বীরসালিঙ্গম পান্ডুলুকে ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ বলা হয়।
125.ভারতে ‘ভাইকম সত্যাগ্রহের জনক কে ?
উঃ-ভারতে ‘ভাইকম সত্যাগ্রহের জনক হলেন শ্রীনারায়ণ গুরু।
126.‘অন্ত্র নবজাগরণের জনক’ কাকে বলা হয় ?
উঃ- বীরসালিঙ্গমকে ‘অন্ত্র নবজাগরণের জনক’ বলা হয়।
127.‘ব্রাত্মণাচে কসাব’ গ্রন্থটি কে রচনা করেন ?
উঃ- জ্যোতিবা ফুলে ‘ব্রাত্মণাচে কসাব’ গ্রন্থটি রচনা করেন।
128.দক্ষিণ ভারতের কোন সমাজ সংস্কারক ‘মহাত্মা উপাধি লাভ করেন ?
উঃ-দক্ষিণ ভারতের সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে ‘মহাত্মা’ উপাধি লাভ করেন।
129.কার উদ্যোগে সর্বভারতীয় নিপীড়িত শ্রেণির কংগ্রেস’গড়ে ওঠে?
উঃ-ড. ভীমরাও আম্বেদকরের উদ্যোগে ‘সর্বভারতীয় নিপীড়িত শ্রেণির কংগ্রেস’ গড়ে ওঠে।
130.‘ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?
উঃ- ড. বি. আর আম্বেদকরকে ‘ভারতীয় সংবিধানের জনক’বলা হয়।
131.বাংলায় মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ-বাংলায় মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা হলেন হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর।
132.ভারতের কোন্ বড়োলাট ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ ঘোষণা করেন ?
উঃ-ভারতের বড়োলাট র্যামসে ম্যাডোনাল্ড ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ ঘোষণা করেন।
133.‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ কবে ঘোষিত হয় ?
উঃ- ১৯৩২ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ ঘোষিত হয়।
134.‘পুণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উঃ-১৯৩২ খ্রিস্টাব্দের ২৫ সেপ্টেম্বর ‘পুণা চুক্তি স্বাক্ষরিত হয়।
135.‘পুণা চুক্তি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উঃ- গান্ধিজি ও আম্বেদকরের মধ্যে পুণা চুক্তি স্বাক্ষরিত হয়।
136.সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির বিরুদ্ধে কে আমরণ অনশন শুরু করেন ?
উঃ-মহাত্মা গান্ধি সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির বিরুদ্ধে আমরণ অনশন শুরু করেন।
137.সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি যখন স্বাক্ষরিত হয় তখন গান্ধিজি কোথায় ছিলেন ?
উঃ-সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি যখন স্বাক্ষরিত হয় তখন গান্ধিজি পুণার যারবেদা জেলে ছিলেন।
138.আইন অমান্য আন্দোলন কবে সম্পূর্ণভাবে প্রত্যাহৃত হয় ?
উঃ-১৯৩৪ খ্রিস্টাব্দের ৮ মে আইন অমান্য আন্দোলন সম্পূর্ণভাবে প্রত্যাহৃত হয়।
139.কার নেতৃত্বে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন গড়ে ওঠে ?
উঃ-ড. বি আর আম্বেদকরের নেতৃত্বে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন’গড়ে ওঠে।
140.কত খ্রিস্টাব্দে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন স্থাপিত হয় ?
উঃ-১৯৪২ খ্রিস্টাব্দে ‘সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন স্থাপিত হয়।
147.আম্বেদকর কোন্ দলিত সম্প্রদায়ভুক্ত ছিলেন ?
উঃ-আম্বেদকর মাহাদ দলিত সম্প্রদায়ভুক্ত ছিলেন।
148.কালারাম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে আম্বেদকর কৰে আন্দোলন শুরু করেন ?
উঃ-কালারাম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে আম্বেদকর ১৯৩০ খ্রিস্টাব্দে আন্দোলন শুরু করেন।
149.ভারতের কোথায় সর্বপ্রথম মন্দিরে প্রবেশ সংক্রান্ত বিল পাস হয় ?
উঃ-বোমম্বাইতে সর্বপ্রথম মন্দিরে প্রবেশ সংক্রান্ত বিল পাস হয়।
150.কত খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহ শুরু হয় ?
উঃ-১৯২৪ খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়।
151.কবে মন্দির প্রবেশ দিবস পালিত হয় ?
উঃ-১৯৩১ খ্রিস্টাব্দের ১ নভেম্বর মন্দির প্রবেশ দিবস’পালিত হয়।
- বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য Click Here
File Details |
|
File Name/Book Name | মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 177 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
criminal tribes act
উত্তরমুছুনBe positive
উত্তরমুছুন