মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় || বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা || ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
ইতিহাস পঞ্চম অধ্যায় ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর |
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় || বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ||১ নম্বরের প্রশ্ন ও উত্তর|Madhyamik History Question and Answer |10th History Examination – দশম শ্রেনীর পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|এছাড়াও তোমরা মাধ্যমিক পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক পঞ্চম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর |Ten History Examination - মাধ্যমিক পঞ্চম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক পঞ্চম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।
তো বন্ধুরা বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা পঞ্চম অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer)|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় || বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা || ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
1.এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা কী ধরনের বন্দুক ব্যবহার করত?
উঃ-এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা ব্রাউন বেস গাদাবন্দুক ব্যবহার করত।
2.সিপাহি বিদ্রোহের সূচনা হয় কত খ্রিস্টাব্দে?
উঃ-সিপাহি বিদ্রোহের সূচনা হয় ১৮৫৭ খ্রিস্টাব্দে।
3.১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলাট বা গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ-১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলাট বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
4.ব্যারাকপুর সেনাছাউনিতে কবে বিদ্রোহ ঘটে?
উঃ-ব্যারাকপুর সেনাছাউনিতে ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ বিদ্রোহ ঘটে।
5.ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন কে?
উঃ- ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে।
6.সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?
উঃ- সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন মঙ্গল পাণ্ডে।
7.সিপাহি বিদ্রোহ প্রকৃতপক্ষে কোথায় শুরু হয়?
উঃ- সিপাহি বিদ্রোহ প্রকৃতপক্ষে মিরাটে শুরু হয়।
8.মিরাটে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
উঃ- মিরাটে ১৮৫৭ খ্রিস্টাব্দের ১০ মে সিপাহি বিদ্রোহ শুরু হয়।
9.এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলসটিতে কী লাগানো থাকত?
উঃ- এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলসটিতে গোরু ও শূকরের চর্বি লাগানো থাকত।
10.সিপাহি বিদ্রোহের সময়ে বিদ্রোহীরা কবে দিল্লি দখল করে?
উঃ- সিপাহি বিদ্রোহের সময়ে বিদ্রোহীরা ১৮৫৭ খ্রিস্টাব্দের ১১ মে দিল্লি দখল করে।
11.মহাবিদ্রোহের সময় ‘হিন্দুস্তানের সম্রাট’ বলে কে ঘোষিত হন?
উঃ- মহাবিদ্রোহের সময় ‘হিন্দুস্তানের সম্রাট’ বলে ঘোষিত হন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ।
12.দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উঃ- দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
13.লক্ষ্মীবাঈ কোন্ রাজ্যের রানি ছিলেন ?
উঃ- লক্ষ্মীবাঈ ঝাঁসি রাজ্যের রানি ছিলেন।
14.নানাসাহেব কে ছিলেন?
উঃ-নানাসাহেব ছিলেন পেশওয়া দ্বিতীয় বাজিরাও-এর দত্তকপুত্র এবং মহাবিদ্রোহের একজন অন্যতম নেতা।
15.তাঁতিয়া টোপি কে ছিলেন?
উঃ-তাঁতিয়া টোপি ছিলেন নানাসাহেবের সেনাপতি।
15.তাঁতিয়া টোপি-র আসল নাম কী?
উঃ- তাঁতিয়া টোপি-র আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি।
17.বেগম হজরত মহল কে ছিলেন?
উঃ- বেগম হজরত মহল ছিলেন অযযাধ্যার নবাবের বেগম এবং মহাবিদ্রোহের একজন অন্যতম নেত্রী।
18.কুনওয়ার সিং কে ছিলেন?
উঃ- কুনওয়ার সিং ছিলেন বিহারের জগদীশপুরের জমিদার এবং মহাবিদ্রোহের একজন অন্যতম নেতা।
19.উত্তর-পূর্ব ভারতের অসম থেকে মহাবিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন?
উঃ- উত্তর-পূর্ব ভারতের অসম থেকে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন মণিরাম দেওয়ান।
20.সিপাহি বিদ্রোহ কোথায় গণবিদ্রোহে পরিণত হয় ?
উঃ-সিপাহি বিদ্রোহ অযযাধ্যায় গণবিদ্রোহে পরিণত হয়।
21.সিপাহি বিদ্রোহের সময় কে হিন্দু-মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছিলেন?
উঃ- সিপাহি বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ হিন্দু-মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছিলেন।
22.কোন্ ইংরেজ লখনউ পুনর্দখল করেন?
উঃ-স্যার কলিন ক্যাম্পবেল লখনউ পুনর্দখল করেন।
23.সিপাহি বিদ্রোহ দমিত হয় কবে?
উঃ- ১৮৫৮ খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে সমগ্র ভারতে সিপাহি বিদ্রোহ দমিত হয়।
24.একজন ব্রিটিশ সেনাপতির নাম লেখো যিনি মহাবিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ? .
উঃ- হ্যাভলক মহাবিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
25.শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয় ?
উঃ- শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গনে নির্বাসন দেওয়া হয়।
26.১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখো।
উঃ-১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম হল জন লরেন্স এবং চার্লস রেন্স।
27.ডিসরেলি কে ছিলেন?
উঃ- ডিসরেলি ছিলেন মহাবিদ্রোহের সময়কালে ইংল্যান্ডের টোরি পার্টির নেতা।
28.কে সিপাহি বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ’ বলেছেন?
উঃ- সিপাহি বিদ্রোহকে ডিসরেলি প্রথম জাতীয় বিদ্রোহ’বলেছেন।
29.কে ১৮৫৭-র বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’বলেছেন?
উঃ-১৮৫৭-র বিদ্রোহকে বিনায়ক দামোদর সাভারকর ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন।
30. 'The Sepoy Mutiny and the Revolt of 1857 গ্রন্থটির লেখক কে?
উঃ-'The Sepoy Mutiny and the Revolt of 1857'—গ্রন্থটির লেখক হলেন ড. রমেশচন্দ্র মজুমদার।
31.কোন কোন ঐতিহাসিক ১৮৫৭ খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন?
উঃ- রমেশচন্দ্র মজুমদার. সুরেন্দ্রনাথ সেন. পি সি যোশি প্রমুখ ঐতিহাসিকরা ১৮৫৭ খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন।
32. কোন্ ঐতিহাসিক ১৮৫৭ খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্তশ্রেণির মৃত্যুকালীন শেষ করুণ আর্তনাদ’ বলেছেন?
উঃ- ড. রমেশচন্দ্র মজুমদার ১৮৫৭ খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্তশ্রেণির মৃত্যুকালীন শেষ করুণ আর্তনাদ বলেছেন।
33.ডিসকভারি অফ ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা?
উঃ- ডিসকপারি অফ ইন্ডিয়া’ গ্রন্থটি জওহরলাল নেহরুর লেখা।
34.সিপাহি বিদ্রোহ সম্পর্কে শশীভূষণ চৌধুরীর বিখ্যাত গ্রন্থের নাম কী?
উঃ- সিপাহি বিদ্রোহ সম্পর্কে শশীভূষণ চৌধুরীর বিখ্যাত গ্রন্থের নাম হল— সিভিল রিবেলিয়ান ইন দ্য ইন্ডিয়ান মিউটিনিস'।
35.হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া’ কার লেখা?
উঃ-হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া’ শৈলেন্দ্রনাথ সেনের লেখা।
36.ইন্ডিয়ান আনরেস্ট’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ-ইন্ডিয়ান আনরেস্ট’ গ্রন্থের রচয়িতা হলেন ভ্যালেন্টাইন চিরল।
37.কোন্ পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল?
উঃ- সংবাদ প্রভাকর পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল।
38.সিপাহি বিদ্রোহের সময়ে কয়েকজন বিশিষ্ট বাঙালির নামক লেখো।
উঃ-সিপাহি বিদ্রোহের সময়ে কয়েকজন বিশিষ্ট বাঙালির নাম হল- কিশোরীচাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখার্জি, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজা রাধাকান্ত দেব প্রমুখ।
39.বাংলাদেশের কোন কোন রাজনৈতিক প্রতিষ্ঠান সিপাহি বিদ্রোহের বিরোধিতা করে?
উঃ- ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ও মহামেডান অ্যাসোসিয়েশন সিপাহি বিদ্রোহের বিরোধিতা করে।
40.দুটি পত্রিকার নাম লেখো যেখানে বিদ্রোহী সিপাহিদের সাফল্য কামনা করা হয়েছিল ?
উঃ-সমাচার সুধাবর্ষণ ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বিদ্রোহী সিপাহিদের সাফল্য কামনা করা হয়েছিল।
41.কোন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে?
উঃ-১৮৫৮ খ্রিস্টাব্দের ভারতশাসন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে।
42.মহারানির ঘোষণাপত্র কবে জারি করা হয় ?
উঃ-১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর মহারানির ঘোষণাপত্র জারি করা হয়।
43.মহারানির ঘোষণাপত্র কে পাঠ করেন ?
উঃ-মহারানির ঘোষণাপত্র পাঠ করেন লর্ড ক্যানিং।
44.ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
45.উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ কে বলেছেন?
উঃ-উনিশ শতককে সভাসমিতির যুগ’ বলেছেন ঐতিহাসিক অনিল শীল।
46.উনিশ শতকে ভারতের কোথায় কোথায় রাজনৈতিক সভাসমিতি গড়ে ওঠে?
উঃ- উনিশ শতকে কলকাতা. বোম্বাই ও মাদ্রাজে রাজনৈতিক সভাসমিতি গড়ে ওঠে।
47.ভারতে রাজনৈতিক চিন্তার পথিকৃৎ কে ছিলেন?
উঃ- ভারতে রাজনৈতিক চিন্তার পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়।
48.বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮৩৬ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়।
49.কারা বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন ?
উঃ-দ্বারকানাথ ঠাকুর. প্রসন্নকুমার ঠাকুর ও কালীনাথ রায়চৌধুরী বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন।
50.বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন কবে হয় ?
উঃ-১৮৩৬ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন হয়।
আরও পড়ুন......
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
51.বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উঃ- বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন গৌরীশঙ্কর তর্কবাগীশ।
52.কারা ইংরেজ শাসনকে ঐশ্বরিক দান’ বলে মনে করেন ?
উঃ-জমিদার ও শিক্ষিত মধ্যবিত্তশ্রেণিইংরেজ শাসনকে ‘ঐশ্বরিক দান’বলে মনে করেন।
53.জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ-১৮৩৮ খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।
54.জমিদার সভা কারা প্রতিষ্ঠা করেন?
উঃ-রাজা রাধাকান্ত দেব. দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্নকুমার ঠাকুর জমিদার সভা প্রতিষ্ঠা করেন।
55.জমিদার সভার নামকরণের কী কারণ ছিল?
উঃ-জমিদার সভার কার্যনির্বাহক সমিতির সকল সদস্যই ছিলেন জমিদার. তাই এই সভার নাম জমিদার সভা।
56.জমিদার সভার সভাপতি কে ছিলেন?
উঃ- জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব।
57.জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন?
উঃ- জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্নকুমার ঠাকুর।
58.জমিদার সভার প্রাণপুরুষ কে ছিলেন?
উঃ- জমিদার সভার প্রাণপুরুষ ছিলেন দ্বারকানাথ ঠাকুর।
59.জমিদার সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য কী ছিল?
উঃ-জমিদার সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য ছিল জমিদার এবং ধনীশ্রেণির স্বার্থরক্ষা করা।
60.ব্রিটিশ-ইন্ডিয়া সোসাইটি (১৮৩৯ খ্রি:) কে প্রতিষ্ঠা করেন?
উঃ- ব্রিটিশ-ইন্ডিয়া সোসাইটি (১৮৩৯ খ্রি.) প্রতিষ্ঠা করেন উইলিয়ম অ্যাডাম।
61.ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন ?
উঃ-ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
62.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন্ সংগঠনের মুখপত্র হিসেবে পরিচিত ছিল ?
উঃ-হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র হিসেবে পরিচিত ছিল।
63.ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ-১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই ভারতসভা প্রতিষ্ঠিত হয়।
64.ভারতসভা কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ-কলকাতার অ্যালবার্ট হলে ভারতসভা প্রতিষ্ঠিত হয়।
65.কারা ভারতসভা প্রতিষ্ঠা করেন?
উঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু ভারতসভা প্রতিষ্ঠা করেন।
66.ইন্ডিয়া লিগ’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ- ইন্ডিয়া লিগ’ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ।
67.ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ- ভারতসভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।
68.ভারতসভার প্রথম সম্পাদক কে ছিলেন?
উঃ-ভারতসভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু।
69.ভারতসভার শাখা কোথায় ছিল?
উঃ- কলকাতা ছাড়াও এলাহাবাদ. মিরাট. লখনউ ও লাহোরে ভারতসভার শাখা ছিল।
70.ভারতসভায় কোন শ্রেণির মানুষ প্রতিনিধিত্ব করত?
উঃ-ভারতসভায় শিক্ষিত মধ্যবিত্তশ্রেণির মানুষ প্রতিনিধিত্ব করত।
71.ভারতসভার উদ্দেশ্য কী ছিল?
উঃ-ভারতসভার উদ্দেশ্য ছিল— জনমত গঠন করা. ঐক্য ও মৈত্রী গড়ে তোলা এবং রাজনৈতিক আন্দোলনে সাধারণ মানুষকে শামিল করা।
72.ভারতসভা কোন্ কোন্ বিষয়ে আন্দোলন করে ?
উঃ- আই সি এস পরীক্ষার বয়সসীমা হাস. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন. ইলবার্ট বিল ইত্যাদি বিষয়ে ভারতসভা আন্দোলন করে।
73.লি.নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’ কত খ্রিস্টাব্দে জারি করা হয়?
উঃ-নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন ১৮৭৬ খ্রিস্টাব্দে জারি করা হয়।
74.দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয়?
উঃ- দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ১৮৭৮ খ্রিস্টাব্দে চালু হয়।
75.ভারতসভার কোন্ নেতা অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন ?
উঃ-ভারতসভার নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন।
76.‘এ নেশন ইন মেকিং’ কার আত্মজীবনী?
উঃ- ‘এ নেশন ইন মেকিং’ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী।
77.হিন্দুমেলা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮৬৭ খ্রিস্টাব্দে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়।
78.হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কারা ছিলেন ?
উঃ-নবগোপাল মিত্র. রাজনারায়ণ বসু এবং গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দুমেলার প্রতিষ্ঠাতা।
79.হিন্দুমেলার প্রথম অধিবেশন বসেছিল কবে?
উঃ- হিন্দুমেলার প্রথম অধিবেশন বসেছিল ১৮৬৭ খ্রিস্টাব্দের চৈত্র সংক্রান্তিতে।
80.হিন্দুমেলার প্রথম সম্পাদক কে ছিলেন?
উঃ-হিন্দুমেলার প্রথম সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর।
81.হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
উঃ- হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলাই ছিল হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য।
82.মিলে সব ভারত সন্তান’ গানটি কে রচনা করেন ?
উঃ-সত্যেন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেন।
83.হিন্দুমেলার অবদান কী ছিল?
উঃ-হিন্দুমেলার অবদান ছিল— দেশাত্মবোধ জাগিয়ে তোলা.ভাষাচর্চা ও শিল্পকর্মে উৎসাহ দান. ঐক্যবদ্ধ করা ইত্যাদি।
84.ন্যাশনাল পেপার’ কী ?
উঃ-হিন্দুমেলার বিষয়বস্তু নিয়ে লেখা পত্রিকাটি হল ন্যাশনাল পেপার।
85.ন্যাশনাল পেপার’-এর প্রকাশক কে ছিলেন?
উঃ- ন্যাশনাল পেপার’-এর প্রকাশক ছিলেন নবগোপাল মিত্র।
86.ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
87.জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়ে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ- জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়ে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন।
88.হিন্দুমেলা কত দিন চালু ছিল?
উঃ- হিন্দুমেলা প্রায় ১৪ বছর (১৮৬৭-১৮৮০ খ্রি.) চালু ছিল।
89.পভারটি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা?
উঃ- ‘পভারটি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া’ গ্রন্থটি দাদাভাই নৌরজির লেখা।
90.ইউরোপের রাষ্ট্রদর্শন ভারতের কোন্ শ্রেণিকে প্রভাবিত করে ?
উঃ-ইউরোপের রাষ্ট্রদর্শন ভারতের শিক্ষিত মধ্যবিত্তশ্রেণিকে প্রভাবিত করে।
91.কোন্ কোন্ পণ্ডিত ভারতের অতীত সমৃদ্ধির কথা প্রচার করেন?
উঃ- উইলিয়ম জোনস. ম্যাক্সমুলার. ভাণ্ডারকর প্রমুখ পণ্ডিত ভারতের অতীত সমৃদ্ধির কথা প্রচার করেন।
92.জাতীয়তাবোধ বিকাশে কোন্ কোন্ পত্রিকার অবদান ছিল ?
উঃ-জাতীয়তাবোধ বিকাশে সংবাদ কৌমুদী. সংবাদ প্রভাকর.তত্ত্ববোধিনী. অমৃতবাজার পত্রিকা ইত্যাদির অবদান ছিল।
93.আনন্দমঠ’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ- ‘আনন্দমঠ’ গ্রন্থের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
94.আনন্দমঠ’ কবে প্রকাশিত হয়?
উঃ- ‘আনন্দমঠ' ১৮৮২ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর প্রকাশিত হয়।
95.বন্দেমাতরম’সংগীতের রচয়িতা কে?
উঃ-বন্দেমাতরম’ সংগীতের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। I
96.বঙ্কিমচন্দ্র কবে বন্দেমাতরম’ সংগীত রচনা করেন?
উঃ-বঙ্কিমচন্দ্র ১৮৭৫ খ্রিস্টাব্দে বন্দেমাতরম’ সংগীত রচনা করেন।
97.কে বন্দেমাতরম’ সংগীতের ইংরেজি অনুবাদ করেন ?
উঃ-শ্রী অরবিন্দ ঘোষ বন্দেমাতরম’ সংগীতের ইংরেজি অনুবাদ করেন। |
98.আনন্দমঠ' উপন্যাসটি কোন্ পটভূমিতে রচিত?
উঃ-বাংলাদেশে ছিয়াত্তরের মন্বন্তরের (১১৭৬ বঙ্গাব্দ) পটভূমিতে ‘আনন্দমঠ’রচিত। [
99.আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় ?
উঃ- ‘আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় ১৮৯৬ খ্রিস্টাব্দের কংগ্রেসের কলকাতা অধিবেশনে
আরও পড়ুন......
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর
100.বন্দেমাতরম' গানটি কে গেয়ে শোনান?
উঃ-১৮৯৬ খ্রিস্টাব্দের কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দেমাতরম’ গানটি রবীন্দ্রনাথ ঠাকুর গেয়ে শোনান।
101.বর্তমান ভারত’ গ্রন্থটি কার রচনা?
উঃ-বর্তমান ভারত’ গ্রন্থটি স্বামী বিবেকানন্দের রচনা।
102.বিবেকানন্দ বর্তমান ভারত’ গ্রন্থে দেশগঠনের জন্য কাদের প্রতি আহ্বান জানিয়েছেন?
উঃ- বিবেকানন্দ বর্তমান ভারত’ গ্রন্থে দেশগঠনের জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
103.ভারতীয় জাতীয়তাবাদের জনক’ কাকে বলা হয় ?
উঃ-স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক’ বলা হয়।
104.মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত” —এটি কার উক্তি?
উঃ- “মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত এটি স্বামী বিবেকানন্দের উক্তি।
105.কে স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক’বলেছেন?
উঃ-আর জি প্রধান স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক’ বলেছেন।
106.‘গোরা' উপন্যাসের রচয়িতা কে?
উঃ- ‘গোরা’ উপন্যাসের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
107.প্রথম কৰে গোরা' উপন্যাস প্রকাশিত হয়?
উঃ- প্রথম ১৯১০ খ্রিস্টাব্দে গোরা’ উপন্যাস প্রকাশিত হয়।
108.গোরা’ উপন্যাসের মূল চরিত্র কোনটি ?
উঃ- ‘গোরা’ উপন্যাসের মূল চরিত্র হল আইরিশ যুবক গোরা।
109.গোরা’ উপন্যাসটি কোন্ পটভূমিতে রচিত?
উঃ-বঙ্গভঙ্গ এবং স্বদেশি আন্দোলনের পটভূমিতে ‘গোরা’উপন্যাসটি রচিত।
110.‘গোরা’ উপন্যাসে কোন্ সামাজিক শ্রেণির পরিচয় চিত্রিত হয়েছে?
উঃ- ‘গোরা' উপন্যাসে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের পরিচয় চিত্রিত হয়েছে।
111.কোন্ পটভূমিতে অবনীন্দ্রনাথ ভারতমাতা চিত্রটি আঁকেন?
উঃ-বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলনের পটভূমিতে অবনীন্দ্রনাথ ভারতমাতা চিত্রটি আঁকেন।
112.একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো।
উঃ- একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম হল গগনেন্দ্রনাথ ঠাকুর।
113. চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ কাকে বলা হয়?
উঃ-চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে।
114. ‘Indian Society of Oriental Art কে প্রতিষ্টা করেন ?
উঃ- ‘Indian Society of Oriental Art' প্রতিষ্ঠা করেন গগনেন্দ্রনাথ ঠাকুর।
115.বিখ্যাত ব্যঙ্গচিত্র গ্রন্থ রিফর্ম ফ্রি’ কার রচনা?
উঃ-বিখ্যাত ব্যঙ্গচিত্র গ্রন্থ রিফর্ম ফ্রি’ গগনেন্দ্রনাথ ঠাকুরের রচনা।
116.গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির উদ্দেশ্য কী ছিল?
উঃ-গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির উদ্দেশ্য ছিল.ঔপনিবেশিক শাসন সম্বন্ধে সমাজচেতনা সৃষ্টি করা।
117.সিপাহি বিদ্রোহ শুরু হয় পলাশির যুদ্ধের কত বছর পরে?
উঃ- ১০০ বছর পরে
118.‘সিপাহি বিদ্রোহ’ কবিতাটি রচনা করেন কে?
উঃ- সুকান্ত ভট্টাচার্য
119.১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সর্বপ্রথম শুরু হয় কোথায়?
উঃ-বহরমপুরে
120.ব্যারাকপুর সেনাছাউনিতে বিদ্রোহ করেন কে?
উঃ- মঙ্গল পাণ্ডে
121.মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় কবে?
উঃ-১৮৫৭ খ্রিস্টাব্দে
122.হিন্দুস্তানের সম্রাট’ বলে ঘোষিত হন কে?
উঃ-দ্বিতীয় বাহাদুর শাহ
123.মহাবিদ্রোহের যোগ দেয়নি কোন রাজ্য?
উঃ-পাঞ্জাব।
124.১৮৫৭ খ্রিস্টাব্দের ঘটনাকে সিপাহি বিদ্রোহ’ বলেছেন কে?
উঃ-চার্লস রেক্স
125.১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলেছিলেন কে?
উঃ-বি ডি সাভারকার
126.কার্ল মার্ক ১৮৫৭-এর বিদ্রোহকে কি বলে অভিহিত করেছেন?
উঃ-জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ।
127.'Eighteen Fifty Seven' গ্রন্থটির রচয়িতা কে?
উঃ-সুরেন্দ্রনাথ সেন
128.‘দ্য গ্রেট রিবেলিয়ান’ গ্রন্থটি রচনা করেন কে?
উঃ-তালমিজ খালদুন
129.১৮৫৭ ও বাংলাদেশ’ গ্রন্থটি রচনা করেন কে?
উঃ-সুকুমার মিত্র
130.ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কবে?
উঃ-১৮৫৮ খ্রিস্টাব্দে
131.মহারানির ঘোষণাপত্র (১৮৫৮ খ্রি.) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় কবে?
উঃ-১ নভেম্বর।
132.মহারানির ঘোষণাপত্র(১৮৫৮খ্রি.) অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন কে?
উঃ-লর্ড ক্যানিং
133.ভাইসরয় কথার অর্থ হলকি?
উঃ-রাজপ্রতিনিধি
134.ব্রিটিশ ভারতে মোট প্রেন্সিডেন্সির সংখ্যা কয়টি ছিল?
উঃ-৩টি
135.কোন সময়কে সভাসমিতির যুগ বলা হয়?
উঃ-ঊনবিংশ শতক
136.বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ-১৮৩৬ খ্রিস্টাব্দে
137.জমিদার সভা প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ-১৮৩৮ খ্রিস্টাব্দে।
138.জমিদার সভার সভাপতি কে ছিলেন?
উঃ-রাধাকান্ত দেব
139.দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ-১৮৪৩ খ্রিস্টাব্দে
140.ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?
উঃ-ভারতসভা
141.ভারতসভা প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ-১৮৭৬ খ্রিস্টাব্দে।
142.ভারতসভার প্রাণপুরুষ কাকে বলা হয়?
উঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
143.ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে?
উঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
144.‘বেঙ্গলি’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
145.কাকে Surrender Not’ বলা হত ?
উঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
146.ফেডারেশন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে?
উঃ- আনন্দমোহন বসু
147.‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ-১৮৬৭ খ্রিস্টাব্দে
148.‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠা করেন কে?
উঃ-মহাদেব গোবিন্দ রানাডে
149.হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ-১৮৬৭ খ্রিস্টাব্দে
150.হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ-নবগোপাল মিত্র
151.জাতীয়তাবাদের গীতা’ বলা হয় কোন উপন্যাসকে?
উঃ-আনন্দমঠকে
152.আনন্দমঠ’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
153.আনন্দমঠ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কবে?
উঃ-১৮৮২ খ্রিস্টাব্দে।
154.বন্দেমাতরম’ সংগীতটি কোন উপন্যাসে আছে?
উঃ-আনন্দমঠ উপন্যাসে
155.দেশকে ‘মা’ বলে কল্পনা করা হয়েছে কোন উপন্যাসে?
উঃ-আনন্দমঠ উপন্যাসে
156.রুশোর Social Contract’-এর সঙ্গে তুলনা করা হয়েছে কোন উপন্যাসকে?
উঃ-আনন্দমঠ উপন্যাসের
157.বর্তমান ভারত’ প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উঃ-উদ্বোধন পত্রিকায়
158.বর্তমান ভারত’ গ্রন্থের আকারে প্রকাশিত হয় কবে?
উঃ-১৯০৫ খ্রিস্টাব্দে
159.গোরা’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ-রবীন্দ্রনাথ ঠাকুর।
160.ভারতমাতা’ চিত্রটি আঁকেন
উঃ-অবনীন্দ্রনাথ ঠাকুর
161.বঙ্গমাতা’ চিত্রের চিত্রকর কে?
উঃ-অবনীন্দ্রনাথ ঠাকুর
162.‘বঙ্গমাতা চিত্রটি অঙ্কিত হয় কবে?
উঃ-১৯০২ খ্রিস্টাব্দে।
163.‘বিরূপ বজ্র’ ব্যঙ্গচিত্রের শিল্পী কে?
উঃ-গগনেন্দ্রনাথ ঠাকুর।
File Details |
|
File Name/Book Name | নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 224 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
এই প্রশ্ন উত্তর গুলি চতুর্থ অধ্যায়ের অনুগ্রহ করে পঞ্চম অধ্যায়ের এক কথায় প্রশ্ন উত্তর গুলি দিলে খুবই ভালো হয়।
উত্তরমুছুনডাউনলোড হচ্ছে না কেন
উত্তরমুছুন