মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় || বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা || ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

2

মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় || বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা || ১ নম্বরের প্রশ্ন ও উত্তর 




 ইতিহাস পঞ্চম অধ্যায় ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর

প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় || বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ||১ নম্বরের প্রশ্ন ও উত্তর|Madhyamik History Question and Answer |10th History Examination –  দশম শ্রেনীর পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|এছাড়াও তোমরা মাধ্যমিক পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক পঞ্চম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর |Ten History Examination - মাধ্যমিক পঞ্চম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক পঞ্চম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। 


তো বন্ধুরা বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা পঞ্চম অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer)|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।


 

মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় || বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা || ১ নম্বরের প্রশ্ন ও উত্তর


1.এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা কী ধরনের বন্দুক ব্যবহার করত?

উঃ-এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা ব্রাউন বেস গাদাবন্দুক ব্যবহার করত।


2.সিপাহি বিদ্রোহের সূচনা হয় কত খ্রিস্টাব্দে?

উঃ-সিপাহি বিদ্রোহের সূচনা হয় ১৮৫৭ খ্রিস্টাব্দে।


3.১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলাট বা গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ-১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলাট বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।


4.ব্যারাকপুর সেনাছাউনিতে কবে বিদ্রোহ ঘটে?

উঃ-ব্যারাকপুর সেনাছাউনিতে ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ বিদ্রোহ ঘটে। 


5.ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন কে?

উঃ- ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে।


6.সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?

উঃ- সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন মঙ্গল পাণ্ডে।


7.সিপাহি বিদ্রোহ প্রকৃতপক্ষে কোথায় শুরু হয়?

উঃ- সিপাহি বিদ্রোহ প্রকৃতপক্ষে মিরাটে শুরু হয়।


8.মিরাটে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়?

উঃ- মিরাটে ১৮৫৭ খ্রিস্টাব্দের ১০ মে সিপাহি বিদ্রোহ শুরু হয়।


9.এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলসটিতে কী লাগানো থাকত?

উঃ- এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলসটিতে গোরু ও শূকরের চর্বি লাগানো থাকত।


10.সিপাহি বিদ্রোহের সময়ে বিদ্রোহীরা কবে দিল্লি দখল করে?

উঃ- সিপাহি বিদ্রোহের সময়ে বিদ্রোহীরা ১৮৫৭ খ্রিস্টাব্দের ১১ মে দিল্লি দখল করে।


11.মহাবিদ্রোহের সময় ‘হিন্দুস্তানের সম্রাট’ বলে কে ঘোষিত হন?


উঃ- মহাবিদ্রোহের সময় ‘হিন্দুস্তানের সম্রাট’ বলে ঘোষিত হন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ।


12.দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন?

উঃ- দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।


13.লক্ষ্মীবাঈ কোন্ রাজ্যের রানি ছিলেন ?

উঃ- লক্ষ্মীবাঈ ঝাঁসি রাজ্যের রানি ছিলেন।


14.নানাসাহেব কে ছিলেন?

উঃ-নানাসাহেব ছিলেন পেশওয়া দ্বিতীয় বাজিরাও-এর দত্তকপুত্র এবং মহাবিদ্রোহের একজন অন্যতম নেতা।


15.তাঁতিয়া টোপি কে ছিলেন?

উঃ-তাঁতিয়া টোপি  ছিলেন নানাসাহেবের সেনাপতি।


15.তাঁতিয়া টোপি-র আসল নাম কী?

উঃ- তাঁতিয়া টোপি-র আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি।


17.বেগম হজরত মহল কে ছিলেন?

উঃ- বেগম হজরত মহল ছিলেন অযযাধ্যার নবাবের বেগম এবং মহাবিদ্রোহের একজন অন্যতম নেত্রী।


18.কুনওয়ার সিং কে ছিলেন?

উঃ- কুনওয়ার সিং ছিলেন বিহারের জগদীশপুরের জমিদার এবং মহাবিদ্রোহের একজন অন্যতম নেতা।


19.উত্তর-পূর্ব ভারতের অসম থেকে মহাবিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন?

উঃ- উত্তর-পূর্ব ভারতের অসম থেকে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন মণিরাম দেওয়ান।


20.সিপাহি বিদ্রোহ কোথায় গণবিদ্রোহে পরিণত হয় ?

উঃ-সিপাহি বিদ্রোহ অযযাধ্যায় গণবিদ্রোহে পরিণত হয়।

21.সিপাহি বিদ্রোহের সময় কে হিন্দু-মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছিলেন?

উঃ- সিপাহি বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ হিন্দু-মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছিলেন।


22.কোন্ ইংরেজ লখনউ পুনর্দখল করেন?

উঃ-স্যার কলিন ক্যাম্পবেল লখনউ পুনর্দখল করেন।


23.সিপাহি বিদ্রোহ দমিত হয় কবে?

উঃ- ১৮৫৮ খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে সমগ্র ভারতে সিপাহি বিদ্রোহ দমিত হয়।


24.একজন ব্রিটিশ সেনাপতির নাম লেখো যিনি মহাবিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ? .

উঃ- হ্যাভলক মহাবিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।


25.শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয় ?

উঃ- শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গনে নির্বাসন দেওয়া হয়।


26.১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখো।

উঃ-১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম হল জন লরেন্স এবং চার্লস রেন্স।


27.ডিসরেলি কে ছিলেন?

উঃ- ডিসরেলি ছিলেন মহাবিদ্রোহের সময়কালে ইংল্যান্ডের টোরি পার্টির নেতা।


28.কে সিপাহি বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ’ বলেছেন?

উঃ- সিপাহি বিদ্রোহকে ডিসরেলি প্রথম জাতীয় বিদ্রোহ’বলেছেন।


29.কে ১৮৫৭-র বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’বলেছেন?

উঃ-১৮৫৭-র বিদ্রোহকে বিনায়ক দামোদর সাভারকর ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন।



30. 'The Sepoy Mutiny and the Revolt of 1857 গ্রন্থটির লেখক কে?

উঃ-'The Sepoy Mutiny and the Revolt of 1857'—গ্রন্থটির লেখক হলেন ড. রমেশচন্দ্র মজুমদার।


31.কোন কোন ঐতিহাসিক ১৮৫৭ খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন?

উঃ- রমেশচন্দ্র মজুমদার. সুরেন্দ্রনাথ সেন. পি সি যোশি প্রমুখ ঐতিহাসিকরা ১৮৫৭ খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন।


32. কোন্ ঐতিহাসিক ১৮৫৭ খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্তশ্রেণির মৃত্যুকালীন শেষ করুণ আর্তনাদ’ বলেছেন?

উঃ- ড. রমেশচন্দ্র মজুমদার ১৮৫৭ খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্তশ্রেণির মৃত্যুকালীন শেষ করুণ আর্তনাদ বলেছেন।


33.ডিসকভারি অফ ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা?

উঃ- ডিসকপারি অফ ইন্ডিয়া’ গ্রন্থটি জওহরলাল নেহরুর লেখা।


34.সিপাহি বিদ্রোহ সম্পর্কে শশীভূষণ চৌধুরীর বিখ্যাত গ্রন্থের নাম কী?

উঃ- সিপাহি বিদ্রোহ সম্পর্কে শশীভূষণ চৌধুরীর বিখ্যাত গ্রন্থের নাম হল— সিভিল রিবেলিয়ান ইন দ্য ইন্ডিয়ান মিউটিনিস'।


35.হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া’ কার লেখা?

উঃ-হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া’ শৈলেন্দ্রনাথ সেনের লেখা।


36.ইন্ডিয়ান আনরেস্ট’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ-ইন্ডিয়ান আনরেস্ট’ গ্রন্থের রচয়িতা হলেন ভ্যালেন্টাইন চিরল।


37.কোন্ পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল?

উঃ- সংবাদ প্রভাকর পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল।




38.সিপাহি বিদ্রোহের সময়ে কয়েকজন বিশিষ্ট বাঙালির নামক লেখো।

উঃ-সিপাহি বিদ্রোহের সময়ে কয়েকজন বিশিষ্ট বাঙালির নাম হল- কিশোরীচাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখার্জি, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজা রাধাকান্ত দেব প্রমুখ।


39.বাংলাদেশের কোন কোন রাজনৈতিক প্রতিষ্ঠান সিপাহি বিদ্রোহের বিরোধিতা করে?

উঃ- ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ও মহামেডান অ্যাসোসিয়েশন সিপাহি বিদ্রোহের বিরোধিতা করে।


40.দুটি পত্রিকার নাম লেখো যেখানে বিদ্রোহী সিপাহিদের সাফল্য কামনা করা হয়েছিল ?

উঃ-সমাচার সুধাবর্ষণ ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বিদ্রোহী সিপাহিদের সাফল্য কামনা করা হয়েছিল।


41.কোন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে?

উঃ-১৮৫৮ খ্রিস্টাব্দের ভারতশাসন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে।


42.মহারানির ঘোষণাপত্র কবে জারি করা হয় ?

উঃ-১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর মহারানির ঘোষণাপত্র জারি করা হয়।


43.মহারানির ঘোষণাপত্র কে পাঠ করেন ?

উঃ-মহারানির ঘোষণাপত্র পাঠ করেন লর্ড ক্যানিং।


44.ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উঃ- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।


45.উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ কে বলেছেন?

উঃ-উনিশ শতককে সভাসমিতির যুগ’ বলেছেন ঐতিহাসিক অনিল শীল।


46.উনিশ শতকে ভারতের কোথায় কোথায় রাজনৈতিক সভাসমিতি গড়ে ওঠে?

উঃ- উনিশ শতকে কলকাতা. বোম্বাই ও মাদ্রাজে রাজনৈতিক সভাসমিতি গড়ে ওঠে।



47.ভারতে রাজনৈতিক চিন্তার পথিকৃৎ কে ছিলেন?

উঃ- ভারতে রাজনৈতিক চিন্তার পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়।


48.বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ- ১৮৩৬ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়।


49.কারা বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন ?

উঃ-দ্বারকানাথ ঠাকুর. প্রসন্নকুমার ঠাকুর ও কালীনাথ রায়চৌধুরী বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন।


50.বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন কবে হয় ?

উঃ-১৮৩৬ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন হয়।



আরও পড়ুন......




51.বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উঃ- বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন গৌরীশঙ্কর তর্কবাগীশ।


52.কারা ইংরেজ শাসনকে ঐশ্বরিক দান’ বলে মনে করেন ?

উঃ-জমিদার ও শিক্ষিত মধ্যবিত্তশ্রেণিইংরেজ শাসনকে ‘ঐশ্বরিক দান’বলে মনে করেন।


53.জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ-১৮৩৮ খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।


54.জমিদার সভা কারা প্রতিষ্ঠা করেন?

উঃ-রাজা রাধাকান্ত দেব. দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্নকুমার ঠাকুর জমিদার সভা প্রতিষ্ঠা করেন।


55.জমিদার সভার নামকরণের কী কারণ ছিল?

উঃ-জমিদার সভার কার্যনির্বাহক সমিতির সকল সদস্যই ছিলেন জমিদার. তাই এই সভার নাম জমিদার সভা।


56.জমিদার সভার সভাপতি কে ছিলেন?

উঃ- জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব।

57.জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন?

উঃ- জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্নকুমার ঠাকুর।


58.জমিদার সভার প্রাণপুরুষ কে ছিলেন?

উঃ- জমিদার সভার প্রাণপুরুষ ছিলেন দ্বারকানাথ ঠাকুর।


59.জমিদার সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য কী ছিল?

উঃ-জমিদার সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য ছিল জমিদার এবং ধনীশ্রেণির স্বার্থরক্ষা করা।


60.ব্রিটিশ-ইন্ডিয়া সোসাইটি (১৮৩৯ খ্রি:) কে প্রতিষ্ঠা করেন?

উঃ- ব্রিটিশ-ইন্ডিয়া সোসাইটি (১৮৩৯ খ্রি.) প্রতিষ্ঠা করেন উইলিয়ম অ্যাডাম।


61.ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন ?

উঃ-ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।


62.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন্ সংগঠনের মুখপত্র হিসেবে পরিচিত ছিল ?

উঃ-হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র হিসেবে পরিচিত ছিল।


63.ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ-১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই ভারতসভা প্রতিষ্ঠিত হয়।


64.ভারতসভা কোথায় প্রতিষ্ঠিত হয়?

উঃ-কলকাতার অ্যালবার্ট হলে ভারতসভা প্রতিষ্ঠিত হয়।


65.কারা ভারতসভা প্রতিষ্ঠা করেন?

উঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু ভারতসভা প্রতিষ্ঠা করেন।


66.ইন্ডিয়া লিগ’ কে প্রতিষ্ঠা করেন?

উঃ- ইন্ডিয়া লিগ’ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ।



67.ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন?

উঃ- ভারতসভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।


68.ভারতসভার প্রথম সম্পাদক কে ছিলেন?

উঃ-ভারতসভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু।


69.ভারতসভার শাখা কোথায় ছিল?

উঃ- কলকাতা ছাড়াও এলাহাবাদ. মিরাট. লখনউ ও লাহোরে ভারতসভার শাখা ছিল।


70.ভারতসভায় কোন শ্রেণির মানুষ প্রতিনিধিত্ব করত?

উঃ-ভারতসভায় শিক্ষিত মধ্যবিত্তশ্রেণির মানুষ প্রতিনিধিত্ব করত।


71.ভারতসভার উদ্দেশ্য কী ছিল?

উঃ-ভারতসভার উদ্দেশ্য ছিল— জনমত গঠন করা. ঐক্য ও মৈত্রী গড়ে তোলা এবং রাজনৈতিক আন্দোলনে সাধারণ মানুষকে শামিল করা।


72.ভারতসভা কোন্ কোন্ বিষয়ে আন্দোলন করে ?

উঃ- আই সি এস পরীক্ষার বয়সসীমা হাস. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন. ইলবার্ট বিল ইত্যাদি বিষয়ে ভারতসভা আন্দোলন করে।


73.লি.নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’ কত খ্রিস্টাব্দে জারি করা হয়?

উঃ-নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন ১৮৭৬ খ্রিস্টাব্দে জারি করা হয়। 


74.দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয়?

উঃ- দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ১৮৭৮ খ্রিস্টাব্দে চালু হয়।


75.ভারতসভার কোন্ নেতা অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন ?

উঃ-ভারতসভার নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন।


76.‘এ নেশন ইন মেকিং’ কার আত্মজীবনী?

উঃ- ‘এ নেশন ইন মেকিং’ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী।


77.হিন্দুমেলা কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ- ১৮৬৭ খ্রিস্টাব্দে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়।


78.হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কারা ছিলেন ?

উঃ-নবগোপাল মিত্র. রাজনারায়ণ বসু এবং গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দুমেলার প্রতিষ্ঠাতা।


79.হিন্দুমেলার প্রথম অধিবেশন বসেছিল কবে?

উঃ- হিন্দুমেলার প্রথম অধিবেশন বসেছিল ১৮৬৭ খ্রিস্টাব্দের চৈত্র সংক্রান্তিতে।


80.হিন্দুমেলার প্রথম সম্পাদক কে ছিলেন?

উঃ-হিন্দুমেলার প্রথম সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর।


81.হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

উঃ- হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলাই ছিল হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য।


82.মিলে সব ভারত সন্তান’ গানটি কে রচনা করেন ?

উঃ-সত্যেন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেন।


83.হিন্দুমেলার অবদান কী ছিল?

উঃ-হিন্দুমেলার অবদান ছিল— দেশাত্মবোধ জাগিয়ে তোলা.ভাষাচর্চা ও শিল্পকর্মে উৎসাহ দান. ঐক্যবদ্ধ করা ইত্যাদি। 



84.ন্যাশনাল পেপার’ কী ?

উঃ-হিন্দুমেলার বিষয়বস্তু নিয়ে লেখা পত্রিকাটি হল ন্যাশনাল পেপার।


85.ন্যাশনাল পেপার’-এর প্রকাশক কে ছিলেন?

উঃ- ন্যাশনাল পেপার’-এর প্রকাশক ছিলেন নবগোপাল মিত্র।


86.ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ- ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।


87.জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়ে ভারতের ভাইসরয় কে ছিলেন?

উঃ- জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়ে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন।


88.হিন্দুমেলা কত দিন চালু ছিল?

উঃ- হিন্দুমেলা প্রায় ১৪ বছর (১৮৬৭-১৮৮০ খ্রি.) চালু ছিল।


89.পভারটি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা?

উঃ- ‘পভারটি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া’ গ্রন্থটি দাদাভাই নৌরজির লেখা।


90.ইউরোপের রাষ্ট্রদর্শন ভারতের কোন্ শ্রেণিকে প্রভাবিত করে ?

উঃ-ইউরোপের রাষ্ট্রদর্শন ভারতের শিক্ষিত মধ্যবিত্তশ্রেণিকে প্রভাবিত করে।


91.কোন্ কোন্ পণ্ডিত ভারতের অতীত সমৃদ্ধির কথা প্রচার করেন?

উঃ- উইলিয়ম জোনস. ম্যাক্সমুলার. ভাণ্ডারকর প্রমুখ পণ্ডিত ভারতের অতীত সমৃদ্ধির কথা প্রচার করেন।


92.জাতীয়তাবোধ বিকাশে কোন্ কোন্ পত্রিকার অবদান ছিল ?

উঃ-জাতীয়তাবোধ বিকাশে সংবাদ কৌমুদী. সংবাদ প্রভাকর.তত্ত্ববোধিনী. অমৃতবাজার পত্রিকা ইত্যাদির অবদান ছিল। 

93.আনন্দমঠ’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ- ‘আনন্দমঠ’ গ্রন্থের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


94.আনন্দমঠ’ কবে প্রকাশিত হয়?

উঃ- ‘আনন্দমঠ' ১৮৮২ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর প্রকাশিত হয়।


95.বন্দেমাতরম’সংগীতের রচয়িতা কে?

উঃ-বন্দেমাতরম’ সংগীতের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। I


96.বঙ্কিমচন্দ্র কবে বন্দেমাতরম’ সংগীত রচনা করেন?

উঃ-বঙ্কিমচন্দ্র ১৮৭৫ খ্রিস্টাব্দে বন্দেমাতরম’ সংগীত রচনা করেন।


97.কে বন্দেমাতরম’ সংগীতের ইংরেজি অনুবাদ করেন ?

উঃ-শ্রী অরবিন্দ ঘোষ বন্দেমাতরম’ সংগীতের ইংরেজি অনুবাদ করেন। |


98.আনন্দমঠ' উপন্যাসটি কোন্ পটভূমিতে রচিত?

উঃ-বাংলাদেশে ছিয়াত্তরের মন্বন্তরের (১১৭৬ বঙ্গাব্দ) পটভূমিতে ‘আনন্দমঠ’রচিত। [


99.আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় ?

উঃ- ‘আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় ১৮৯৬ খ্রিস্টাব্দের কংগ্রেসের কলকাতা অধিবেশনে



আরও পড়ুন......



100.বন্দেমাতরম' গানটি কে গেয়ে শোনান?

উঃ-১৮৯৬ খ্রিস্টাব্দের কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দেমাতরম’ গানটি রবীন্দ্রনাথ ঠাকুর গেয়ে শোনান। 


101.বর্তমান ভারত’ গ্রন্থটি কার রচনা?

উঃ-বর্তমান ভারত’ গ্রন্থটি স্বামী বিবেকানন্দের রচনা।


102.বিবেকানন্দ বর্তমান ভারত’ গ্রন্থে দেশগঠনের জন্য কাদের প্রতি আহ্বান জানিয়েছেন?

উঃ- বিবেকানন্দ বর্তমান ভারত’ গ্রন্থে দেশগঠনের জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।



103.ভারতীয় জাতীয়তাবাদের জনক’ কাকে বলা হয় ?

উঃ-স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক’ বলা হয়।


104.মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত” —এটি কার উক্তি?

উঃ- “মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত এটি স্বামী বিবেকানন্দের উক্তি।


105.কে স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক’বলেছেন?

উঃ-আর জি প্রধান স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক’ বলেছেন।


106.‘গোরা' উপন্যাসের রচয়িতা কে?

উঃ- ‘গোরা’ উপন্যাসের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।


107.প্রথম কৰে গোরা' উপন্যাস প্রকাশিত হয়?

উঃ- প্রথম ১৯১০ খ্রিস্টাব্দে গোরা’ উপন্যাস প্রকাশিত হয়।


108.গোরা’ উপন্যাসের মূল চরিত্র কোনটি ? 

উঃ- ‘গোরা’ উপন্যাসের মূল চরিত্র হল আইরিশ যুবক গোরা।


109.গোরা’ উপন্যাসটি কোন্ পটভূমিতে রচিত?

উঃ-বঙ্গভঙ্গ এবং স্বদেশি আন্দোলনের পটভূমিতে ‘গোরা’উপন্যাসটি রচিত।


110.‘গোরা’ উপন্যাসে কোন্ সামাজিক শ্রেণির পরিচয় চিত্রিত হয়েছে?

উঃ- ‘গোরা' উপন্যাসে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের পরিচয় চিত্রিত হয়েছে।


111.কোন্ পটভূমিতে অবনীন্দ্রনাথ ভারতমাতা চিত্রটি আঁকেন?

উঃ-বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলনের পটভূমিতে অবনীন্দ্রনাথ ভারতমাতা চিত্রটি আঁকেন।


112.একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো।

উঃ- একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম হল গগনেন্দ্রনাথ ঠাকুর।

113. চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ কাকে বলা হয়?

উঃ-চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে।


114. ‘Indian Society of Oriental Art কে প্রতিষ্টা করেন ?

উঃ- ‘Indian Society of Oriental Art' প্রতিষ্ঠা করেন গগনেন্দ্রনাথ ঠাকুর।


115.বিখ্যাত ব্যঙ্গচিত্র গ্রন্থ রিফর্ম ফ্রি’ কার রচনা?

উঃ-বিখ্যাত ব্যঙ্গচিত্র গ্রন্থ রিফর্ম ফ্রি’ গগনেন্দ্রনাথ ঠাকুরের রচনা। 


116.গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির উদ্দেশ্য কী ছিল?

উঃ-গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির উদ্দেশ্য ছিল.ঔপনিবেশিক শাসন সম্বন্ধে সমাজচেতনা সৃষ্টি করা।


117.সিপাহি বিদ্রোহ শুরু হয় পলাশির যুদ্ধের কত বছর পরে?

উঃ- ১০০ বছর পরে


118.‘সিপাহি বিদ্রোহ’ কবিতাটি রচনা করেন কে?

উঃ- সুকান্ত ভট্টাচার্য


119.১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সর্বপ্রথম শুরু হয় কোথায়?

উঃ-বহরমপুরে


120.ব্যারাকপুর সেনাছাউনিতে বিদ্রোহ করেন কে?

উঃ- মঙ্গল পাণ্ডে


121.মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় কবে? 

উঃ-১৮৫৭ খ্রিস্টাব্দে


122.হিন্দুস্তানের সম্রাট’ বলে ঘোষিত হন কে?

উঃ-দ্বিতীয় বাহাদুর শাহ 


123.মহাবিদ্রোহের যোগ দেয়নি কোন রাজ্য?

উঃ-পাঞ্জাব।


124.১৮৫৭ খ্রিস্টাব্দের ঘটনাকে সিপাহি বিদ্রোহ’ বলেছেন কে?

উঃ-চার্লস রেক্স


125.১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলেছিলেন কে?

উঃ-বি ডি সাভারকার


126.কার্ল মার্ক ১৮৫৭-এর বিদ্রোহকে কি বলে অভিহিত করেছেন?

উঃ-জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ।


127.'Eighteen Fifty Seven' গ্রন্থটির রচয়িতা কে?

উঃ-সুরেন্দ্রনাথ সেন


128.‘দ্য গ্রেট রিবেলিয়ান’ গ্রন্থটি রচনা করেন কে?

উঃ-তালমিজ খালদুন


129.১৮৫৭ ও বাংলাদেশ’ গ্রন্থটি রচনা করেন কে?

উঃ-সুকুমার মিত্র


130.ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কবে?

উঃ-১৮৫৮ খ্রিস্টাব্দে


131.মহারানির ঘোষণাপত্র (১৮৫৮ খ্রি.) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় কবে?

উঃ-১ নভেম্বর।



132.মহারানির ঘোষণাপত্র(১৮৫৮খ্রি.) অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন কে?

উঃ-লর্ড ক্যানিং


133.ভাইসরয় কথার অর্থ হলকি?

উঃ-রাজপ্রতিনিধি


134.ব্রিটিশ ভারতে মোট প্রেন্সিডেন্সির সংখ্যা কয়টি ছিল?

উঃ-৩টি


135.কোন সময়কে সভাসমিতির যুগ বলা হয়?

উঃ-ঊনবিংশ শতক


136.বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় কবে?

উঃ-১৮৩৬ খ্রিস্টাব্দে


137.জমিদার সভা প্রতিষ্ঠিত হয় কবে?

উঃ-১৮৩৮ খ্রিস্টাব্দে।


138.জমিদার সভার সভাপতি কে ছিলেন?

উঃ-রাধাকান্ত দেব


139.দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে?

উঃ-১৮৪৩ খ্রিস্টাব্দে


140.ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?

উঃ-ভারতসভা


141.ভারতসভা প্রতিষ্ঠিত হয় কবে?

উঃ-১৮৭৬ খ্রিস্টাব্দে।


142.ভারতসভার প্রাণপুরুষ কাকে বলা  হয়?

উঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।


143.ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে?

উঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


144.‘বেঙ্গলি’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

উঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


145.কাকে Surrender Not’ বলা হত ?

উঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে


146.ফেডারেশন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে?

উঃ- আনন্দমোহন বসু


147.‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয় কবে?

উঃ-১৮৬৭ খ্রিস্টাব্দে


148.‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠা করেন কে?

উঃ-মহাদেব গোবিন্দ রানাডে


149.হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় কবে?

উঃ-১৮৬৭ খ্রিস্টাব্দে


150.হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ-নবগোপাল মিত্র


151.জাতীয়তাবাদের গীতা’ বলা হয় কোন উপন্যাসকে?

উঃ-আনন্দমঠকে


152.আনন্দমঠ’ উপন্যাসের রচয়িতা কে?

উঃ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


153.আনন্দমঠ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কবে?

উঃ-১৮৮২ খ্রিস্টাব্দে।


154.বন্দেমাতরম’ সংগীতটি কোন উপন্যাসে আছে?

উঃ-আনন্দমঠ উপন্যাসে


155.দেশকে ‘মা’ বলে কল্পনা করা হয়েছে কোন উপন্যাসে?

উঃ-আনন্দমঠ উপন্যাসে


156.রুশোর Social Contract’-এর সঙ্গে তুলনা করা হয়েছে কোন উপন্যাসকে?

উঃ-আনন্দমঠ উপন্যাসের


157.বর্তমান ভারত’ প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?

উঃ-উদ্বোধন পত্রিকায়


158.বর্তমান ভারত’ গ্রন্থের আকারে প্রকাশিত হয় কবে?

উঃ-১৯০৫ খ্রিস্টাব্দে


159.গোরা’ উপন্যাসের রচয়িতা কে?

উঃ-রবীন্দ্রনাথ ঠাকুর।


160.ভারতমাতা’ চিত্রটি আঁকেন

উঃ-অবনীন্দ্রনাথ ঠাকুর


161.বঙ্গমাতা’ চিত্রের চিত্রকর কে?

উঃ-অবনীন্দ্রনাথ ঠাকুর


162.‘বঙ্গমাতা চিত্রটি অঙ্কিত হয় কবে?

উঃ-১৯০২ খ্রিস্টাব্দে।


163.‘বিরূপ বজ্র’ ব্যঙ্গচিত্রের শিল্পী কে?

উঃ-গগনেন্দ্রনাথ ঠাকুর।





File Details

 

File Name/Book Name

নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো।   

File Format

PDF

File Language

Bengali

File Size

224 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members










একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
  1. এই প্রশ্ন উত্তর গুলি চতুর্থ অধ্যায়ের অনুগ্রহ করে পঞ্চম অধ্যায়ের এক কথায় প্রশ্ন উত্তর গুলি দিলে খুবই ভালো হয়।

    উত্তরমুছুন
  2. ডাউনলোড হচ্ছে না কেন

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
To Top