মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়||১ নম্বরের প্রশ্ন ও উত্তর||বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন

7

মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়||১ নম্বরের প্রশ্ন ও উত্তর||বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন



মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর


প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়||১ নম্বরের প্রশ্ন ও উত্তর||বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন||Madhyamik History Question and Answer|10th History Examination – দশম শ্রেনীর ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|এছাড়াও তোমরা মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination - মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।

 

তো বন্ধুরা ষষ্ঠ অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ ১ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।




মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়||১ নম্বরের প্রশ্ন ও উত্তর||বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন


1.ভারতে কোন রাজনৈতিক দলকে ‘দ্বিজ’ বলা হয় ?

উঃ-সি পি আই দলকে


2.ভারতের বাইরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কথায়?

উঃ-তাসখন্দে।


3.বিপ্লবী এম এন রায়ের প্রকৃত নাম কী ?

উঃ-নরেন্দ্রনাথ ভট্টাচার্য


4.বাংলায় কমিউনিস্ট আন্দোলনের জনক বলা হয়?

উঃ-মুজাফফর আহমেদ


5.‘গান্ধি বনাম লেনিন’ পুস্তিকাটি রচনা করেন কে?

উঃ-এস এ ডাঙ্গে


6.‘মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় ?

উঃ-১৯২৯ খ্রিস্টাব্দে


7.CSP-এর সম্পূর্ণ নাম—

উঃ-Congress Socialist Party


8.কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল’ প্রতিষ্ঠিত হয় ?

উঃ-১৯৩৪ খ্রিস্টাব্দে


9.ভারতে সাম্যবাদী আন্দোলনের জনক বলা হয় কাকে?

উঃ-নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে


10.‘শের-ই-বঙ্গাল’ নামে পরিচিত ছিলেন কে?

উঃ-ফজলুল হক

11.‘ফরওয়ার্ড ব্লক’ কে প্রতিষ্ঠা করেন ?

উঃ-সুভাষচন্দ্র বসু


12.‘সারাভারত কিষাণ সভা’ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

উঃ-১৯৩৭ খ্রিস্টাব্দে


13."সারা ভারত কিষাণ কংগ্রেস গঠিত হয় কবে?

উঃ-১৯৩৬ খ্রিস্টাব্দে


14.সারাভারত কিষাণ কংগ্রেসের সম্পাদক কে ছিলেন?

উঃ-এন জি রঙ্গ


15.১৯৩৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সারাভারত কিষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

উঃ-স্বামী সহজানন্দ সরস্বতী |


16.ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ছিল?

উঃ-মাদ্রাজ লেবার ইউনিয়ন।


17.AITUC' প্রতিষ্ঠিত হয় কবে ?

উঃ-১৯২১ খ্রিস্টাব্দে


18.১৯২০ খ্রিস্টাব্দে শ্রমিক ধর্মঘটের সংখ্যা কয়টি ছিল?

উঃ-২০টি


19.AITUC শ্রমিক সংগঠন কোনটি?

উঃ-বামপন্থী


20.AITUC-এর প্রথম অধিবেশন হয়— কোথায়?

উঃ- কানপুরে


21.‘অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসে’-এর প্রথম সভাপতি কে ছিলেন?

উঃ-লালা লাজপত রায়।


22.ভারতে প্রথম কে মে দিবস’ পালন করেন ?

উঃ-সিঙ্গারাভেলু চেট্টিয়ার


23.বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা হয় কবে?

উঃ-১৯৪৬ খ্রিস্টাব্দে


24.সর্বভারতীয় কিষাণ দিবস’ পালিত হয় কবে?

উঃ-১ সেপ্টেম্বর


25."ভারতে কোন ষড়যন্ত্র মামলাকে ‘জুডিসিয়াল স্ক্যান্ডাল’বলা হয় ?

উঃ-মিরাট ষড়যন্ত্র মামলা


26.মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা কত ?

উঃ-৩৩ জন


27.বড়িমা’ খ্যাত নেত্রী কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?

উঃ-তেভাগা আন্দলোন


28.“লাঙল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উঃ-নজরুল ইসলাম


29.ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম কী ?

উঃ-দ্য সোশ্যালিস্ট



30.১৯২৫ খ্রিস্টাব্দে কানপুরে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন?

উঃ-এস বি ঘাটে


31.ভারতের কমিউনিস্ট দল কবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে ?

উঃ-১৯২৮ খ্রিস্টাব্দে


32.কত খ্রিস্টাব্দে ভারতের সাম্যবাদী দল নিষিদ্ধ ঘোষিত হয়?

উঃ-১৯৩৪ খ্রিস্টাব্দে।


33.কোন শহরকে ‘ভারতের স্টালিনগ্রাদ’ বলা হত ? গ

উঃ-আমেদাবাদ


34.‘ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস পার্টি প্রতিষ্ঠিত হয় কবে?

উঃ-১৯২৫ খ্রিস্টাব্দে


35.ওড়িশার কৃষক নেতা মালতী চৌধুরিকে কি বলা হত?

উঃ-উৎকলমণি


36.অন্ধ্রপ্রদেশ রায়তসভা কে প্রতিষ্ঠা করেন ?

উঃ-এন জি রঙ্গ


37.১৯৩৬ খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনউ অধিবেশনের সভাপতি কে হন ?

উঃ-জওহরলাল নেহরু


38.১৯৩৯ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ত্রিপুরি কংগ্রেসের সভাপতি হন কে?

উঃ-সুভাষচন্দ্র বসু


39.নাগপুর এমপ্রেস মিলে শ্রমিক ধর্মঘট হয় কবে?

উঃ-১৮৭৭ খ্রিস্টাব্দে

40.‘ফ্লাউড কমিশন’ কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত ?

উঃ-তেভাগা আন্দলোনের


41.তেলেঙ্গানা বিদ্রোহের নেতা কে ছিলেন?

উঃ-রবি রেড্ডি


42.‘নিজ খামারে ধান তোলো’—এটি কোন আন্দোলনের শ্লোগান ?  

উঃ-তেভাগা


43.ভারতের কোন রাজনৈতিক দল ‘ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি ?

উঃ-সি পি আই


44.বাংলার কোন কৃষক সংগঠন তেভাগা আন্দোলনের ডাক দেয় ?

উঃ-বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা


45.চারু মজুমদার কোন্ কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন ?

উঃ-তেভাগা আন্দোলন


46.‘মজদুর মহাজন’ দলের প্রতিষ্ঠাতা কে ?

উঃ-মহাত্মা গান্ধি(১৯১৬ খ্রীঃ)


47.কত খ্রিস্টাব্দে CPI দল দ্বিধাবিভক্ত হয় ?

উঃ-১৯৬৪ খ্রিস্টাব্দে


48.National Front কোন ধরনের সংগঠন?

উঃ-দৈনিক সংবাদপত্র 


49.National Front-এর সঙ্গে যুক্ত ছিলেন কে?

উঃ-পি সি যোশী

50.গিরনি কামগর ইউনিয়নের সম্পাদক কে ছিলেন ?

উঃ-পি সি যোশী


51.‘শিল্প বিরোধ নিবারণ বিল পাস হয় কবে?

উঃ-১৯২৯ খ্রিস্টাব্দে


52.‘রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস’ স্থাপিত হয়—

উঃ-১৯৩১ খ্রিস্টাব্দে


53.কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেলকে ‘সর্দার উপাধি দেওয়া হয় ?

উঃ-রুম্পা বিদ্রোহ




54.নিখিল ভারত র‍্যর্ডিক্যাল ডেমোক্রেটিক দল গঠিত হয় কবে?

উঃ-১৯৪০ খ্রিস্টাব্দে


55.মাদ্রাজে শ্রমিক সংগঠন গড়ে ওঠে কবে?

উঃ-১৯১৬ খ্রিস্টাব্দে


56.অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দেন কে?

উঃ-বাবা রামচন্দ্র


57.ভারতের বাইরে ‘ভারতের কমিউনিস্ট পার্টি’কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ-ভারতের বাইরে ভারতের কমিউনিস্ট পার্টি’ ১৯২০ খ্রিস্টাব্দে ১৭ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।


58.ভারতের বাইরে কোথায় সর্বপ্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ?

উঃ-ভারতের বাইরে রাশিয়ার তাসখন্দে সর্বপ্রথম ‘ভারতের কমিউনিস্ট পার্টি’ প্রতিষ্ঠিত হয়।


59.তাসখন্দে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন?

উঃ-তাসখন্দে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক ছিলেন মহঃ সফিক সিদ্দিকি।

60.ভারতে কমিউনিস্ট বা সাম্যবাদী-আন্দোলনের জনক’কাকে বলা হয় ?

উঃ-নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে ভারতে কমিউনিস্ট বা ‘সাম্যবাদী আন্দোলনের জনক’ বলা হয়।


61. বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছদ্মনাম কী ?

উঃ-বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছদ্মনাম হল মানবেন্দ্রনাথ রায়(এম এন রায়)।


62.সি মার্টিন ছদ্মনাম কে গ্রহণ করেছিলেন ?

উঃ-বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য সি মার্টিন ছদ্মনাম গ্রহণ করেছিলেন।


63.১৯২০ খ্রিস্টাব্দে রাশিয়ায় অনুষ্ঠিত ‘কমিনটার্ন’-এ মেক্সিকোর হয়ে কে প্রতিনিধিত্ব করেন ?

উঃ-১৯২০ খ্রিস্টাব্দে রাশিয়ায় অনুষ্ঠিত কমিনটার্ন’-এ মেক্সিকোর হয়ে প্রতিনিধিত্ব করেন মানবেন্দ্রনাথ রায়।


64.‘ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কবে ?

উঃ-১৯২৫ খ্রিস্টাব্দের ২৬ ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।


65.ভারতে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় ?

উঃ-ভারতের কানপুরে ‘ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়।


66.১৯২৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন ?

উঃ-১৯২৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক ছিলেন এস বি ঘাটে।


67.১৯২৫ খ্রিস্টাব্দের ২৬ ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উঃ-১৯২৫ খ্রিস্টাব্দের ২৬ ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সিঙ্গারভেলু

চেট্টিয়ার।


68.বাংলার কমিউনিস্ট আন্দোলনের জনক কে ?

উঃ-বাংলার কমিউনিস্ট আন্দোলনের জনক’ মুজফফর আহমেদ।


69.“গান্ধি বনাম লেনিন’ পুস্তিকাটির লেখক কে?

উঃ-শ্রীপাদ অমৃত ডাঙ্গে ‘গান্ধি বনাম লেনিন’ পুস্তিকাটি লেখেন।


70.ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম কী ?

উঃ-ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম দ্য সোশ্যালিস্ট।


71.লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উঃ-লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কবি নজরুল ইসলাম।


72.গণবাণী পত্রিকা কে সম্পাদনা করতেন ?

উঃ-গণবাণী পত্রিকা সম্পাদনা করতেন মুজফফর আহমেদ।


73.কত খ্রিস্টাব্দে হুইটলি কমিশন গঠিত হয় ?

উঃ-১৯২৯ খ্রিস্টাব্দে ‘হুইটলি কমিশন গঠিত হয়।


74.‘মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় ?

উঃ- ‘মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় ১৯২৯ খ্রিস্টাব্দে।


75.কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রীদল’ প্রতিষ্ঠিত হয় ?

উঃ-১৯৩৪ খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল’ প্রতিষ্ঠিত হয়।


আরও পড়ুন......



76.ভারতের কমিউনিস্ট পার্টি কবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে ?

উঃ-১৯২৮ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।


77. ভারতের কমিউনিস্ট পার্টি কবে কমিন্টার্ন ভুক্ত হয় ?

উঃ-১৯৩০ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি কমিন্টান ভুক্ত হয়।


78. কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা কে ?

উঃ-কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা হলেন জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব।

79. কত খ্রিস্টাব্দে ‘ফরওয়ার্ড ব্লক’ প্রতিষ্ঠিত হয়?

উঃ-৩ মে, ১৯৩৯ খ্রিস্টাব্দে ‘ফরওয়ার্ড ব্লক’ প্রতিষ্ঠিত হয়।


80.‘ফরওয়ার্ড ব্লক’ দলের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- ‘ফরওয়ার্ড ব্লক’দলের প্রতিষ্ঠাতা হলেন সুভাষচন্দ্র বসু।


81.‘র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি’ কে গড়ে তোলেন ?

উঃ- নরেন্দ্রনাথ ভট্টাচার্য ‘র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পাটি গড়ে তোলেন।


82.অপ্রদেশে ‘রায়তসভা’ কে স্থাপন করেন ?

উঃ-এন জি রঙ্গ অন্ধ্রপ্রদেশে ‘রায়তসভা স্থাপন করেন।


83.কত খ্রিস্টাব্দে সারাভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ?

উঃ-১৯৩৬ খ্রিস্টাব্দে সারাভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।


84.‘সারা ভারত কিষাণ কংগ্রেস’-এর প্রথম সভাপতি কে ছিলেন ?

উঃ-স্বামী সহজানন্দ সরস্বতী ‘সারা ভারত কিষাণ কংগ্রেস-এর প্রথম সভাপতি ছিলেন।


85.‘সারা ভারত কিষাণ সভা কবে স্থাপিত হয় ?

উঃ-১৯৩৭ খ্রিস্টাব্দে সারা ভারত কিষাণ সভা’থাপিত হয়।


86.বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ?

উঃ-বাংলায় “কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা হলেন ফজলুল হক।


87.‘অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস’ কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ-১৯২০ খ্রিস্টাব্দে ‘অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।


88.‘শের-ই-বঙ্গাল’ নামে কে পরিচিত হন ?

উঃ- ‘শের-ই-বঙ্গাল’ নামে পরিচিত হন ফজলুল হক।

89.‘ভারত কোন্ পথে’ প্রবন্ধের লেখক কে ?

উঃ- ‘ভারত কোন পথে’ প্রবন্ধের লেখক হলেন জওহরলাল নেহরু।


90.কার সভাপতিত্বে ‘অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস-এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ?

উঃ-লালা লাজপত রায়ের সভাপতিত্বে ‘অল ইন্ডিয়া ট্রেড।


91.ইউনিয়ন কংগ্রেস’-এর প্রথম অধিবেশন ও ভারতে প্রথম কবে ‘মে দিবস’ পালিত হয় ?

উঃ-১৯২৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম মে দিবস পালিত হয়।


92.ভারতে প্রথম কার নেতৃত্বে মে দিবস পালিত হয় ?

উঃ-ভারতে প্রথম সিঙ্গারভেলু চেট্টিয়ার-এর নেতৃত্বে ‘মে দিবস’ পালিত হয়।


93.দলিত আন্দোলনের বিখ্যাত নেতার নাম কী ?

উঃ-ড. বি আর আম্বেদকর।


94.‘উৎকল প্রাদেশিক কৃষক সভা’র প্রতিষ্ঠাতা কে ?

উঃ- ‘উকল প্রাদেশিক কৃষক সভা’র প্রতিষ্ঠাতা হলেন মালতী চৌধুরি।


95.কে ‘উৎকলমণি’ নামে পরিচিত ছিলেন ?

উঃ-মালতী চৌধুরি ‘উৎকলমণি’ নামে পরিচিত ছিলেন।


96.‘ওয়ার্কার্স অ্যান্ড পেজান্ট পার্টি’ কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ- ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস পার্টি’ প্রতিষ্ঠিত হয় ১৯২৮ খ্রিস্টাব্দে।


97.ভারতের কোন সাম্যবাদী নেতাকে দেশাভিমানী’বলা হয়?

উঃ-ভারতের সাম্যবাদী নেতা রামকৃষ্ণুপিল্লাইকে দেশাভিমানী’বলা হয়।


98.ভারতের কোন শহরকে ভারতের স্ট্যালিনগ্রাদ’ বলা হত ?

উঃ-ভারতের আমেদাবাদ শহরকে ‘ভারতের স্ট্যালিনগ্রাদ বলা হত।

99. AITUC-র প্রথম অধিবেশনে কতজন শ্রমিক প্রতিনিধি যোগদান করেন ?

উঃ- AITUC-র প্রথম অধিবেশনে ৮০৬ জন শ্রমিক প্রতিনিধি যোগদান করেন।


100. দেওয়ান চমনলাল কে ছিলেন ?

উঃ-দেওয়ান চমনলাল ছিলেন AITUC-র প্রথম সাধারণ সম্পাদক।


101.বাংলায় তেভাগা আন্দোলন কবে শুরু হয়?

উঃ- ১৯৪৬ খ্রিস্টাব্দে বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয়।


102.কোন্দলের নেতৃত্বে তেভাগা আন্দোলনের সূচনা হয় ?

উঃ- ‘বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা’-র নেতৃত্বে তেভাগা আন্দোলনের সূচনা হয়।


103.তেভাগা আন্দোলনের দু-জন নেতার নাম করো।

উঃ-তেভাগা আন্দোলনের দু-জন নেতা হলেন—গুরুদাস তালুকদার ও চারু মজুমদার।


104.‘পুন্নাপ্রা-ভায়লার আন্দোলন কোথায় হয় ?

উঃ- ‘পুন্নাপ্রা-ভায়লার আন্দোলন কেরলের ত্রিবাঙ্কুরে হয়।


105.পুন্না-ভায়লার আন্দোলনের দু-জন নেতার নাম করো।

উঃ- পুন্নাপ্রা-ভায়লার আন্দোলনের দু-জন নেতা হলেন—কে.সি জর্জ ও টি ভি টমাস।


106.তেলেঙ্গানা বিদ্রোহ কোথায় সংঘটিত হয় ?

উঃ-হায়দরাবাদের তেলেঙ্গানায়তেলেঙ্গানা বিদ্রোহ সংঘটিত হয়।


107.তেলেঙ্গানা বিদ্রোহের দু-জন নেতার নাম করো।

উঃ-তেলেঙ্গানা বিদ্রোহের দু-জন নেতা হলেন—রবি রেড্ডি ও ইয়েলো রেড্ডি। 


108.‘ইনকিলাব জিন্দাবাদ’ শ্লোগানটির অর্থ কী ?

উঃ- ইনকিলাব জিন্দাবাদ’ শ্লোগানটির অর্থ বিপ্লব দীর্ঘজীবী হও।

109.ইনকিলাব জিন্দাবাদ’ শ্লোগানটি ভারতের একটি তাৎপর্যপূর্ণ বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত সেই বিদ্রোহের নাম কী? 

উঃ-ইনকিলাব জিন্দাবাদ’ শ্লোগানটি ভারতের নৌ-বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত।


110.ব্রিটিশ সরকার পরিচালিত ভারতের কমিউনিস্ট বিরোধী প্রথম মামলাটি কী ছিল ?

উঃ-ব্রিটিশ সরকার পরিচালিত ভারতের কমিউনিস্ট বিরোধী প্রথম মামলাটি ছিল পেশোয়া ষড়যন্ত্র মামলা।


111.ভারতের কোন্ ষড়যন্ত্র মামলাকে বলা হয় ‘জুডিসিয়াল স্ক্যান্ডাল ?

উঃ-ভারতে ‘মিরাট ষড়যন্ত্র মামলা’-কে ‘জুডিসিয়াল স্ক্যান্ডাল বলা হয়।


112.ভারতের বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত দু-জন বিদেশির নাম করো।

উঃ- ভারতের বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত দু-জন বিদেশির নাম হল—ফিলিপ স্প্যাট ও বেঞ্জামিন ব্র্যাডলে।


113.‘মজদুর মহাজন’ দল কে প্রতিষ্ঠা করেন ?

উঃ-মহাত্মা গান্ধি (১৯১৭) মজদুর মহাজন’দল প্রতিষ্ঠা করেন।


114.AITUC-র পুরো কথা কী ?

উঃ- AITUC-র পুরো কথা হল—অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন


115.ভারতের কমিউনিস্ট পার্টি কবে দ্বিধাবিভক্ত হয় ?

উঃ-ভারতের কমিউনিস্ট পার্টি ১৯৬৪ খ্রিস্টাব্দে দ্বিধাবিভক্ত হয়।


116.কত খ্রিস্টাব্দে সি পি আই (এম) দল প্রতিষ্ঠিত হয় ?

উঃ-১৯৬৪ খ্রিস্টাব্দে সি পি আই (এম) দল প্রতিষ্ঠিত হয়।


117.সি পি আই (CPI)-এর পুরো কথাটি কী ?

উঃ-সি পি আই (CPI)-এর পুরো কথাটি হল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া।


118.CPI (M)-এর পুরো কথা কী ?

উঃ-CPI (M)-এর পুরো কথা কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)।


119.বাংলায় কৃষক আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন ?

উঃ-বাংলায় কৃষক আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল।


120.বাংলার কোন্ জাতীয়তাবাদী নেতাকে দেশপ্রাণ’ বলা হত ?

উঃ-জাতীয়তাবাদী নেতা বীরেন্দ্রনাথ শাসমলকে বাংলার‘দেশপ্রাণ’ বলা হত।


121.অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে ?

উঃ-অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠাতা হলেন জওহরলাল নেহরু (১৯২০)।


122.কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে ?

উঃ-১৯৩৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে।


123.ভারতে প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়ন-এর নাম কী ?

উঃ-ভারতে প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়নের নাম হল মাদ্রাজ


125.লেবার ইউনিয়ন ‘মাদ্রাজ লেবার ইউনিয়ন’ কবে স্থাপিত হয় ?

উঃ-খ্রিস্টাব্দে মাদ্রাজ লেবার ইউনিয়ন’ স্থাপিত হয়।


126.‘মাদ্রাজ লেবার ইউনিয়ন’-এর প্রতিষ্ঠাতা কে ?

উঃ- ‘মাদ্রাজ লেবার ইউনিয়ন’-এর প্রতিষ্ঠাতা হলেন বি পি ওয়াদিয়া।


127.কার নেতৃত্বে ‘বারদৌলি সত্যাগ্রহ’ পরিচালিত হয় ?

উঃ-সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ পরিচালিত হয়।


128.কত খ্রিস্টাব্দে ‘বারদৌলি সত্যাগ্রহ’ সংঘটিত হয় ?

উঃ-১৯২৮ খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ সংঘটিত হয়।

129.বাংলা ভাষায় প্রকাশিত একটি সাম্যবাদী পত্রিকার নাম করো।

উঃ-বাংলা ভাষায় প্রকাশিত একটি সাম্যবাদী পত্রিকার নাম হল ধূমকেতু।


130.ভারতে ‘শিল্প-বিরোধ বিল’ কবে পাস হয় ?

উঃ-১৯২৯ খ্রিস্টাব্দে ভারতে ‘শিল্প-বিরোধ বিল পাস হয়।


131.সর্বভারতীয় কিষাণ দিবস কবে পালিত হয় ?

উঃ-১ সেপ্টেম্বর, ১৯৩৬ খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষাণ দিবস’পালিত হয়।


132.কত খ্রিস্টাব্দে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ?

উঃ-১৯৩১ খ্রিস্টাব্দে‘রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।


133.রেলওয়ে মেনস্ ট্রেড ইউনিয়ন’ কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ-১৯০৬ খ্রিস্টাব্দে রেলওয়ে মেনস্ ট্রেড ইউনিয়ন’ প্রতিষ্ঠিত হয়।


134.কার্ল মার্কস: আ মডার্ন ঋষি’ প্রবন্ধটি কে রচনা করেন ?

উঃ-লালা হরদয়াল কার্ল মার্কস: আ মডার্ন ঋষি’ প্রবন্ধটি  রচনা করেন।


135.লালা হরদয়াল কে ছিলেন ?

উঃ-লালা হরদয়াল ছিলেন গদর পার্টির প্রতিষ্ঠাতা।


136.‘গণবাণী’ পত্রিকার পূর্বনাম কী ছিল ?

উঃ- ‘গণবাণী’ পত্রিকার পূর্বনাম ছিল “লাঙল।


137.সাপুরনি সাকলাৎওয়ালা কে ছিলেন ?

উঃ-সাপুরনি সাকলাৎওয়ালা ছিলেন ব্রিটিশ সাম্যবাদী দলের একজন নেতা।


138.‘ইন্ডিয়া টুডে’ গ্রন্থের লেখক কে ?

উঃ-ইন্ডিয়া টুডে’ গ্রন্থের লেখক ড. রজনীপাম দত্ত।

139.স্বামী বিদ্যানন্দ কে ছিলেন ?

উঃ-স্বামী বিদ্যানন্দ ছিলেন বিহারের গান্ধিবাদী কৃষক নেতা।


140.এ কে গোপালন কে ছিলেন ?

উঃ-এ কে গোপালন ছিলেন কেরলের কৃষক আন্দোলনের নেতা।


141.ফিলিপ স্পাট কে ছিলেন ?

উঃ-ফিলিপ স্প্ল্যাট ছিলেন ব্রিটিশ সাম্যবাদী নেতা।


142.ভারতের কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে ফিলিপ স্ক্র্যাট যুক্ত ছিলেন ?

উঃ-ভারতের মিরাট ষড়যন্ত্র মামলার সঙ্গে ফিলিপ স্পট যুক্ত ছিলেন।


142.কত খ্রিস্টাব্দে বঙ্গবিভাজনের দিন ধার্য হয় ?

উঃ-১৬ অক্টোবর, ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গবিভাজনের দিন ধার্য হয়।


143.বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?

উঃ-বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ভারতের বড়োলাট ছিলেন লর্ড কার্জন।


144.কত খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলিকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?

উঃ-১৯১১ খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলিকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।


145.বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কবে খারিজ করা হয় ?

উঃ-১৯১১ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত খারিজ করা হয়।


146.কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয় ?

উঃ-১৯২০ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয়।


147.অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহৃত হয় ?

উঃ-২৫ ফেব্রুয়ারি, ১৯২২ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হয়।

148.কোন ঘটনার প্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহুত হয় ?

উঃ-চৌরিচৌরা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হয়।


149.আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ?

উঃ- ১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয়।


150.আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতের বড়োলাট কে ছিলেন ?  

উঃ-আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতের বড়োলাট ছিলেন লর্ড আরউইন।


আরও পড়ুন......



159.আইন অমান্য অন্দোলন কবে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয় ?

উঃ-৮ মে, ১৯৩৪ খ্রিস্টাব্দে আইন অমান্য অন্দোলন সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করা হয়।


160.ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?

উঃ-ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের বড়োলাট ছিলেন লর্ড লিনলিথগো।


161.ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?

উঃ-৯ আগস্ট, ১৯৪২ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়।


162.ভারত ছাড়ো আন্দোলন কবে সমাপ্ত হয় ?

উঃ- ১৯৪৪ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সমাপ্ত হয়।


162.‘পাঞ্জাব রিয়াসতি প্রজামন্ডল’ কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- ‘পাঞ্জাব রিয়াসতি প্রজামন্ডল’ প্রতিষ্ঠা করেন খড়ক সিং


163.‘উজলিপরাজ’ কারা ?

উঃ-গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের বিত্তবান কৃষক শ্রেণিকে ‘উজলিপরাজ’ বলা হয়।


164.স্বামী সহজানন্দ সরস্বতী কে ছিলেন ?

উঃ- স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন বিহারের কৃষক নেতা এবং কিষাণসভার জনপ্রিয় নেতা।

165.কাকে ভারতে ‘গান্ধিজির দূত’ বলা হত ?

উঃ- রাজস্থানের ব্যবসায়ী মতিলাল তেজওয়াতকে ভারতে‘গান্ধিজির দূত’ বলা হত।


166.তুরিয়া ভগৎ কোন্ আন্দোলনের নেতা ছিলেন ?

উঃ-তুরিয়া ভগৎ ‘তানা-ভগৎ’ আন্দোলনের নেতা ছিলেন।


167.‘অযোধ্যা কিষাণ সভা’র প্রতিষ্ঠাতা কে ?

উঃ- ‘অযোধ্যা কিষাণ সভা’র প্রতিষ্ঠাতা হলেন বাবা রামচন্দ্র।


168.‘মাদারি পাশি’ কোন্ আন্দোলনের নেতা ছিলেন ?

উঃ- ‘মাদারি পাশি একা একতা আন্দোলনের নেতা ছিলেন।


169.“ইন্ডিপেনডেন্স ফর ইন্ডিয়া লিগ’ কে প্রতিষ্ঠা করেন ?

উঃ-জওহরলাল নেহর ‘ইন্ডিপেনডেন্স ফর ইন্ডিয়া লিগ’ প্রতিষ্ঠা করেন।


170.জাতীয় কংগ্রেসের কোন্ অধিবেশনে জওহরলাল নেহরু তাঁর বামপন্থী মনোভাব ব্যক্ত করেন ?

উঃ-জাতীয় কংগ্রেসের লখনউ অধিবেশনে(১৯৩৬ খ্রিস্টাব্দ) জওহরলাল নেহরু তাঁর বামপন্থী মনোভাব ব্যক্ত করেন।


171.দি ইন্ডিয়ান স্ট্রাগল’ গ্রন্থের লেখক কে ?

উঃ- ‘দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক হলেন সুভাষচন্দ্র বসু।


172.কিষাণ বুলেটিন-এর সম্পাদক কে ছিলেন ?

উঃ- কিষাণ বুলেটিন-এর সম্পাদক ছিলেন ইন্দুলাল যাজ্ঞিক।


173.GKU-র পুরো কথা কী ?

উঃ- GKU-র পুরো কথা গিরনি কামগার ইউনিয়ন।



174.বাংলার এক মহিলা শ্রমিক নেত্রীর নাম করো।

উঃ-বাংলার এক মহিলা শ্রমিক নেত্রীর নাম হল ড. প্রভাবতী দাশগুপ্তা।


175.কত খ্রিস্টাব্দে GKU প্রতিষ্ঠিত হয় ?

উঃ-১৯২৮ খ্রিস্টাব্দে GKU প্রতিষ্ঠিত হয়।


176.১৯৩৭ খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলার কোন দল সংখ্যা গরিষ্ঠতা লাভ করে ?

উঃ- ১৯৩৭ খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলার কৃষক প্রজাপার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।


177.কত খ্রিস্টাব্দে বিপ্লবী সমাজতন্ত্রী দল’ প্রতিষ্ঠিত হয় ?

উঃ-১৯৪০ খ্রিস্টাব্দে বিপ্লবী সমাজতন্ত্রী দল’ প্রতিষ্ঠিত হয়। ।


178.‘জাস্টিস মার্ডার্ড ইন ইন্ডিয়া' গ্রন্থের লেখক কে ?

উঃ- ‘জাস্টিস মার্ডার্ড ইন ইন্ডিয়া’ গ্রন্থের লেখক দ্বারকানাথ গাঙ্গুলী।


179.বোম্বাইয়ের রেল শ্রমিকরা প্রথম কবে ‘গান্ধি দিবস’পালন করে ?

উঃ-১৯৩০ খ্রিস্টাব্দের ৬ জুলাই বোম্বাইয়ের রেল শ্রমিকরা প্রথম ‘গান্ধি দিবস’ পালন করে।


180.ভারতে প্রথম রেল ধর্মঘট বা শ্রমিক ধর্মঘট কবে হয় ?

উঃ-১৮৬২ খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেল ধর্মঘট বা শ্রমিক ধর্মঘট হয়।


181.ভারতে প্রথম নথিভুক্ত শ্রমিক ধর্মঘটটি কবে পালিত হয় ?

উঃ-ভারতে প্রথম নথিভুক্ত শ্রমিক ধর্মঘটটি পালিত হয় ১৮৭৭ খ্রিস্টাব্দে।


182.বাংলায় প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়ন’-এর নাম কী ?

উঃ-বাংলায় প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়ন’-এর নাম ‘প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স।


183.বাংলায় কবে প্রথম ট্রেড ইউনিয়ন’ স্থাপিত হয় ?

উঃ-২১ অক্টোবর, ১৯০৫ খ্রিস্টাব্দে বাংলায় প্রথম ট্রেড ইউনিয়ন স্থাপিত হয়।


184.বিশ্বে প্রথম যুদ্ধবিরোধী মিছিল কোথায় হয় ?

উঃ-বিশ্বে প্রথম যুদ্ধবিরোধী মিছিল হয় বোম্বাইতে (১৯৩৯ খ্রিস্টাব্দ)।।


185.কত খ্রিস্টাব্দেবোম্বাই ট্রেড ডিসপিউট অ্যাক্ট’ ঘোষিত হয় ?

উঃ- ১৯৩৮ খ্রিস্টাব্দে বোম্বাই ট্রেড ডিসপিউট অ্যাক্ট’ ঘোষিত হয়।


186.কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে গঠিত হয় ?

উঃ-১৯৩৪ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়।


187.সারাভারত কিষাণ সভা কবে স্থাপিত হয় ?

উঃ-সারাভারত কিষাণ সভা স্থাপিত হয় ১৯৩৬ খ্রিস্টাব্দে।


188.‘সর্বভারতীয় কিষাণ দিবস কবে পালিত হয় ?

উঃ- ‘সর্বভারতীয় কিষাণ দিবস’ পালিত হয় ১৯৩৬ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর।


189.মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়েছিল ?

উঃ-মিরাট ষড়যন্ত্র মামলায় ৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছিল।


190.সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত দলটির নাম কী ?

উঃ-সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত দলটির নাম ফরওয়ার্ড ব্লক।


191.সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠা করেন ?

উঃ-সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন১৯৩৯ খ্রিস্টাব্দে।


192.বাংলায় ‘কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন কে ?

উঃ-বাংলায় ‘কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন এ কে ফজলুল হক এবং আক্রাম খাঁ।



193.‘ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস্ পার্টি কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজান্ট পার্টি প্রতিষ্ঠা করেন মুজফফর আহমদ।





File Details

 

File Name/Book Name

 মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

File Format

PDF

File Language

Bengali

File Size

257 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members



একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ
  1. class 10 এর সমস্ত প্রশ্ন ও উত্তর তৈরীর কাজ সম্পূর্ন হয়ে গেছে তোমরা Category option-এ গিয়ে আটটি অধ্যায়ের ১,২ ,৪ ও ৮ নম্বরের সমস্ত প্রশ্ন ও উত্তর দেখে নিতে পারবে
    Category Option লিঙ্ক নিচে দেওয়া হল-

    https://history4u3.blogspot.com/search/label/%E0%A6%A6%E0%A6%B6%E0%A6%AE%20%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%80%2FClass%20Ten

    উত্তরমুছুন
  2. ষষ্ঠ অধ্যায়ের 4 ও 8 নম্বর এর উওর গুলো দরকার,

    উত্তরমুছুন
  3. ষষ্ঠ অধ্যায়ের 4 ও 8 নম্বর এর উওর গুলো দরকার,
    নীচে ২ নম্বরের দিলাম

    https://history4u3.blogspot.com/2020/04/blog-post_24.html

    উত্তরমুছুন
  4. ষষ্ট অধ্যায় 4 ও8 মার্ক দিন পিডিএফ স্যার

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
To Top