প্রাইমারী মকটেস্ট।। প্রাইমারী মকটেস্ট বাংলা ৩০টি প্রশ্ন ও উত্তর (Mcq)।। Primary Mock Test।। Bengali 30 Questions with answers।। Primary Mock Test pdf Part- 4
Primary Mock Test pdf Part- 4 |
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর
প্রাইমারীর বাংলা মকটেস্ট(Primary Bengali Mock Test)কারক mock test
বাংলা ব্যাকরণ mock test
পদ পরিবর্তন mock test
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর
primary mock test pdf
primary tet mock test online
primary tet mock test math
আপনারা নীচের দেওয়া Bengali থেকে যে ৩০টি প্রশ্ন দেওয়া হল show Answer Button এ ক্লিক করে আপানাদের প্রস্তুতি যাচাই করুন
প্রাইমারী মকটেস্ট।। প্রাইমারী মকটেস্ট বাংলা ৩০টি প্রশ্ন ও উত্তর (Mcq)।। Primary Mock Test।। Bengali 30 Questions with answers।। Primary Mock Test pdf Part- 4
Section-A (General)
A. নিম্নলিখিত পদ্যাংশটি ভালোভাবে পাঠ করুন, পরবর্তী প্রশ্নগুলির সঠিক উত্তরটি চিহ্নিত করুন।
গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা
ভরানদী ক্ষুরধারা খর-পরশা
কাটিতে কাটিতে ধান এল বর্ষা।।
একখানি ছোটো খেত আমি একেলা,
চারিদিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা তরুছায়ামসী-মাখা
গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতবেলা।
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।।
(1) কবি কোথায় বসে আছেন?
(a) বাড়িতে
(b) কূলে
(c) খেয়াতরিতে
(d) খেতে।
(2) উদ্ধৃতাংশে যে ঋতুর কথা বলা হয়েছে তা হল-
(a) গ্রীষ্ম
(b) শরৎ
(c) বর্ষা
(d) হেমন্ত।
(3) রাশি রাশি ভারা ভারা হল সারা-
(a) ধান-কাটা
(b) গম-কাটা
(c) পাট-কাটা
(d) তিল-কাটা।
(4) কবির চারদিকে কী খেলা করছে?
(a) মাছ
(b) শিশুরা
(c) বাঁকা জল
(d) মেঘ।
(5) 'মসী' শব্দের অর্থ-
(a) তরু
(b) ছায়া
(c) কালি
(d) বিবর্ণ
(6) ঘন মেঘ বরষা: বরষা : ?
(a) কূল
(b) নৌকা
(c) নদী
(d) ভরা নদী।
B. নিম্নলিখিত অনুচ্ছেদটি ভালোভাবে পড়ুন, পরবর্তী প্রশ্নগুলির সঠিক উত্তরটি চিহ্নিত করুন।
স্পাইনা বাইফিডা নামে জন্মগত রোগের ক্ষেত্রে শিশুর জন্ম হয়
তার শরীরের পেছনদিকে একটা গর্ত নিয়ে। তার স্পাইনাল কর্ড সেই গর্ত
দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। এ রোগে শিশুরা বাঁচত না। অল্প কিছুদিনের
মধ্যেই মারা যেত। কিন্তু ১৯৫৭ সাল নাগাদ আমেরিকার ডাক্তাররা স্পাইনা
বাইফিডা-র চিকিৎসার ক্ষেত্রে 'হোল্টার ভাল্ভ' নামে একটি যন্ত্রের
ব্যবহার শুরু করেন। এতে একটি সুবিধা হয়েছিল যে, বাচ্চার শরীরের
বাড়তি ফ্লুইডগুলো বের করে দেওয়া যাচ্ছিল। ফলে, এ রোগে শিশুমৃত্যুর
হার কমতে থাকে। কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা গেল, যারা বাঁচছে তারা
এককথায় বীভৎসভাবে বেঁচে থাকছে। বেশিরভাগ শিশুই সাংঘাতিক
ধরনের প্যারালিসিসের শিকার, মলত্যাগ-মূত্রত্যাগের ওপর তাদের
কোনো নিয়ন্ত্রণ নেই, প্রায় প্রত্যেকের মেরুদণ্ড আর পা অস্বাভাবিক।
অর্ধেকের বেশি শিশু মানসিক প্রতিবন্ধী। তা ছাড়া, তাদের শরীরের সঙ্গে
সেঁটে যাওয়া হোল্টার ভাল্ভ যন্ত্রটিকে সচল রাখতে বারবার শিশু-শরীরে
অস্ত্রোপচারও করতে হচ্ছে। এককথায় অসহনীয় অবস্থা। এই দেখে জন
লোরবার নামে এক ব্রিটিশ ডাক্তার প্রস্তাব দেন যে, স্পাইনা-বাইফিডা-র
শিকার প্রতিটি শিশুকে হোন্টার ভালভ পদ্ধতিতে চিকিৎসা করার দরকার
নেই। যারা তুলনামূলকভাবে কম ত্রুটি নিয়ে জন্মেছে একমাত্র তাদের
ক্ষেত্রেই এ পদ্ধতির প্রয়োগ করা হোক, বাকিদের ক্ষেত্রে এ পদ্ধতি
প্রত্যাহার করা হোক। এখনকার দিনে পৃথিবীর প্রায় সর্বত্র লোরবারের
প্রস্তাব অনুসারে স্পাইনা বাইফিডার চিকিৎসা করা হয়। অর্থাৎ, এ রোগে
আক্রান্ত অনেক শিশুকে অবশ্যই যাদের জন্মগত ত্রুটি মারাত্মক ধরনের
তাদের হোল্টার ভালভ পদ্ধতির সুযোগ দেওয়া হয় না। ফলে তাদের মৃত্যু
ত্বরান্বিত হয় ঠিকই, কিন্তু তারা মরে বাঁচে।
(7) শরীরের পেছনে একটি গর্ত দিয়ে স্পাইনাল কর্ড বেরিয়ে যাওয়ার লক্ষণটি কোন রোগের ?
(a) স্পাইনা বাইফিডা
(b) প্যারালিসিস
(c) মানসিক প্রতিবন্ধী
(d) স্পাইনা ফ্লুইড।
(8) স্পাইনা বাইফিডা কী ধরনের রোগ?
(a) জন্মগত
(b) ভাইরাসঘটিত
(c) ব্যাকটেরিয়াঘটিত
(d) জলবাহিত।
(9) কত সালের পর থেকে 'হোল্টার ভাল্ভ' যন্ত্রটির ব্যবহার শুরু হয়?
(a) 1857
(b) 1957
(c) 1975
(d) 1875
(10) কোন্ দেশের চিকিৎসকরা যন্ত্রটির ব্যবহার শুরু করেছিলেন?
(a) রাশিয়া।
(b) ব্রিটিশ
(c) চীন
(d) আমেরিকা।
(11) স্পাইনা বাইফিডা রোগের লক্ষণগুলি হল—
(a) প্যারালিসিস
(b) মানসিক প্রতিবন্ধী
(c) মলত্যাগ-মূত্রত্যাগের ওপর অনিয়ন্ত্রণ
(d) উপরের সবগুলি।
(12) স্পাইনা বাইফিডা-র শিকার প্রতিটি শিশুকে হোল্টার ডাল্ভ পদ্ধতিতে চিকিৎসা করার দরকার নেই—এ কথা কে বলেছিলেন?
(a) জন লোবার
(b) আমেরিকার একজন ডাক্তার
(c) রাশিয়ার একজন ডাক্তার
(d) জন লোরবার।
(13) প্রত্যাহার করার অর্থ-
(a) আশা করা
(b) ফিরিয়ে নেওয়া
(c) বর্জন করা
(d) b ও c উভয়ই সঠিক।
(14) 'অর্ধেক'-এর সন্ধি বিচ্ছেদ করলে হবে–
(a) অর্ধ + ঐক
(b) অর্ধ + এক
(c) অর্ধেক + অ
(d) অর্ + ধেক।
(15) 'চিকিৎসা' শব্দের পদান্তর করলে হবে-
(a) চিকিৎসক
(b) চিকিৎসা
(c) চিকিৎসিত
(d) চিকীর্ষা।
Section-B (Pedagogy),
(16) শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষার গুরুত্বপূর্ণ দিকটি হল—
(a) ব্যাকরণবোধ
(b) উচ্চারণ
(c) রসবোধ
(d) সৌন্দর্যবোধ।
(17) ভাষাশিক্ষায় নির্ণায়ক পদ্ধতি ব্যবহার করা হয়—
(a) অন্ধ শিশুদের জন্য
(b) বধিরদের জন্য
(c) মূক ও বধিরদের জন্য
(d) মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য।
(18) একটি বিশৃঙ্খল পরিবেশের শ্রেণিপাঠে কয়েকজন অভব্য ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণে শিক্ষক মহাশয় যে তাৎক্ষণিক কার্যকরী সিদ্ধান্ত নেবেন তা হল-
(a) অভিনয়
(b) শাসন
(c) উপস্থিত বুদ্ধি
(d) অভিভাবকদের ডাকবেন।
(19) 'অর্জন' (Acquisition) হল সেই প্রক্রিয়া যার দ্বারা কোনো ভাষা স্বাভাবিকভাবে আমরা রপ্ত করি
(a) সচেতনভাবে
(b) অচেতনভাবে
(c) অবচেতনভাবে
(d) আংশিক চেতনভাবে।
(20) মূৰ্তন (illustration) হল এক ধরনের-
(a) মৌখিক শিক্ষণ
(b) শিক্ষণ কৌশল
(c) মডেল
(d) ব্ল্যাকবোর্ড।
(21) LAD-এর পূর্ণ বুদ ?
(a) Learning Associative Device
(b) Language Acquisition Device
(c) Language Association Device
(d) Language Accomodative Device.
(22) স্টিমুলাস (S) রেসপন্স (Respouse, R) তত্ত্বটির ধারণা কে প্রথম দেন?
(a) নডাইক
(b) প্যাভলভ
(c) ওয়াটসন
(d) কার্ট লিউইন।
(23) কোন ভাষা মানুষের সব সময়ের ব্যাবহারিক প্রয়োজন সিদ্ধ করে?
(a) সাধুভাষা
(b) সংস্কৃত ভাষা
(c) আঞ্চলিক ভাষা
(d) চলিত ভাষা।
(24) প্রাক্-প্রাথমিক স্তরে শিশুদের শিক্ষাদান করা উচিত
(a) পাঠ্যপুস্তকের মাধ্যমে
(b) শিক্ষাসহায়ক উপকরণের মাধ্যমে
(c) খেলাধূলার মাধ্যমে
(d) উপরের সবগুলি।
(25) Inductive Method-এই পদ্ধতির সৃষ্টি হয়েছে
(a) কঠিন থেকে সহজ পথে যাওয়ার জন্য
(b) ভাবের প্রকাশের জন্য
(c) সহজ থেকে কঠিন পথে যাওয়ার জন্য
(d) কোনোটিই নয়।
(26) শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে নীচের কোন্টি প্রয়োগ করা দরকার?
(a) জ্ঞান আহরণ
(b) বোধশক্তির বিকাশ
(c) দক্ষতা
(d) উপরের সবকটিই।
(27) কার্যকরী শ্রবণের অনেকগুলি শর্ত বর্তমান। যেসবের উপর এই কার্যকরী শ্রবণ নির্ভর করে সেগুলি হল—
(a) আকর্ষণীয় বিষয়
(b) উপযুক্ত পরিবেশ
(c) শ্রুতিমাধুর্য
(d) উপরের সবগুলি।
(28) নীচের কোন্টি বাংলা গদ্য সাহিত্যের শ্রেণিবিভাগ নয়—
(a) ভ্রমণ কাহিনী
(b) জীবনচরিত
(c) পত্রসাহিত্য
(d) দেশাত্মবোধক গীতিকবিতা।
(29) আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ হল-
(a) ব্ল্যাকবোর্ড
(b) চার্ট
(c) পাঠ্যপুস্তক
(d) চক।
(30) ভাষা আসলে-
(a) বুদ্ধির সঙ্গে যুক্ত
(b) সংগঠনের সঙ্গে যুক্ত
(c) স্মৃতির সঙ্গে যুক্ত
(d) চিত্তনের সঙ্গে যুক্ত।
Primary Mock Test Child Psychology Part- 3
Primary Mock Test Child Psychology Part- 4
Primary Mock Test Child Psychology Part- 5
File Details |
|
File Name/Book Name | Primary Mock Test।।Bengali 30 Questions with answers Part-4 |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 121 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |