Madhyamik History Suggestion MCQ 2022 (Part-5) With PDF Download II West Bengal WBTA History Page No-146

dream
0

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-5) With PDF Download II West Bengal WBTA History Page No-146

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-5)


প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, Madhyamik History Suggestion MCQ 2022 (Part-5) With PDF Download II West Bengal WBTA History Page No-146। তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে Madhyamik 2022 Bengali Mock Test, Madhyamik 2022 Math Mock Test, Madhyamik 2022 English Mock Test, Madhyamik 2022 History Mock Test, Madhyamik 2022 Geography Mock Test, Madhyamik 2022 Life Science Mock Test, Madhyamik 2022 Physical Science Mock Test পেয়ে যাবে। এগুলি তোমাদের যে পরিক্ষা শুরু হতে যাচ্ছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাসের MCQ Question উত্তরসহ দেওয়া আছে। তোমাদের এই মকটেস্টটি আমরা আশা করছি পরিক্ষায় খুবই কাজে আসবে।

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-5) With PDF Download II West Bengal WBTA History Page No-146

বিভাগ - ক

১. সঠিক উত্তরটি নির্বাচন করাে :                                                                ২০x১= ২০

১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেছেন-

(ক) রমেশচন্দ্র দত্ত 

(খ) ইরফান হাবিব 

(গ) রণজিৎ গুহ

(ঘ) রােমিলা থাপার

উঃ-(গ) রণজিৎ গুহ


১.২ ‘জীবনস্মৃতি' রচনা করেন-

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর 

(খ) বিপিন চন্দ্র পাল

(গ) মহাশ্বেতা দেবী

(ঘ) আশাপূর্ণা দেবী

উঃ-(ক) রবীন্দ্রনাথ ঠাকুর 



১৩ জহরলালু নেহেরু তার কন্যা ইন্দিরাকে কত খানা চিঠি লিখেছিলেন

(ক) ৩০টি

(খ) ১০ টি

(গ) ৫০টি

(ঘ) ৬০ টি

উঃ-(ক) ৩০টি


১.৪ ক্রিকেট খেলার জন্ম হয়—

(ক) ফ্রান্সে

(খ) ভারতে

(গ) ইংল্যান্ডে 

(ঘ) ইতালিতে

উঃ-(গ) ইংল্যান্ডে 


১.৫ ‘নীলদর্পণ' নাটকটি রচনা করেছিলেন-

(ক) হরিশচন্দ্র মুখােপাধ্যায়

(খ) দীনবন্ধু মিত্র 

(গ) নবীনচন্দ্র সেন 

(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উঃ-(খ) দীনবন্ধু মিত্র 


১.৬ ‘হুতােম প্যাচা’ ছদ্মনাম ছিল

(ক) শিবনাথ শাস্ত্রীর 

(খ) কালীপ্রসন্ন সিংহের 

(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের 

(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

উঃ-(খ) কালীপ্রসন্ন সিংহের 


১.৭ 'মানুষ তৈরীর ধর্ম এর প্রবর্তক-

(ক) স্বামী বিবেকানন্দ

(খ) রামকৃয় পরমহংস 

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) ভগিনী নিবেদিতা

উঃ-(ক) স্বামী বিবেকানন্দ


১.৮ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—

(ক) ১৮৪৭ খ্রিঃ

(খ) ১৮৫৭ খ্রিঃ

(গ) ১৮৫৮ খ্রিঃ

(ঘ) ১৮৬০ খ্রিঃ

উঃ-(খ) ১৮৫৭ খ্রিঃ



১.৯ ওয়াহাবী কথার অর্থ হল

(ক) বিদ্রোহ

(খ) বিপ্লব

(গ) পুনর্জন্ম 

(ঘ) নবজাগরণ 

উঃ-(ঘ) নবজাগরণ 



১.১০ কোল বিদ্রোহের নেতা ছিলেন—

(ক) দুর্জন সিং

(খ) বুদ্ধ ভগত

(গ) সিধু

(ঘ) কানু

উঃ-(খ) বুদ্ধ ভগত


১.১১ সাঁওতাল বিদ্রোহ হয়েছিল-

(ক) ১৮৫০ খ্রি:

(খ) ১৮৫৫ খ্রি: 

(গ) ১৮৬০ খ্রি: 

(ঘ) ১৮৩৫ খ্রি:

উঃ-(খ) ১৮৫৫ খ্রি: 


১.১২ 'বাংলার নানাসাহেব' নামে পরিচিত ছিলেন।

(ক) রামরতন মল্লিক 

(খ) দিগম্বর বিশ্বাস

(গ) বিচরণ বিশ্বাস

(ঘ) ঈশানচন্দ্র রায়

উঃ-(ক) রামরতন মল্লিক 


১.১৩ হিন্দুমেলার উদ্যোক্তা ছিলেন

(কু) নবসুন্দর মিত্র 

(খ) নবগােপাল মিত্র 

(গ) নবীনচন্দ্র সেন 

(ঘ) নন্দলাল বন

উঃ-(খ) নবগােপাল মিত্র 


১.১৪ উনিশ শতককে সভাসমিতির যুগ’বলেছেন

(ক) সুভাষচন্দ্র বসু 

(খ) দাদাভাই নওরােজি 

(গ) অনিল শীল 

(গ) রামমােহন রায়

উঃ-(গ) অনিল শীল 


১.১৫ জমিদার সভার সভাপতি ছিলেন

(ক) রাধাকান্ত দেব 

(খ) রামমােহন রায় 

(গ) সুভাষচন্দ্র বসু.

(ঘ) বিবেকানন্দ

উঃ-(ক) রাধাকান্ত দেব 


১.১৬ ‘গােরা' উপন্যাসটির রচয়িতা ছিলেন

(ক) বিপিনচন্দ্র পাল 

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর 

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

(ঘ) দীনবন্ধু মিত্র

উঃ-(খ) রবীন্দ্রনাথ ঠাকুর 


১.১৭ ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন

(ক) জগদীশচন্দ্র বসু 

(খ) মহেন্দ্রলাল সরকার 

(গ) তারকনাথ পালিত 

(ঘ) রামমােহন রায়

উঃ-(গ) তারকনাথ পালিত 



১.১৮ বাংলার মুদ্রণ শিল্পের জনক' বলা হয়—

(ক) চার্লস উইলকিনসকে 

(খ) গুটেনবার্গকে 

(গ) উইলিয়াম কেরীকে 

(ঘ) বিদ্যাসাগরকে

উঃ-(ক) চার্লস উইলকিনসকে 


১.১৯ ফ্রেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করে উদ্ভিদের বৃদ্ধির হার মেপে দেখান

(ক) জগদীশ বসু।

(খ) মহেন্দ্রলাল সরকার

(গ) চন্দ্রশেখর বেৰ্কটরামন

(ঘ) মধুসূদন গুপ্ত

উঃ-(ক) জগদীশ বসু।


১.২০ “আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক” হলেন-

(ক) মহেন্দ্রলাল সরকার 

(খ) জগদীশচন্দ্র বসু 

(গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়

(ঘ) তারকনাথ পালিত

উঃ-(গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়


বিভাগ - খ

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মােট ১৬টি প্রশ্নের উত্তর দাও)               ১x১৫=১৬

উপবিভাগ ২.১

একটি বাক্যে উত্তর দাও :             ১x৪= ৪

২.১.১ পথের পাঁচালি' চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন?

উঃ-সত্যজিৎ রায় 

২.১.২ ‘হিন্দু প্যাট্রিয়েট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ-হরিশচন্দ্র মুখোপাধ্যায় 

২.১.৩ ‘দার্মিন-ই-কোহ’ শব্দটির অর্থ কী?

উঃ-পাহাড়ের প্রান্তদেশ 

২.১.৪ ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উঃ-লর্ড ক্যানিং 


উপবিভাগ- ২.২

সত্য না মিথ্যা লেখােঃ                        ১x১= ৪

২.২.১ ইউ. রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা জগদীশ বসু।

উঃ-মিথ্যা 

২.২.২ ‘জীবনের ঝরাপাতার’র লেখক হলেন আশাপূর্ণা দেবী।

উঃ-মিথ্যা 

২.২৩ বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবাবিবাহ প্রথা চালু হয়।

উঃ-সত্য 

২.২.৪ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন ১৮০০ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়।

উঃ-সত্য 

উপবিভাগ- ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ             ১x৪= ৪

ক স্তম্ভ

খ স্তম্ভ

২.৩.১ রাজতরঙ্গিনী

১. ১৯০৬ খ্রিঃ

২.৩.২ বর্তমান ভারত

২. হরিনাথ মজুমদার

২.৩.৩ কাঙাল হরিনাথ

৩. স্বামী বিবেকানন্দ

২.৩.৪ জাতীয় শিক্ষা পরিষদ

৪. কলহন।


উঃ-

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ             ১x৪= ৪

ক স্তম্ভ

খ স্তম্ভ

২.৩.১ রাজতরঙ্গিনী

৪. কলহন। 

২.৩.২ বর্তমান ভারত

৩. স্বামী বিবেকানন্দ 

২.৩.৩ কাঙাল হরিনাথ

২. হরিনাথ মজুমদার

২.৩.৪ জাতীয় শিক্ষা পরিষদ

১. ১৯০৬ খ্রিঃ



উপবিভাগ- ২.৪

প্রদত্ত ভারবর্যের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করাে ও নামাজিকত করাে ।                   ১x৪= ৪

২.৪.১ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র - ব্যারাকপুর

২.৪.২ বাংলার ওয়াহাবী আন্দোলনের কেন্দ্র - বারাসাত

২.৪.৩ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র - মীরাট

২.৪.৪ মুন্ডা বিদ্রোহের এলাকা


উপবিভাগ- ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর ?                                                  ১x৪=৪

২.৫.১ বিবৃতিঃ মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে

ব্যাখ্যা ১: নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তােলার জন্য।

ব্যাখ্যা ২ঃ জীবিকার প্রয়ােজনে

ব্যাখ্যা ৩: খাদ্যকে আরও সহজলভ্য করার জন্য।

উঃ-ব্যাখ্যা ১: নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তােলার জন্য।


২.৫.২ নীলদর্পণ নাটকটিতে বর্ণিত হয়েছে

ব্যাখ্যা ১: শ্রমিকদের অত্যচারের কাহিনি।

ব্যাখ্যা ২ঃ নীলচাষীদের অত্যাচারের কাহিনী

ব্যাখ্যা ৩ঃ সাধারণ মানুষের অত্যাচারের কাহিনি।

উঃ-ব্যাখ্যা ২ঃ নীলচাষীদের অত্যাচারের কাহিনী


২.৫.৩ পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না

ব্যাখ্যা ১ঃ চার্লস উইলকিন্স একাই বাংলা হরফ নির্মান করেছিলেন

ব্যাখ্যা ২ঃ বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার

ব্যাখ্যা ৩: পঞ্চানন কর্মকারের ভূমিকা ছিল নগণ্য।

উঃ-ব্যাখ্যা ২ঃ বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার


২.৫.৪ ‘বর্ণ পরিচয়' এক নতুন যুগের সূচনা করে—

ব্যাখ্যা ১: বর্ণপরিচয়ে ভাষা নির্দিষ্ট রূপ নেয়।

ব্যাখ্যা ২: বর্ণপরিচয় একটি নীতিবােধমূলক সাহিত্যগ্রন্থ

ব্যাখ্যা ৩ঃ বর্ণপরিচয় একটি আদর্শ শিশুপাঠ্য।

উঃ-ব্যাখ্যা ৩ঃ বর্ণপরিচয় একটি আদর্শ শিশুপাঠ্য।


বিভাগ-গ

দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও - যেকোন ১১টি                                                       ২x১১= ২২

৩.১ জাতীয় মহাফেজ খানা কি কি সংরক্ষিত হয় 

৩.২ ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারটের দুটি অসুবিধা লেখাে।

৩.৩ নব্য বেদান্ত কী?

৩.৪ চুইয়ে পড়া তত্ত্ব কি?

৩.৫ দুজন পাশ্চাত্যুবাদীর নাম লেখাে।

৩.৬ জন প্রাচ্যবাদীর নাম লেখাে।

৩.৭ যুংকাঠি কী?

৩.৮ দান কি?

৩.৯ দুজন সাঁওতাল বিদ্রোহের নেতার নাম লেখাে।

৩.১০ সভা-সমিতির যুগ' বলতে কি বােঝাে?

৩.১১ ব্রাহ্ সমাজ কুে. কত খ্রিঃ প্রতিষ্ঠা করেন?

৩.১২ শ্রীরামপুর ত্রয়ী’ কারা?

৩.১৩ জমিদারসভার উদ্দেশ্য কী ছিল?

৩.১৪ আনন্দমঠ কে. কোন বিদ্রোহের পটভূমিকায় রচনা করেন?

৩.১৫ গগনেন্দ্রনাথ ঠাকুরের দুটি ব্যঙ্গচিত্রের নাম লেখাে।

৩.১৬ উলগুলান’ বলতে কী বােঝায়?


বিভাগ-ঘ

৪। সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে কোন ৬টি)                                            ৪x৬= ২৪

উপবিভাগ ঘ.১

৪.১ রামকৃয়দেবের ‘সর্বধর্ম সমন্বয়’ এর আদর্শ তৎকালীন ধর্ম ব্যবস্থাকে কতখানি প্রভাবিত করতে পেরেছিল বলে

তুমি মনে করাে?

৪.২ উনিশ শতকে সমাজ সংস্কারের ডিরজিও ও ইয়ং বেঙ্গল গােষ্ঠীর অবদান লেখাে।

৪.৩ নারীশিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান লেখাে।

৪.৪ পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখাে।


আরও পড়ুন( মাধ্যমিক ইতিহাসের কিছু গুরত্বপূর্ন প্রশ্ন ও উত্তর)

 স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব আলোচনা কর

Click Here

  নীল বিদ্রোহের কারণ ফলাফল/গুরুত্বতাৎপর্য  বৈশিষ্ট্য গুলি আলোচনা কর

Click Here

  বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?

Click Here

  হুতোমপ্যাঁচার নক্সা গ্রন্থ থেকে উনিশ শতকের বাংলা সমাজের কী ধরনে চিত্র পাওয়া যায়?

Click Here

  নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ

Click Here

  উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো

Click Here


উপবিভাগ ঘ.২

৪.৫ ‘ভারতমাতা’ চিত্রটি কীভাবে জাতীয়বােধ জাগরণকে প্রভাবিত করেছিল?

৪.৬ ভারতসভার উদ্দেশ্য কি ছিল?

৪.৭ মহারাণীর ঘােষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী?

৪.৮ বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS এর অবদান আলােচনা কর।


বিভাগ-ঙ

যেকোনাে একটি প্রশ্নের উত্তর দাও:                                                 ৮x১= ৮

৫.১ মহাবিদ্রোহকে কি ‘প্রথম ভারতীয় জাতীয় বিদ্রোহ’বলা যায়? যুক্তিসহ উত্তর দাও।

৫.২ রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে কী শিক্ষাচিন্তা ও শিক্ষাভাবনার প্রসার ঘটিয়েছিলেন? তিনি কী

ঔপনিবেশিক শিক্ষার বিরােধী ছিলেন?

৫.৩ নীলবিদ্রোহের বৈশিষ্ট্য ও প্রকৃতি অলােচনা কর।

Read More....


File Details

 

File Name/Book Name

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-5) 

File Format

PDF

File Language

Bengali

File Size

100 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top