Madhyamik History Suggestion MCQ 2022 (Part-4) With PDF Download II West Bengal WBTA History Page No-144

dream
0

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-4) With PDF Download II West Bengal WBTA History Page No-144   

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-4)

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-4) With PDF Download II West Bengal WBTA History Page No-144

বিভাগ-‘ক’

১.সঠিক উত্তরটি নির্বাচন করাে :                                                             ১x২০=২০

১.১ ভারতবর্ষে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা শুরু করেছিলেন

(ক) রণজিৎ শুর

(খ) রণজিৎ গুহ

(গ) অশােক মিত্র

(ঘ) সুমিত সরকার।

উঃ-(খ) রণজিৎ গুহ


১.২ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন

(ক) ইংরেজরা

(খ) ফরাসিরা

(গ) ওলন্দাজরা।

(ঘ) পাের্তুগীজরা।

উঃ-(ক) ইংরেজরা


১.৩ বিপিনচন্দ্র পাল লিখেছিলেন।

(ক) সত্তর বছর

(খ) জীবনস্মৃতি

(গ) আনন্দমঠ

(ঘ) এ নেশন ইন মেকিং।

উঃ-(ক) সত্তর বছর


১.৪ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন।

(ক) ক্রীড়া জগতের সঙ্গে

(খ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে

(গ) চলচ্চিত্রের সঙেগ

(ঘ) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে।

উঃ-(গ) চলচ্চিত্রের সঙেগ


১.৫ গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশিত হয়।

(ক) রাণাঘাট থেকে 

(খ) কুষ্টিয়া থেকে

(গ) যশাের থেকে 

(ঘ) বারাসাত থেকে।

উঃ-(খ) কুষ্টিয়া থেকে


১.৬ কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন-

(ক) ডঃ এম জে ব্রামলি

(খ) ডঃ এইচ এইচ গুডিড

(গ) ডঃ এন ওয়ালিস

(ঘ) ডঃ জে গ্রান্ট।

উঃ-(ক) ডঃ এম জে ব্রামলি


১.৭ ‘নীল দর্পণ’ নাটকটির রচয়িতা হলেন

(ক) হরিশ মুখার্জী

(খ) উমেশচন্দ্র দত্ত 

(গ) হরিপাল মজুমদার 

(ঘ) দীনবন্ধু মিত্র।

উঃ-(ঘ) দীনবন্ধু মিত্র।


১.৮ ‘সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়

(ক) ১৭১৩ খ্রিঃ

(খ) ১৮১৩ খ্রিঃ 

(গ) ১৯১৩ খ্রিঃ 

(ঘ) ১৮২৩ খ্রিঃ।

উঃ- (ঘ) ১৮২৩ খ্রিঃ।


১.৯ ‘উলঘুলান’ নামে পরিচিত ছিল।

(ক) মুন্ডা বিদ্রোহ 

(খ) সাঁওতাল বিদ্রোহ 

(গ) কোল বিদ্রোহ 

(ঘ) নীল বিদ্রোহ।

উঃ-(ক) মুন্ডা বিদ্রোহ 


১.১০ অরণ্যের উপর সরকারী নিয়ন্ত্রণ আইন কায়েম হয়।

(ক) ১৮৬০ খ্রিঃ

(খ) ১৮৬৫ খ্রিঃ

(গ) ১৮৬৮ খ্রিঃ 

(ঘ) ১৮৭২ খ্রিঃ।

উঃ-(খ) ১৮৬৫ খ্রিঃ


১.১১ চিরাগ আলি ছিলেন

(ক) মুন্ডা বিদ্রোহের নেতা

(খ) কোল বিদ্রোহের নেতা

(গ) সাঁওতাল বিদ্রোহের নেতা

(ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নেতা।

উঃ-(ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নেতা।


১.১২ ভারতে প্রথম নীলকর হলেন

(ক) জেমস মিল।

(খ) মেকলে 

(গ) লুই বােনার্ড 

(ঘ) বেন্টিঙ্ক।

উঃ-(গ) লুই বােনার্ড 


১.১৩ ‘আনন্দমঠ’ প্রকাশিত হয়

(ক) ১৮২০ খ্রিঃ

(খ) ১৮৭৮ খ্রিঃ

(গ) ১৮৮২ খ্রিঃ

(ঘ) ১৯০৫ খ্রিঃ।

উঃ- (খ) ১৮৭৮ খ্রিঃ


১.১৪ ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল-

(ক) ভারতসভা

(খ) ভারতের জাতীয় কংগ্রেস

(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

(ঘ) ল্যান্ড হােল্ডার্স সােসাইটি।

উঃ-(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা


১.১৫ ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর 

(খ) রথীন্দ্রনাথ ঠাকুর 

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর 

(ঘ) নন্দলাল বসু।

উঃ-(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর 


১.১৬ ইলবার্ট ছিলেন

(ক) সুপ্রীম কোর্টের বিচারক

(খ) শিক্ষাদপ্তরের কর্মকর্তা

(গ) হিন্দু কলেজের অধ্যক্ষ

(ঘ) লর্ড রিপনের আইনসচিব।

উঃ-(ঘ) লর্ড রিপনের আইনসচিব।


১.১৭ ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স' গড়ে তােলেন

(ক) প্রফুল্লচন্দ্র রায়।

(খ) মহেন্দ্রলাল সরকার 

(গ) মেঘনাথ সাহা। 

(ঘ) রাসবিহারী ঘােষ।

উঃ-(খ) মহেন্দ্রলাল সরকার 


১.১৮ ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা ছিলেন

(ক) নীলরতন সরকার 

(খ) মণীন্দ্রচন্দ্র নস্কর 

(গ) প্রফুল্লচন্দ্র রায় 

(ঘ) রাসবিহারী ঘােষ।

উঃ-(গ) প্রফুল্লচন্দ্র রায় 


১.১৯ রাজাবাজার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়

(ক) ১৯১৪ খ্রিঃ

(খ) ১৯২৩ খ্রিঃ

(গ) ১৯৩৫

(ঘ) ১৯৪০ খ্রিঃ।

উঃ-(ক) ১৯১৪ খ্রিঃ


১.২০ ব্রম্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর 

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর 

(ঘ) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।

উঃ- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর 


বিভাগ ‘খ’


২. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ- প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে ১৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) ১x১৬=১৬

উপবিভাগ-২১

একটি বাক্যে উত্তর দাও

২.১.১ ‘সােমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ- দ্বারকানাথ বিদ্যাভূষণ


২.১.২ কুলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

উঃ- স্যার জেমস উইলিয়াম কোলভিল


২.১.৩ বিধবা বিবাহ আইন কে পাশ করেন ?

উঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের ফলে লর্ড ডালহৌসি 


২.১.৪ ‘History of Bengal' গ্রন্থটির রচয়িতা কে?

উঃ- ড: রমেশচন্দ্র মজুমদার 


উপবিভাগ -২.২

সত্য অথবা মিথ্যা নির্ণয় করাে

২.২.১ ‘জীবনের ঝরাপাতা’গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

উঃ- মিথ্যা 


২.২.২ ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট।

উঃ- সত্য 


২.২.৩ A Nation in Making'-এর রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

উঃ- সত্য 

২২.৪ নববিধানের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী।

উঃ-মিথ্যা 


উপবিভাগ -২.৩


‘ক’ স্তম্ভের সঙেগ ‘খ’ স্তম্ভ মেলাও


‘ক’ স্তম্ভে

  ‘খ’ স্তম্ভ 

২.৩.১ তিতুমীর

১। সাঁওতাল বিদ্রোহ।

২.৩.২ নুরুলউদ্দিন

২। রংপুর বিদ্রোহ।

২.৩.৩ দিকু 

৩। চুয়াড় বিদ্রোহ।

২.৩.৪ রানি শিরােমণি

২। ওয়াহাবি আন্দোলন।



উঃ-


‘ক’ স্তম্ভে

  ‘খ’ স্তম্ভ 

২.৩.১ তিতুমীর

২। ওয়াহাবি আন্দোলন।

২.৩.২ নুরুলউদ্দিন

২। রংপুর বিদ্রোহ।

২.৩.৩ দিকু

১। সাঁওতাল বিদ্রোহ।

২.৩.৪ রানি শিরােমণি

৩। চুয়াড় বিদ্রোহ।




উপবিভাগ – ২.৪


প্রদত্ত ভারতবর্ষের মানচিত্রে নিয়লিখিত স্থানগুলি চিহ্নিত করাে ?

২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা।

২.৪.২ বারাসাত বিদ্রোহের এলাকা।

২.৪,৩ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র-যশাের।

২.৪.৪ দেশীয় রাজ্য-হায়দ্রাবাদ।


উপবিভাগ – ২.৫

নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করাে

২.৫.১ বিবৃতি-ভারতবর্ষীয় বিজ্ঞানসভা বিজ্ঞানচর্চা ও গবেষণার পথ প্রদর্শক।

ব্যাখ্যা-১: বিজ্ঞানসভা বিজ্ঞানশিক্ষা ও গবেষণার পথ সূচনা করে।

ব্যাখ্যা-২: বিজ্ঞানসভা চিকিৎসাবিদ্যার অনুশীলনে উদ্যগী হয়।

ব্যাখ্যা-৩: এই প্রতিষ্ঠান প্রযুক্তিবিদ্যা চর্চা শুরু করে।

উঃ-ব্যাখ্যা-১: বিজ্ঞানসভা বিজ্ঞানশিক্ষা ও গবেষণার পথ সূচনা করে।


২.৫.২ বিবৃতি-রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শন ও জীবনদর্শনের মূল বিষয় ছিল প্রকৃতি।

ব্যাখ্যা-১: রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃতির সান্নিধ্যে এসে শিশুর দেহ ও মন সুসংগঠিত হয়।

ব্যাখ্যা-২: তিনি প্রকৃতি প্রেমিক ছিলেন।

ব্যাখ্যা-৩: তিনি শুধুমাত্র প্রকৃতি শিক্ষার ওপরই গুরুত্ব দিতেন।

উঃ-ব্যাখ্যা-১: রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃতির সান্নিধ্যে এসে শিশুর দেহ ও মন সুসংগঠিত হয়।


২.৫.৩ বিবৃতি-১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়

ব্যাখ্যা-১: পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য।

ব্যাখ্যা-২: বৃত্তিশিক্ষার উন্নতির জন্য।

ব্যাখ্যা-৩: জাতীয় শিক্ষা প্রসারের জন্য।

উঃ-ব্যাখ্যা-৩: জাতীয় শিক্ষা প্রসারের জন্য।


২.৫.৪ বিবৃতি-বিদ্যাসাগর ‘বর্ণপরিচয়’ গ্রন্থ রচনা করেন

ব্যাখ্যা-১; গণশিক্ষার উদ্দেশ্যে রচিত হয়।

ব্যাখ্যা-২: ব্যবসায়িক স্বার্থে প্রকাশিত হয়।

ব্যাখ্যা-৩: গণশিক্ষার পক্ষে গ্রন্থটি উপযুক্ত ছিল।

উঃ-গণশিক্ষার পক্ষে গ্রন্থটি উপযুক্ত ছিল।


বিভাগ-গ’

৩. দুই বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : যে কোনাে ১১টি) ২x১১=২২

৩.১ নুতন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কী?

৩২ সরকারী নথিপত্র বলতে কী বােঝায় ?

৩.৩ শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল?

৩,৪ মধুসূদন গুপ্ত কে ছিলেন?

৩,৫ ‘নব্য বেদান্তের’মূল কথা কী ?

৩.৬ বিজয়কৃয় গােস্বামী ব্রাত্মধর্মে কী পরিবর্তন আনেন?

৩.৭ তিতুমীরের প্রধানমন্ত্রী ও সেনাপতির নাম কী?

৩.৮ খুঁৎকাঠি কী?

৩.৯ প্রথম ভাইসরয় কে ছিলাে?

৩.১০ হিন্দুমেলার প্রাণ পুরুষ কে ছিলেন?

৩.১১ গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটি ব্যাঙ্গচিত্রের নাম লেখাে।

৩.১২ ‘মহারানির ঘােষণাপত্র’ কী ?

৩.১৩ রাধানাথ শিকদার কোন বিষয়ে খ্যাতিলাভ করেন?

৩.১৪ উনিশ শতকের প্রথমদিকে কলকাতায় গড়ে ওঠা দুটি ছাপাখানার নাম লেখাে।

৩.১৫ শিবপুর বােটানিক্যাল গার্ডেন কেন ও কখন নির্মিত হয় ?

৩.১৬ উপেন্দ্রকিশাের রায়চৌধুরীর একটি পত্রিকা ও একটি গ্রন্থের নাম লেখাে।




বিভাগ—‘ঘ’


সাত-আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মােট ৬টি প্রশ্নের

উত্তর দিতে হবে।  ৬x৪=২৪

উপবিভাগ-ঘ.১

৪১ নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভুমিকা সংক্ষেপে লেখাে।

৪.২ শ্রীরামকৃয়দেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী ছিল?

উপবিভাগ-ঘ.২

৪.৩ ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ?

৪.৪ নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণির ভূমিকা কী ছিল?


উপবিভাগ-ঘ.৩

৪.৫ কোন পটভূমিকায় ‘আনন্দমঠ' রচিত হয়?

৪.৬ হিন্দুমেলার গুরুত্ব কী ছিল?


উপবিভাগ-ঘ.৪

৪.৭ কারিগরি শিক্ষার বিকাশে Bengal Technical Institute-এর ভূমিকা কি?

৪.৮ ছাপা বইয়ের সঙ্গে শিক্ষার বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করাে।

আরও পড়ুন( মাধ্যমিক ইতিহাসের কিছু গুরত্বপূর্ন প্রশ্ন ও উত্তর)

 স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব আলোচনা কর

Click Here

  নীল বিদ্রোহের কারণ ফলাফল/গুরুত্বতাৎপর্য  বৈশিষ্ট্য গুলি আলোচনা কর

Click Here

  বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?

Click Here

  হুতোমপ্যাঁচার নক্সা গ্রন্থ থেকে উনিশ শতকের বাংলা সমাজের কী ধরনে চিত্র পাওয়া যায়?

Click Here

  নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ

Click Here

  উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো

Click Here





বিভাগ-ঙ


১৬টি বাক্যে যে কোনাে ১টি প্রশ্নের উত্তর দাও :১x৮=৮

৫.১ শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা

আলােচনা করাে। ৫+৩=৮

৫.২ মহাবিদ্রোহকে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি সমর্থন করেনি কেন ? মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করাে। ৩+৫=৮

৫.৩ বাংলার ওয়াহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।



Read More....


File Details

 

File Name/Book Name

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-4) 

File Format

PDF

File Language

Bengali

File Size

297 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top