Madhyamik History Suggestion MCQ 2022 (Part-4) With PDF Download II West Bengal WBTA History Page No-144
Madhyamik History Suggestion MCQ 2022 (Part-4) |
Madhyamik History Suggestion MCQ 2022 (Part-4) With PDF Download II West Bengal WBTA History Page No-144
বিভাগ-‘ক’
১.সঠিক উত্তরটি নির্বাচন করাে : ১x২০=২০
১.১ ভারতবর্ষে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা শুরু করেছিলেন
(ক) রণজিৎ শুর
(খ) রণজিৎ গুহ
(গ) অশােক মিত্র
(ঘ) সুমিত সরকার।
উঃ-(খ) রণজিৎ গুহ
১.২ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন
(ক) ইংরেজরা
(খ) ফরাসিরা
(গ) ওলন্দাজরা।
(ঘ) পাের্তুগীজরা।
উঃ-(ক) ইংরেজরা
১.৩ বিপিনচন্দ্র পাল লিখেছিলেন।
(ক) সত্তর বছর
(খ) জীবনস্মৃতি
(গ) আনন্দমঠ
(ঘ) এ নেশন ইন মেকিং।
উঃ-(ক) সত্তর বছর
১.৪ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন।
(ক) ক্রীড়া জগতের সঙ্গে
(খ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে
(গ) চলচ্চিত্রের সঙেগ
(ঘ) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে।
উঃ-(গ) চলচ্চিত্রের সঙেগ
১.৫ গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশিত হয়।
(ক) রাণাঘাট থেকে
(খ) কুষ্টিয়া থেকে
(গ) যশাের থেকে
(ঘ) বারাসাত থেকে।
উঃ-(খ) কুষ্টিয়া থেকে
১.৬ কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন-
(ক) ডঃ এম জে ব্রামলি
(খ) ডঃ এইচ এইচ গুডিড
(গ) ডঃ এন ওয়ালিস
(ঘ) ডঃ জে গ্রান্ট।
উঃ-(ক) ডঃ এম জে ব্রামলি
১.৭ ‘নীল দর্পণ’ নাটকটির রচয়িতা হলেন
(ক) হরিশ মুখার্জী
(খ) উমেশচন্দ্র দত্ত
(গ) হরিপাল মজুমদার
(ঘ) দীনবন্ধু মিত্র।
উঃ-(ঘ) দীনবন্ধু মিত্র।
১.৮ ‘সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়
(ক) ১৭১৩ খ্রিঃ
(খ) ১৮১৩ খ্রিঃ
(গ) ১৯১৩ খ্রিঃ
(ঘ) ১৮২৩ খ্রিঃ।
উঃ- (ঘ) ১৮২৩ খ্রিঃ।
১.৯ ‘উলঘুলান’ নামে পরিচিত ছিল।
(ক) মুন্ডা বিদ্রোহ
(খ) সাঁওতাল বিদ্রোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) নীল বিদ্রোহ।
উঃ-(ক) মুন্ডা বিদ্রোহ
১.১০ অরণ্যের উপর সরকারী নিয়ন্ত্রণ আইন কায়েম হয়।
(ক) ১৮৬০ খ্রিঃ
(খ) ১৮৬৫ খ্রিঃ
(গ) ১৮৬৮ খ্রিঃ
(ঘ) ১৮৭২ খ্রিঃ।
উঃ-(খ) ১৮৬৫ খ্রিঃ
১.১১ চিরাগ আলি ছিলেন
(ক) মুন্ডা বিদ্রোহের নেতা
(খ) কোল বিদ্রোহের নেতা
(গ) সাঁওতাল বিদ্রোহের নেতা
(ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নেতা।
উঃ-(ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নেতা।
১.১২ ভারতে প্রথম নীলকর হলেন
(ক) জেমস মিল।
(খ) মেকলে
(গ) লুই বােনার্ড
(ঘ) বেন্টিঙ্ক।
উঃ-(গ) লুই বােনার্ড
১.১৩ ‘আনন্দমঠ’ প্রকাশিত হয়
(ক) ১৮২০ খ্রিঃ
(খ) ১৮৭৮ খ্রিঃ
(গ) ১৮৮২ খ্রিঃ
(ঘ) ১৯০৫ খ্রিঃ।
উঃ- (খ) ১৮৭৮ খ্রিঃ
১.১৪ ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল-
(ক) ভারতসভা
(খ) ভারতের জাতীয় কংগ্রেস
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(ঘ) ল্যান্ড হােল্ডার্স সােসাইটি।
উঃ-(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
১.১৫ ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রথীন্দ্রনাথ ঠাকুর
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) নন্দলাল বসু।
উঃ-(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
১.১৬ ইলবার্ট ছিলেন
(ক) সুপ্রীম কোর্টের বিচারক
(খ) শিক্ষাদপ্তরের কর্মকর্তা
(গ) হিন্দু কলেজের অধ্যক্ষ
(ঘ) লর্ড রিপনের আইনসচিব।
উঃ-(ঘ) লর্ড রিপনের আইনসচিব।
১.১৭ ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স' গড়ে তােলেন
(ক) প্রফুল্লচন্দ্র রায়।
(খ) মহেন্দ্রলাল সরকার
(গ) মেঘনাথ সাহা।
(ঘ) রাসবিহারী ঘােষ।
উঃ-(খ) মহেন্দ্রলাল সরকার
১.১৮ ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা ছিলেন
(ক) নীলরতন সরকার
(খ) মণীন্দ্রচন্দ্র নস্কর
(গ) প্রফুল্লচন্দ্র রায়
(ঘ) রাসবিহারী ঘােষ।
উঃ-(গ) প্রফুল্লচন্দ্র রায়
১.১৯ রাজাবাজার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়
(ক) ১৯১৪ খ্রিঃ
(খ) ১৯২৩ খ্রিঃ
(গ) ১৯৩৫
(ঘ) ১৯৪০ খ্রিঃ।
উঃ-(ক) ১৯১৪ খ্রিঃ
১.২০ ব্রম্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
উঃ- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
বিভাগ ‘খ’
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ- প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে ১৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) ১x১৬=১৬
উপবিভাগ-২১
একটি বাক্যে উত্তর দাও
২.১.১ ‘সােমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ- দ্বারকানাথ বিদ্যাভূষণ
২.১.২ কুলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
উঃ- স্যার জেমস উইলিয়াম কোলভিল
২.১.৩ বিধবা বিবাহ আইন কে পাশ করেন ?
উঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের ফলে লর্ড ডালহৌসি
২.১.৪ ‘History of Bengal' গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- ড: রমেশচন্দ্র মজুমদার
উপবিভাগ -২.২
সত্য অথবা মিথ্যা নির্ণয় করাে
২.২.১ ‘জীবনের ঝরাপাতা’গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
উঃ- মিথ্যা
২.২.২ ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট।
উঃ- সত্য
২.২.৩ A Nation in Making'-এর রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
উঃ- সত্য
২২.৪ নববিধানের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী।
উঃ-মিথ্যা
উপবিভাগ -২.৩
‘ক’ স্তম্ভের সঙেগ ‘খ’ স্তম্ভ মেলাও
উঃ-
উপবিভাগ – ২.৪
প্রদত্ত ভারতবর্ষের মানচিত্রে নিয়লিখিত স্থানগুলি চিহ্নিত করাে ?
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা।
২.৪.২ বারাসাত বিদ্রোহের এলাকা।
২.৪,৩ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র-যশাের।
২.৪.৪ দেশীয় রাজ্য-হায়দ্রাবাদ।
উপবিভাগ – ২.৫
নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করাে
২.৫.১ বিবৃতি-ভারতবর্ষীয় বিজ্ঞানসভা বিজ্ঞানচর্চা ও গবেষণার পথ প্রদর্শক।
ব্যাখ্যা-১: বিজ্ঞানসভা বিজ্ঞানশিক্ষা ও গবেষণার পথ সূচনা করে।
ব্যাখ্যা-২: বিজ্ঞানসভা চিকিৎসাবিদ্যার অনুশীলনে উদ্যগী হয়।
ব্যাখ্যা-৩: এই প্রতিষ্ঠান প্রযুক্তিবিদ্যা চর্চা শুরু করে।
উঃ-ব্যাখ্যা-১: বিজ্ঞানসভা বিজ্ঞানশিক্ষা ও গবেষণার পথ সূচনা করে।
২.৫.২ বিবৃতি-রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শন ও জীবনদর্শনের মূল বিষয় ছিল প্রকৃতি।
ব্যাখ্যা-১: রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃতির সান্নিধ্যে এসে শিশুর দেহ ও মন সুসংগঠিত হয়।
ব্যাখ্যা-২: তিনি প্রকৃতি প্রেমিক ছিলেন।
ব্যাখ্যা-৩: তিনি শুধুমাত্র প্রকৃতি শিক্ষার ওপরই গুরুত্ব দিতেন।
উঃ-ব্যাখ্যা-১: রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃতির সান্নিধ্যে এসে শিশুর দেহ ও মন সুসংগঠিত হয়।
২.৫.৩ বিবৃতি-১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়
ব্যাখ্যা-১: পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য।
ব্যাখ্যা-২: বৃত্তিশিক্ষার উন্নতির জন্য।
ব্যাখ্যা-৩: জাতীয় শিক্ষা প্রসারের জন্য।
উঃ-ব্যাখ্যা-৩: জাতীয় শিক্ষা প্রসারের জন্য।
২.৫.৪ বিবৃতি-বিদ্যাসাগর ‘বর্ণপরিচয়’ গ্রন্থ রচনা করেন
ব্যাখ্যা-১; গণশিক্ষার উদ্দেশ্যে রচিত হয়।
ব্যাখ্যা-২: ব্যবসায়িক স্বার্থে প্রকাশিত হয়।
ব্যাখ্যা-৩: গণশিক্ষার পক্ষে গ্রন্থটি উপযুক্ত ছিল।
উঃ-গণশিক্ষার পক্ষে গ্রন্থটি উপযুক্ত ছিল।
বিভাগ-গ’
৩. দুই বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : যে কোনাে ১১টি) ২x১১=২২
৩.১ নুতন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কী?
৩২ সরকারী নথিপত্র বলতে কী বােঝায় ?
৩.৩ শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল?
৩,৪ মধুসূদন গুপ্ত কে ছিলেন?
৩,৫ ‘নব্য বেদান্তের’মূল কথা কী ?
৩.৬ বিজয়কৃয় গােস্বামী ব্রাত্মধর্মে কী পরিবর্তন আনেন?
৩.৭ তিতুমীরের প্রধানমন্ত্রী ও সেনাপতির নাম কী?
৩.৮ খুঁৎকাঠি কী?
৩.৯ প্রথম ভাইসরয় কে ছিলাে?
৩.১০ হিন্দুমেলার প্রাণ পুরুষ কে ছিলেন?
৩.১১ গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটি ব্যাঙ্গচিত্রের নাম লেখাে।
৩.১২ ‘মহারানির ঘােষণাপত্র’ কী ?
৩.১৩ রাধানাথ শিকদার কোন বিষয়ে খ্যাতিলাভ করেন?
৩.১৪ উনিশ শতকের প্রথমদিকে কলকাতায় গড়ে ওঠা দুটি ছাপাখানার নাম লেখাে।
৩.১৫ শিবপুর বােটানিক্যাল গার্ডেন কেন ও কখন নির্মিত হয় ?
৩.১৬ উপেন্দ্রকিশাের রায়চৌধুরীর একটি পত্রিকা ও একটি গ্রন্থের নাম লেখাে।
বিভাগ—‘ঘ’
সাত-আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মােট ৬টি প্রশ্নের
উত্তর দিতে হবে। ৬x৪=২৪
উপবিভাগ-ঘ.১
৪১ নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভুমিকা সংক্ষেপে লেখাে।
৪.২ শ্রীরামকৃয়দেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী ছিল?
উপবিভাগ-ঘ.২
৪.৩ ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ?
৪.৪ নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণির ভূমিকা কী ছিল?
উপবিভাগ-ঘ.৩
৪.৫ কোন পটভূমিকায় ‘আনন্দমঠ' রচিত হয়?
৪.৬ হিন্দুমেলার গুরুত্ব কী ছিল?
উপবিভাগ-ঘ.৪
৪.৭ কারিগরি শিক্ষার বিকাশে Bengal Technical Institute-এর ভূমিকা কি?
৪.৮ ছাপা বইয়ের সঙ্গে শিক্ষার বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করাে।
আরও পড়ুন( মাধ্যমিক ইতিহাসের কিছু গুরত্বপূর্ন প্রশ্ন ও উত্তর) | |
নীল বিদ্রোহের কারণ ফলাফল/গুরুত্ব/ তাৎপর্য ও বৈশিষ্ট্য গুলি আলোচনা কর | |
বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? | |
হুতোমপ্যাঁচার নক্সা গ্রন্থ থেকে উনিশ শতকের বাংলা সমাজের কী ধরনে চিত্র পাওয়া যায়? | |
নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ | |
উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো |
বিভাগ-ঙ
১৬টি বাক্যে যে কোনাে ১টি প্রশ্নের উত্তর দাও :১x৮=৮
৫.১ শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা
আলােচনা করাে। ৫+৩=৮
৫.২ মহাবিদ্রোহকে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি সমর্থন করেনি কেন ? মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করাে। ৩+৫=৮
৫.৩ বাংলার ওয়াহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।
Read More....
File Details |
|
File Name/Book Name | Madhyamik History Suggestion MCQ 2022 (Part-4) |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 297 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link | Click Here to Download PDF File |