Madhyamik History Suggestion MCQ 2022 (Part-1) With PDF Download,

dream
0

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-1) With PDF Download

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-1) With PDF Download

প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, Madhyamik History Suggestion MCQ 2022 (Part-1) With PDF Download, তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে Madhyamik 2022 Bengali Suggestion, Madhyamik 2022 Math Suggestion, Madhyamik 2022 English Suggestion, Madhyamik 2022 History Suggestion, Madhyamik 2022 Geography Suggestion, Madhyamik 2022 Life Science Suggestion, Madhyamik 2022 Physical Science Suggestion পেয়ে যাবে। এগুলি তোমাদের ৭ই মার্চে যে পরিক্ষা শুরু হতে যাচ্ছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে ২০টি মাধ্যমিকের ইতিহাসের MCQ Question উত্তর সহ দেওয়া আছে আমাদের আসা এই প্রশ্নগুলি তোমাদের খুবই কাজে আসবে।

১.১ বাঙালি ছানার তৈরি মিষ্টির ব্যবহার শেখে

(ক) ইংরেজদের থেকে

(খ) ওলন্দাজদের থেকে

(গ) ফরাসিদের থেকে

(ঘ) পাের্তুগিজদের থেকে।

 

১.২ মােহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল।

(ক) ১৮৯০ খ্রিঃ

(খ) ১৯০৫ খ্রিঃ

(গ) ১৯১১ খ্রিঃ

(ঘ) ১৯১৭ খ্রিঃ

 

১.৩ ‘Twenty two yards to freedom' বইটি লিখেছিলেন

(ক) বােরিয়া মজুমদার

 খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়

(গ) জে.এ. ম্যাসান

(ঘ) রিচার্ড হােল্ট


১.৪ ‘সত্তর বৎসর’ গ্রন্থটি হল একটি-

(ক) উপন্যাস

(খ) কাব্য গ্রন্থ।

(গ) জীবনী গ্রন্থ

(ঘ) আত্মজীবনী

 

১.৫ গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশিত হত

(ক) যশাের থেকে

(খ) রানাঘাট থেকে

(গ) কুষ্ঠিয়া থেকে

(ঘ) বারাসাত থেকে


১.৬ ‘হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন-

(ক) উমেশচন্দ্র দত্ত

(খ) হরিশচন্দ্র মুখােপাধ্যায়।

(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার।

(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ


১.৭ ‘নীলদর্পণ’ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন-

(ক) কালীপ্রসন্ন সিংহ

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ)হরিশচন্দ্র মুখােপাধ্যায়

(ঘ) রেভাঃ জেমস লঙ

 

১.৮ ‘নববিধান ব্রাহ্ সমাজ প্রতিষ্ঠা করেন?

(ক) রামমােহন রায়।

(খ) শিবনাথ শাস্ত্রী

(গ) কেশবচন্দ্র সেন

(ঘ) আনন্দমােহন বসু

 

১.৯ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল।

(ক) মেদিনীপুরে

(খ) ঝাড়গ্রামে

(গ) ছােটনাগপুরে

(ঘ) রাঁচিতে

 

Madhyamik History  Suggestion MCQ 2022 (Part-1)

১.১০ দুর্জন সিংহ নেতৃত্ব দিয়েছিলেন

(ক) চুয়াড় বিদ্রোহে

(খ) কোল বিদ্রোহে

(গ) সাঁওতাল বিদ্রোহে

(ঘ) মুন্ডা বিদ্রোহে

 

১.১১ মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন –

(ক) রানি শিরােমনি

(খ) সুই মুন্ডা

(গ) সিধু

(ঘ) বিরসা মুন্ডা

 

 

১.১২ খুৎ কাঠি প্রথা প্রচলিত ছিল।

 ক) মুন্ডা সমাজে

(খ) সাঁওতাল সমাজে

(গ) কোল সমাজে

(ঘ) ভিল সমাজে

আরও পড়ুন( মাধ্যমিক ইতিহাসের কিছু গুরত্বপূর্ন প্রশ্ন ও উত্তর)

 স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব আলোচনা কর

Click Here

  নীল বিদ্রোহের কারণ ফলাফল/গুরুত্ব/ তাৎপর্য বৈশিষ্ট্য গুলি আলোচনা কর

Click Here

  বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?

Click Here

  হুতোমপ্যাঁচার নক্সা গ্রন্থ থেকে উনিশ শতকের বাংলা সমাজের কী ধরনে চিত্র পাওয়া যায়?

Click Here

  নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ

Click Here

  উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো

Click Here

১.১৩ ১৮৫৭ -এর মহাবিদ্রোহের প্রথম শহিদ ছিলেন -

 (ক) তাতিয়া টোপি

(খ) নানা সাহেব

(গ) মঙ্গল পান্ডে

(ঘ) ঝুঁসির রানি লক্ষ্মীবাঈ


১.১৪ ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন-

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) জওহরলাল নেহরু

(গ) রাসবিহারী বসু

(ঘ) ভি.ডি. সাভারকার


১.১৫ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল।

(ক) ভারত সভা

(খ) ভারতের জাতীয় কংগ্রেস

(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

(ঘ) জমিদার সভা


 ১.১৬ বর্তমান ভারত রচনা করেন

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) বিপিনচন্দ্র পাল


 ১.১৭ বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল।

(ক) ১৮৪৫ খ্রিঃ

(খ) ১৮৫০ খ্রিঃ।

(গ) ১৮৫৫ খ্রিঃ

(ঘ) ১৮৬০ খ্রিঃ

 

১.১৮ ভারতে ‘হাফটোন’ প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন-

(ক) উপেন্দ্র কিশাের রায়চৌধুরী

(গ) পঞ্চানন কর্মকার

(খ) সুকুমার রায়

(ঘ) চার্লস উইলকিন্স


১.১৯ ‘ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স’-এর যে বিজ্ঞানী নােবেল পুরস্কার পেয়েছিলেন—

 (ক) জগদীশচন্দ্র বসু

(খ) সি.ভি. রমন

 (গ) প্রফুল্লচন্দ্র রায়

(ঘ) সত্যেন্দ্রনাথ বসু


১.২০ ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় –

 (ক) ১৯০৫ খ্রিঃ

(খ) ১৯০৬ খ্রিঃ

(গ) ১৯১১ খ্রিঃ

(ঘ) ১৯১২ খ্রিঃ

বিভাগ - খ

যে কোনাে ১৬টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে)   ১x১৬=১৬

উপবিভাগঃ ২.১

একটি বাক্যে উত্তর দাওঃ                                 ১x৪=৪ 

(২.১.১) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? 

উঃ- মহাফেজ খানায় 

(২.১.২) কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন

উঃ- স্যার জেমস উইলিয়াম কোলভিল

(২.১.৩) ভারত মাতা’ চিত্রটি কে অঙ্কন করেছিলেন? 

উঃ- অবনীন্দ্রনাথ ঠাকুর 

(২.১.৪) প্রথম সচিত্র বাংলা বই কোটি ?

উঃ- অন্নদামঙ্গল 


উপবিভাগঃ ২.২ 

ঠিক বা ভুল নির্ণয় করাে ?                                                               ৪×১=৪ 

(২.২.১) মধ্যবিত্ত শিক্ষিত বাঙালীকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শংকর। - 

উঃ- সত্য

(২.২.২) চুয়াড় একটি উপজাতি বিদ্রোহ।

উঃ- সত্য

(২.২.৩) ‘আনন্দমঠ' উপন্যাস ‘স্বদেশ প্রেমের গীতা হিসাবে চিহ্নিত।

 উঃ- সত্য

(2.2.5) ক্রেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন সত্যেন্দ্রনাথ বােস।

উঃ- মিথ্যা



উপবিভাগঃ ২.৩ 

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ

ক’ স্তম্ভ

খ’ স্তম্ভ

(২.৩.১) দেবেন্দ্রনাথ ঠাকুর

(১) বঙ্গদর্শন

(২.৩.২) তারকনাথ পণ্ডিত

(২) নীলদর্পন

(২.৩.৩) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(৩) আদি ব্রাহ্ম সমাজ

(২.৩.৪) দীনবন্ধু মিত্র

(৪) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট






উপবিভাগঃ ২.৩ 

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ

উঃ-


ক’ স্তম্ভ

খ’ স্তম্ভ

(২.৩.১) দেবেন্দ্রনাথ ঠাকুর

(৩) আদি ব্রাহ্ম সমাজ 

(২.৩.২) তারকনাথ পণ্ডিত

(৪) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট

(২.৩.৩) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(১) বঙ্গদর্শন

(২.৩.৪) দীনবন্ধু মিত্র

(২) নীলদর্পন



উপবিভাগঃ ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করাে ও নাম লেখােঃ        ১x৪=৪

(২.৪.১) চুয়াড় বিদ্রোহের এলাকা। 

(২.৪.২) মুন্ডা বিদ্রোহের এলাকা। 

(২.৪.৩) নীলবিদ্রোহের অন্যতম কেন্দ্র-যশােহর। 

(২.৪.৪) মহাবিদ্রোহের (১৮৫৭) কেন্দ্র ঝাসি।

উপবিভাগঃ ২.৫ 

নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করাে ।                                                ৪×১=৪

(২.৫.১) বিবৃতিঃ- স্বামী বিবেকানন্দ রামকৃয় মিশন প্রতিষ্ঠা করেন

ব্যাখ্যাঃ- 

১। সারা বিশ্বে মানব কল্যাণের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য। 

২। সর্বধর্ম সমন্বয়ের জন্য। 

৩। হিন্দু ধর্মের সংস্কার সাধনের জন্য। 


উঃ- সারা বিশ্বে মানব কল্যাণের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য। 


(২.৫.২) বিবৃতিঃ- উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। 

ব্যাখ্যাঃ-

১। কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল। 

২। কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে। 

৩। কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 


উঃ-  কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।  


(২.৫.৩) বিবৃতিঃ- ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল 

ব্যাখ্যাঃ- 

১। ভারতীয়দের সঠিক কল্যাণ সাধন ও স্বার্থরক্ষা।

২। সারা ভারতব্যাপী শিক্ষার প্রসার করাে। 

৩। সারা ভারতব্যাপী রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তােলা। 


উঃ-সারা ভারতব্যাপী রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তােলা। 


(২.৫.৪) বিবৃতঃ- রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। 

ব্যাখ্যাঃ- 

১। কারণ, এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যায়সাপেক্ষ। 

২। কারণ, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা। 

৩। কারণ, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না। 

উঃ-  কারণ, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।


বিভাগ - গ

দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনাে ১১টি) :                            ২x১১=২২

৩.১ স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ন? 

৩.২ সরকারি নথিপত্র আধুনিক ইতিহাস চর্চায় কতটা মূল্যবান তথ্য পরিবেশন করে ? 

৩.৩ সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? 

৩.৪ পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখাে। 

৩.৫ ভারতবর্ষীয় ব্রাহ্সমাজ কেন বিভক্ত হল? 

৩.৬ শ্রীরামকৃষ্ণ কীভাবে সর্বধর্ম সমন্বয় সাধন করেছিলেন? 

৩.৭ সন্ন্যাস-ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? 

৩৮ নীল চাষিদের উপর নীলকরদের অত্যাচার সংক্ষেপে লেখাে। 

৩.৯ ‘মহারানির ঘােষণা পত্রের (১৮৫৮) গুরুত্ব লেখাে। 

৩.১০ ‘হিন্দুমেলা’ কেন ব্যর্থ হয়েছিল? 

৩.১১ ভারতীয় জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে স্বামী বিবেকানন্দের ভূমিকা লেখাে। 

৩.১২ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের উদ্দেশ্য কী ছিল? 

৩.১৩ বাংলায় ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা কী ছিল? 

৩.১৪ গঙ্গা কিশাের ভট্টাচার্য কেন স্মরনীয় ? 

৩.১৫ উনিশ শতকে কারিগরি শিক্ষার বিকাশে ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের ভূমিকা লেখাে।

৩.১৬ জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি লেখো। 


বিভাগ – ঘ 

সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ২টি করে মােট ৬টি উত্তর দাওঃ-                             ৪x৬=২৪


৪.১ নারীশিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখাে। 

৪.২ উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাম্মসমাজের কীরূপ অবদান ছিল ? 


উপবিভাগ:- ঘ.২ 

৪.৩ কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? 

৪.৪ ১৮৫৫ খ্রিষ্টাব্দে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল ? 


উপবিভাগ :- ঘ.৩ 

৪.৫ ‘ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 

৪.৬ ভারত সভার উদ্দ্যোগে পরিচালিত কয়েকটি রাজনৈতিক আন্দোলনের উল্লেখ করাে। 


উপবিভাগ:- ঘ.৪ 

৪.৭ ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করাে। 

৪.৮ ভারতের ছাপাখানা বিস্তারের উপেন্দ্রকিশাের রায়চৌধুরীর ভূমিকা লেখাে। 


বিভাগ - ঙ 

পনেরাে বা যােলােটি বাক্যে যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৮X১=৮

৫.১ শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিক্যাল কলেজের ভূমিকা লেখাে। 

৫.২ সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭) প্রকৃতি বিশ্লেষণ করাে। 

৫.৩ ঔপনিবেশিক শিক্ষার সীমাবদ্ধতা কী? মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।

Read More....

File Details

 

File Name/Book Name

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-1) 

File Format

PDF

File Language

Bengali

File Size

365 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top