স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা কর

2

স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা কর?


স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা কর

প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, Madhyamik History থেকে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব PDF Download, তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে local History বা স্থানীয় ইতিহাসের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। আমাদের আসা এই প্রশ্নটি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে। তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব উত্তর সহ দেওয়া হল।

ভূমিকাঃ- ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ দিক হল স্থানীয় ইতিহাস। ভৌগলিকভাবে স্থানীয় প্রেক্ষিতে স্থানীয় ব্যক্তি বা সম্প্রদায়কে কেন্দ্র করে গড়ে যে ইতিহাস গঠে ওঠে তাকে “স্থানীয় ইতিহাস” বলে। স্থানীয় ইতিহাস থেকে যা জানা যায় তা জাতীয় ইতিহাসে জানা যায় না। স্থানীয় ইতিহাস থেকে জানা যায় অসংখ্য ছোট ছোট বীর, নারী-পুরুষের আত্মদান, ত্যাগ ও অদম্য মনোবলের কথা। স্থানীয় ইতিহাস থেকেই বিভিন্ন বড় বড় ঘটনাও জানা যায়। স্থানীয় ইতিহাস সম্পর্কীত বিভিন্ন গ্রন্থ যেমন- সুধীর কুমার মিত্রের ‘হুগলি জেলার ইতিহাস’, কলহনের ‘রাজতরঙ্গিনী’ ইত্যাদি। 


স্থানীয় ইতিহাসের সুত্রপাতঃ- ঊনিশ শতকে ইংল্যান্ডে প্রত্যন্ত এলাকা গুলোর বা শহরের ইতিহাস রচনার মাধ্যমে স্থানীয় ইতিহাস রচনা শুরু হয়। পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াতেও এই ধরনের ইতিহাস চর্চা শুরু হয়।


স্থানীয় ইতিহাসে বিষয়ঃ- এই ধরনের ইতিহাস চর্চার দেশ বা ব্যাপক এলাকার পরিবর্তে ক্ষুদ্র এলাকাকে চিহ্নিত করে সেই স্থানের ইতিহাস অন্বেষণ করা হয়। এভাবে স্থানীয় ইতিহাস সমন্বয়ে দেশের ইতিহাস গড়ে তোলার চেষ্টা করা হয়। বিভিন্ন অঞ্চলের আর্থ সামাজিক বিবর্তন, শিল্প –স্থাপত্য, লোকসংস্কৃতি স্থানীয় শাসকের ইতিবৃত্ত প্রভৃতি বিভিন্ন বিষয় স্থানীয় ইতিহাসের আলোচনায় উঠে আসে।


গুরুত্ব :- আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। যেমন—

1. প্রামাণ্য ইতিহাসে সব জায়গার পরিচিতি থাকে না। গুরুত্ব বেশি না থাকলে বা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা না ঘটলে সেই স্থানের বিবরণ থাকে না। সেই ক্ষেত্রে স্থানীয় ইতিহাস এই অভাব পূরণ করে।

2. জাতীয় স্তরের ইতিহাস রচনার সময়ে অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসেবে ব্যবহার করা হয়।

3. স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চালচিত্র তুলে ধরে স্থানীয় ইতিহাসচর্চা।

4.স্থানীয় ইতিহাসের মাধ্যমে আলোচিত অঞলের রাজনৈতিক উত্থানপতনের দীর্ঘ কাহিনির পরিচয় পাওয়া যায়। 

5. স্থানীয় ইতিহাসের মাধ্যমে সেই স্থানের জনগোষ্ঠীর ইতিহাস সম্পর্কে জানা যায়।


উপসংহারঃ- বর্তমানে স্থানীয় ইতিহাসচর্চার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। জাতীয় ইতিহাস হল আসলে স্থানীয় ইতিহাসের সমষ্টি। তাই স্থানীয় ইতিহাসচর্চা জাতীয় ইতিহাসকে সমৃদ্ধ করে।


আরও পড়ুন( মাধ্যমিক ইতিহাসের কিছু গুরত্বপূর্ন প্রশ্ন ও উত্তর)

 স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব আলোচনা কর

Click Here

  নীল বিদ্রোহের কারণ ফলাফল/গুরুত্ব/ তাৎপর্য বৈশিষ্ট্য গুলি আলোচনা কর

Click Here

  বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?

Click Here

  হুতোমপ্যাঁচার নক্সা গ্রন্থ থেকে উনিশ শতকের বাংলা সমাজের কী ধরনে চিত্র পাওয়া যায়?

Click Here

  নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ

Click Here

  উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো

Click Here

 

 

Click Here to Download This PDF Notes

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
  1. মাধ্যমিক এর জন্য ৮নং এর প্রশ্ন কোন গুলো পারব???
    দয়া করে বলুন।।।

    উত্তরমুছুন
  2. 8 নম্বরের মাত্র ৪টি সাজেশন দিয়েছি আমাদের সাইটে ইউটুব চ্যানেলের লিংক আছে সেখানে গিয়ে দেখে নাও

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
To Top