Madhyamik History Suggestion MCQ 2022 (Part-3) With PDF Download II West Bengal WBTA History Page No-142

dream
0

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-3) With PDF Download II West Bengal WBTA History Page No-142

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-3)


প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো,

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-3) With PDF Download II West Bengal WBTA History Page No-142 With PDF Download, তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে Madhyamik 2022 Bengali Suggestion, Madhyamik 2022 Math Suggestion, Madhyamik 2022 English Suggestion, Madhyamik 2022 History Suggestion, Madhyamik 2022 Geography Suggestion, Madhyamik 2022 Life Science Suggestion, Madhyamik 2022 Physical Science Suggestion পেয়ে যাবে। এগুলি তোমাদের যে পরিক্ষা শুরু হতে যাচ্ছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তো বন্ধুরা তোমাদের এই পোস্টে 36টি ইতিহাসের MCQ সহ অন্যান্য Short Question উত্তর সহ দেওয়া আছে। আমাদের আসা এই প্রশ্নগুলি তোমাদের খুবই কাজে আসবে।

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-3) With PDF Download II West Bengal WBTA History Page No-142

 

বিভাগ-‘ক’ 

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাঃ ১X২০=২০

১.১ মােহনবাগানক্লাব আই.এফ.এ. শিল্ড লাভ করে? 

(ক) ১৯১১ খ্রিঃ 

(খ) ১৯১২ খ্রিঃ

 (গ) ১৯১৩ খ্রিঃ 

(ঘ) ১৯১৪ খ্রিঃ 

উঃ- (ক) ১৯১১ খ্রিঃ 


১.২ বাইশ গজের খেলা কাকে বলে। 

(ক) হকি 

(খ) ক্রিকেট 

(গ) ফুটবল 

(ঘ) রাগবি

উঃ-(খ) ক্রিকেট 

 

১.৩ ‘জীবনস্মৃতি’ আসলে কার স্মৃতিকথা? 

(ক) বিপিন চন্দ্র পাল বসু 

(খ) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর 

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর 

(ঘ) সুভাষচন্দ্র

 উঃ-(গ) রবীন্দ্রনাথ ঠাকুর 


১.৪ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদ পত্র হলাে ? 

(ক) দিগদর্শন 

(খ) সমাচারদর্পন 

(গ) বঙ্গদর্শন 

(ঘ) সােমপ্রকাশ

উঃ-(ক) দিগদর্শন 

 

১.৫ ‘হুতােম প্যাচা’, ছদ্মনামে পরিচিত ছিলেন ?

 (ক) হরিপদ রায় 

(খ) সুভাষ চন্দ্র বসু

(গ) কালীপ্রসন্ন সিংহ

(ঘ) কালীপ্রসন্ন রায়

উঃ- (গ) কালীপ্রসন্ন সিংহ


 ১.৬ ক্যালকাটা স্কুল বুক সােসাইটি প্রতিষ্ঠা করেন ? 

(ক) রাধাকান্ত দেব 

(খ) রামমােহন রায়

(গ) ডেভিড হেয়ার 

(ঘ) বিদ্যাসাগর

উঃ- (গ) ডেভিড হেয়ার 


১.৭ ‘শব্দ কল্পদ্রুম’ কার লেখা?

 (ক) রামমােহন 

(খ) রাধাকান্ত

(গ) বিদ্যাসাগর 

(ঘ) বিবেকানন্দ

উঃ- (খ) রাধাকান্ত

 

 ১.৮ ‘হিন্দু কলেজ’ কত খ্রিঃ প্রতিষ্ঠিত হয়? 

(ক) ১৭১৭ খ্রিঃ 

(খ) ১৮১৭ খ্রিঃ

(গ) ১৮১৯

(ঘ) ১৮৩৫

উঃ- (খ) ১৮১৭ খ্রিঃ

 

১.৯ চুয়াড় কথার অর্থ হলাে? 

(ক) উচ্চজাতি 

(খ) নীচজাতি

(গ) আদিবাসি

(ঘ)সভ্যজাতি

উঃ- (খ) নীচজাতি


১.১০ ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন ? 

(ক) শারিয়ৎ উল্লাহ 

(খ) তিতুমীর

(গ) দুদুমিঞা

(ঘ)সৈয়দ আহমেদ

 উঃ- (ক) শারিয়ৎ উল্লাহ 

আরও পড়ুন( মাধ্যমিক ইতিহাসের কিছু গুরত্বপূর্ন প্রশ্ন ও উত্তর)

 স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব আলোচনা কর

Click Here

  নীল বিদ্রোহের কারণ ফলাফল/গুরুত্বতাৎপর্য  বৈশিষ্ট্য গুলি আলোচনা কর

Click Here

  বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?

Click Here

  হুতোমপ্যাঁচার নক্সা গ্রন্থ থেকে উনিশ শতকের বাংলা সমাজের কী ধরনে চিত্র পাওয়া যায়?

Click Here

  নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ

Click Here

  উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো

Click Here


১.১১ ভিল বিদ্রোহ হয়েছিল ? 

 (ক) পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে

 (খ) পূর্বঘাট পার্বত্য অঞ্চলে

 (গ) অজন্তা অঞ্চলে।

 (ঘ) মেদিনীপুরে

উঃ-   (ক) পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে



 ১.১২ কোলবিদ্রোহের একজন নেতা হল ? 

(ক) বুদ্বুভগৎ 

(খ) সিধু

(গ) বিরসা মুণ্ডা 

(ঘ) কানু

 উঃ- (ক) বুদ্বুভগৎ 


১.১৩ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। 

(ক) লর্ড লিটন। 

(খ) লর্ড ক্লাইভ

(গ) লর্ড ক্যানিং

(ঘ) লর্ডবেন্টিং

উঃ- (গ) লর্ড ক্যানিং


 ১.১৪ ‘ভারত মাতা’ চিত্রটি কার অমর সৃষ্টি? 

(ক) নন্দলাল বসু 

(খ) রবীন্দ্রনাথ

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

 (ঘ) ভিঞি 

উঃ- (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

 

১.১৫ উনিশ শতককে ‘সভাসমিতির’ যুগ বলেছেন? 

(ক) রামমােহন রায়। 

(খ) অনিল শীল

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর 

(ঘ) স্বামীজি  

উঃ- (খ) অনিল শীল


১.১৬ কোন উপন্যাসে বন্দেমাতরম্ সংগীতটি দেখা যায় ? 

(ক) দেবী চৌধুরানী 

(খ) গােরা

(গ) আনন্দমঠ 

(ঘ) নীলদর্পন

উঃ- (গ) আনন্দমঠ 


১.১৭ আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক কাকে বলে? 

(ক) বিদ্যাসাগর 

(খ) রামমােহন

(গ) উপেন্দ্রকিশাের 

(ঘ) মধুসূদন

উঃ-  (ক) বিদ্যাসাগর 


১.১৮ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? 

(ক) জে.সি. বসু, 

(খ) মেঘনাদ সাহা।

(গ) সি.ভি. রমন 

(ঘ) এস.কে. মিত্র 

 উঃ- (ক) জে.সি. বসু, 


১.১৯ ‘জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? 

(ক) ১৯০৫ খ্রিঃ 

(খ) ১৯০৬ খ্রিঃ

 (গ) ১৯০৭ খ্রিঃ 

(ঘ) ১০৯৮ খ্রিঃ

উঃ-  (খ) ১৯০৬ খ্রিঃ


১.২০ ‘বিদ্যা বনিক’ বলা হয়।

 (ক) রামমােহন

 (খ) বিদ্যাসাগর 

 (গ) রবীন্দ্রনাথ ঠাকুর 

 (ঘ) উপেন্দ্রকিশাের রায়চৌধুরীকে।

 উঃ-  (খ) বিদ্যাসাগর 

 

 ‘খ’ বিভাগ

নীচের প্রশ্নগুলির উত্তর দাও (১৬টি)  ১X১৬=১৬

২.২.১ ঠুংরি গানের প্রবর্তক কে? 

উঃ- অতুল প্রাসদ সেন

২.২ কাকে ‘কেকের দেশ’বলে ? 

উঃ- স্কটল্যান্ডকে

২.৩ ‘মােনালিসা’ ছবিটা কার আঁকা ? 

উঃ- লিও নার্দো দ্য ভেঞ্চির


২.৪ কাকে সংস্কৃতির শহর বলাহয়? 

উঃ- কলকাতাকে

২.৫ ‘বামাবােধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

 উঃ- উমেশচন্দ্র দত্ত 

 ২.৬ ‘সেই সময়’ উপন্যাসটি কার লেখা? 

উঃ-  সুনীল গঙ্গোপাধ্যায় 

২.৭ প্রথম শিক্ষা কমিশনটি কী ছিল? 

উঃ-  রাধাকৃষ্ণন কমিশন' (১৯৪৮ খ্রি:)

২.৮ কলকাতা মেডিক্যাল কলেজ কত খ্রিঃ প্রতিষ্ঠিত হয়? 

উঃ- ১৮৩৫ সালে

২.৯ শূন্যস্থান পূরণ করাে। 

সিধু  সাঁওতাল বিদ্রোহের নেতা।

উঃ-  সাঁওতাল

২.১০ সত্য/মিথ্যা নির্ণয় করাে?

 ওয়াহাবি কথার অর্থ হলাে নবজাগরণ। 

উঃ- সত্য

২.১১ ‘তানা ভগৎ আন্দোলন কবে শুরু হয়? 

উঃ-  ১৯১৪ খ্রিস্টাব্দে, (ছোটনাগপুর)

২.১২ সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা (ভারতের মানচিত্রে দেখাও) আবশ্যিক 

উঃ- মানচিত্র অংশে দেখ

২.১৩ ‘সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে? 

উঃ- ঈশ্বরচন্দ্র গুপ্ত

২.১৪ ‘হিন্দুমেলার অপর নাম কী? 

উঃ- চৈত্রমেলা

২.১৫ ‘ব্যঙ্গচিত্রের জনক কাকে বলা হয় ? 

উঃ- গগনেন্দ্রনাথ ঠাকুরকে

২.১৬ ভারতসভা কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়(১৮৭৬ খ্রি:)

 ২.১৭ এদেশে কারা প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন ? 

উঃ-  পোর্তুগিজরা।

২.৯৮ IACS কে প্রতিষ্ঠা করেন ? 

উঃ- ডঃ মহেন্দ্রলাল সরকার

২.১৯ ‘বেঙ্গল কেমিক্যাল কে তৈরি করেন ? 

উঃ- বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৮৯২ সালে বেঙ্গল কেমিক্যাল তৈরি করেছিলেন।

২.২০ বিশ্বভারতী’ কে গঠন করেন?

উঃ-  রবীন্দ্রনাথ ঠাকুর

 

‘গ’ বিভাগ

 দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও (১১টি) : ২X১১=২২

৩.১ সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? 

৩.২ ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলি লেখাে। 

৩৩ ‘হুতােম পাচারনকশা’ গ্রন্থে কী ধরনের সামাজিকচিত্র পাওয়া যায় ? 

৩.৪ গ্রামবাত্তা প্রকাশিকা’ কে প্রকাশ করেন তিনি কি নামে সুপরিচিত ছিলেন ? 

৩.৫ চুইয়ে পড়ানীতি বলতে কী বােঝাে? 

৩.৬ শ্রীরামপুরত্রয়ী’ কারা ছিলেন ? 

৩.৭ ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল? 

৩.৮ ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি কী ছিল ? 

৩.৯ ১৮৫৭ খ্রীঃ মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী? 

৩.১০ হিন্দুমেলার উদ্দেশ্য কী ছিল? 

৩.১১ ভারতে জাতীয়বােধ বিকাশে গেরা’ উপন্যাসের অবদান লেখাে।

 ৩.১২ ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 

৩.১৩ বাংলাদেশের ছাপাখানা বিস্তারে জেমস অগাস্টাস হিকির অবদান কী ছিল ? 

৩.১৪ কাকে বলে বাংলার গুটেনবার্গ’ বলা হয় ? 

৩.১৫ IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 

৩.১৬ শিশু শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ কী বলেছেন?

‘ঘ’ বিভাগ 

 সাত-আটটি বাক্যে উত্তর দাও। (৬টি) ৪x৬=২৪

 ৪.১ উনিশশতকে নারী কল্যানে ‘বামাবােধিনী পত্রিকার অবদান লেখাে। 

৪.২ নারী শিক্ষাপ্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখাে। 

৪.৩ নীল বিদ্রোহের কারণ কী ছিল?

 ৪.৪ কোল বিদ্রোহের বৈশিষ্ট্য কী? 

৪.৫ মহারানির ঘােষনা পত্রের মূল বক্তব্য কী ছিল? 

৪.৬ ১৮৫৭খ্রীঃ মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের মনােভাব কেমন ছিল 

৪.৭ ছাপাখানা প্রতিষ্ঠা বাংলাদেশের সমাজ কী ধরনের প্রভাব ফেলেছিল ? 

৪.৮ বাংলা ভাষায় মুদ্রনের ক্ষেত্রে পঞানন কর্মকার-এর অবদান লেখাে।

 


 ‘ঙ’ বিভাগ

যেকোন ১টি প্রশ্নের উত্তর দাও। ৮x১=৮

৫.১ ১৮৫৭ খ্রীঃ মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ কর। 

৫.২ রবীন্দ্রনাথের দৃষ্টিতে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার স্বরূপ কী ছিল? 

৫.৩ উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলােচনা কর।

Read More....


File Details

 

File Name/Book Name

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-3) 

File Format

PDF

File Language

Bengali

File Size

983 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top