Madhyamik History Suggestion MCQ 2022 (Part-2) With PDF Download II West Bengal WBTA History Page No-139

dream
0

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-2) With PDF Download II West Bengal WBTA History Page No-139

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-2)


প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো,

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-2) With PDF Download II West Bengal WBTA History Page No-139 With PDF Download, তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে Madhyamik 2022 Bengali Suggestion, Madhyamik 2022 Math Suggestion, Madhyamik 2022 English Suggestion, Madhyamik 2022 History Suggestion, Madhyamik 2022 Geography Suggestion, Madhyamik 2022 Life Science Suggestion, Madhyamik 2022 Physical Science Suggestion পেয়ে যাবে। এগুলি তোমাদের যে পরিক্ষা শুরু হতে যাচ্ছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তো বন্ধুরা তোমাদের এই পোস্টে 36টি ইতিহাসের MCQ সহ অন্যান্য Short Question উত্তর সহ দেওয়া আছে। আমাদের আসা এই প্রশ্নগুলি তোমাদের খুবই কাজে আসবে।

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-2) With PDF Download II West Bengal WBTA History Page No-139


১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে  ১X২০=২০ 

১.১। নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে ? 

(ক) রাজা-মহারাজা। 

(খ) সাধারণ মানুষ। 

(গ) রাজনৈতিক নেতা 

(ঘ) সামন্ত প্রভু


উঃ- (খ) সাধারণ মানুষ। 


১.২। ভারতীয় ফুটবলের জনক’ বলে অভিহিত করা হয়-

( ক) গোষ্ঠ পাল

(খ) চুনী গােস্বামী 

(গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী 

(ঘ) পি. কে. ব্যানার্জি


উঃ- (গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী 


১.৩। বিপিনচন্দ্র পাল লিখেছেন। 

(ক) সত্তর বছর 

(খ) জীবন স্মৃতি 

(গ) এ নেশন ইন মেকিং

ঘ) আনন্দমঠ ?


উঃ-(ক) সত্তর বছর 


১.৪। জীবনের ঝরাপাতা’ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল 

(ক) প্রবাসী । 

(খ) সন্ধ্যা

গ) দেশ 

ঘ) বামাবােধিনী


উঃ-গ) দেশ 


১.৫। ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন। 

(ক) মেকলে। 

(খ) কোলব্রুক

(গ) প্রিন্সেপ 

(ঘ) উইলসন


উঃ-(ক) মেকলে। 


১.৬। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। 

(ক) লর্ড ক্যানিং

(খ) আশুতােষ মুখােপাধ্যায়

(গ) ডেভিড হেয়ার 

(ঘ) জেমস উইলিয়াম কোলভিল। 


উঃ-(ঘ) জেমস উইলিয়াম কোলভিল। 


১.৭। কেশবচন্দ্র সেনকে ‘ব্রয়ানন্দ’ উপাধি দেন 

(ক) রামচন্দ্র বিদ্যাবাগীশ

(খ) শিবনাথ শাস্ত্রী

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর 

(ঘ) রামমােহন রায়


উঃ-(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর 


১.৮। নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন।

(ক) রসিককৃয় মল্লিক 

(খ) রামগােপাল ঘােষ।

(গ) দক্ষিণারঞ্জন মুখােপাধ্যায় 

(ঘ) ডিরােজিও।


উঃ-(ঘ) ডিরােজিও।


১.৯। ‘বিপ্লব’ শব্দের অর্থ হল। 

(ক) সাময়িক পরিবর্তন

(খ) সামাজিক পরিবর্তন। 

(গ) আংশিক পরিবর্তন 

(ঘ) আমূল পরিবর্তন।


উঃ-(ঘ) আমূল পরিবর্তন।

১.১০। রাণি শিরােমণি নেতৃত্ব দিয়েছিলেন 

(ক) কোল বিদ্রোহ 

(খ) চুয়াড় বিদ্রোহ 

(গ) সাঁওতাল বিদ্রোহ

(ঘ) পাগলপন্থী বিদ্রোহ 


উঃ- (খ) চুয়াড় বিদ্রোহ 


১.১১। বারাসত বিদ্রোহে নেতৃত্ব দেন

(ক) দুদু মিঞা 

(খ) দিগম্বর বিশ্বাস 

(গ) তিতুমির 

(ঘ) বিরসা মুণ্ডা


উঃ-(গ) তিতুমির 


১.১২। ফরাজি আন্দোলনের সূচনা করেন।

(ক) শরিয়ত উল্লাহ। 

(খ) তিতুমির 

(গ) দুদু মিঞা

(ঘ) সৈয়দ আহমদ


উঃ- (ক) শরিয়ত উল্লাহ। 



১.১৩ বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত

 (ক) ১৮৩৬ খ্রিঃ

 (খ) ১৮২৬ খ্রিঃ 

(গ) ১৮৪৬ খ্রিঃ 

(ঘ) ১৮০৬ খ্রিঃ


উঃ- (ক) ১৮৩৬ খ্রিঃ


১.১৪। জমিদার সভার সভাপতি ছিলেন

(ক) প্রসন্নকুমার ঠাকুর 

(খ) রাধাকান্ত দেব 

(গ) দ্বারকানাথ ঠাকুর 

(ঘ) রাজনারায়ণ বসু 


উঃ-(খ) রাধাকান্ত দেব 


১.১৫। ভারত সভা প্রতিষ্ঠিত হয়

(ক) ১৮৭২ খ্রিঃ 

(খ) ১৮৭৮ খ্রিঃ 

(গ) ১৮৭৬ খ্রিঃ 

(ঘ) ১৮৭৪ খ্রিঃ



উঃ- (গ) ১৮৭৬ খ্রিঃ 


১.১৬।ভারত সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 

(ক) দিল্লিতে 

(খ) মাদ্রাজে 

(গ) বােম্বাইয়ে

 (ঘ) কলকাতায়

 

উঃ- (ঘ) কলকাতায়


১.১৭। বাংলা মুদ্রণশিল্পের জনক’ নামে পরিচিত ছিলেন 

(ক) জেমস অগাস্টাস হিকি

(খ) চার্লস উইলকিস

(গ) মার্শম্যান 

(ঘ) উইলিয়াম কেরি 


উঃ- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর


১:১৮। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন। 

(ক) মদনমােহন তর্কালংকার

 (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 (গ) রবীন্দ্রনাথ ঠাকুর

 (ঘ) রামমােহন রায়।


উঃ-(ক) মদনমােহন তর্কালংকার


১.১৯। সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 

(ক) ইংল্যান্ডে 

(খ) ফ্রান্সে

(গ) চীনে।

(ঘ) জার্মানিতে। 


উঃ-(ঘ) জার্মানিতে। 


১.২০ “লাইনাে টাইপ’ তৈরি করেছিলেন-

(ক) সুরেশচন্দ্র মজুমদার 

(গ) উপেন্দ্রকেশাের রায়চৌধুরী

(খ) পঞ্চানন কর্মকার।

(ঘ) চার্লস উইলকিনস।


উঃ- (ক) সুরেশচন্দ্র মজুমদার 



বিভাগ খ

 ২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মােট ১৬ টি প্রশ্নের উত্তর দাও) : -১X১৬=১৬ 


উপবিভাগ  - ২.১


২.১। একটি বাক্যে উত্তর দাও 

২.১.১। সরকারি নথিপত্র কোথায় সংক্ষণ করা হয়? 

উঃ- মহাফেজখানায়


২.১.২। স্কুল বুক সােসাইটি কে প্রতিষ্ঠা করেন? 

উঃ- ডেভিড হেয়ায়ার


২.১.৩। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? 


উঃ- রামমোহন রায় 


২.১.৪। ‘খুঁৎকাঠি’ প্রথা কী?

উঃ- মুন্ডা সমাজের প্রচলিত জমির যৌথ মালিকানা।


আরও পড়ুন( মাধ্যমিক ইতিহাসের কিছু গুরত্বপূর্ন প্রশ্ন ও উত্তর)

 স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব আলোচনা কর

Click Here

  নীল বিদ্রোহের কারণ ফলাফল/গুরুত্বতাৎপর্য  বৈশিষ্ট্য গুলি আলোচনা কর

Click Here

  বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?

Click Here

  হুতোমপ্যাঁচার নক্সা গ্রন্থ থেকে উনিশ শতকের বাংলা সমাজের কী ধরনে চিত্র পাওয়া যায়?

Click Here

  নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ

Click Here

  উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো

Click Here


উপবিভাগ - ২.২


২.২। সত্য বা মিথ্যা নির্ণয় করাে। 

২.২.১। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর। 

উঃ- সত্য


২.২.২। জেনারেল অ্যাসেম্বলিজে ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশচার্চ কলেজ। 

উঃ- সত্য


২.২.৩। ভারতীয় উপজাতিগুলিকে অরণ্যের অধিকার দানের উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রনীত হয়?

উঃ- মিথ্যা

উপবিভাগ - ২.৩

২.৩।‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখাে 



২.৩.১) উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় 

ক) গােরা

২.৩.২) রবীন্দ্রনাথ ঠাকুর 

খ) কংগ্রেসের প্রথম সভাপতি 

২.৩.৩) উপেন্দ্রকিশাের রায়চৌধুরী 

গ) তত্ত্ববােধিনী

২.৩.৪) দেবেন্দ্রনাথ ঠাকুর

ঘ) সন্দেশ




উঃ- 

২.৩।‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখাে 


২.৩.১) উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় 

খ) কংগ্রেসের প্রথম সভাপতি 

২.৩.২) রবীন্দ্রনাথ ঠাকুর 

ক) গােরা

২.৩.৩) উপেন্দ্রকিশাের রায়চৌধুরী 

ঘ) সন্দেশ

২.৩.৪) দেবেন্দ্রনাথ ঠাকুর

গ) তত্ত্ববােধিনী





উপবিভাগ :২.৪

 ২.৪ ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিও নামাঙ্কত করাে 

২.৪.১। সাওঁতাল বিদ্রোহের এলাকা

২.৪.২। নীল বিদ্রোহের একটি কেন্দ্র। 

২.৪.৩। মিরাট। 

২.৪.৪। কানপুর।


উপবিভাগ - ২.৫


২.৫। নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করাে ? 

২.৫.১। বিবৃতি ও ইতিহাস কেবল অতীত কাহিনি নয়। 

ব্যাখ্যা ১ঃ ইতিহাস অতীতের লােককথা মাত্র। ব্যাখ্যা 

         ২ঃ ইতিহাস বিভিন্ন সময়ের লােককথা। ব্যাখ্যা

         ৩ঃ ইতিহাস বস্তুও প্রমাণনিষ্ঠ অতীতের বিবরণ। 

উঃ- ৩ঃ ইতিহাস বস্তুও প্রমাণনিষ্ঠ অতীতের বিবরণ। 

২.৫.২। বিবৃতিঃ জেমস লঙকে জেল ও জরিমানার শাস্তি ভােগ করতে হয়েছিল। 

ব্যাখ্যা ১: জেমস লঙ সরকারি অফিসে চুরি করেছিলেন।

         ২ঃ তিনি নীলদর্পন নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন।

         ৩ঃ তিনি ব্রিটিশ কর্মচারীকে আঘাত করেছিলেন।

         উঃ- ২ঃ তিনি নীলদর্পন নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন।

২.৫.৩। বিবৃতিঃ রামমােহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন-(১৮২৩খ্রিঃ)। 

ব্যাখ্যা ১ঃ সতীদাহ প্রথা বন্ধের অনুরােধ জানিয়ে। 

          ২ঃ ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে। 

          ৩ঃ ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 

          উঃ- ২ঃ ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে।

২.৫.৪। বিবৃতিঃ- বিদ্যাসাগরকে গতানুগতিক আধুনিক সংস্কারক বলা হয়। 

ব্যাখ্যা ১ঃ তিনি দেশীয় ঐতিহ্যে আস্থাশীল ছিলেন। 

          ২ঃ তিনি আধুনিকতাকে বরণ করে নিয়েছিলেন। 

          ৩ঃ তিনি দেশীয় ঐতিহ্যকে বজায় রেখে আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন।

উঃ-  তিনি দেশীয় ঐতিহ্যকে বজায় রেখে আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন


বিভাগ - গ 


৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনাে এগারােটি)  ২X১১=২২

৩.১। ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী? 

৩.২। বেঙ্গল গেজেট কে, কবে প্রকাশ করেন ? 

৩.৩। গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকায় কী কী আলােচনা প্রকাশিত হত ? 

৩.৪। বামাবােধিনী সভার উদ্দেশ্য কী ছিল ? 

৩.৫। কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় ? 

৩.৬। মধুসূদন গুপ্ত কে ছিলেন? 

৩.৭। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর সংগঠিত উল্লেখযােগ্য কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির নাম লেখাে। 

৩.৮।‘ছােটনাগপুর প্রজাসত্ব আইন’ কী? 

৩.১০। ভারতের জাতীয়তাবােধূের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এমন কয়েকটি সাহিত্য গ্রন্থের নাম লেখাে 

৩.১১। মহারানির ঘােষণা পত্র কী? 

৩.১২। গগনেন্দ্রনাথ ঠাকুরকে ‘বাংলা ব্যাঙ্গচিত্রের জনক’ বলা হয় কেন? 

৩.১৩ ‘জাইলােগ্রাফি’ পদ্ধতি কী? 

৩.১৪। বাংলার ছাপাখানার বিকাশে পানন কর্মকারের ভূমিকা কী ছিল? 

৩.১৫। জাতীয় শিক্ষার গুরুত্ব কী ছিল? 

৩.১৬। ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন ফর দ্য কাস্টিভেশন অব সায়েন্স’ প্রতিষ্ঠা কেন হয়েছিল ?

 

বিভাগ—ঘ 

৪। সাত-আটটি বাক্যে যে কোনাে ছটি প্রশ্নের উত্তর দাও। (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) ৪X৬=২৪ 


বিভাগ - ঘ.১

৪.১। বাংলায় পাশ্চাতা শিক্ষাবিস্তারে রাজা রামমােহন রায়ের অবদান আলােচনা করাে।

৪.২। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল?


বিভাগ - ঘ.২

৪.৩। কোল বিদ্রোহের কারণগুলি লেখাে। 

৪.৪। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখাে। 


বিভাগ - ঘ.৩

৪.৫। টীকা লেখাে - হিন্দুমেলা। 

৪.৬। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ‘ভারতমাতা চিত্রটির ভারতীয় জাতীয়তাবােধের বিকাশে কী অবদান ছিল ? 


বিভাগ – ঘ-৪ 


৪.৭। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলােচনা করাে। 

৪.৮। বিজ্ঞানের গবেষনার ক্ষেত্রে ‘বসু বিজ্ঞান মন্দির’-এর অবদান সংক্ষেপে লেখাে।


বিভাগ। ৫


৫। পনেরাে -যােলােটি বাক্যে (যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও) ৪৮X১=৮ 

৫.১ ঔপনিবেশিক বিজ্ঞান চর্চার উদ্দেশ্য কী ছিল। বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ কর। 

৫.২। লেখায় ও রেখায় কিভাবে ভারতীয় জাতীয়তাবাদ ফুটে উঠেছিল অলােচনা কর। 

৫.৩। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয়ে দাও।


Read More....


File Details

 

File Name/Book Name

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-2) 

File Format

PDF

File Language

Bengali

File Size

117 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top