আদিম মানুষ কিভাবে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপনের জীবনে প্রবেশ করে?
আদিম মানুষ কিভাবে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপনের জীবনে প্রবেশ করে?
উত্তরঃ- আদিম মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। খাদ্য উৎপাদন পদ্ধতি তাদের জানা ছিল না, তাই খাদ্যের জন্য একস্থান থেকে অন্যস্থানে ঘুরে বেড়াতে হত। নতুন পাথরের যুগে মানুষ কিছু কৌশল আয়ত্ব করে যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসবাসের গণ্ডীতে প্রবেশ করে।
মানুষের প্রারম্ভিক বসতি:- আদিম মানুষ বন্য জন্তুজানােয়ারের হাত থেকে সুরক্ষিত থাকার জন্য পাহাড়ের গুহায় বা ঝােপঝাড়ের আড়ালে বসবাস করত।
চাষের ধারণা প্রাপ্তি:- আদিম মানুষ বনের ফল খেয়ে বীজ ফেলত যেখানে-সেখানে। একসময় সেই বীজ পৌছােয় নদী তীরবর্তী অঞ্চলে। অতঃপর মানুষ লক্ষ করে তাদের ফেলা বীজ থেকে গাছ হয়েছে। সেখান থেকেই মানুষ চাষ পদ্ধতির ধারণা লাভ করে এবং কৃষিজমির পাশাপাশি গাছের ডালপালা লতাপাতা দিয়ে ঘর বানাতে শুরু করে।
হ্রদে বসতি:- আদিম মানুষ সুইজারল্যান্ডের হ্রদ অঞলে গাছের সরু গুঁড়ি বা ডাল দিয়ে খুঁটি তৈরি করে তার উপর মাচা বানিয়ে বসবাস করেছেন এমন নিদর্শন ইতিহাসে পাওয়া যায়।
গাছের অংশ দিয়ে ঘর তৈরি:- একসময় মানুষ গাছের ছােটো ছােটো টুকরাে দিয়ে ঘর বানাতে শুরু করল। ঘরের ছাদেও তারা গাছের বিভিন্ন অংশ ব্যবহার করতে থাকে।
পাথর দিয়ে ঘর তৈরি:- ছছাটো ও মাঝারি পাথরের খণ্ড দিয়ে মানুষ নিরাপদে থাকার জন্য আবাস তৈরি করতে শুরু করল। একটি পাথরের উপর আর-একটি পাথর সাজিয়ে উঁচু করে দেয়াল তুলে মানুষ বাস করত। তবে এই ঘরগুলির ছাদ হত গাছের লতাপাতা। দরজা হিসেবে বড়াে পাথরের খণ্ডকে আদিম মানুষ ব্যবহার করত।
এভাবে মানুষ নিজেদের প্রয়ােজনের তাগিদে, আত্মরক্ষার তাড়নায় যাযাবর জীবন থেকে বেরিয়ে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে।
আরও পড়ুন......
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (প্রথম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (তৃতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (চতুর্থ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (পঞ্চম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (সপ্তম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (অষ্টম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (নবম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
আরও পড়ুন......
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (প্রথম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (তৃতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (চতুর্থ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (পঞ্চম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (সপ্তম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (অষ্টম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (নবম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
File Details |
|
File Name/Book Name | আদিম মানুষ কিভাবে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপনের জীবনে প্রবেশ করে? |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 78 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |