ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ৩ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা

0

ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ৩ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা

ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ৩ প্রশ্ন ও উত্তর


ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ৩ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা|তোমরা West Bengal Class 6 History পেয়ে যাবে|ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|West Bengal Class Six 2nd Chapter Marks Question and Answer| Class 6 History West Bengal 2nd Chapter 3 Marks Question and Answer | 2nd chapter Suggestion Class 6 WBBSE|Class 6 History 2nd chapter Notes WBBSE|Class 6 History 3 marks Question and Answer|ইতহাস প্রশ্নোত্তর ষষ্ঠ শ্রেণী |ইতিহাস মক টেস্ট|itihas proshno o uttor| History Mock Test


এছাড়াও তোমরা পাবে ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questions,  Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VI History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ৩ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা ৩ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।

ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ৩ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা

1.শরীরের যে বৈশিষ্ট্যগুলির জন্য অন্য প্রাণী থেকে মানুষকে আলাদা করে চেনা যায় সেগুলি কী কী? অথবা, মানুষের শরীরের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে। 

উঃ- জীবজগতে মানুষও একটি বিশেষ প্রাণী। তবে মানুষের শরীরের নির্দিষ্ট কতকগুলি বৈশিষ্ট্যের জন্য অন্য প্রাণী থেকে মানুষকে আলাদা করে চেনা যায়।

বৈশিষ্ট্য:- 

হাতের ব্যবহার:- মানুষ হাতের ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারে যেমন কিছু খেতে বা কিছু ধরতে ব্যাবহার করা যায়।

দু-পায়ে হাঁটা:- মানুষ দু-পায়ে সােজা হয়ে দাঁড়াতে ও হাঁটতে অর্থাৎ চলাফেরা করতে পারে। 

লম্বা মেরুদণ্ড:- মানুষের শরীরে একটি লম্বা মেরুদণ্ড এবং মেরুদণ্ডের ওপরে একটি বড়াে মস্তিষ্ক আছে।



2.এপ (Ape) কী?

উঃ-  লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে একধরনের লেজহীন বড়াে বানর ছিল। এদের এপ(Ape) বলা হয়।


3.এপদের আদি বাসস্থান কোথায় ছিল?

উঃ- লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের পূর্বাংশ ঘন জঙ্গলে ঢাকা ছিল। এই জঙ্গলের এক গাছ থেকে অন্য গাছে ঘুরে বেড়াত এই লেজহীন বানর বা এপ (Ape)। আফ্রিকা মহাদেশের পূর্ব অংশের ঘন জঙ্গল ছিল এদের আদি বাসস্থান। 


4.হােমিনিড়’ কী?

উঃ- হােমিনিড (Hominid): হােমিনিড হল এপ থেকে উন্নত ও কোনােভাবে দু-পায়ে দাঁড়াতে পারা মানুষ পরিবার। প্রায় 30 থেকে 40 লক্ষ বছর আগে এপ থেকে উন্নত হয়ে হােমিনিড বা মানুষ পরিবার হয়।


5.কীভাবে এপ থেকে হােমিনিড বা দু-পায়ে দাঁড়াতে পারা মানুষ সৃষ্টি হল?

উঃ- এপদের বাসভূমি আফ্রিকার পূর্ব অংশের জঙ্গলে একসময় আবহাওয়ার বদল এবং নানা কারণে গাছপালা আগের থেকে কমে গেল।তখন এপদের একটি দল খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এল। তারা দু-পায়ে দাঁড়াতে চেষ্টা করল। আর এভাবেই সৃষ্টি হল দু-পায়ে দাঁড়াতে পারা মানুষ বা হােমিনিড।


6.অস্ট্রালােপিথেকাস(এপ থেকেমানুষ) (Australopithecus) -দের বৈশিষ্ট্য কী ছিল?

উঃ-  অস্ট্রালােপিথেকাস(Australopithecus) বলতে বােঝায় এপ থেকে মানুষে পরিবর্তনের পর্যায়কে। 

বৈশিষ্ট্য:- অস্ট্রালােপিথেকাস পরিবার অস্ট্রালােপিথেকাসদের বৈশিষ্ট্য অস্ট্রালােপিথেকাসদের বৈশিষ্ট্য ছিল-

১)এরা দু-পায়ে ভর দিয়ে কোনােমতে দাঁড়াতে পারত

২)এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত ও পাথর ছোঁড়ার চেষ্টা করত।

৩)এদের চোয়াল ছিল শক্ত ও সুগঠিত। তাই এরা শক্ত বাদাম ও শুকনাে ফল চিবিয়ে খেতে পারত। 


7.হােমাে হাবিলিস (Homo Habilis)-দের বৈশিষ্ট্য কী ছিল? 

উঃ-  হােমো হাবিলিস (দক্ষ মানুষ) এখন থেকে প্রায় 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে পৃথিবীতে ছিল।

বৈশিষ্ট্য:- হােমাে হাবিলিসদের বৈশিষ্ট্যঃ-

১)এরা হাঁটতে পারত ও দলবদ্ধভাবে থাকত। 

২)সম্ভবত এরা ফলমূলের পাশাপাশি কাচা মাংসও খেত। 

৩)এরা প্রথম অস্ত্র হিসেবে পাথরকে ব্যবহার করতে শিখেছিল। এরা অস্ত্র বানাত। 


8.হোমো ইরেকটাস (Homo Erectus-এর বৈশিষ্ট্য কী ছিল? 

উঃ-(Homo Erectus) এখন থেকে প্রায় 20 লক্ষ থেকে 3 লক্ষ 50 হাজার বছর আগে পৃথিবীতে ছিল। এই হােমাে ইরেকটাসদের বৈশিষ্ট্য:- 

১)এরা দু-পায়ে সােজা হয়ে দাঁড়াতে পারত। 

২)এরা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল।

৩)এরা গুহায় দলবদ্ধভাবে বসবাস করত। 

৪)এরা পশুশিকার করতে পারত। 

৫)এরা স্তরকাটা নুড়িপাথরের হাতিয়ার বানিয়েছিল। 

৬)এরা হাতকুঠর বানাতে শিখেছিল।


 9.হােমাে স্যাপিয়েন্স (বুদ্ধিমান মানুষ) (Homo sapiens) এর বৈশিষ্ট্য কী ছিল?

উঃ-  এখন থেকে প্রায় 2 লক্ষ 30 হাজার বছর আগে পৃথিবীতে ছিল। 

বৈশিষ্ট্য:- 

১)এরা দল বেঁধে বড়াে বড়াে পশুশিকার করতে পারত। 

২)এরা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখেছিল।

৩)এরা পশুর চামড়া পরতে শিখেছিল। 

৪)এরা পাথর দিয়ে ছােটো তীক্ষ্ণ ও ধারালাে অস্ত্র বানাতে শিখেছিল।




আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

 ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ৩ নম্বরের প্রশ্ন ও উত্তর


File Format

PDF

File Language

Bengali

File Size

137 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top