পুরানো পাথরের যুগে মানুষ পাথরকে কীভাবে ব্যবহার করত
প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা,
পুরানো পাথরের যুগে মানুষ পাথরকে কীভাবে ব্যবহার করত নিয়ে আজকে আলোচনা করব|ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা|তোমরা West Bengal Class 6 History উত্তর পেয়ে যাবে|এছাড়াও তোমরা পাবে ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questions, Descriptive Question and Answer এগুলি
তোমরা যারা পশ্চিমবঙ্গের VI History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ৫ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা ৫ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।
পুরানো পাথরের যুগে মানুষ পাথরকে কীভাবে ব্যবহার করত?
উত্তর:- ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরােনাে পাথর ব্যবহারের অস্তিত্ব পাওয়া গেছে কাশ্মীরের সােয়ান উপত্যকায়। এ ছাড়া পাকিস্তানের পটোয়ার মালভূমি, হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞলেও পুরােনাে পাথরের হাতিয়ার পাওয়া গেছে।সেই সময় পাথর দিয়ে আগুন জ্বালানো,হাতিয়ার তৈরী ইত্যাদিতে ব্যাবহার করত।
পাথরের বিভিন্ন ব্যবহার:
আগুন সৃষ্টির কাজে:- মানুষ এক সময়ে লক্ষ করে যে, পাথরে পাথরে ঠোকাঠুকিতে তা থেকে আগুনের ফুলকি বের হয়। তা থেকে মানুষ আগুন জ্বালাতে শেখে। আস্তে আস্তে সেই আগুনকে কাজে লাগিয়ে মানুষ পশুর মাংস ঝলসে খেতে শেখে। হিংস্র পশুদের হাত থেকে রক্ষার ক্ষেত্রে আগুন জালাত। এভাবে মানুষের যখন আগুনের প্রয়ােজন হত তখন পাথরে পাথরে ঠুকে আগুন জ্বালাত।
হাতিয়ার বানানোঃ- পুরােনাে পাথরের যুগে মানুষ বড়াে বড়াে নিরেট ভারী পাথর দিয়ে হাতকুঠার এবং চপার জাতীয় হাতিয়ার তৈরি করত রাজস্থানের দিওয়ানা ও মহারাষ্ট্রের নেভাসা, কর্ণাটকের শুগি উপত্যকা প্রভৃতি প্রত্নক্ষেত্রে বিভিন্ন ধরনের পাথরের হাতিয়ার পাওয়া গেছে।
জীবনজাপনের ক্ষেত্রেঃ- পুরােনাে পাথরের যুগের বেশিরভাগ সময় জুড়ে মানুষ যাযাবর জীবনযাপন করত। এই সময় তারা পাহাড়ের গুহায় বসবাস করত। রাতের অন্ধকার নেমে আসলে মানুষ পাহাড়ের গুহায় ঢুকে যেত এবং হিংস্র পশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গুহার সম্মুখে একটি পাথর রেখে দিত যেটি তাদের দরজা হিসেবে কাজে দিত।
আশ্রয়স্থল গড়তেঃ- পুরােনাে পাথরের যুগের শেষ পর্যায়ে মানুষ স্যাতস্যাতে গুহার পরিবর্তে খােলা আকাশের নীচে বসবাস শুরু করে। আরও পরে তারা বড়াে পাথরের উপর ক্রমান্বয়ে ছােটো ছােটো পাথর সাজিয়ে বাড়ি তৈরি করতে শেখে। পাথরের দেয়ালের উপর গাছের ডালপালা ও লতাপাতা দিয়ে ছাদ তৈরি করত।
আরও পড়ুন......
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (প্রথম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (তৃতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (চতুর্থ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (পঞ্চম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (সপ্তম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (অষ্টম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (নবম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর