ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part- 12 // History Question Answers Series with PDF Part-12 (100 টি প্রশ্ন ও উত্তর)

0

ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part- 12 // History Question Answers Series with PDF Part-12 (100 টি প্রশ্ন ও উত্তর)

ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ Part-12

1.   হিন্দু বিধবা বিবাহ আইন প্রবর্তনের জন্য কে আন্দোলন করেন?- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
2.   ১৮৮৪ খ্রীঃ স্বায়ত্ব শাসন আইন পাশ করেন?- লর্ড রিপন।
3.   সতীদাহ নিরোধ আন্দোলন কে গঠন করেন?- রাজা রামময়হন রায়।
4.   হিন্দু কলেজ কত খ্রঃ স্থাপিত হয় এবং এই ব্যাপারে কে অগ্রণী ভূমিক নেয়?- 1817 খ্রীঃ।
5.   আলেকজান্ডার ডাফ কোন্ কলেজ স্থাপন করেন?- 1830 খ্রীঃ জেনারেল এ্যাসেম্বলী ইনস্টিটিউশন (বর্তমান স্কটিশ চার্চ কলেজ)।
6.   কত খ্রীঃ এবং কোথায় রাজা রামময়হন মৃত্যু হয়?- 1833 খ্রীঃ ইংল্যান্ডের ব্রিস্টল শহরে।
7.   ডিরোজিও কোন কলেজ অধ্যাপনা করতেন?- 1827 খ্রীঃ কলিকাতা হিন্দু কলেজ।
8.   যুব বাংলা মন্ডলী বা ইয়ং বেঙ্গল গ্রুপের সভ্য কে কে ছিলেন?- কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।
9.     ঈশ্বরচন্দ্র কোন কলেজের অধ্যক্ষ ছিলেন?- সংস্কৃত কলেজে অধ্যক্ষ ছিলেন।
10.  বিদ্যাসাগর রচিত তিনটি গ্রন্থ কি কি?- বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা।
11.  কবে মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করা হয়?- 1857 খ্রীষ্টাব্দে 1 লা নভেম্বর।
12.  কোন আইনে এবং কবে মহারাণী ভিক্টোরিয়া ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনের অবসান করে নিজ হাতে ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন?- 1857 সালে 'An Act for the Better Government of India' বা ভারত শাসন আইনের দ্বারা
13.  কবে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী’ বলে পরিচিত হন?- 1877 সালে 1 লা জানুয়ারী।
14.  ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?- লর্ড ক্যানিং।
15.  প্রথম চার্টার, আইন কবে গৃহীত হয়?- 1793 সালে।
16.  ভারতীয় ব্যবস্থাপক সভা আইন কবে পাশ হয়?- 1861 সালে
17.  ভারত সচিব কাকে বলে?- ইংলন্ডের রাজা বা রানীর প্রতিনিধি রূপে ব্রিটিশ মন্ত্রীসভার এক সদস্য মন্ত্রী যে ভারত শাসনের অধিকার বা দায়িত্ব পান
18.  ভাইসরয় উপাধি কাদের দেওয়া হয়?- ভারত সচিবের কাছে দায়িত্ববদ্ধ ভারতে বড়লাটকে
19.  কত সালে ভারতবর্ষ ও ইংলন্ডের মধ্যে টেলিগ্রাফ যাগাযোগ স্থাপিত হয়?- 1870 সালে।
20. ভারত সচিবের কাউন্সিলের সদস্য সংখ্যা কত?- 15 জন।
21.  কত সালে রেগুলেটিং আইন পাশ হয়?- 1773 সালে
22.  কত সালে পিটের ভারত শাসন আইন পাশ হয়?- 1784 খ্রীঃ
23.  ভারতে বড়লাটের কার্যনির্বাহক কমিটির সদস্য সংখ্যা কত ছিল?- 5 জন।
24.  বাংলায় নীলচাষ কে সর্বপ্রথম প্রবর্তন করেন?- লুই বল্লো নামক এক ফরাসী বণিক 1777 খ্রীঃ
25.  কাদের নীলকর সাহেব বলা হত?- যে সকল ইউরোপীয় বণিকরা বাংলার গ্রামাঞ্চলে নীলচাষ ও ব্যবসা করত
26.  নীল বিদ্রোহ কত সালে শুরু হয়?- 1810 সালে।
27.  নীল বিদ্রোহে নীলচাষীদের কারা নেতৃত্ব দিয়েছিলেন?- যশোহরের চৌগাছা গ্রামের বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস, নড়াইলের জমিদার রামরতন মল্লিক, সাধুহাটির জমিদার মথুরনাথ আচার্য, মালদহের রফিক মণ্ডল।
28.  কাকে নীল চাষীদের বন্ধু বলা হয়?- হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে
29.  বঙ্গীয় নীল কমিশন কবে বসে?- 1862 সালে।
30.  নীলচাষীদের দুর্দশা চিত্রকে কোন্ কোন পত্রিকা জনসমক্ষে তুলে ধরেন?- হিন্দু পেট্রিয়ট, বেঙ্গল পত্রিকা, তত্ববোধিনী পত্রিকা, অমৃতবাজার পত্রিকা প্রভৃতি।
31.  কোন্ ইংরেজ ম্যাজিষ্ট্রেট নীলচাষীদের প্রতি সহানুভূতিশীল হয়েছিলেন?- এ্যাশলি ইডেন।
32.  কোন বছর বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করা হয়?- 1905 সালে।
33.  কোন্ বড়লাট বঙ্গভঙ্গ করেছিলেন?- লর্ড কার্জন।
34.  সরকারীভাবে বঙ্গভঙ্গ কবে কার্যকর করা হয়?- 1905 সালে 19 শে জুলাই।
35.  রিজলী পরিকল্পনা কি?- 1903 সালে বাংলার ছোটলাট স্যার এ্যান্ড্রু ফেজার-এর বাংলা ব্যবচ্ছেদের পরিকল্পনাকে রিজলী
36.  বঙ্গভঙ্গের সময় ভারত সচিব কে ছিলেন?- ব্রডরিক।
37.  বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার গভর্ণর কে হন?- ব্রমফিল্ড ফুলার।
38.  কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?- 1911 সালে।
39.  বঙ্গভঙ্গ রদ কোন ভাইসরয় করেছিলেন?- লর্ড হার্ডিঞ্জ।
40.  ‘অরন্ধন দিবস’ পালনের নির্দেশ কে ও কেন দিয়েছিলেন?- 1905 সালে 16 ই অক্টোবর বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী|
41.  রাউলাট এ্যাক্ট কি?- 1920 সালে প্রবর্তিত একটি দমনমূলক আইন।
42.  রাউলাট আইন ব্রিটিশ সরকার কত সালে পাশ করে?- 1919 সালে।।
43.  জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে হয়?- 1919 সালে 13 ই এপ্রিল।
44.  কে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটিয়েছিলেন?- ইংরেজ জেনারেল মাইকেল-ও-ডায়ার।
45.  জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে কে ‘নাইটি’ উপাধি ত্যাগ করেন?- রবীন্দ্রনাথ ঠাকুর।
46.  ইংরেজ সরকার গান্ধীজীকে কোন পুরস্কার দিয়ে সম্মানিত করেন?- কাইজার-ই-হিন্দ।
47.  কত সালে এবং কোন অধিবেশনে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়?- 1929 সালে লাহোর কংগ্রেস অধিবেশনে।
48.  পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্য কোন্ অধিবেশনে গৃহীত হয়?- লাহোর কংগ্রেস অধিবেশনে।
49.  1929 সালে লাহোর কংগ্রেস অধিবেশনের সভাপতি কে হন?- জওহরলাল নেহেরু।
50. গান্ধীজী সর্বপ্রথম অহিংস সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেন?- দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম গান্ধীজী অহিংস সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন।
51.  ভারতে অসহযোগ আন্দোলন কে কবে শুরু করেন?- 1920 সালে 2 রা আগষ্ট গান্ধীজী এই আন্দোলন শুরু করেন।
52.  ভারতে কোন স্থানে সর্বপ্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়?- বিহারের চম্পারণ জেলায়।
53.  কোন আন্দোলন অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত হয়?- খিলাফৎ আন্দোলন।
54.  কত সালে খিলাফৎ আন্দোলনের দাবীতে অসহযোগ আন্দোলন শুরু হয়?- 1920 সালে।
55.  ভারতের খিলাফৎ আন্দোলনের নেতৃত্ব কারা দেন?- মহম্মদ আলি, সৌকৎ আলি, আবুল কালাম আজাদ।
56.  অসহযোগ আন্দোলন প্রস্তাব কোন্ অধিবেশনে গৃহীত হয়?- নাগপুর কংগ্রেস অধিবেশনে গৃহীত হয়।
57.  কোন্ ঘটনার কারণে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?- উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলায় চৌরীচৌরা থানার জনতাদের হিংসাত্মক কাজের জন্য
58.  বরদুলই সত্যাগ্রহ কে কোথায় করেছিলেন?- 1928 খ্রীঃ সর্দার বল্লভ ভাই প্যাটেল সুরাটে
59.  কোন্ ভারতীয় বিপ্লবী ‘সি মার্টিন’ ছদ্মনামে বাটাভিয়া গিয়েছিলেন?- মানবেন্দ্রনাথ রায়।
60.  কোন্ ভারতীয় বিপ্লবী ‘সি. এন. ঠাকুর’ ছদ্মনামে ভারত ত্যাগ করে জাপান চলে যায়?- রাসবিহারী বসু।
61.  বাংলা ও পাঞ্জাব ভাগ পরিকল্পনার জন্য কোন কমিশন গঠিত হয়?- র‍্যাডক্লিফ কমিশন।
62.  বার্লিন কমিটি কারা গঠন করে?- ভূপেন্দ্রনাথ দত্ত, রাজা মহেন্দ্রপ্রতাপ, অবনী মুখখাপাধ্যায়, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রভৃতি স্বদেশীরা জার্মানিতে বার্লিন কমিটি গঠন করে।
63.  বার্লিন কমিটি'র মূল উদ্দেশ্য কি ছিল?- সমগ্র ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান ঘটানো।
64.  দেশীয় ছাত্রদের স্বদেশী আন্দোলন নিষিদ্ধ করা হয় কোন্ আইনে?- কার্লাইন সার্কুলার আইন।
65.  খোদা-ই-খিদমনগার’ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?- আবদুল গফফর খান।
66.  খোদা-ই-খিদমার কথার অর্থ কি?ক- ঈশ্বরের সেবক।
67.  আবদুল গফফর খান কি নামে পরিচিত?- সীমান্ত গান্ধী।
68.  কাশ্মীরিরা কোন মুসলিম নবাবকেবাদশাবলে ডাকতেন?---জয়নুল আবেদিন
69.  গঙ্গাহৃদি রাজ্যের রাজধানী কোথায় ছিল?---পাটলিপুত্র
70.  জাহাঙ্গীর বাংলায় তৈরী কোন খাদ্যদ্রব্য পছন্দ করতেন?---গম থেকে  তৈরী বিস্কুট
71.  রোমে একসময় বংলার কোন সব্জী জনপ্রিয় ছিল?---লঙ্কা
72.  পর্তুগিজ পর্যটক এডওয়ার্ড বার্বোসা কত সালে ভারতে আসেন?---1516 সালে
73.  বৌদ্ধদেবের ধ্যান গুরু কে ছিলেন?---আলারা কামা
74.  ইবন বতুতা কোন দেশের নাগরিক?---আফ্রিকা
75.  শিবাজী কতবার সুরাট লুঠ করেন?---2 বার (1668 1670)
76.  খিলজী সাম্রাজ্যের শেষ সুলতান কে?---খুসরো
77.  ভারতে লেখযুক্ত মুদ্রা কে সর্ব প্রথম চালু করেন?---আলেকজান্ডার
78.  বিজয়নগরে হিন্দু সাম্রাজ্য শেষ হয় কোন যুদ্ধে?---তালিকোট
79.  দক্ষিনাত্যের সাতবাহন রাজারা কোন ধাতুর মুদ্রা ব্যাবহার করতেন?---সীসা, তামা রূপো
80.  ইলোরার কৈলাশ মন্দীর কোন রাজা তৈরী করান?---আন্ধ্রার রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ
81.  সিরাজ-উদ-দৌলার পিতার নাম---জৈনুদ্দিন খান
82.  সুলতান মামুদ সোমনাথ মন্দির লুঠ করেন কবে?---1027 সালে
83.  দিল্লীর কোন সুলতান প্রথম জমি জরিপ করান?---আলাউদ্দিন খলজী
84.  রামানুচর্য কোন ধর্ম প্রচার করে?---ভক্তিবাদ
85.  প্রাচীন ভারতের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ন উপকরন কী?---লেখ
86.  মগধ সাম্রাজ্যের মুদ্রাগুলিতে কি কি প্রতীক ছিল?---মানুষ, পশু পাখি
87.  খুলসাৎ-উল-তাওয়ারিখকার লেখা?---সূজন রায় ভান্ডারীকণৌজের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?---1540 সালে শেরশাহ হুমায়নের মধ্যে
88.  মনুসংহিতায় স্বর্ণ মুদ্রাকে কি বলা হয়?---সুবর্ণ
89.  প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?---ডঃ আত্মারাম পান্ডুরঙ্গ
90.  ভারতের বিসমার্ক নামে কে খ্যাত?---সর্দার বল্লভ ভাই প্যাটেল
91.  পুনা চুক্তি (1932)কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?---মহাত্মা গান্ধী ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকর এর মধ্যে
92.  জাবিতি প্রথা কে প্রবর্তন করেন?---আকবর
93.  কাকোরি ডাকাতি মামলায় প্রধান অভিযুক্ত কে?---রামপ্রসাদ বিসমিল্লাহ
94.  সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে?---এন এম জোশী
95.  হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়?---আমির খশরু
96.  ফরাসি বিপ্লপ কত সালে হয়?---1789 সালে
97.  মহাত্মা গান্ধী কবে খিলাফৎ সম্মেলনের সভাপতি হয়?---1919 সালে
98.  ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলন শুরু হয় কবে?---1918 সালের এপ্রিলে
99.   অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?---লালা লাজপত রায়
100. আল মাসুদির লেখা গ্রন্থের নাম কি?---নরুজ-উল-জাহাব




File Details -
PDF Name : ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part-12// History Question Answers Series  Part-12
Language : Bengali
Size : 177 kb
Download Link : Click Here To Download

আরও অন্যান্য পার্টগুলি নীচে দেওয়া হল ডাউনলোড নিঙ্ক নীচে .........















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top