ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part- 5 // History Question Answers Series with PDF Part-5 (100 টি প্রশ্ন ও উত্তর)

0

ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part- 5 // History Question Answers Series with PDF Part-5 (100 টি প্রশ্ন ও উত্তর)

ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ Part-5



1.    এলাহাবাদ প্রসস্তি কার রচনা?---হরিসেন
2.     মানবাধিকার দিবশ কোনটি?---10 ডিসেম্বর
3.    সত্যমেব জয়তেকথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া?---মুন্ডক উপনিষদ
4.    কনিষ্কের রাজধানী---পুরুষপুর
5.    জাতীয় যুব দিবশকবে পালিত হয়?---স্বামী বিবেকানন্দের জন্মদিনে
6.    কে অস্ত্র আইন পাশ করান?---লর্ড লিটন
7.    আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দের কৌসুলি কে ছিলেন?---সি. আর. দাস
8.    কোল বিদ্রহ কত সালে হয়?---1831 সালে
9.    তালিকোটার যুদ্ধ কত সালে হয়?---1565 সালে 
10. শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়উক্তিটি কার?---বালগঙ্গাধর তিলক
11.  কিতাব উর রাহেলাবকার লেখা ?---ইবন বতুতা
12. মগধের প্রথম রাজধানী কোথায় ছিল?---রাজগৃহ
13. বারানসীতে বিপ্লবী কাজে কে রাসবিহারী বসুকে সাহায্য করেন?---বসন্ত বিশ্বাস
14. রাজরাজেশ্বরের মন্দিরটি  কে তৈরী করান?---প্রথম রাজরাজ
15. ভারতে বদ্যুত আইন তৈরী হয় কত বছর?---1947 সালে
16. চিনা পরিব্রাজক হিউ এন সাঙ লিখিত পুষ্পগিরি বিহারের সন্ধান কোথায় পাওয়া যায়?---লাঙ্গুডি পর্বত
17. ঝাঁসিকে ব্রিটিশ শাসনের আওতায় আনা হয় কিভাবে?---স্বত্ববিলোপ নীতি দিয়ে
18. ম্যাকিয়া ভেলির পিস এর সঙ্গে সাদৃশ্য আছে এমন একটি বই এর নাম---কৌটিল্যের অর্থশাস্ত্র
19. সম্রাট বাবরের প্রকৃত নাম কি?---জহিরুদ্দিন মহাম্মাদ
20. ফুয়েরার কার উপনাম?---হিটলার
21. স্বাধীনতার সময় ভারতের কংগ্রেস সভাপতি---জে. বি. কপালীনি
22. White mutiny বা স্বতাঙ্গ বিদ্রহ নামে পরিচিত ছিল---ইলবার্ট বিল আন্দলোন
23. মুসলিম গোখলে নামে পরিচিত ছিল---আলি জিন্নাহ
24. কোন রাজবংশের শাসকরা ব্রাহ্মন বৌদ্ধ ভিক্ষুকদের কর বিহীন গ্রাম সম্প্রদায়ের প্রথা চালু করেন?---সাতবাহন
25. কে বলেন there is human,to forgive divine ---আলেকজান্ডার পোপ
26.  কর্মযোগিন 1909 সালে কে প্রতিষ্ঠা করেন?---অরবিন্দ ঘোষ
27. চ্যালেঞ্জার-ট্রাঙ্কের নির্মান হয় কোন দেশে?---রাশিয়া
28. স্বাধীনতার আগে পাপুয়া নিয়নিনি কোন দেশের অধীনে ছিল?---অস্ট্রেলিয়া
29. কে সব থেকে কম বয়সে ভারতের রাজ্যপাল হন?---স্বরাজ কৌশল
30. পঞ্চম বেদ কাকে বলে?---ভারতের নাট্যশাস্ত্র
31. আচর্য বিনোবা ভাবে কত সালেভুদানআন্দলোন শুরু করেন?---1951 সালে
32. দীপবংশ মহাবংশ কোন ভাষায় রচিত?---পালি ভাষায়
33. চৈতন্য ভগবৎকে রচনা করেন?---বিন্দাবন দাস
34. বীরসা মুন্ডার বাড়ি কোথায়?---চালকাদে
35. মিতক্ষরাকে লেখেন?---বিজ্ঞানেশ্বর
36. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি---ডঃ এস. রাধাকৃষ্ণান
37. স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা-সভাপতি কে ছিলেন?---চিত্তরঞ্জন দাস
38. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠঙ্কোন সালে হয়?---1930 সালে
39. ভারতের বিপ্লবের জননী বলা হয়---ভিকাজী রুস্তমজী কামা
40. মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাইকোন চারন কবি গাইতেন?---মুকুন্দ দাস
41. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?---বল্লাল সেন
42. লীলাবতীর ফার্সী অনুবাদ কে করেন?---ফৌজী
43. পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন?---ইব্রাহিম লোদী
44. কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপিত হয়?---1905 সালে
45. 1857 সালের বিদ্রহে কাকে ভারতের সম্রাট বলে ঘোষনা করা হয়?---দ্বিতীয় বাহাদুর শাহ
46. কোন বছর বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়?--- 1802 সালে
47. অমুক্ত মাল্যদাকার লেখা?---কৃষনদেব রায়
48. কার আদেশে মহাভারত বাংলায় অনুবাদিত হয়?---আলাউদ্দিন হোসেন শাহ
49. কে প্রথম পোর্ট ফোলিয় ব্যাবস্থান প্রবর্তন করেন?---লর্ড ক্যানিং
50. সূর্য সিদ্ধান্তের লেখক কে?---বরাহমিহির
51. কোন রাজা অশ্বমেধ যজ্ঞ করেন?---প্রথম পুলকেশী
52. আদি কংগ্রেসের সম্মেলনকে  তিন দিনের তামাশাবলেছেন---বাল গঙ্গাধর তিলক
53. 1794 সালে সংবাদপত্রের মাধ্যমে স্বাধীনতা নিয়ন্ত্রনকারী আইন কে চালু করেন?---লর্ড ওয়েলেসলি
54. লর্ড বেন্টিঙ্ক কোন আইনের বলে সতীদাহ প্রথা (1827) নিবারন করেন?---সপ্তদশ বিধি
55. শহিদ খুদিরামের জন্মস্থান মেদনীপুর জেলার কোথায়?---গোয়ালতোড়
56. ব্যাবিলনে আলেকজান্ডার কত খ্রীষ্ট পুর্বাব্দে  মারা যান?---323 খ্রীষ্ট পুর্বাব্দে
57. ভারতের প্রথম স্থলবাহিনীর প্রধান কে?---মহারাজা রাজেন্দ্র
58. সপ্ত বর্ষ ব্যাপী যুদ্ধ কাদের মধ্যে হয়?---ইউরোপ আমেরিকা
59.  ইশা খাঁ কাকে মসনদ উপাধি দেন?---ত্রিপুরার রাজা অমর মানিক্যকে
60. প্রায় সারা ভারতে প্রথম ভারতীয় সম্রাটঅশোক
61. দিল্লীর কোন সম্রাট সর্ব প্রথম জমি জরিপ করান?---আলাউদ্দীন খলজী
62. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়?---হাম্পিতে
63. অশোকের অভিষেক হয় কবে?---272 খ্রীষ্ট পূর্বাব্দে
64. কল্পসূত্রগ্রন্থটি কার লেখা?---ভদ্রবাহু
65. ভারতে কোন সম্রাটের সাম্রাজ্যে মহিলাদের জন্য কোনো পর্দা প্রথা ছিলনা?---হর্ষবর্ধন
66. চালুক্য সাম্রাজ্যের রাজধানী---বৌজাপুরের বাতাপি
67. খরোষ্ঠী লিপি কিভাবে লেখা হয়?---ডান থেকে বাঁয়েলক্ষন সেনের প্রধান রাজধানী কোথায় ছিল?---বিজয়পুর
68. রামাবতীর কাছেলক্ষনাবতী নগরের পত্তন কে করেন?---লক্ষন সেন
69. চন্দ্র রাজাদের রাজধানী কোথায় ছিল?---সমতটের দেবপর্বত
70. নবগুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে?---আদিত্য সেন( গুপ্ত)
71. ইবন বতুতার আসল নাম কি?---আব্দুল্লাহ মহাম্মাদ
72. ঋষিককাদের বলা হয়?---প্রাচীন ভারতের কুষাণদের
73. দ্বাদশ অঙ্গ কোন ধর্মের গ্রন্থ?---জৈন ধর্মের
74. অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী?---রাষ্ট্রনীতি
75. শকারীউপাধি কে নেন?---দ্বিতীয় চন্দ্রগুপ্ত
76. এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে কি বলা হত?---কবিরাজ
77.  দাগহুলিয়া’-এর প্রবর্তন করেন কে?---আলাউদ্দিন খলজী
78. ফতেপুর সিক্রি কে তৈরী করেন?---আকবর
79. তৃতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?---1761 সালে মারাঠা আহম্মদ শাহ আবদালির মধ্যে
80. আল মাসুদির লেখা গ্রন্থের নাম কি?---মরুজ-উল-জাহাব
81. মনুসংহিতায়তাম্রমুদ্রাকে কি বলা হয়েছে?---কার্যাপণ
82. পেশোয়া প্রথম বাজীরাও কি নামে বিখ্যাত?---নানাসাহেব
83. হলদিঘাটের যুদ্ধকাদের মধ্যে হয়?---1576 সালে রাণাপ্রতাপ মোগল সম্রাট আকবরের মধ্যে
84. মনুসংহিতায় স্বর্ণ মুদ্রাকে কি বলা হয়?---সুবর্ণ
85. কনৌজের যুদ্ধকবে কাদের মধ্যে হয়?---1540 সালে শেরশাহ সুরী হূমায়নের মধ্যে
86. কাশ্মীরিরা কোন রাজাকেবাদশাবলে দাক্তেন?---জৈন-উল-আবেদিন
87. কোন চালুক্য রাজা অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ মগধ জয় করেন?---কীর্তিবর্মন
88. কুমার গুপ্তের আমলে উত্তর বঙ্গের নাম ছিল---পৌন্ড্রবর্ধন
89. দীন--ইলাহি ধর্ম কে কবে প্রবর্তন করেন?---আকবর, 1582 সালে
90. রোমে একসময় বাংলার কোন সব্জি জনপ্রিয় ছিল?---লঙ্কা
91. বাংলায় পাঠান রাজা হোসেন শাহের রাজত্বকাল কবে ছিল?---1493 থেকে 1511 সালে
92. খলজী বংশের শেষ সুলতান কে?---খুসরো
93. ভারতে লেখযুক্ত মুদ্রা কে সর্ব প্রথম চালু করেন?---আলেকজান্ডার
94. বিজয়নগরে হিন্দু সাম্রাজ্য শেষ হয় কোন যুদ্ধে?---তালিকোট
95. পল্লবরা কোথাকার অধিবাসি?---পারস্যের
96. পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি?---ধর্মপাল
97. সিরাজ-উদ-দৌলার পিতার নাম কি?---জৈনুদ্দিন খান
98. রামানুচর্য কোন ধর্ম প্রচার করে?---ভক্তিবাদ
99. মগধ সাম্রাজ্যের মুদ্রাগুলিতে কি কি প্রতীক ছিল?---মানুষ, পশু পাখি
100.শেরশাহের তাম্রমুদ্রার নাম কি ছিল?---দাম



File Details -
PDF Name : ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part-5 // History Question Answers Series  Part-5
Language : Bengali
Size :157 KB
Download Link : Click Here To Download

আরও অন্যান্য পার্টগুলি নীচে দেওয়া হল ডাউনলোড নিঙ্ক নীচে .........







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top