ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part- 3 // History Question Answers Series with PDF Part-3 (100 টি প্রশ্ন ও উত্তর)

0


ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part- 3 // History Question Answers Series with PDF Part-3 (100 টি প্রশ্ন ও উত্তর)




ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ





1.    সতীদাহ প্রথা কবে রদ হয়?---1829, 4 ডিসেম্বর
2.    তিতুমিরের নেতৃত্বে বারাসাতের কৃষক আন্দলন কবে হয়?---1831 সালের ,অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত
3.    আটলান্টিক সনদআইন কবে স্বাক্ষরিত হয়?---1941 সালে
4.    পটসডাম সম্মেলন কবে হয়?---1945, 17 জুলাই
5.    চৌদ্দ দফা দাবি কে উত্থাপন করেন?--- মহঃ আলি জিন্না
6.    আবুলকার্ক কে?---ভারতের পর্তূগীজ উপনিবেশের শাসনকর্তা
7.    ডুপ্লে কে ছিলেন?---পন্ডিচেরির ফরাসি শাসন কর্তা
8.    এলাহাবাদের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?---রবার্ট ক্লাইভ অযোধ্যার নবাবের সঙ্গে
9.    সপ্তবর্ষ ব্যাপী যুদ্ধের অবসান কত সালে হয়?---1763 সালে
10.    বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন---শাহআলম
11.    অন্ধকূপ হত্যাকান্ড ঘটনাটি কে প্রচার করেন?---হলওয়েল
12.    পলাশির যুদ্ধে  ইংরেজ সেনাপতি কে ছিলেন?---লর্ড ক্লাইভ
13.    প্রথম কর্নাটকের যুদ্ধের সময় কর্নাটকের নবাব কে ছিলেন?---নবাব আনোয়ারউদ্দিন
14.    কোন সময় থেকে ভারতবর্ষে ঔপনিবেসিক শোষন শুরু হয়?---1757 সালে পলাশির যুদ্ধের পর থেকে
15.    দ্বৈত শাসনের প্রবর্তক---লর্ড ক্লাইভ
16.    অন্ধকূপ হত্যা কবে হয়?---1757, 20 জুন
17.    আলিগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়?---1757, 9 ফেব্রুয়ারী,  সিরাজ-উদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানী
18.    ইতিহাসে কারা শ্রেনীক কুনিক নামে পরিচিত?---বিম্বিসার শ্রেনিক অজাতশত্রু কুনিক নামে পরিচিত
19.    মেগাস্থিনিস কোন দেশের লোক?---গ্রীস
20.    কোন গুপ্ত সম্রাটগ্রহন পরিমোক্ষনীতি গ্রহণ করেন?---সমুদ্রগুপ্ত
21.    প্রয়োগের মেলা কি নামে পরিচিত?---মহামোক্ষ ক্ষেত্র
22.    চোল বংশের সর্ব শ্রেষ্ঠ রাজার নাম কি?---রাজেন্দ্র চোল
23.    হর্ষচরিতের রচয়িতার নাম---বাণভট্ট
24.    গুপ্ত যুগের একজন বৌদ্ধ দার্শনিকের নাম---বসুবন্ধ
25.    পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়?---1761 সালে
26.    মহাভারতের কয়টি পর্ব আছে?---18 টি
27.    পঞ্চম বেদ কাকে বলে?---মহাভারত
28.    কোন মহাপুরুষের বানী  সঙ্কলনের নাম ত্রিপিটক--- গৌতম বুদ্ধ
29.    শকাব্দ কে প্রচলন করেন?---কনিষ্ক
30.    বিখ্যাত সংগীত শিল্পী কার তানসেন কার রাজসভা  আলোকিত করেন?---আকবর
31.    অধিনতামূলক মিত্রতার নীতির প্রবর্তক---লর্ড ওয়েলেসলি
32.    ভারতের নেপলিয়ান কাকে বলে?---সমুদ্রগুপ্ত
33.    বর্ণ পরিচয় এর রচয়িতা--- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
34.    কোন বিদ্রহের সঙ্গে সিধু কানুর নাম যুক্ত?---সাঁওতাল বিদ্রহ
35.    আর্য সমাজের প্রিতিষ্ঠাতা কে?---দয়ানন্দ স্বরসতী
36.    তত্বোবধিনী পত্রিকা কে প্রকাশ করেন?---দেবেন্দ্রনাথ ঠাকুর
37.    তৈমুর লঙের আত্মজীবনীর নাম---তুজুক--তৈমুরী
38.    খেয়াল এর জনক কে?---আমির খশরু
39.    ম্যান অফ ডেস্টিনি কে ছিলেন?---নেপোলিয়ান বোনাপার্ট
40.    নাদির শাহ কত সালে ভারত আক্রমন করেন?---1739 সালে
41.    কোন গভর্নর জেনারেলের আমলে টেলিগ্রাফের প্রচলন শুরু হয়?---লর্ড ডালহৌসি
42.    1857 এর বিদ্রহে কে অংশ নেননি?---ভগৎ সিং
43.    প্রাচীনতম বেদ কোন্টি?---ঋক বেদ
44.    রাজতরঙ্গিনী কে রচনা করেন?---কলহন
45.    কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করেন?---উইলিয়াম বেন্টিঙ্ক
46.    ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয়?---ভারতীয় সংবিধানের প্রস্তাবনা
47.    শশাঙ্কের রাজধানী কোথায়?---কর্নসুবর্ন
48.    ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করে কেন?---এতে কোনো ভারতীয় সদস্য ছিলনা
49.    নেতাজী কবে তেরঙ্গা পতাকা উত্তলোন করেন?---1943, 30 ডিসেম্বর
50.    রাষ্ট্রপূঙ্গের নিরপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত?---নিউইয়র্ক
51.    ম্যান অফ পিস কাকে বলা হয়?---লাল বাহাদুর শাস্ত্রী
52.    গ্রামার অফ পলিটিক্সএর রচয়িতা---হ্যালন্ডজোসেপলস্কি
53.    ভারতীয় সংবিধানের মোট কয়টি ধারা কয়টি তপশীল আছে?---800 টির বেশী ধারা 112 টি তপশীল
54.    মোগল যুগে ভারতের একটি সুতিবস্ত্র কেন্দ্র---জৌনপুর
55.    সপ্তবর্ষ ব্যাপী যুদ্ধের অবসান হয় কত সালে?---1763 সালে
56.    সুলতানি আমলে বাংলার কোন নবাব বাংলার স্বাধীনতা ঘষোনা করেন?---হাজি ইলিয়াস শাহ
57.    কোন সমাবেশে বিলিতি জিনিস্পত্র বয়কট করা হয়?---খুলনার বাগের হাটে
58.    গান্ধী বুড়ি নামে কে পরিচিত?---মাতঙ্গিনী হাজরা
59.    গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?---লালা হরদয়াল
60.    জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?---1908 সালে
61.    ভারতীয় জাতীয় কংরেসের প্রথম সভাপতি---উমেশচন্দ্র ব্যানার্জি
62.    অশোকের ব্রহ্মালিপির পাঠোদ্ধার প্রথম কে করেন?---প্রিন্সেপ
63.    খিলাফৎ আন্দলোন কোন আন্দলোনের সময় হয়?---অসহযোগ
64.    বৌদ্ধদের ধর্মগ্রন্থ কি নামে পরিচিত?---ত্রিপিটক
65.    বেসিনের সন্ধি ব্রিটিশ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?---পেশোয়া
66.    ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশটি এখন পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে?---2 বার
67.    স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী---মৌলানা আবুল কালাম আজাদ
68.    প্রথম কে শূন্যকে সংখ্যা হিসেবে ধরেন?---ব্রহ্মাগুপ্ত
69.    ভারতের সুপ্রিম কর্টের প্রথম মহিলা বিচারপতি---ফাতিমা বিবি
70.    ভারতবর্ষের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?---ক্লেমেন্ট অ্যাটলি
71.    জৈনদের প্রথম তীর্থাঙ্কর---ঋসব দেব
72.    মুঘলযুগে কার রাজত্বকাল স্বর্নযুগ নামে পরিচিত?---শাহজাহান
73.    ইনক্লাব জিন্দাবাদ শ্লোগানের প্রবক্তা---ভগত সিং
74.    মারাঠাদের মধ্যে কে সর্বাপেক্ষা শক্তিশালি রাজা ছিলেন?---ছত্রপতি শিবাজি
75.    কবুলিয়ত পাট্টা কে প্রচলন করেন?---শেরশাহ
76.    ফরাসি বিপ্লব কোন সালে হয়?---1789 সালে
77.    পার্লামেন্ট কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়?---রাজ্যসভা
78.    জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন?---নবগোপাল মিত্র
79.    সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?---হরিসেন
80.    ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি---সরোজিনী নাইডু
81.    দিল্লীর কেন্দ্রীয় আইনসভায় বমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন?---বটুকেশ্বর দত্ত
82.    স্বদেশ বান্ধব সমাজ কে প্রতিষ্ঠা করেন?---অশ্বিনীকুমার দত্ত
83.    অর্থবিল কোন স্তরে উপথাপিত হতে পারে?---শুধু লোকসভায়
84.    ভারতীয় শাসন অস্ত্র কি প্রকৃতির?---আংশিক দুষ্প রিবর্তনীয় আংশিক পরিবর্তনীয়
85.    আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেন?---চিত্তরঞ্জন দাস
86.    কোলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়?---1857 সালে
87.    জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?---ডাফরিন
88.    কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওায়ানি লাভ করে?---দ্বিতিয় শাহ আলম
89.    আমির খশরু কার সভাকবি ছিলেন?---আলাউদ্দিন খলজি
90.    রামচরিত কার রচনা?---সন্ধাকর নন্দী
91.    আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?---রামমহোন রায়
92.    ভারতীয় জাতীয় কংগ্রেস কে একটি সেফটি ভাল্ভ হিসেবে দেখতে চান---. . হিউম
93.    ফো-কুয়ো-কিং কে লেখেন?---ফা-হিয়েন
94.    ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন?---সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
95.    ভারতে কে সিভিল সার্ভিসের প্রবর্তন করেন?--- কর্নওয়ালিশ
96.    ভারতীয় সিপাহি বিপ্লবীদের নিয়ে বিপ্লবের সংগঠনের চেষ্টা 1913 নাগাদ কে করেন?---রাসবিহারী বোস
97.    চিরস্থায়ী বন্দোবস্তোর ব্যাবস্থা কে করেন?---লর্ড কর্নওয়ালিশ
98.    কর্নেল স্লীম্যান কোন ঘটনার সঙ্গে যুক্ত?---বর্গী দমন
99.    কোন সাংবাদিক সর্বতভাবে নীল বিদ্রহ কে সহায়তা করেন?---হরিশচন্দ্র মুখোপাধ্যায়
100.   গুরুমূখী বর্ণমালা প্রবর্তন করেন---গুরু অঙ্গাদ

                                       

File Details -
PDF Name : ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part-3 // History Question Answers Series  Part-3
Language : Bengali
Size :208 kb
Download Link : Click Here To Download

আরও অন্যান্য পার্টগুলি নীচে দেওয়া হল ডাউনলোড নিঙ্ক নীচে .........






                                       

                            

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top