ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part- 4 // History Question Answers Series with PDF Part-4 (100 টি প্রশ্ন ও উত্তর)
ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ Part-4 |
1. রাওলাট কোন সালে প্রবর্তন হয়?--- 1919 সালে
2. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেন?---সেলুকাস
3. যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌ-বাহিনীর বিদ্রহ শুরু হয়---তলোয়ার
4. ব্রতচারী আন্দলোন কে গড়ে তোলেন?--- গুরুসদয়
দত্ত
5. বন্দে মাতরম কার রচনা?---বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
6. যুগান্তর পত্রিকার সম্পাদক---বারেন্দ্রী
ঘোষ
7. 1946
সালে তেভাগা আন্দলোন কোথায় ঘটে?---বাংলা
8. শুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্প?---সেন
যুগের
9. ভারতে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন?---নবাব
সালিমুল্লাহ
10. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?---পি.
মিত্র
11. কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ন স্বরাজের সিদ্ধান্ত নেয়?---1929
সালে
12. বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?---আলাউদ্দিন
রহমান শাহ
13. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?---ডিরোজিও
14. চট্টগ্রাম পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমনের নেতা?---সুর্য
সেন
15. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ন স্বরাজের প্রস্তাবটি গৃহীত হয়?---লাহোর
অধিবেশনে
16. ভারতে পৌছনোর পানিপথ প্রথম কে আবিষ্কার করেন?---পর্তূগীজ
17. কোন গভর্নর জেনারেল এর সময় প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সূচনা হয়?---লর্ড
আমহার্স্ট
18. সীমান্ত গান্ধী কাকে বলা হয়?---আব্দুল
গাফফার খান
19. বাংলার শেষ স্বাধীন নবাব কে?---মীরকাশিম
20. শকাব্দ প্রচলন করেন কে?---কনিষ্ক
21. আজাদ-হিন্দ-ফৌজ এর দায়িত্ব নেতাজী কার হাতে দেন?---রাসবিহারী
বসু
22. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?---লর্ড
মাউন্ট ব্যাটেন
23. বিখ্যাত তোরন ‘বুন্দল দরওয়াজা’ কে গঠন করেন?---আকবর
24. ভারত
ও আফগানিস্থানের মধ্যে ‘ডুরান্ড লাইন’ কে চিহ্নিত করেন?---স্যার
মার্টিন ডুরান্ড
25. আগ্রা সহরটির প্রতিষ্ঠাতা কে?---সিকন্দর
লোদী
26. দশ কুমার চরিতম কার লেখা?---দন্ডী
27. বাংলার ইলিয়াস শাহি বংশের প্রিতিষ্ঠাতা---শামসুদ্দিন
ইলিয়াস শাহ
28. সংসদের কোন কক্ষ কে প্রবীনদের কক্ষ বলা হয়?---রাজ্যসভা
29. ঘর্ঘরার যুদ্ধ কত সালে হয়?---1529
সালে
30. মহাঃ বিনতুঘলকের পূর্ব নাম --- জুনা
খাঁ
31. টোডরমল কার রাজসভার রাজস্ব সচীব ছিলেন?---আকবর
32. পাকিস্থানের স্বাধীনতা দিবস হিসেবে কোন দিন্টি পালিত হয়?---14
ই আগস্ট
33. ভারত কত সালে সম্মিলিত জাতি সংঘের সদস্য হয়?---1945
সালে
34. চানক্যের পিতার নাম কি?---চনক
35. শেষ রাজপুত রাজার নাম কি?---জয়চাঁদ
রাঠোর
36. হর্ষবর্ধন কোন রাজার সঙ্গে যুদ্ধে পরাজিত হন?---দ্বিটীয়
পুলকেশি
37. ইলোরায় কৈলাশ মন্দীর কোন রাজা নির্মান করেন?---প্রথম
কৃষ্ণ
38. সম্রাট জাহাঙ্গীর কোন ইংরেজ কে ‘খাঁ’
উপাধি প্রদান করে সম্মহতি হন?---উইলিয়াম
হকিন্স
39. কার শাসনকালে সর্ব প্রথম স্বর্ন মুদ্রা চালু হয়?---কুষান
40. কে ‘দেবনম প্রিয়’ উপাধি
লাভ করেন?---অশোক
41. কুতুব শাহি বংশের প্রতিষ্ঠাতা কে?---কুলি
কুতুব শাহ
42. লর্ড লিটনের সময় ইলবার্ট বিল বিতর্কের কারন কি?---বিচার
ব্যাবস্থার সাম্যতা
43. স্বরাজ্য পার্টি কত সালে গঠিত হয়?---1923
সালে
44. ভারতের শেষ গভর্নর জেনারেল কে?---চক্রবর্তী
রাজা গোপালাচারী
45. ভারতের স্বাধীনতা দিবস 15 ই আগস্ট আর কোন দেশের স্বাধীনতা দিবস?---দক্ষিন
কেরিয়া ও
বাহরিন
46. কোন সম্রাটের দরবারে কাওকে হাস্তে দেওয়া হতনা?---বলবন
47. আলাউদ্দিন খলজীর কোন সেনাপতি একাধারে আলাউদ্দিন খলজী ও খলজী সাম্রাজ্যের পতনের কারন?---মালিক
কাফুর
48. অশোক
স্তম্ভ আম্বালা থেকে দিল্লীতে কে এনেছিলেন?---ফিরজ
শাহ তুঘলক
49. Grand
old man of india কাকে
বলা হয়?---দাদাভাই
নোউরজী
50. হান্টার কমিশনের সুপারিশ --- উচ্চ
শিক্ষা থেকে
আস্তে আস্তে
সরকারী সাহায্য
তুলে নেওয়া
51. ব্রিটিশ সাম্রাজ্যের সময় ‘ভারতীয় অর্থনীতির নিষ্ক্রমন’ তত্বের
প্রবক্তা কে ছিলেন?---দাদাভাই
নৌরজী
52. 1938
সালে কার সভাপতত্বে ‘জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়?---জহওরলাল
নেহেড়ু
53. কোন সম্রাট নিজেকে ‘দ্বিতীয় আলেকজান্ডার’ বলে অভিহিত করেন?---আলাউদ্দিন
খলজি
54. কার আক্রমনে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে?---তৈমুর
লঙ
55. ‘পাঞ্জাব কেশরী’ উপাধি কে লাভ করেন?---লালা
লাজপত রায়
56. ‘নবজাগরনের জনক’ কাকে বলা হয়?---রাজা
রামমহোন রায়
57. জাতীয়
নিরাপত্তা পরিষদের প্রধান কে ?---প্রধান
মন্ত্রী
58. ভারতের স্বাধীনতা আন্দলোনে 1943 সালের গুরুত্ব কি?---আজাদ-হিন্দ-ফৌজ
গঠন
59. ভারতীয়রা প্রথম কবে স্বাধীনতা দিবস পালন করেন?---1930, 26 জানুয়ারী
60. শিবাজীর উত্তরাধিকারী কে ছিলেন?---শম্ভুজী
61. কোন সম্রাট প্রথম রাজ সিংহাসন গ্রহন করতে অনিচ্ছুক ছিলেন?---হর্ষবর্ধন
62. 1916
সালে কাদের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়?---কংগ্রেস
ও মুসলিম
লীগের মধ্যে
63. ‘জ্ঞানার্জনী
সমিতি’ কবে গঠিত হয়?---1838,20
ফেব্রুয়ারী
64. ‘জমিদার সভা’ কবে প্রতিষ্ঠিত হয়?---1837, 12 নভেম্বর
65. গুজরাটের সুরাটে লবন বিদ্রহ কবে শুরু হয়?---1844
সালে
66. ভারতবর্ষের ডিমিস্থিনিস নামে কে পরিচিত ---রামগোপাল
67. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন?---দেবেন্দ্রনাথ ঠাকুর
68. ‘সবর বিদ্রহ’ কবে হয়?---1853
সালে
69. ‘গোরক্ষা’ সমতির প্রতিষ্ঠাতা কে?---বালগঙ্গাধর
তিলক
70. সারা ভারতে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?---1906
সালে
71. ‘হোমরুল ফর ইন্ডিয়া লীগ’ কে গঠন
করেন?---বাল
গঙ্গাধর তিলক
72. ভারতের সংবিধান প্রতিষ্ঠিত হয়---1950,
26 জানুয়ারী
73. মহাত্মা গান্ধীর জন্মস্থান কাথিয়াবাড়ের কোন রাজ্যে?---গুজরাটে
74. মীরজাফরের
পর কে ক্ষমতায় আসেন?---মীর
কাশিম
75. আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করেন?---পাঞ্জাব
76. লর্ড কর্নওয়ালিশ প্রচলিত ‘চিরস্থায়ী বন্দবস্ত’ কোন তিনটি জায়গার মধ্যে প্রচলিত ছিলো?---বাংলা,বিহার,ওড়িষ্যা
77. পাঞ্জাবের কোন মহারাজা ইংরেজদের কাছে পরাজিত হয়ে নির্বাসিত হয়?---দিলীপ
সিং
78. গুপ্তাব্দের প্রচলন কে করেন?---দ্বিতীয়
চন্দ্রগুপ্ত
79. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?---প্রথম
হরিহর
80. কার রাজত্ব কালে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়?---অজাতশত্রু
81. পলাশির
যুদ্ধ কবে হয়?---1757,
23 জুন
82. ঋকবেদের কোন ‘পুরুষ সূত্রে’ বর্ণভেদের
উল্লেখ পাওয়া যায়?---দশম
মন্ডলে
83. মুঘল যুগে চিত্রকলায় কাদের প্রভাব পাওয়া যায়?---পারসিক
84. ‘চন্দ্রচূড় চরিত’ এর রচয়িতা কে?---উমাপতিধর
85. দক্ষিন আফ্রিকায় গান্ধীজীর অনুগামী ছিলেন কোন ইংরেজ?-পেলেক
86. নীল চাষীদের সাথে গান্ধীজী কোথায় প্রথম সত্যাগ্রহ করেন?---চম্পারন
87. রাষ্ট্র শব্দটি সর্ব প্রথম কে ব্যাবহার করেন?---ম্যাকিয়া
ভেলি
88. সার্বভৌমত্বের একাত্মাবাদের প্রবক্তা কে?---অস্টিন
89. কোন সালে ভারতে আলাদা রাজ্যগুলিতে প্রতিনিধিমূলক সরকার গঠিত হয়?---1937
সালে
90. বুলন্দ দরওয়াজা কোন রাজ্যে অবস্থিত?---উত্তর
প্রদেশ
91. ইতিহাসে ’বিচিত্র চিত্র’ নামে কে পরিচিত?---মহেন্দ্র
বর্মন
92. রাজেন্দ্র চোল কার আমলে বাংলা আক্রমন করেন?---মহীপাল
93. ‘জাবতি’ প্রথা কবে চালু হয়?---1582
সালে
94. সংবিধানে
নং
ধারা কি জন্য ব্যাবহৃত---অর্থনৈতিক
জরুরী অবস্থা
জারিতে
95. বাংলার কোন নবাব মুর্শিদাবাদ মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন?---মীরকাশিম
96. কোন ভারতীয় রাজা ‘বিন্ধ অধিপতি’ নামে পরিচিত?---গৌতমীপুত্র
সাতকর্নী
97. শাহজাহান তৈরী করেননি এমন একটি দুর্গ---গোলকুন্ডা
98. আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে?---রাজা
রামমোহন রায়
99. কোন সুলতান প্রথম দাক্ষিনাত্য জয় করেন?---আলাউদ্দীন
খলজী
100. প্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন?---দাদাভাই নৌরজী
File Details -
PDF Name : ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part-4// History Question Answers Series Part-4
Language : Bengali
Size : 209 kb
Download Link : Click Here To Download
PDF Name : ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part-4// History Question Answers Series Part-4
Language : Bengali
Size : 209 kb
Download Link : Click Here To Download
আরও অন্যান্য পার্টগুলি নীচে দেওয়া হল ডাউনলোড
নিঙ্ক নীচে .........