ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part- 6 // History Question Answers Series with PDF Part-6 (100 টি প্রশ্ন ও উত্তর)

0

ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part- 6 // History Question Answers Series with PDF Part-6 (100 টি প্রশ্ন ও উত্তর)


ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ Part-6



1.       ভারতের সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থের নাম কী?-  ঋকবেদ
2.       ঝবেদের রচনাকাল কবে ছিল?- খ্রীঃপৃ 1400-1000 অব্দের মধ্যে
3.       আর্যগণের ধর্মগ্রন্থ বেদ কী কী গ্রন্থের সমন্বয়ে গঠিত?- ঋক, সাম, যজু, অথর্ব
4.       শ্রুতিবলতে কোন্ গ্রন্থকে বোঝায়?- বেদ
5.       বেদ কয়টি অংশ নিয়ে গঠিত?কী কী?- চারটি সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক উপনিষদ
6.       সূত্র সাহিত্যের অপর নাম কী?- বেদাঙ্গ
7.       সূত্র সাহিত্য কয়টি ভাগে বিভক্ত?কী কী?- ছয়টি শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ কল্প
8.      ষড় দর্শন কে কি লিখেছেন?- i. সাংখ্য দর্শন রচনা করেন কপিল, ii. যোগদর্শন রচনা করেন পতঞ্জলি,
iii. ন্যায় দর্শন রচনা করে গৌতম, iv. বৈশেষিক দর্শন রচনা করেন কণাদ, v. পূর্ব মিমাংসা দর্শন রচনা করেন জৈমিনী, vi. উত্তর মিমাংসা দর্শন রচনা করেন বেদব্যাস
9.      সামগান কী?- যজ্ঞের সময় সামবেদের স্তোত্রগুলি গানের আকারে আবৃত্তি করা হত বলে একে সামগান বলা হয়
10.  উপনিষদের প্রধান বিষয়বস্তু কী?- দার্শনিক চিন্তাধারা
11.  ব্রাহ্মণের বিষয়বস্তু কী?- ধর্মীয় অনুষ্ঠানের বিধি রীতিনীতি
12.  সংহিতার বিষয়বস্তু কী?- স্তোত্র স্তব
13.  আরণ্যকের বিষয়বস্তু কী?- আশ্রমিক জীবন পরিচালনার নির্দেশ
14.  ঋকবেদের প্রধান বিষয়বস্তু কী?- বিভিন্ন স্তোত্রমালা
15.  সামবেদের প্রধান বিষয়বস্তু কী?- ঋক্ স্তোত্র পাঠের রীতি
16.  যজুবেদের প্রধান বিষয়বস্তু কী?- তন্ত্র যজ্ঞ বিধি
17.  অথর্ববেদের প্রধান বিষয়বস্তু কী?- চিকিৎসা, বশীকরণ, উচাটন মারণ প্রভৃতি বিদ্যা প্রয়োগ কৌশল
18.  আর্যদের বজ্র বৃষ্টির দেবতা কে ছিলেন?- ইন্দ্র
19.  আর্যদের সূর্যের দেবতা কে ছিলেন?- মিত্র
20.  আর্যদের ঝড়ের দেবতার নাম কী?- মরুৎ
21.  আর্যদের জলের দেবতার নাম কী?- বরুণ
22.  আর্যদের ধরিত্রী দেবীর নাম কী?- পৃথিবী
23.  আর্যদের ভোরের দেবীর নাম কী?- উষা
24.  দুকুল কী?- আর্যদের একপ্রকার মিহি রেশমের তৈরী বস্তু
25.  নীবি কী?- আর্য নারীদের ব্যবহৃত অন্তর্বাস
26.  আর্যদের আকাশের দেবতা কে ছিলেন?- দ্যৌ
27.  নিষ্ক কী?- আর্যদের স্বর্ণমুদ্রাকে নিষ্ক বলা হত
28.  মনা কি?- আর্যদের সাধারণ মুদ্রাকে মনা বলা হত
29.  একরাটকাদের বলা হত?- যে সকল রাজ্য অন্য রাজার উপর প্রভুত্ব স্থাপন করতেন তাঁদের একরটি বলা হত
30.  হোত্রিউদাগাত্রিকাদের বলা হত?- যারা যজ্ঞের সময় মন্ত্রপাঠ করতেন তাদের হোত্রী এবং যারা সামগান করতেন তঁদের উদগাত্রি বলা হত
31.  গণজ্যেষ্ঠকাদের বলা হত?- বৈদিক যুগে গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধানদেরগণজ্যেষ্ঠবলা হত
32.  সভাসমিতিকী?- আর্যদের রাজাকে পরিচালনা পরামর্শ প্রদানের জন্য গণসংগঠন ছিল সভা সমিতি
33.  বৈদিকযুগের প্রখ্যাত বিদুষীদের নাম কী?- অপালা, ঘোষা, লোপামুদ্রা, মমতা, বিশ্ববারা, গার্গী, মৈত্রেয়ী, গায়ত্রী প্রভৃতি
34.  বৈদিক যুগের ওজনের একককে কি বলা হত?- মান
35.  পরবর্তী বৈদিক যুগে কোন্ মুদ্রার প্রচলন হয়?- কৃষ্ণল
36.  খ্রীঃ পূঃ ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজনপদ ছিল?- 16 টি
37.  মগধে কোন কোন রাজবংশ রাজত্ব করেন?- হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং মৌর্য বংশ
38.  অজাতশত্রু কোথাকার রাজা ছিলেন?- মগধের
39.  সেলুকাস কে ছিলেন?- আলেকজান্ডারের গ্রীক সেনাপতি
40.  চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রের নাম কী?- বিন্দুসার
41.  কলিঙ্গ যুদ্ধ কত খ্রীঃ এবং কোথায় হয়?- 261 খ্রীঃ পূঃ উৎকলের দয়া নদীর তীরে
42.  মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে অসেন?- চন্দ্রগুপ্ত মৌর্যের
43.  রাজুক বলতে কি বোঝায়?- মৌর্য যুগে জেলার শাসনকর্তাকে রাজুক বলা হত
44.  ধর্ম মহামাত্র কাকে বলে?- অশশাকের রাজত্বকালে একপ্রকার ধর্মপ্রচারক রাজকর্মচারীরাজাদের আদি বাসস্থান কোথায় ছিল?- বঙ্গদেশের বরেন্দ্রভূমিতে
45.  গুপ্ত বংশের আদি রাজার নাম কি?- শ্রীগুপ্ত
46.  গুপ্ত সম্বত কোন্ খ্রীঃ থেকে শুরু হয়?- 320 খ্রঃপূঃ
47.  ভারতে পারসীক সাম্রাজ্য কোন খ্রীঃ বিস্তৃত হয়?- খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকে
48.  কোন পারস্য সম্রাট ভারত আক্রমণ করেছিলেন?- অ্যাকামেনিয় বংশের প্রতিষ্ঠাতা কাইরাস
49.  ভারতে পারসীক সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল?- গান্ধার, সিন্ধু অঞ্চল থেকে রাজপুতানার মরু অঞ্চল পর্যন্ত
50.  ভারতের পারসীক শাসন কোন্ সময়ে অবসান হয়?- তৃতীয় দরায়ুসের সময়ে 327 খ্রীঃ পূর্ব
51.  আলেকজান্ডার কোন সময়ে ভারত আক্রমণ করেন?- 327 খ্রীঃ পূর্বাব্দে
52.  কোন্ পথ দিয়ে আলেকজান্ডার ভারতে এসেছিলেন?- উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন
53.  আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় উত্তর পশ্চিম ভারতে কতগুলি রাজ্য ছিল?- প্রায় 28 টি
54.  ভারতের কোন্ রাজা বিনা যুদ্ধে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন?- তক্ষশিলার রাজা অম্ভি
55.  পুস্কলাবতীর কোন রাজা আলেকজান্ডারকে বাধা দিয়ে নিহত হন?- রাজা অষ্টক
56.  কোন রাজার বীরত্বে আলেকজান্ডার তার রাজ্য ফিরিয়ে দেন?- রাজা পুরু
57.  হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ কাদের মধ্যে হয়?- আলেকজান্ডার পুরুর মধ্যে
58.  আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন?- গ্রীসের
59.  ম্যাসিডনের রাজা আলেকজান্ডারের কোন গৃহশিক্ষক গ্রীসের প্রখ্যাত দার্শনিক ছিলেন?- অ্যারিষ্টটল
60.  আলেকজান্ডার ভারতের কোন কোন রাজ্য জয় করেন?- গান্ধার, পাঞ্জাব, সিন্ধু, অস্মক, পুস্কলাবতী, তক্ষশিলা, পুরু, গ্লোগানিকাই, কাথাই, সৌভূতি রাজ্য জয় করেন
61.  কোথায় এবং কখন আলেকজান্ডারের মৃত্যু হয়?- 323 খ্রীঃ ব্যবিলনে মৃত্যু হয়
62.  আলেকজান্ডারের মৃত্যুর পর ভারতের উত্তরাধিকারী কে হন?- গ্রীক সেনাপতি সেলুকাস।।
63.  গ্রীক দূত ডেইমাকস কার রাজসভায় আসেন?- বিন্দুসারের
64.  ডিমেট্রিয়াস কে ছিলেন?- ব্যাকট্রিয় গ্রীক শাসক ইউথিডেমাসের পুত্র
65.  মিলিন্দ কে ছিলেন?- ডিমেট্রিয়াসের পরবর্তী ব্যাকট্রিয় গ্রীক শাসক
66.  ভারতের শেষ ইন্দো-গ্রীক রাজার নাম কি?- হারামাইয়স
67.  মিলিন্দ কার কাছে বৌদ্ধধর্ম দীক্ষা নেন?- ভিক্ষু নাগসেন
68.  কোন ভারতীয় নৃপতির সঙ্গে ডিমেট্রিয়াসের যুদ্ধ হয়?- মগধের রাজা অগ্নিমিত্রের সঙ্গে
69.  মিলিন্দের পরবর্তী ইন্দো-গ্রীক রাজার নাম কি?- এ্যান্টিয়ালকিডাস
70.  কোন গ্ৰীকদূত শুঙ্গরাজা কাশীপুত্রের রাজধানী বিদিশায় আসেন?- এ্যান্টিয়ালকিডাসের দূত
71.  হেলিওডোয়াস কোন ধর্ম গ্রহণ করেন?- বৈষ্ণব ধর্ম
72.  কে ভারতে ইন্দো-গ্রীক রাজত্ব ধ্বংস করেন?- পহ্লব বীর গন্ডোফার্ণিস
73.  খ্রীষ্ট্রীয় সাধু সেন্ট টমাস কার রাজত্বকালে ভারতে আসেন?- গন্ডোফার্নিসের রাজত্বকালে
74.  কুষাণেরা কোন জাতির শাখা?- মধ্য এশিয়ার ইউ-চি উপজাতির শাখা
75.    কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে?- কুষাণ
76.    কণিষ্কের রাজধানী নাম কি?- পুরুষপুর বা পেশোয়া
77.    কণিষ্কের সিংহাসন আরোহণকাল কবে?- সম্ভবতঃ 78 খ্রঃ
78.    কোন্ বৌদ্ধ দার্শনিক কণিষ্কের রাজসভার শশাভাবর্ধন করেন?- অশ্বঘোষ
79.    শকাব্দ কে কখন শুরু করেন?- কণিষ্ক 78 খ্রীঃ শকাব্দ শুরু করেন
80.    কণিষ্ক কোন্ কোন্ দেশে বৌদ্ধধর্ম প্রচার করেন?- চীন, জাপান কোরিয়া
81.    কণিষ্কের পৃষ্ঠপোষকতায় চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়?- জলন্ধর
82.    চতুর্থ বৌদ্ধ সংগীতির সভাপতি কে ছিলেন?- পার্শ্ব
83.    কণিষ্কের রাজসভায় কারা সভাসদ ছিলেন?- বসুমিত্র, অশ্বঘোষ, কুমারলাট, মাতৃচেত, নাগার্জুন, চরক
84.    কণিষ্কের পরবর্তী সম্রাট কে হন?- হুবিষ্ক
85.    কুষাণ বংশের শেষ রাজা কে ছিলেন?- বাসুদেব
86.    চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেন?- জৈন ধর্ম
87.    নিগ্রন্থ কাকে বলে?- জৈনদের
88.    কুজলা কফিসেস কোন ধর্মমতের অনুরাগী ছিলেন?- শৈব ধর্মমতের
89.    কণিষ্ক বৌদ্ধ ধর্মের কোন মতবাদের অনুরাগী ছিলেন?- মহাযান মতবাদের
90.    অশোক বৌদ্ধ ধর্মের কোন্ মতবাদের অনুরাগী ছিলেন?- হীনযান (থেরবাদ)
91.    সাতবাহন রাজাগণ কোন্ ধর্মমতের অনুরাগী ছিলেন?- হিন্দু ধর্মের
92.    দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন্ ধর্মমতে অনুরাগী ছিলেন?- বৈষ্ণব ধর্মের
93.    অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে বৌদ্ধধর্ম নেন?- বৌদ্ধ ভিক্ষু উপগুপ্তের কাছে
94.    বিহার যাত্রা কাকে বলে?- মৌর্যযুগে রাজকীয় বিলাস বহুল অনুষ্ঠানকে বিহার যাত্রা বলে
95.    ধর্মযাত্ৰা কাকে বলে?- অশোক প্রবর্তিত ধৰ্মচারণ অনুষ্ঠানকে ধর্মযাত্রা বলে
96.    অশোকের ধর্মমতের প্রধান আদর্শ কি?- মানবতা অহিংসা
97.    অশোক যে পুত্র কন্যাকে ধর্মপ্রচারের জন্য সিংহলে পাঠিয়েছিলেন তাদের নাম কি?- পুত্র মহেন্দ্র কন্যা সংঘমিত্রা
98.    পাটলিপুত্র নগর কোন্ কোন্ নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল? -গঙ্গা শোন
99.    পাটলিপুত্রের পৌরশাসন কয়জন সভ্যের সমিতি চালাত?- ত্রিশজন সদস্যের সমিতি
100. অশোকের নির্মিত একটি বিখ্যাত স্কুপের নাম কর- সাঁচী স্তুপ




File Details -
PDF Name : ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part-6 // History Question Answers Series  Part-6
Language : Bengali
Size : 279 kb
Download Link : Click Here To Download

আরও অন্যান্য পার্টগুলি নীচে দেওয়া হল ডাউনলোড নিঙ্ক নীচে .........








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top