ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part- 7 // History Question Answers Series with PDF Part-7 (100 টি প্রশ্ন ও উত্তর)

0

ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part- 6 // History Question Answers Series with PDF Part-6 (100 টি প্রশ্ন ও উত্তর)


ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ Part-7



1.          অশোকের নির্মিত একটি বিখ্যাত স্কুপের নাম কর- সাঁচী স্তুপ
2.           প্রাচীন ভারতের ইতিহাসের কোন্ যুগকে সুবর্ণ যুগ বলা হয়?- গুপ্ত যুগকে


3.          মনুসংহিতা কোন্ যুগে রচিত হয়?- গুপ্ত যুগে
4.          মৌর্যযুগে কোন ভাষার প্রাধান্য পায়?- পালি ভাষা
5.          গুপ্ত যুগে কোন ভাষার প্রাধান্য দেখা যায়?- সংস্কৃত ভাষা
6.          নবরত্ন সভা কোন্ গুপ্ত সম্রাটের ছিল?- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
7.          আর্যভট্ট কে?- গুপ্ত যুগের শ্রেষ্ঠ জ্যোতিবিজ্ঞানী
8.         আর্যভট্টের আবিষ্কার কি?- পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে
9.         হিন্দু চিকিৎসা বিজ্ঞানে দুইজন কৃতি বিজ্ঞানী কে কে ছিলেন?- লক্ষণাবতী
10.     সেন রাজারা কোন্ ধর্মাবলম্বী ছিলেন?- হিন্দু
11.     পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন?-  বৌদ্ধ
12.     বঙ্গদেশের নাম কি ভাবে হয়?- প্রাচীনকালে বলীরাজের পুত্র বঙ্গের নামানুসারে বঙ্গদেশ নাম হয়
13.     প্রাচীন বঙ্গে কোন কোন জনপদের নাম পাওয়া যায়?- পাহাড়পুর, ময়নামতী, লালমাই, বাণগড়, চন্দ্রকেতুগড়, তমলুক, পুন্ড্রবর্ধন,সমতট, বরেন্দ্রভূমি, রাঢ় প্রভৃতি
14.     কোন বাঙ্গালী রাজা কান্যকুজ থেকে পাঁচজন বেদজ্ঞ ব্রাহ্মণ এদেশে আনেন?- রাজা আদিত্যশূর এই পাঁচজন ব্রাহ্মণ হলশ্রীহ, ভট্টনারায়ণ, দক্ষ, ছান্দোড় বেদগর্ভ
15.     বাংলার বার ভূঁইয়া কাদের বলা হয়?- বাংলা বারজন প্রসিদ্ধ শক্তিশালী জমিদারদের বার ভূঁইয়া বলা হয় এরা হলেন—i. ভূষণার মুকুন্দ রায়, ii. বিক্রমপুরের চাঁদ রায়, iii. বিষ্ণুপুরের হাম্বিরমল্প, iv. তাহেরপুরের কংসনারায়ণ,  v. দিনাজপুরের গণেশ ভাদুড়ী, vi. সোনারগাঁয়ের ঈশা খা, vii. পুটিয়ার রামচন্দ্র, viii. চন্দ্রদ্বীপের কন্দমাণিক্য, ix. যশোহরের প্রতাপাদিত্য, x. ভাওয়ালের ফজলগাজী, xi. চাঁদ প্রতাপের চাঁদ গাজী, xii. ভুলুয়ার লক্ষণমাণিক্য
16.     সেন যুগে কাদেরপাষাণ্ডবলা হত?-  বৌদ্ধ সন্ন্যাসীদের
17.     সপ্তম শতাব্দীতে পূর্ব ভারতের শ্রেষ্ঠ বন্দর কি ছিল?- তাম্রলিপ্ত বন্দর
18.     শীলভদ্র কে ছিলেন?- নালন্দা বিশ্ববিদ্যালয়ের বাঙ্গালী অধ্যক্ষ
19.     অতীশ কে ছিলেন?- বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের বাঙালী পন্ডিত
20.     শঙ্কররাচার্যের মতবাদ কি?- অদ্বৈতবাদ
21.     রামানুজ কোন্ ধর্মমত প্রচার করেন?- বৈষ্ণব ধর্ম
22.     কোন বাঙালী তিব্বতে বৌদ্ধধর্ম প্রচার করেন?- অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান
23.     দেবপালের রাজত্বকালে কোন বিদেশী শাসক বাংলায় বৌদ্ধ মঠ তৈরী করেন?- শৈলেন্দ্ররায় বালপুত্রদেব
24.     কম্বোজ রাজ্যের রাজধানীর নাম কি?- আঙ্কোরঠম
25.     আঙ্কোরঠম নগর কে নির্মাণ করেন?- যশোবর্মন
26.     আঙ্কোরঠম নগরের পূর্ব নাম কি ছিল?- যশোধরপুর
27.     কম্বোজ রাজ্যের প্রতিষ্ঠাতা কে?- কৌন্ডিন্য নামক এক ভারতীয় ব্রাহ্মণ


28.     কোন্ বাঙলী পন্ডিত শৈলেন্দ্র রাজবংশের রাজগুরু ছিলেন?- আচার্য কুমার ঘোষ প্রঃ
29.     অষ্টম শতকে কোন ভারতীয় বৌদ্ধ পন্ডিত জাপানে গিয়ে ধর্মপ্রচার করেন?- বোধিসেন
30.     গজনী শহর কোথায় অবস্থিত-  আফগানিস্তানে
31.     সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?- 17 বার
32.     সুলতান মামুদের বিরুদ্ধে উত্তর পশ্চিম ভারত রক্ষার প্রধান দায়িত্ব কোন রাজপুত বংশ বহন করেন?- শাহী বংশীয় গান্ধারের রাজা জয়পাল
33.     রাইনের দুইটি যুদ্ধ কার কার মধ্যে ঘটে এবং কবে খ্রীঃ ঘটে?- প্রথম তরাইনের যুদ্ধ হয় 1911 খ্রীঃদ্বিতীয় রাইনের যুদ্ধ হয় ১১১২ খ্রীঃ যুদ্ধ দুটি হল মহম্মদ ঘুরীর সঙ্গে পৃথ্বীরাজ চৌহান প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ জয়ী হন এবং দ্বিতীয় যুদ্ধে জয়ী হন
34.     ভারতে মুসলমান শাসন কে প্রতিষ্ঠা করেন?- মহম্মদ ঘুরী
35.     দিল্লীর প্রথম সুলতান কে?- কুতুবউদ্দিন আইবেক
36.     দাস বংশ বলতে কোন কোন সুলতানের রাজত্বকালকে বোঝায়?- কুবউদ্দিন আইবেক, ইলতুৎমিস, গিয়াসউদ্দিন বলবন এর রাজত্বকালকে
37.       বংলায় মুসলিম অধিকার প্রথম কে কবে স্থাপন করেন?- বখতিয়ার খলজী
38.       ইলতুৎমিস কাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন?- রাজিয়াকে
39.     বন্দেগান--চাহালগান কি?কে এটাকে দমন করেন?-  ইলতুৎমিসের প্রধান দাসকর্মচারীদের সমিতির নাম বন্দেগান--চাহালগানবলবন এটাকে দমন করেন
40.     কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্যে জয় করেছিলেন?- আলাউদ্দিন খলজী
41.     মালিক কাফুর কে ছিলেন?- আলাউদ্দিনের হিন্দু সেনাপতি
42.     কোন সুলতান সর্বপ্রথম বাজারে জিনিষপত্রের দাম বেঁধে দেন?- আলাউদ্দিন খলজী
43.     আলাই দরওয়াজা কার দ্বারা নির্মিত হয়?- আলাউদ্দিন খলজীর আদেশে নির্মিত হয়
44.     কোন্ সুলতান দিল্লী থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন?- মহম্মদ বিন তুঘলক
45.     তৈমুরলঙ্গ কোন সালে ভারত আক্রমণ করেন?- 1398 খ্রীঃ


46.     প্রথম পাণিপথের যুদ্ধে কে কে অংশ নেন এবং কত খ্রীঃ এই যুদ্ধ হয়?- 1526 খ্রীঃ বাবর ইব্রাহিম লোদীর মধ্যে
47.     কোন সুলতান অসংখ্য ক্রীতদাস রাখলে?- ফিরোজ শাহ তুঘলক
48.     কত খ্রীঃ আরবরা সিন্ধু বিজয় করে?- 712 খ্রঃ
49.     আরবদের সিন্ধু আক্রমণের সময় সেখানকার রাজা কে ছিলেন?- সিন্ধুরাজ দাহির
50.     ভারতে প্রথম মুসলীম রাজ্য কোথায় স্থাপিত হয়? - সিন্ধু মুলতানে
51.     ভারতের সুলতানি যুগের প্রথম শাসক বংশের নাম কি?- দাস বংশ
52.       কুউদ্দিন আইবেককেলাভ বক্সবলা হত কেন?- অকৃপণ দানের জন্য
53.       বাগদাদের খলিফা কোন সুলতানকে বাদশা বলে স্বীকৃতি দেন?- ইলতুৎমিসকে
54.       চাহেলগান' বা চল্লিশ চক্র কে গঠন করেন?- ইলতুৎমিস
55.       তুর্কী বিজয়ের সময় বাংলার শাসক কে ছিলেন?- লক্ষণ সেন
56.       চেঙ্গিস খা কার রাজত্বকাল ভারত আক্রমণ করেন?- ইলতুৎমিসের রাজত্বকালে
57.       চেঙ্গিস খার আসল নাম কি?- তেমূচীন
58.       বাংলার খলজীর বিদ্রোহ কে দমন করেন?- ইলতুৎমিস
59.       সুলতানি যুগে সর্বপ্রথম সবশেষ মহিলা শাসিকা কে ছিলেন?- ইলতুৎমিসের কন্যা সুলতান রাজিয়া
60.       বলবনের পূর্বের নাম কি ছিল?- উলুঘ খা
61.       দিল্লীর চল্লিশ জন আমীরে কুচক্রী চক্রান্ত কে দমন করেছিলেন?- বলবন
62.        দাক্ষিণাত্যে সুলতানি সাম্রাজ্যের বিস্তার প্রথম কার রাজত্বের সময় হয়েছিল?- আলাউদ্দিন খলজীর রাজত্বকালে


63.       সিরি শহর কে নির্মাণ করেন?- আলাউদ্দিন খলজী
64.       দাস বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?- ইলতুৎমিস
65.       খিলজী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?- আলাউদ্দিন খলজী
66.       শাসনকার্যে উলেমারদের প্রভাব প্রথম কে দমন করেন?- সুলতান আলাউদ্দিন খলজী
67.       সুলতানি যুগে নৰ মুসলমান কাদের বলা হত?- সুলতান জালাউদ্দিন খলজীর রাজত্বকালে যে সকল মোঙ্গলরা ইসলাম ধর্মগ্রহণ করে তাদের নব-মুসলমান বলা হত
68.       কোন্ সুলতান নব-মুসলমানের বিদ্রোহ দমন করেন?- আলাউদ্দিন খলজী
69.       সৈন্যবাহিনীতে বেতন দেবার প্রথা কে চালু করেছিলেন?- আলাউদ্দিন খলজী
70.       সৈন্যবাহিনীতে হুলিয়া দাগ প্রথা কে চালু করেন?- আলাউদ্দিন খলজী
71.       রাজ্যের কালবাজারীকে বেআইনী ঘোষণা করে কঠোরভাবে দমনের চেষ্টা করেন কে?- আলাউদ্দিন খলজী
72.       খলজী বংশের শেষ সুলতানের নাম কি?- মোবারক খলজী
73.       মহম্মদ বিন তুঘলকের পূর্ব নাম কি ছিল?- জেীনা খাঁ
74.       ভারতের কোন সুলতান সর্বপ্রথম তামার নোট প্রচলন করেন?- মহম্মদ বিন তুঘলক
75.       ইবনতুতা কার রাজত্বকালে ভারতে আসেন?- মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে
76.       ইবনবতুততা কোন দেশের লোক?- আফ্রিকার মরক্কো
77.       মহম্মদ বিন তুঘলক দূত হিসাবে ইবনবতুতাকে কোন্ দেশে পাঠিয়েছিলেন?- চীন দেশে
78.       মহম্মদ বিন তুঘলক কোথা থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেন?- দিল্লী থেকে দেবগিরিতে
79.       মহম্মদ বিন তুঘলক রাজ্যের কৃষি উন্নয়নের জন্য যে কৃষিবিভাগ স্থাপন করেন তার নাম কি?- অমির কোহী
80.       ইসলাম ধর্মের নির্দেশ অনুসারে কে রাজ্যশাসন করলে?- ফিরোজশাহ তুঘলক
81.       পাগলা রাজাকাকে বলা হত?- মহম্মদ বিন তুঘলক
82.       পতিত জমিকে চাষযোগ্য করার জন্য কে পরিকল্পনা করেছিলেন?- মহম্মদ বিন তুঘলক
83.       আলবিরুণী কোন সময়ে ভারতে আসেন?- সুলতান মামুদের সময়ে


84.       আমীর খসরু কোন সময়ে ভারতে আসেন?- আলাউদ্দিন খলজীর রাজত্বকালে
85.       জিয়াউদ্দিন বরণী কোন সময়ে ভারতে আসেন?- মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে
86.       কৃষি উন্নয়নের জন্য সর্বপ্রথম জলসেচ পরিকল্পনা কে করেন?- ফিরোজশাহ তুঘলক
87.       ক্রীতদাসেদের জন্য উন্নয়নমূলক কাজ কোন সুলতান করেন?- ফিরোজশাহ তুঘলক
88.       ফিরোজশাহ তুঘলক যে দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন তার নাম কি?- দর-উল সাফা
89.       ফিরোজশাহ কৃষকদের জন্য যে কৃষিঋণ দান করেন তার নাম কি?- তাকাবি
90.     ফিরোজশাহ দেওয়ান- খয়খাত কিসের জন্য স্থাপন করেন?- মুসলিম অনাথ, বিধবা, এবং কন্যাদায়গ্রস্ত পিতাদের আর্থিক সাহায্যের জন্য দেওয়ান--খয়খাত ফিরোজ শাহ গঠন করেন
91.     তৈমুরলঙ কত সালে কার রাজত্বকালে ভারত আক্রমণ করেন?- 1398 খ্রীঃ নাসিরউদ্দিন মামুদের রাজত্বকালে
92.     বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?- তুলুভ বংশীয় রাজা কৃষ্ণদেব রায়
93.     তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?- বিজয়নগরের সঙ্গে আহম্মদনগর, গোলকুন্ডা বিজাপুরের সম্মিলিত বাহিনীর সঙ্গে এই যুদ্ধে বিজয়নগর রাজ্য পরাজিত হয়
94.     বিজয়নগর রাজ্যে কোন কোন বিদেশী পর্যটকরা এসেছিলেন?- নিকোলা কন্টি (ইতালী), আবদুর রজ্জাক (আরব), নিজ বারবোসা পায়েজ (পার্তুগাল)
95.     কার রাজসভায় অষ্টদিগগজ ছিলেন?- রাজা কৃষ্ণদেব রায়
96.     কার রাজসভায় অষ্টদিগগজ ছিলেন?- রাজা কৃষ্ণদেব রায়
97.     আবদুর রজ্জাক কার রাজত্বকালে বিজয়নগরে আসেন?- দ্বিতীয় দোয়-এর রাজত্বকালে
98.     কার রাজত্বকালে বিজয়নগর সালাজ্যের পতন হয়?- অচ্যুত রায়ের রাজত্বকালে
99.     বামনী রাজ্যের রাজধানীর নাম কি?- গুলবার্গা।
100. জিয়াউদ্দিন বরণী কোন সময়ে ভারতে আসেন?- মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে

File Details -
PDF Name : ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part-7 // History Question Answers Series  Part-7
Language : Bengali
Size : 194 kb
Download Link : Click Here To Download


আরও অন্যান্য পার্টগুলি নীচে দেওয়া হল ডাউনলোড নিঙ্ক নীচে .........





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top