ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part- 8 // History Question Answers Series with PDF Part-8 (100 টি প্রশ্ন ও উত্তর)
ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ Part-8 |
1.
ক্রীতদাসেদের
জন্য উন্নয়নমূলক কাজ কোন সুলতান করেন?- ফিরোজশাহ
তুঘলক।
2.
ফিরোজশাহ
তুঘলক যে দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন তার নাম কি?- দর-উল
সাফা।
3.
ফিরোজশাহ
কৃষকদের জন্য যে কৃষিঋণ দান করেন তার নাম কি?- তাকাবি’।
4.
ফিরোজশাহ
দেওয়ান-ই খয়খাত কিসের জন্য স্থাপন করেন?- মুসলিম
অনাথ, বিধবা,
এবং কন্যাদায়গ্রস্ত পিতাদের আর্থিক
সাহায্যের জন্য
দেওয়ান-ই-খয়খাত
ফিরোজশাহ গঠন
করেন।
5.
তৈমুরলঙ
কত সালে কার রাজত্বকালে ভারত আক্রমণ করেন?- 1398 খ্রীঃ নাসিরউদ্দিন মামুদের রাজত্বকালে।
6.
বিজয়নগর
রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?- তুলুভ বংশীয়
রাজা কৃষ্ণদেব
রায়।
7.
তালিকোটার
যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?- বিজয়নগরের
সঙ্গে আহম্মদনগর,
গোলকুন্ডা ও
বিজাপুরের সম্মিলিত
বাহিনীর সঙ্গে। এই
যুদ্ধে বিজয়নগর
রাজ্য পরাজিত
হয়।
8.
বিজয়নগর
রাজ্যে কোন কোন বিদেশী পর্যটকরা এসেছিলেন?- নিকোলা
কন্টি (ইতালী),
আবদুর রজ্জাক
(আরব), নিজ
বারবোসা ও
পায়েজ (পার্তুগাল)।
9.
কার
রাজসভায় অষ্টদিগগজ ছিলেন?- রাজা
কৃষ্ণদেব রায়।
10.
কার
রাজসভায় অষ্টদিগগজ ছিলেন?- রাজা
কৃষ্ণদেব রায়।
11.
আবদুর
রজ্জাক কার রাজত্বকালে বিজয়নগরে আসেন?- দ্বিতীয়
দোয়-এর
রাজত্বকালে।
12.
কার
রাজত্বকালে বিজয়নগর সালাজ্যের পতন হয়?- অচ্যুত
রায়ের রাজত্বকালে।
13.
বাহমনী
রাজ্যের রাজধানীর নাম কি?- গুলবর্গর
14.
কোন
কবিকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়?- গোবিন্দ
দাস।
15.
ভারতচন্দ্র
কোন রাজার রাজসভায় সভাকবি ছিলেন?- রাজা
কৃষ্ণচন্দ্রের রাজসভায়।
16.
পরাগলী
মহাভারত’ কে রচনা করেন?- কবীন্দ্র
পরমেশ্বর।
17.
পরাগলী
মহাভারত'-এর প্রকৃত নাম কি?- পান্ডব-বিজয়।
18.
প্রথম
রামায়ণ ও মহাভারত ফার্সী ভাষায় কে অনুবাদ করেন?- আকবরের
নির্দেশে বাদওনী।
19.
অথর্ববেদ
ফার্সী ভাষায় কে অনুবাদ করেন?- হাজি
ইব্রাহিম।
20.
বাংলার
কোন মুসলমান শাসকের নির্দেশে মহাভারত অনুবাদ হয়?- হুসেন
শাহ।
21.
বাংলাদেশের
কোন্ পন্ডিত স্মৃতি শাস্ত্র সম্পর্কে গ্রন্থ রচনা করে খ্যাতি পান?- রঘুনাথ
শিরোমণি।
22.
বাংলা
ভাষায় প্রথম রামায়ণ কে রচনা করেন?- কৃত্তিবাস
ওঝা।
23.
বাংলা
ভাষায় প্রথম মহাভারত কে রচনা করেন?- কাশীরাম
দাস।
24.
কবি
মালাধর বসুকে ‘গুনরাজ খান’ উপাধি কে কাব্যরচনার
জন্য দেন?- রুকনউদ্দিন
বারবাক শাহ।।
25.
শ্রীকর
নন্দীকে কবিশেখর উপাধি কে দেন?- নসরৎ
শাহ।
26.
বাংলা
ভাষার উৎপত্তি কোন যুগে হয়?- পালযুগে।
27.
বাংলা
ভাষার আদি ভাষায় কোন গ্রন্থ রচিত হয়?- চর্যাপদ।
28.
সুলতানি
যুগে ভক্তিবাদী কবি নামদেব কোন ভাষায় সাহিত্য রচনা করেন?- মারাঠী
ভাষায়
29.
মীরার
ভজন কোন্ ভাষায় রচিত?- ব্রজবুলি
ভাষায় রচিত।
30.
উর্দু
ভাষায় কোন কোন ভাষার প্রভাব দেখা যায়?- ইংরেজদের
সঙ্গে আফগানিস্থানের আমির শের
আলির।
31.
গন্ডামাকের
সন্ধি কত সালে, কাদের মধ্যে হয়?- 1871
সালে লর্ড
লিটনের সঙ্গে
শের আলির
জ্যেষ্ঠপুত্র ইয়াকুব
খানের মধ্যে
32.
প্রথম
ইঙ্গ-আফগান যুদ্ধের সময় আফগানিস্থানের শাসক কে ছিলেন?- শাহ
সুজা।
33.
দ্বিতীয়
ইঙ্গ-আফগান যুদ্ধে আফগানিস্থানের শাসক কে ছিলেন?- আমির
শের আলি।
34.
তিব্বত্রে
শাসক কে ছিলেন?- দলাই
লামা।
35.
কোন্
বড়লাটের আমলে ইঙ্গ-তিব্বত যুদ্ধ হয়?- লর্ড
কার্জনের আমলে।
36. অগ্রসর নীতি’ কে গ্রহণ করেছিলেন? উ- আফগানস্থানে ব্রিটিশ শাসন
প্রতিষ্ঠিত করার
জন্য
37. আফগানিস্থানের জন্য কে চরম নিষ্ক্রিয় নীতি গ্রহণ করেন?- স্যার
জন লরেন্স।
38. ম্যাকমোহন লাইন কত সালে কার্যকর করা হয়?- 1914
সালে।
39. ফিরোজশাহ লাইন কি?- ভারত ও
তিব্বত সীমান্ত
চিহ্নিত করার
জন্য একটি
সীমারেখা।
40. কার নামানুসারে “ফিরোজশাহ লাইন”-এর নামকরণ হয়েছে?- ভারত
সচিব স্যার
হেনরি ম্যাকমোহন-এর
নামানুসারে
41. ‘ডুরান্ড লাইন’ কি?- ভারত
ও আফগানিস্থানের সীমান্ত চিহ্নিত
করার জন্য
একটি সীমারেখা।
42. “অ-হস্তক্ষেপ নীতি’
আফগানিস্থানের বিরুদ্ধে কারা গ্রহণ করেন?- লর্ড
মেয়ো এবং
লর্ড নর্থব্রুক।
43. কত সালে প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ সংগঠিত হয়?- 1836
খ্রীঃ।
44. কোন্ গভর্ণর জেনারেলের সময়ে প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ হয়?- লর্ড
অকল্যান্ডের সময়ে
প্রথম ইঙ্গ-আফগান
যুদ্ধ হয়।
45. কত সালে ব্রিটিশ সরকার এ্যাকওয়ার্থ কমিশন নিয়োগ করেন?- 1921 খ্রীঃ
46. আকবরের বাল্যকালের অভিভাবক কে ছিলেন?- বৈরাম
খাঁ।
47. আকবরের পালিত মায়ের নাম কি ছিল?- মাহাম আনাঘা।
48. হিন্দুদের তীর্থকর ‘জিজিয়া কর কে রহিত করেন?- আকবর।
49. মনসবদারী প্রথা কে প্রচলন করেন?- আকবর।
50. কোন্ রাজ্য জয় করে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন?- গুজরাট।
51. মুঘল যুগে জাহাঙ্গীদের দরবারে কোন্ কোন্ বিদেশী পর্যটক ভারতে আসেন?- ক্যাপ্টেন
হকিন্স, টমাস
রো।
52.
মুঘল
যুগে ভারতে আগত বিদেশী পর্যটকের নাম কর।-
ফান্সের বার্ণিয়ে,
টোভার্নিয়ে, হল্যান্ডের
পেলসার্ট, ইতালীর
মানুচি, ইংল্যান্ডের ক্যাপ্টেন হকিন্স,
টমাস রো
, পর্তুগালের মনসারেট।
53.
মুঘলদের
আধিপত্যকে মেবারের কোন্ রাণা স্বীকার করেছিলেন?- অমর
সিংহ।
54.
শাহজাহানের
আসল নাম কি ছিল?- খসরু
শিহাবুদ্দিন মহম্মদ।
55.
শিখদের
পবিত্র শহর অমৃতসর কার রাজত্বকালে নির্মিত হয়।-
আকবরের রাজত্বকালে।
56.
শিবাজীর
পিতা ও মাতার নাম কি?- পিতা
শাহজী ভোসলে
ও মাতা
জীজাবাঈ।
57.
শিবাজী
বিজাপুর সুলতানের যে সেনাপতিকে হত্যা করেন তার নাম কি?- আফজল
খাঁ।
58.
কোন্
অস্ত্রের দ্বারা শিবাজী আফজল খাঁকে হত্যা করেন?- বার্ধনথ
অস্ত্রের দ্বারা।
59.
শিবাজীর
ঔরঙ্গজেবের সাথে কোন সন্ধি করেন?- 1656 খ্রীঃ পুরন্দরের
সন্ধি।
60.
শিবাজী
প্রবর্তিত শাসনব্যবস্থার প্রধান মন্ত্রীকে কি বলা হত?- পেশবা।
61.
শিবাজী
প্রতিবেশী রাজ্য থেকে যে করগুলি আদায় করতেন তার নাম কি?- চৌথ
ও সরদেশমুখী।
62.
কত
খ্রঃ শিবাজী ছত্রপতি’ উপাধি ধারণ করেন?- 1677 খ্রঃ।
63.
কত
খ্রীঃ শিবাজীর মৃত্যু হয়?- 1680
খ্রীঃ 53 বছর
বয়সে শিবাজীর
মৃত্যু হয়।
|
64.
শিবাজীর
মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?- 8
জন। এদের
অষ্টপ্রধান বলা
হত।
65.
শিবাজীর
মৃত্যুর পর মারাঠাদের প্রধান কে হন?- শিবাজীর
পুত্র শম্ভুজী।
66.
শিবাজীকে
কোন ঐতিহাসিক দিনেতা’ এবং তার রাষ্ট্রকে দস্যুরাষ্ট্র’ বলে বর্ণনা করেছেন?- ঐতিহাসিক
ভিনসেন্ট স্মিথ।
67.
বাবরের
প্রকৃত নাম কি?- জহিরউদ্দিন
মহম্মদ বাবর।
68.
বাবরের
পিতার নাম কি?- ওমরশেখ মীর্জা।
69.
বাবরের
পৈত্রিক রাজ্য কোথায় ছিল?- ফরগনা।
70.
বাবরের
রচিত তাঁর আত্মজীবনীর নাম কি?- বাবরনামা।
71.
প্রথম
পাণিপথের যুদ্ধের ফলাফল কি হয়েছিল?- বাবরের
কামান বাহিনীর
সঙ্গে যুদ্ধে
ইব্রাহিম লোদী
পরাজিত হয়।
72.
কোন্
যুদ্ধে ভারতে সর্বপ্রথম কামান ব্যবহার করেন।-
প্রথম পাণিপথের
যুদ্ধে
73.
ধানুয়ার
যুদ্ধ কত সালে, কাদের মধ্যে সংগঠিত হয়েছিল?- 1527 সালে মেবারের
রাণ সংগ্রাম
সিংহের সাথে
বাবরের।
74.
ঘর্ঘরা
যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল?- 1529 সালে বাবরের
সাথে মামুদ
লোদীর।
75.
হুমায়ুন
কার কাছে পরাজিত হয়ে ভারত ত্যাগ করেন?- শেরশাহের
কাছে
76.
শেরশাহের
হিন্দু সেনাপতির নাম কি?- ব্রহ্মজিৎ
গৌড়।
77.
চৌসা’(1539)
ও বিৰগ্রামের (1540) যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?- শেরশাহ
ও হুমায়ুনের
মধ্যে
78.
বাদশাহী
সড়ক কে নির্মাণ করেন?এর বর্তমান নাম কি?- শেরশাহ
পুর্ব বাংলার
সোনার গাঁও
থেকে পাঞ্জাব
পর্যন্ত বাদশাহী
সড়ক নির্মাণ
করেন। এর
বর্তমান নাম
গ্র্যান্ড ট্রাঙ্ক
রোড।
79.
‘কবুলিয়ত’ ও ‘পাট্টা’ কি?কে প্রবর্তন করেন?- রাষ্টের সঙ্গে
কৃষকদের সরাসরি
চুক্তিপত্র। শেরশাহ
কৃষি ব্যবস্থার
উন্নতির জন্য
‘কবুলিয়ত’ ও
‘পাট্টা’ চালু
করেন।
80.
ভারত
প্রথম ঘোড়ায় চড়া ডাক ব্যবস্থা কে চালু করেন?- শেরশাহ।
।
81.
‘দাম’ নামক মুদ্রা কে প্রচলন
করেন?- শেরশাহ।
82.
মুঘল
যুগের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?- আকবর।
83.
আকবরের
সম্পূর্ণ নাম কি?- জালাউদ্দিন
মহম্মদ আকবর।
84.
আকবরের
রাজস্ব মন্ত্রী নাম কি ছিল?-
টোডরমল।
85.
আকবরের
রাজসভার শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন?- মিঞা
তানসেন।
86.
আকবরের
রাজসভায় হিন্দু সঙ্গীত শিল্পী কে ছিলেন?- সুরদাস।
87.
আকবরের
রাজসভায় শ্রেষ্ঠ কবির নাম কি?- ঘিজালি।
88.
আকবরের
হিন্দু সেনাপতির নাম কি?- মানসিংহ।
89.
আর
কোন হিন্দু রমণীকে বিবাহ করেছিলেন?- রাজপুত
রমণী জোধাবাঈ।
90.
মুঘল
সম্রাটরা কোন বংশীয়ছিলেন?- তুর্কী
বংশীয়।
91.
বাবরের
পৈত্রিক রাজ্যের নাম কি ছিল?- ফরগনা।
92.
কত
খ্রীঃ কোন যুদ্ধে বাবরের সঙ্গে মেবারের রাণা সংগ্রাম সিংহের যুদ্ধ হয়?- 1527
খ্রীঃ খানুয়ার
যুদ্ধ।
93.
কোন
যুদ্ধে ভারতে প্রকৃত মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়?- খানুয়ার
যুদ্ধে।
94.
শেরশাহের
মুঘল প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?- হুমায়ুন।
95.
কত
খ্রীঃ কার কার মধ্যে পাণিপথের দ্বিতীয় যুদ্ধ হয়?- 1556
খ্রীঃ আকবর
ও হিমুর
মধ্যে পাণিপথের
দ্বিতীয় যুদ্ধ
হয়।
96.
হিমু
কে ছিলেন?- মহম্মদ
আদিল শাহের
হিন্দু সেনাপতি।
97.
বৈরাম
খাঁ কে?- হুমায়ুনের
বন্ধু ও
আকবরের অভিভাবক।
98.
হলদিঘাটের
যুদ্ধ কার কার মধ্যে কত খ্রীঃ হয়?- 1776
খ্রীঃ
মুঘল সম্রাট
আকবরের সঙ্গে
চিতোরের রাণা
প্রতাপসিংহ-এর
যুদ্ধ হয়।
99.
পেশবা
প্রথম বাজীরাও তাঁর সাম্রাজ্য বিস্তারের জন্য কি আদর্শ গ্রহণ করেন?- হিন্দু-পাদ-পাদশাহীর
আদর্শ।
100. মারাঠা আন্দোলনের নেতা কে ছিলেন?- পেশবা
প্রথম বাজীরাও।
File Details -
PDF Name : ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part-8 // History Question Answers Series Part-8
Language : Bengali
Size : 3mb
Download Link : Click Here To Download
PDF Name : ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part-8 // History Question Answers Series Part-8
Language : Bengali
Size : 3mb
Download Link : Click Here To Download
আরও অন্যান্য পার্টগুলি নীচে দেওয়া হল ডাউনলোড
নিঙ্ক নীচে .........