ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part- 9 // History Question Answers Series with PDF Part-9 (100 টি প্রশ্ন ও উত্তর)

0



ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part- 9 // History Question Answers Series with PDF Part-9 (100 টি প্রশ্ন ও উত্তর)


 
ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ Part-9


1.    অজন্তার গুহাচিত্র কোন আমলে তৈরি হয়-গুপ্ত আমলে
2.    1605 খ্রিস্টাব্দে কোন মুঘল সম্রাট মারা যান- আকবর


3.    1909 সালেরঅভিনব ভারত সঙ্ঘের প্রতিষ্ঠাতা কে করেছিলেন-গনেশ সাভারকার
4.    B.P.S.A ছাত্র সংগঠন কার নেতৃত্বে কবে গঠিত হয়?  সুভাষচন্দ্র বসু, 1938,17ফেব্রুয়ারী
5.   অমোঘবর্ষ কোন বংশের রাজা-রাস্টকূট
6.    অর্থশাস্ত্রে রৌপ্যমুদ্রাকে কি বলা হয়েছে-চান,অর্ধপন,পাদ প্রভুতি।
7.    আদিনা মসজিদ কোন শহরে অবস্থিত –পান্ডূয়া
8.    আমির খসরু কার সভাপতি ছিলেন -আলাউদ্দিন খলজী
9.    আলমগীর শব্দের অর্থ কি-পৃথিবী বিজেতা।
10.    ইবন বতুতা কার আমলে ভারতে আসেন-মহম্মদ বিন তুঘলক
11.    উত্তর ভারতের শেষ হিন্দু রাজা---হর্ষবর্ধন
12.    এপিডম কে রচনা করেন - জাস্টিন
13.    এবাদত খানা কি-ধর্মীয় আলোচনা কক্ষ
14.    ওয়ার্কাস এন্ড প্রেজেন্ট পার্টি কবে গঠিত হয়-1925 সালের 1লা নভেম্বর।
15.    ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন?---তেগবাহাদুর
16.    ঔরঙ্গজেবের মৃত্যু হয়---1707 সালে
17.    ঔরঙ্গজেবের সাম্রাজ্য ভারতের পূর্ব দিকে কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল-চট্টগ্রাম
18.    কাকে দ্বিতীয় অশোক বলা হয়-হর্ষবর্ধনকে
19.    কার রাজ্য বিজয় নীতি কে গ্রহণ পরিমোক্ষ নীতি বলা হয়-সমুদ্রগুপ্তের
20.    কোন কুষাণ রাজাকে পৃথিবীর রাজা আখ্যা দেওয়া হয়?---দ্বিতীয় কদ ফিসিস
21.    কোন কুষাণ সম্রাটমহেশ্বরউপাধি পান?---বিম কদফিস
22.    কোন গভর্নর জেনারেল কলকাতা রাজভবন তৈরি করেন-লর্ড ওয়েলেসলিবঙ্গভঙ্গের আদেশনামা কবে কোথা থেকে জারি করা হয়-1905 সালের 5 জুালাই  সিমলা থেকে।
23.    কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ন ভারত ছাড়েন?---কনৌজের যুদ্ধে
24.    কোন যুদ্ধের পর তুর্কি সম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়?---তরাইনের দ্বিতীয় যুদ্ধ
25.    কোন পাল রাজার আমলে বিক্রমশীলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় তৈরী হয়?---ধর্মপাল
26.    কোন মুঘল সম্রাটের আমলে অঙ্কন শিল্পের সর্বত্তম বিকাশ ঘটে?---জাহাঙ্গীর
27.    কত তম তীর্থাঙ্কর প্রকৃত পক্ষে জৈন ধর্মের সূচনা করেন?---ত্রয়োবিংশ
28.    কবি প্রিয় উপাধি আকবর কাকে দেন-বীরবলচারণ কবি মুকুন্দ দাসের আসল নাম কি-যঞ্জশ্বর দাস
29.    কলকাতাকে প্রসাদ নগরী আখ্যা দেন-লর্ড ক্লাইভ
30.     কলিঙ্গ যুদ্ধ কবে কাদের মধ্যে হয়-261 খ্রীষ্ট পূর্বাব্দে অশোক ও
31.    খাদি প্রতিষ্ঠানের কবে প্রতিষ্ঠিত হয়-1928 খ্রীষ্টাব্দে।
32.    খালসা কে প্রতিষ্ঠা করেন-গোবিন্দ সিং
33.    গান্ধার শিল্প কোন যুগের নিদর্শন?---কুষাণ
34.    গৌতম বুদ্ধের মায়ের নাম কি-মায়াদেবী
35.     গৌতমবুদ্ধ কোথায় দেহত্যাগ-কুশী নগর
36.    গদর পার্টি কোন শহরে কত সালে প্রতিষ্ঠিত হয়-সানফান্সিস্কো শহরে, 1913, 1লা নভেম্বর
37.    গুপ্ত সমিতি যুগান্তর দলের আগের নাম কি ছিল-অত্মোন্নতি সমিতি।
38.    ঘর্ঘরার যুদ্ধ কত সালে হয়?---1529 সালে
39.    চারমিনার কে তৈরি করেন-কুলি কুতবশাহ
40.    চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে-দ্বিতীয় পুলকেশী
41.    চৌথ কর ব্যাবস্থা কে চালু করেন?---শিবাজি
42.    ডান্ডি অভিযান কোথা থেকে শুরু হয়-সবরমতি আশ্রম থেকে
43.    তুঘ্রিল খাঁ কার বিরুদ্ধে বিদ্রহ করেন?---বলবন
44.    তারিখ-ই- শেরশাহী কার লেখা-আব্বাস সারওয়ানীর
45.    দাগ হুলিয়া প্রথার প্রবর্তক কে?---আলাউদ্দিন খলজি
46.  দ্বিতীয় বুদ্ধ সংগিতিতে কে সভাপতিত্ত্ব করেন?---মহাস্থবির যশ
47.    দ্বিতীয় মহীশুরের যুদ্ধ কাদের মধ্যে হয়?---ইংরেজ হায়দার আলির মধ্যে
48.    দস্তক  কি- বিনা মাশুলে  বাণিজ্যের অনুমতি
49.    নালন্দার খনন কাজ শুরু করেন কে?---ডি.বি.শুনার


50.    নাসিক ষড়যন্ত্র মামলায় কার নির্বাচন হয়- বি.ডি সাভারকার
51.    নিখিল ভারত ব্যক্তিস্বাধীনতা সংঘ কবে গঠিত হয়-1936,জুলাই মাসে
52.    নন্দ বংশ ধংস করেন কে?---চন্দ্রগুপ্ত মৌর্য
53.    নুরজাহানের আগের নাম---মেহেরুন্নিসা
54.    পাবনা সম্মেলনী নামে গুপ্ত সমিতি কবে প্রতিষ্ঠিত হয়- 1905 সালের 1লা সেপ্টেম্বর(অবিনাস চক্রবর্তী ও অন্নদা কবিরাজ)
55.    পুরাণে কোন রাজাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে-মহাপদ্ম নন্দকে।
56.    পরাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন-লর্ড উইলিয়াম বেন্টিন
57.    পূর্ণ স্বরাজ লাভের জন্য মাদ্রাজের কোন চরমপন্থী নেতা সংগ্রামের ডাক দেন-চিদম্বরম পিল্লাই ও সুব্রাহ্মনিয়ম শিব
58.    প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে-সত্যেন্দ্র প্রসন্ন সিংহমহামান্য নামে কে পরিচিত-মদনমোহন মালব্য
59.    প্রথম লোক সভা কবে গঠিত হয়-1952 সালে
60.    পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়-1665 সালে
61.    বখতিয়ার খলজি বাংলা আক্রমনের সময় বাংলার শাসক কে ছিলেন?---লক্ষন সেন
62.     বঙ্গভঙ্গের প্রস্তাব সরকারিভাবে কবে গঠিত হয়-1905 সালের 1লা সেপ্টেম্বর।
63.    বাংলায় পাল বংশ প্রতিষ্ঠা করেন- গোপাল
64.    বাংলার ইলিয়াস শাহি বংশের প্রতিষ্ঠাতা কে?---শামস-উদ্দিন ইলিয়াস শাহ
65.    বাংলার স্কুল গুলিকে শর্তাধীনে সরকারি অনুদান দেওয়ার কথা কে প্রথম বলেন-চার্লস উড
66.     বার্লিনে ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি কে কবে গঠন করেন-চম্পক রমন পিল্লাই, 1914 সালের অক্টোবরে
67.    বিন্ধ্যা অধিপতি নামে পরিচিত?- গৌতমীপুত্র সাতকর্ণী
68.    বিপ্লবী ক্ষুদিরাম প্রথম কবে রাজদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হন-1906 সালের 16ই এপ্রিল
69.    বিহারের গান্ধী কাকে বলা হত-ডঃ রাজেন্দ্র প্রসাদকে
70.    বেদের উৎপত্তিগত অর্থ কি-জ্ঞান
71.    বৈদিক যুগে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করেন -তামা
72.    ভগিনী নিবেদিতা কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন-অনুশীলন সমিতি
73.    ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী দুই ভাগে ভাগ হয়ে যায়-1907 সালের সুরাট কংগ্রেসে
74.    ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জনগণমন-অধিনায়ক গানটি গাওয়া হয়- কলকাতা অধিবেশন
75.    ভারতে প্রথম আফগান শাসনের প্রবর্তক -বাহলুল লোদী
76.    ভারতের আদিমতম রৌপ ব্যাবহার কথায় হয়?---হরপ্পায়
77.    ভারতের প্রথম জাতীয় বিদ্যালয় কোথায় হয় স্থাপিত হয়- রংপুরে(বর্তমান বাংলাদেশে, 1905, 8ই নভেম্বর)
78.    ভারতের পশ্চিমী শিক্ষা ব্যবস্থার প্রচলন কে করেন- টমাস ব্যাবিংটন মেকলে
79.    ভারতের সামন্ত প্রথার উদ্ভব ঘটে কোন যুগে–গুপ্তযুগে
80.    ভারতবর্ষে মুসলিম প্রজাতির পথিকৃত কাকে বলা হয়-সৈয়দ আহমেদ খান
81.    মারাঠা জাতির নেপোলিয়ান কাকে বলা হয়-প্রথম বাজীরাওকে
82.    মোহনদাস করমচাঁদ গান্ধী কবে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়-1924,বেলগাও অধিবেশনে।


83.    মোহনদাস করমচাঁদ গান্ধী কবে দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন-1915, জানুয়ারী মাসে
84.    মধ্য এশিয়া থেকে হুনরা কার আমলে ভারতে প্রথম আক্রমন করে- কুমার গুপ্ত
85.    মহাবলীপুরম কারা প্রতিষ্ঠা করেন -পল্লবরা
86.    মহেঞ্জোদারো কোথায় অবস্থিত –সিন্ধু নদীর তীরে
87.    শাহাজাহানের এর আসল নাম কি- খুররমমুসলমান শাসকদের মধ্যে কে প্রথম দ্রব্যমুল্য নিয়ন্ত্রন প্রথা চালু করেন ?---আলাউদ্দিন খলজি
88.     শ্রমিক স্বরাজ পার্টি কবে গঠিত হয়-1928 সালে
89.  সিন্ধু সভ্যতার বিশাল শস্যাগার কোথায় আবিষ্কৃত হয়?---হরপ্পায়
90.    সর্বপ্রথম মুসলিম ভারত আক্রমণ কারী কারা ছিল-আরবীয়
91.    সুহৃদ সমিতি নামের গুপ্ত সমিতি কবে প্রতিষ্ঠিত হয়-1905,12ই নভেম্বর (পেরেশ লাহিড়ীর উদ্যোগে)
92.    হাউজ-ই- খাস এর প্রতিষ্ঠাতা কে-আলাউদ্দিন খলজি
93.    হিদাসপিসের যুদ্ধ কত খ্রিস্ট পূর্বাব্দে হয়-326 খ্রীষ্ট পূর্বাব্দে।
94.    হিন্দু পাদশাহী তত্ত্বতি কে প্রবর্তন করেন?---পেশোয়া প্রথম বাজিরাও
95.    হোমরুল আন্দোলনের জন্য বালগঙ্গাধর তিলক কবে বোম্বাইয়ের ন্যাশনাল লিগ দল স্থাপন করেন-1914,আগষ্টে
96.    হুমায়ুন শব্দের অর্থ কি-ভাগ্যবান
97.    হুমায়ুননামা গ্রন্থের লেখক -গুলবদন বেগম
98.    হরিজন কথাটি কে প্রচলন করেন-গান্ধীজি
99.    হরপ্পা সভ্যতার মূল কেন্দ্র কি ছিল –চোলিস্তান মরু অঞ্চল


100.   হর্ষবর্ধনের রাজত্বকালে  ভারতে আগত চীনা পর্যটক এর নাম কি- হিউয়েন সাঙ



File Details -
PDF Name : ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part-9// History Question Answers Series  Part-9
Language : Bengali
Size : 3mb
Download Link : Click Here To Download

আরও অন্যান্য পার্টগুলি নীচে দেওয়া হল ডাউনলোড নিঙ্ক নীচে .........









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top