ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part-10 // History Question Answers Series with PDF Part-10 (100 টি প্রশ্ন ও উত্তর)

0

ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part-10 // History Question Answers Series with PDF Part-10 (100 টি প্রশ্ন ও উত্তর)

ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ Part-10



1.   তৃতীয় পাণিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘঠিত হয়?- 1761 খ্রীঃ মারাঠাদের সাথে আহম্মদ শাহ আবদালীর।
2.   সলবাই-এর সন্ধি কবে কাদের মধ্যে হয়?- 1782 খ্রীঃ ইংরেজদের সঙ্গে মারাঠাদের।
3.   বেসিনের সন্ধি কবে কারা স্বাক্ষর করেন?- 1802 খ্রীঃ পেশবা দ্বিতীয় বাজীরাওয়ের সাথে ইংরেজদের।
4.   কে কবে পুনা সন্ধি হয়?কে এই সন্ধিতে স্বাক্ষর করেন?- 1857 খ্রীঃ। লর্ড ওয়ারেণ হেস্টিংস পুনা সন্ধিতে স্বাক্ষর করেন।
5.   গুরু নানকের তিরোধান কত খ্রীঃ হয়?- 1538 খ্রীঃ।
6.   গুরুনানকের বাণী কোন গ্রন্থে লিখিত আছে?- গ্রন্থসাহেব।
7.  কোন্ ইওরোপীয় অভিযাত্রী কবে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?- 1498 খ্রীঃ পর্তুগীত নৌ অভিযাত্রী ভাস্কো-দা-গামা
8.   জাহাঙ্গীরের দরবারে ইংল্যান্ডের দূতরূপে কে আসেন?- 1609 খ্রীঃ ক্যপ্টেন হকিন্স ইংল্যান্ডরাজ প্রথম জেমসের পত্র নিয়ে সুরাটে বাণিজ্য করার জন্য জাহাঙ্গীরের দরবারে আসেন।
9.   ইংরেজরা কত খ্রীঃ বোম্বাই বন্দর লাভ করেন?- 1638 খ্রীঃ ইংরেজরা পর্তুগীজদের থেকে
10.প্রাচ্য দেশে ব্যবসার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানীর প্রতিষ্ঠা করে হয়?- 1600 খ্রীঃ।
11.কত খ্রীঃ মাদ্রাজ শহরের পত্তন হয়?- 1639 খ্রীঃ চন্দ্রগিরি রাজার অনুমতিক্রমে ইংরেজরা
12.কত খ্রীঃ কে কলিকাতা শহরের পত্তন করেন?- 1698 খ্রীঃ জব চার্ণক
13.কোন কোন গ্রাম নিয়ে প্রথম কলিকাতা শহর তৈরি হয়?- গোবিন্দপুর, সুতানুটি এবং কালিকাটা
14.ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কত খ্রীঃ ফররুকশিয়ারের ফর্মান পায়?- 1717 খ্রীঃ
15.দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের সময় পন্ডিচেরীর ফরাসী শাসনকর্তা কে ছিলেন?- যোসেফ দুপ্লে।
16.মহম্মদ আলি কোথাকার নবাব ছিলেন?- আর্কটের
17.ফোর্ট সেন্ট জর্জ দুর্গ কাদের দ্বারা এবং কোথায় স্থাপিত হয়?- মাদ্রাজে ইংরেজদের দ্বারা
18. বন্দীবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়?- ইংরেজ সেনাপতি স্যার আয়ার কুট-এর সঙ্গে ফরাসী সেনাপতি লালীর
19. আমুরগড়ের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?- 1749 খ্রীঃ ফরাসী সেনাপতি দুপ্লে এবং আর্কটের নবাব আনোয়ারউদ্দিনের
20.   কলিকাতার নির্মিত ইংরেজদের কেল্লার নাম কি ছিল?- ‘ফোর্ট উইলিয়াম দূর্গ’
21. আলিগড়ের সন্ধি কত খ্রীঃ হয়?এই সন্ধির শর্ত কি ছিল?- 1757 খ্রীঃ।নবাব সিরাজ-উদ-দৌলা
22.পলাশীর যুদ্ধ কত খ্রীঃ হয়?- 1757 খ্রীঃ 23 শে জুন।
23.পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন?- মীরজাফর।
24.কত খ্রীঃ বক্সারের যুদ্ধ হয়?- 1764 খ্রীঃ।
25.বক্সারের যুদ্ধে ইংরেজরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেন?- অযোধ্যার নবাব সুজা-উদ্-দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব মীরকাশিম।
26.কত খ্রীঃ ইষ্ট-ইন্ডিয়া কোম্পানী দেওয়ানী লাভ করে?- 1765 খ্রীঃ
27.মাদ্রাজের সন্ধি কাদের মধ্যে এবং কত খ্রীঃ হয়?- 1769 খ্রীঃ হায়দার আলির সঙ্গে ইংরেজদের।
28.শ্রীরঙ্গপত্তনের সন্ধি কাদের মধ্যে এবং কত খ্রীঃ হয়?- 1792 খ্রীঃ ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের।
29.চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কে ঘোষণা করেন?- টিপু সুলতানের বিরুদ্ধে লর্ড ওয়েলেসলী।
30.1845 খ্রীঃ শিখ খালসাবাহিনী কোন্ কোন্ যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়?- মুদকীয়, ফিরোজশাহ, আলিওয়াল ও সোব্রওয়েল যুদ্ধে খালসাবাহিনী
31.আফগানিস্থানের বিরুদ্ধে ‘অগ্রসর নীতি’ কে গ্রহণ করেন?- লর্ড লিটন।  
32.কত সালে দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধ হয়?- 1878 সালে।
33.দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধের সময় ভাতের বড়লাট কে ছিলেন?- লর্ড লিটিন।
34.দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধের সময় ভারত সচিব কে ছিলেন?- লর্ড সলিসবেরী।
35.দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধ কাদের মধ্যে হয়?- ইংরেজদের সঙ্গে আফগানিস্থানের আমির শের আলির।
36.গন্ডামাকের সন্ধি কত সালে, কাদের মধ্যে হয়?- 1871 সালে লর্ড লিটনের সঙ্গে শের আলির জ্যেষ্ঠপুত্র ইয়াকুব খানের মধ্যে
37.প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধের সময় আফগানিস্থানের শাসক কে ছিলেন?- শাহ সুজা।
38.দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধে আফগানিস্থানের শাসক কে ছিলেন?- আমির শের আলি।
39.তিব্বত্রে শাসক কে ছিলেন?- দলাই লামা।
40.কোন্ বড়লাটের আমলে ইঙ্গ-তিব্বত যুদ্ধ হয়- লর্ড কার্জনের আমলে।
41. ‘অগ্রসর নীতি’ কে গ্রহণ করেছিলেন?- আফগানস্থানে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত করার জন্য লর্ড লিটন
42.আফগানিস্থানের জন্য কে চরম নিষ্ক্রিয় নীতি গ্রহণ করেন?- স্যার জন লরেন্স।
43.ম্যাকমোহন লাইন কত সালে কার্যকর করা হয়?- 1914 সালে।
44.ম্যাকমোহন লাইন কি?- ভারত ও তিব্বত সীমান্ত চিহ্নিত করার জন্য একটি সীমারেখা।
45.কার নামানুসারে ‘ম্যাকমোহন লাইন’-এর নামকরণ হয়েছে?- ভারত সচিব স্যার হেনরি ম্যাকমোহন-এর নামানুসারে নামকরণ হয়েছে।
46.‘ডুরান্ড লাইন’ কি?- ভারত ও আফগানিস্থানের সীমান্ত চিহ্নিত করার জন্য একটি সীমারেখা।
47.‘অ-হস্তক্ষেপ নীতি’ আফগানিস্থানের বিরুদ্ধে কারা গ্রহণ করেন?- লর্ড মেয়ো এবং লর্ড নর্থব্রুক।
48.কত সালে প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ সংগঠিত হয়?- 1836 খ্রিঃ
49.কোন্ গভর্ণর জেনারেলের সময়ে প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ হয়?- লর্ড অকল্যান্ডের
50. কত সালে ব্রিটিশ সরকার এ্যাকওয়ার্থ কমিশন নিয়োগ করেন?- 1921 খ্রীঃ।
51.ভারতে সর্বপ্রথম কোথায় পাটকল স্থাপিত হয়?- 1854 খ্রীঃ বাংলার শ্রীরামপুর।
52.ভারতে সর্বপ্রথম কয়লা উত্তোলন কোথায় শুরু হয়?- 1820 সালে রানীগঞ্জে।
53.কত সালে টাটা আয়রণ এন্ড স্টীল কোম্পানীর প্রতিষ্ঠা হয়?- 1907 সালে।
54.বেঙ্গল কোল কোম্পানী কত সালে স্থাপিত হয়?- 1843 সালে।
55.ভারতে সর্বপ্রথম তৈল উত্তোলন কোথায় শুরু হয়?- 1920 খ্রীঃ আসামের ডিগবয়ে।
56.ভারতে প্রথম সূতীবস্ত্রের কারখানা কোথায় স্থাপিত হয়?- কলকাতার নিকটে ঘুসুড়িতে।
57.ভারতে বস্ত্রশিল্পের কেন্দ্রস্থল কোথায় অবস্থিত হয়?- বোম্বাই ও আমেদাবাদ শহরে।
58.ভারতের কোন্ শহরকে বস্ত্র শিল্পের জন্য ব্রিটেনের ম্যাঞ্চেস্টার শহরের সঙ্গে তুলনা করা হয়?- গুজরাটের আমেদাবাদ শহরকে।
59.ভারতের লৌহ-ইস্পাত শিল্পের যুগান্তর কে আনেন?- জামসেদজী টাটা।
60.   ভারতে রেলপথ নির্মাণের সুপারিশ প্রথম কে করেন?- লর্ড হার্ডিঞ্জ
61. কত সালে ভারতের রেলপথ নির্মাণের প্রস্তাব ওঠে?- 1832 সালে।
62.কাকে ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়?- লর্ড ডালহৌসীকে।
63.কার আমলে প্রথম ভারতের রেলপথ নির্মাণের কাজ শুরু হয়?- গভর্ণর জেনারেল লর্ড ডালহৌসীর আমলে।
64.রেলপথ নির্মাণের দায়িত্ব কাদের দেওয়া হয়?- ‘ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানী’ এবং ‘গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানী’
65.ভারতে কোথায় সর্বপ্রথম যাত্রীবাহী রেল চলে?- বোম্বাই থেকে থানে পর্যন্ত
66.পশ্চিমবঙ্গ সর্বপ্রথম কোথায় যাত্রীবাহী রেল চলে?- কলিকাতা থেকে রানীগঞ্জ পর্যন্ত
67.গ্যারান্টি প্রথা কি?- ভারতে রেলপথ নির্মাণে মূলধন বিনিয়োগের জন্য ইংল্যান্ডের বেসরকারী কোম্পানীর সঙ্গে ভারত সরকারের স্বল্প মেয়াদী চুক্তি
68.ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলতে কি বোঝায়?- চার্লস উড-এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা
69.চালর্স উড কে ছিলেন?- 1854 খ্রীঃ বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি।
70.   কোন্ সময়কে ‘ভিক্টোরীয় যুগ বলা হয়?- 1854 খ্রীঃ থেকে 1904 খ্রীঃ পর্যন্ত
71. কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?- 1857 সালে 24 শে জানুয়ারী।
72.শিক্ষাকে সরকারী নিয়ন্ত্রণে কে আনেন?- লর্ড কার্জন।
73.কত সালে এবং কে হান্টার কমিশন গঠন করেন?- 1882 খ্রীঃ লর্ড রিপন
74.কত সালে কে ‘র‍্যালে কমিশন’ শিক্ষা ক্ষেত্রে গঠন করেন?- লর্ড কার্জন 1902 খ্রিঃ।
75.কোন আইনের দ্বারা সরকারী নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন-পাঠন ব্যবস্থা চালু হয়?- 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনের দ্বারা
76.প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে কোথায় স্থাপিত হয়?- 1916 খ্রীঃ বোম্বাইয়ে।  
77.বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করেন?- 1921 খ্রীঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
78.শুদ্ধি অনুষ্ঠান কে প্রবর্তন করেন?- স্বামী দয়ানন্দ সরস্বতী।
79.বিধবাদের পুনঃবিবাহ আন্দোলন কে করেছিলেন?- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
80.   ভারতে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?- স্যার সৈয়দ আহমেদ।
81. 1858 খ্রীঃ মহারাণী ঘোষণাপত্র অনুসারে প্রথম ব্রিটিশ ভাইয় কে ছিলেন?- লর্ড ক্যানিং (1858-62)।
82.ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর বাংলার প্রথম গভর্ণর কে ছিলেন?- লর্ড ক্লাইভ (1857-60 প্রথমবার)
83.1773 খ্রীঃ রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলার প্রথম গভর্ণর জেনারেল কে ছিলেন?- ওয়ারেণ হেস্টিংস (1774-85)
84.1833 খ্রীঃ চার্টার অ্যাক্ট অনুসার ভারতের প্রথম গভর্ণর জেনারেল কে ছিলেন?- লর্ড উইলিয়াম বেন্টিক (1833-35)
85.1935 খ্রীঃ নতুন ভারত শাসন আইন অনুসারে প্রথম গভর্ণর জেনারেল কে ছিলেন?- লিনলিথগো (1836-43)
86.স্বাধীন ভারতে প্রথম গভর্ণর জেনারেল কে ছিলেন?- লর্ড মাউন্টব্যাটেন (1947-48)।
87.স্বাধীন ভারতে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?- চক্রবর্তী রাজাগোপালাচারী (1948-50)। |
88.পরাধীন ভারতে শেষ গভর্ণর জেনারেল কে ছিলেন?- লর্ড মাউন্টব্যাটেন (1947-48)।
89.পাঁচসালা বন্দোবস্ত কে প্রচলন করেন?- ওয়েরেণ হেস্টিংস।
90.   আমিন কমিশন কে স্থাপন করেন?- ওয়ারেণ হেস্টিংস।
91. রেগুলেটিং এ্যাক্ট কোন খ্রীঃ প্রবর্তিত হয়?- 1773 খ্রীঃ
92.এশিয়াটিক সোসাইটি কোন্ খ্রীঃ এবং কার উদ্যোগে স্থাপিত হয়?- ওয়ারেণ হেন্টিংসের উদ্যোগে 1784 খ্রীঃ কলিকাতায় এশিয়ার গণেষণার জন্য
93.কলিকাতা মাদ্রাসা কোন খ্রীঃ এবং কে প্রতিষ্ঠা করেন?- 1781 খ্রীঃ হেস্টিংস
94.চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?- লর্ড কর্ণওয়ালিস।
95.সতীদাহ নিবারণ আইন কোন খ্রীঃ এবং কার দ্বারা পাশ হয়?- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1829 খ্রীঃ
96.ঠগী দমন কে করেন?- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সেনাপতি কর্ণেল শ্লীম্যান
97.ভারতে পাশ্চাত্ত্য শিক্ষা প্রবর্তনের সিদ্ধান্ত কোন্ বড়লাট গ্রহণ করেন?- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
98.কলিকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রীঃ কার দ্বারা স্থাপিত হয়?- 1857 খ্রীঃ লর্ড ডালহৌসীর দ্বারা
99.ভারতে রেল ও তার যোগাযোগ কে প্রবর্তন করেন?- লর্ড ডালহৌসীো।
100. হিন্দু বিধবা বিবাহ আইন প্রবর্তনের জন্য কে আন্দোলন করেন?- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
101.  ১৮৮৪ খ্রীঃ স্বায়ত্ব শাসন আইন পাশ করেন? উঃ। লর্ড রিপন।


File Details -
PDF Name : ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ  Part-10// History Question Answers Series  Part-10
Language : Bengali
Size : 256 kb
Download Link : Click Here To Download

আরও অন্যান্য পার্টগুলি নীচে দেওয়া হল ডাউনলোড নিঙ্ক নীচে .........







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top