ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part- 11 // History Question Answers Series with PDF Part-11 (100 টি প্রশ্ন ও উত্তর)
1. ‘সাওয়ার’ শব্দের অর্থ কি?---অশ্বারোহী
সৈনের সংখ্যা
2. আইন-ই-আকবরী ও আকবর নামা কার লেখা?---আবুল
ফজল
3. আকবর তার শাসন ব্যাবস্থার জন্য কার কাছে ঋনী ছিলেন?---শেরশাহ
সূরী
4. নূরজাহান শব্দের অর্থ কি?---জগতের
আলো
5. Megalith
কি?---দক্ষিন
ভারতে প্রস্তর
ফলকে বেষ্টিত
প্রাচীন সমাধিস্থল
6. আশোকের 3 ধরনের লেখ গুলি কি কি?---শিলালেখ,
স্তম্ভলেখ,গুহালেখ
7. কে , কাকে ‘Indian of Indians’ বলেন?---আকবরকে
হ্যাভেল বলেন
8. আকবর
কবে জিজিয়া কর তুলে দেন?---1567
সালে
9. বাংলার প্রথম কার্যত স্বাধীন নবাব কে ছিলেন?---মুর্শীদকুলী খাঁ
10. বাংলার রাজধানী আগে কথায় ছিল?---মুর্শীদাবাদ
11. কলকাতাকে কে, কবে বাংলার রাজধানী করেন?---1773 সালে
,বাংলার গভর্নর
ওয়ারেন হেস্টিংস
12. মুর্শীদকুলী খাঁ কবে বাংলার সুবাদার হন?---1717
সালে
13. রঘুজী ভোঁসলে কোথাকার লোক?---নাগপুর
14. ‘Murshid
Quuli And his Times’ বইটি
কার লেখা?---অধ্যাপক
আব্দুল করিমের
15. দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?---1992
সালে পৃথ্বিরাজ
চৌহান ও
মহাম্মাদ ঘুরীর
মধ্যে হয়
16. ‘সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি’-এর প্রতিষ্ঠাতা কে?---এল.
এম. যোশী
17. ‘আমার
দেশকে যদি ভালবাসা অপরাধ হয়, তাহলে আমি অপরাধী’ উক্তিটি
কার?---শ্রী
অরবিন্দ
18. ‘ম্যান অফ ব্লাড আয়রন’ কাকে বলা হয়?---বিসমার্ক
19. ‘শহিদ দিবস কবে পালিত হয়?---30
জানুয়ারী
20. ‘কাকোরি ডাকাতি’ মামলায় প্রধান অভিযুক্ত---রামপ্রসাদ
বিসমিল্লাহ
21. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী---মৌলানা
আবুল কালাম
আজাদ
22. নাট্যাভিয়ান নিয়ন্ত্রন আইন ---1876
সালের ,14 মার্চ
23. কংগ্রেসের রামগড় অধিউবেসনে কে সভাপতিত্ত্ব করেন?---মৌলানা
আবুল কালাম
আজাদ
24. ‘মারহাট্টা’ নামক সংবাদপত্রটির প্রতিষ্ঠাতা---বালগঙ্গাধর
তিলক
25. দক্ষিন ভারতে রোমানদের বানিজ্যকেন্দ্র কোন্টি?---আরিকামেদু
26. পশ্চিমী শিখা ব্যাবস্থার প্রচলন ভারতে করেছিলেন---মেকলে
27. শিক্ষা সংসদের নামে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির উপর সরকারী নিয়ন্ত্রন আরপ করেন---লর্ড
কার্জন
28. কাকে ভারতের প্রথম জাতীয় শাসক বলা হয়?---চন্দ্রগুপ্ত
29. সগৌলির সন্ধি(1816) কাদের মধ্যে হয়েছিল?---ইংরেজ
ও নেপলিয়ানের
মধ্যে
30. ‘ডন সোসাইটি’-এর প্রতিষ্ঠাতা কে?---সতীশচন্দ্র
মুখোপাধ্যায়
31. পিপিলস ডেইলি কোন দেশের সংবাদপত্র?---বেজিং
(চিন)
32. কোন ভারতীয় প্রথম ম্যাগসেসে পুরষ্কার পেয়েছিলেন?---আচর্য
বিনোবা ভাবে
33. ‘ভারত ছাড়ো দিবস’ কবে পালিত হয়?---9
ই আগস্ট
34. ‘মুকনায়ক’ পত্রিকাটির সম্পাদক কে?---আম্বেদকর
35. দ্বিতীয় চূয়াড় বিদ্রহের নেতা কে ছিলেন?---গোবর্ধন
দিকপতি
36. সন্দীপে কবে প্রথম কৃষক বিদ্রহ শুরু হয়?---1769
সালে
37. ‘লেবার স্বরাজ পার্টি’ কবে গঠিত হয়?---1925
সালে
38. ‘নিখিল ভারত ব্যাক্তি স্বাধীনতা সঙ্ঘের’ প্রথম সভাপতি কে?---রবীন্দ্রনাথ ঠাকুর
39. পি. এন.
ঠাকুর কার ছদ্মনাম?---রাসবিহারী
বসু
40. ভারতের প্রাচীনতম লিপি কনটি?---মহেঞ্জদাড়ো
লিপি
41. ‘লেখ’ শব্দের অর্থ কি?---খদাই
করা লেখা
42. ‘লিপি’ শব্দের অর্থ কি?--- বর্ণমালা
43. কোন বাঙালি সবথেকে বেশী সংখ্যক লেখমালার পাঠোদ্ধার করেন?---দীনেশচন্দ্র সরকার
44. শেরশাহ সুরির আসল নাম কি?---ফরিদ
45. বেদের কোন ভাগে অস্ত্রমন্ত্র সম্পর্কে লেখা আছে?---অথর্ব
বেদে
46. ভারতের কোন এলাকার সম্রটরা স্বরাজ উপাধি নিতেন?---পশ্চিম
ভারতের সম্রাটরা
47. হরপ্পা সভ্যতায় কোন বৃক্ষকে অঊজা করা হত?---পিপল
48. ‘মহিষী’ মানে কি?---রাজার
প্রধান রানী
49. ‘শতপতি’ শব্দের অর্থ কী?---একশত
গ্রামের অধিপতি
50. ‘শতদায়’ কী?---বৈদিক
দন্ড বিধি
51. ‘ধমন’ কী?---বৈদিক
যুগের আইন,
যার ব্যাখ্যা
কর্তা শুধু
পুরহিত
52. ‘ব্রত্য’ কারা?---পতিত
ক্ষত্রিয়রা
53. ‘ব্রাত্য’ দের মূল কেন্দ্র কোথায়?---মগধে
54. অজাতশত্রুর উপাধি কি?---কুনিক
55. চেদী জনপথটি এখন কোথায়?---বুন্দেলখন্ডে
56. উদয়ন কোথাকার সম্রাত?---বৎস
57. বিম্বিসারের উপাধি কি?---শ্রেনিক
58. বিম্বিসারের রাজধানী কোথায় ছিল?---রাজগৃহ
(রাজগির)
59. ভারতের কোন এলাকার রাজারা ‘বিরাট’ উপাধি নিতেন?---উত্তর
ভারতের সম্রাটরা
60. অজাতশত্রুর মন্ত্রী কে ছিলেন?---বসরাকর
61. অজাতশত্রুর ছেলের নাম কি?---উদয়ী
62. বিম্বিসারের রাজবেদ্য কে ?--- জীবক
63. ‘নিষাদ’ কারা?---অনার্য
উপজাতি
64. হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে?---নাগদশক
65. প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়?---রাজগৃহ
66. শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা---শিশুনাগ
67. শিশুনাগের পুত্র কে?---কালাশোক
68. হরপ্পা সভ্যতার একমাত্র বন্দরের নাম কি?---লোথাল
69. হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?---রাভি
(ইরাবতী)
70. হরপ্পাবাসীরা কোন রত্ন বেশী ব্যাবহার করতেন?---নীলকান্ডমনি
71. সিন্ধু সভ্যতায় ব্যাবহৃত লাঙল কোথায় পাওয়া গেছে?---কালিবঙ্গান
72. সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?---1922
সালে
73. সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন কোন দ্রব্যের ব্যাবহার জানতেন?---লোহা
ও ঘোড়া
74. বেদে কোন নদীকে ‘নদীতমা’ বলা হত?---সরস্বতী
75. বেদে কোন দ্রব্যের উল্লেখ নেই?---লবন
76. বেদে হাতিকে কি বলা হয়েছে?---বৃজহস্তিন
77. ‘শত অনিত্র কি?---শত
দাঁড় বিশিষ্ট
নৌকা
78. ‘শতম্রী’ কি?---এক
প্রকার যুদ্ধাস্ত্র
79. ‘পরচরিষ্ণু’ কি?---এক
প্রকার চলমান
যুদ্ধযান
80. বেদান্ত কাকে বলে?---উপনিষদকে
81. বেদে কাকে পথকৃত বলা হত?---পুর
বা দুর্গকে
82. বৈদিক যুগে উগ্র কাদের বলা হত?---পুলিশ
83. ‘শ্রেষ্ঠী’ কারা?---বৈদিক
যুগের বণিকরা
84. বৈদিক যুগের ভাগদুখ কে?---কর
আদায় কর্মী
85. ‘গোবিবর্তন’ কে?---রাজ
শিকার সঙ্গী
86. ‘কত্রি’ বা ‘কুঞ্চল’ কি?---বাজার
সরকার
87. বৈদিক যুগে ‘রত্মিন’ কাদের বলা হত?---সোনানী,
গ্রামনী ও
পরহিতদের
88. ‘অক্ষবাপ’ কী?---পাশা
খেলার অধ্যক্ষ
89. ‘বৈদিক ভাষায় ‘শৈলষ’ কী?---অভিনেতা
90. ‘শলালী’ কী?---চিরুণী
91. বৈদিক যুগের যুদ্ধের দেবতা কে?---স্কন্দ
92. কোন সুলতান প্রথম জীবনে ‘আলি গুরশাম্প’ নামে পরিচিত?---আলাউদ্দিন
খলজী
93. বলবনের সময়ে কে বাংলার স্বাধীন সুলতান?---তুঘ্রীল
খাঁ
94. হুলাগু কে ছিলেন?---মগল
সম্রাট
95. ‘উদগীরের যুদ্ধ’ কবে হয়?---1760
সালে
96. ‘হিন্দু-পাদ-পাদশাহী’-এর
অর্থ কী?---হিন্দু
সাম্রাজ্য
97. ‘ছত্রপতি শাহু’ কে?---শিবাজীর
নাতি ও
শম্ভূজীর ছেলে
98. ‘পালঘেড়ের যুদ্ধ’ কাদের মধ্যে হয়?---নিজাম-উল-মূলক
ও বাজীরাও
99. আরবরা কবে সিন্ধু আক্রমন করেন?---712 সালে
100.
কোন
চালুক্য রাজা অঙ্গ, বঙ্গ, কোলিঙ্গ ও মগধ জয় করেন?---কীর্তিবর্মন
File Details -
PDF Name : ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part-11// History Question Answers Series Part-11
Language : Bengali
Size : 177 kb
Download Link : Click Here To Download
PDF Name : ইতিহাস প্রশ্নোত্তর সিরিজ পি.ডি.এফ সহ Part-11// History Question Answers Series Part-11
Language : Bengali
Size : 177 kb
Download Link : Click Here To Download
আরও অন্যান্য পার্টগুলি নীচে দেওয়া হল ডাউনলোড নিঙ্ক নীচে .........