জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা অথবা টীকা লেখ জাতীয় শিক্ষা পরিষদ

2

জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা

জাতীয় শিক্ষা পরিষদ



প্রিয় বন্ধুরা 

আজকে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা|দশম শ্রেনী ইতিহাস|পঞ্চম অধ্যায়|বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা|4 নম্বরের প্রশ্ন ও উত্তর|8 নম্বরের প্রশ্ন ও উত্তর|তোমরা West Bengal Class 10 History পেয়ে যাবে|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর|Class 10 History 5th chapter Suggestion WBBSE|মাধ্যমিক ইতহাস প্রশ্নোত্তর|West Bengal Class Ten|Class X History Question and Answer|itihas proshno uttor|Class 10 History 5th chapter Notes WBBSE|


এছাড়াও তোমরা পাবে দশম শ্রেণী পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|পশ্চিমবঙ্গ দশম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই 4 নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন 

টীকা লেখ জাতীয় শিক্ষা পরিষদ


ভূমিকা:- বঙ্গভঙ্গবিরোধী স্বদেশি ও বয়কট আন্দোলনে বিদেশি শিক্ষাকেও বয়কট করার ডাক দেওয়া হয় । এর পাশাপাশি স্বদেশি শিক্ষার প্রসার ঘটানো হয়। শিক্ষা বিষয়ে স্বদেশি আন্দোলনের ফলে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর উদ্দেশ্য ছিল জাতীয় আদর্শে শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।


জাতীয় শিক্ষা পরিষদের পটভূমি

স্বদেশি বয়কট আন্দোলনে ছাত্ররা দলে দলে যোগদান করে। আন্দোলন থেকে ছাত্রদের দূরে রাখার জন্য ব্রিটিশ সরকার তিনটি সার্কুলার জারি করে। এগুলি হল— কার্লাইল সার্কুলার(১৯০৫ খ্রিষ্টাব্দের অক্টবর ১০), লিয়ন সার্কুলার (১৯০৫ খ্রিষ্টাব্দের অক্টবর ১৬),পেডলার সার্কুলার (১৯০৫ খ্রিষ্টাব্দের অক্টবর ২১)

 

আরও পড়ুন......


অ্যান্টি-সার্কুলার সোসাইটি

এইসব সার্কুলারগুলির  বিরুদ্ধে শচীন্দ্রপ্রসাদ বসু ১৯০৫ খ্রিস্টাব্দের ৪ নভেম্বর কলকাতায় অ্যান্টি-সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই সোসাইটির উদ্দেশ্য ছিল— স্বদেশি পণ্য বিক্রি করা, বিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করা ইত্যাদি।


জাতীয় শিক্ষা পরিষদ গঠন

i) ১৯০৫ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর ডন সোসাইটির উদ্যোগে জাতীয় শিক্ষা প্রবর্তনের জন্য একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

ii) ১৯০৫ খ্রিস্টাব্দে ৮ নভেম্বর রংপুরে সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

iii) ১৯০৬ খ্রিস্টাব্দের ১১ মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে অনুষ্ঠিত এক সভায় ৯২জন সদস্য নিয়ে কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ (National Council of Education) গঠিত হয়।


বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা

এই পরিষদের অধীনে ১৯০৬ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয় এবং কারিগরি শিক্ষার জন্য ১৯০৬ খ্রিস্টাব্দের ২৫ জুলাই কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।


আরও পড়ুন......


জাতীয় শিক্ষার বিস্তার

বাংলা ও বাংলার বাইরে জাতীয়  শিক্ষার ব্যাপক বিস্তার ঘটেছিল। ১৯০৮ খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় ২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩০০টির বেশি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে। বাংলার বাইরে বোম্বাই, মাদ্রাজ, যুক্তপ্রদেশ, পাঞ্জাব, বেরার, মসুলিপত্তম, অন্ত্র প্রভৃতি জায়গায় জাতীয় শিক্ষার প্রসার ঘটে। জাতীয় শিক্ষার জনপ্রিয়তা বজায় থাকে ১৯১০ খ্রিস্টাব্দ পর্যন্ত।


মূল্যায়ন:- ১৯১০ খ্রিস্টাব্দের পর বিভিন্ন কারনে জাতীয় শিক্ষা পরিষদের  জনপ্রিয়তা কমতে থাকে।তবে যাইহোক  না কেন জাতীয়  শিক্ষা পরিষদই প্রথম জাতীয় স্তরের শিক্ষা নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিল।





File Details

 

File Name/Book Name

ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ

File Format

PDF

File Language

Bengali

File Size

62 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members




একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top