বিভিন্ন ধরনের স্মৃতিকথার বিবরণ দাও। ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ও ত্রুটি লেখ।
প্রিয় বন্ধুরা
আজকে বিভিন্ন ধরনের স্মৃতিকথার বিবরণ ও ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ও ত্রুটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব|দ্বাদশ শ্রেনী ইতিহাসস প্রথম অধ্যায়|অতীত স্মরন|4 নম্বরের প্রশ্ন ও উত্তর|8 নম্বরের প্রশ্ন ও উত্তর|তোমরা West Bengal Class 12 History পেয়ে যাবে|দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর|Class 12 History 1st chapter Suggestion WBBSE|মাধ্যমিক ইতহাস প্রশ্নোত্তর|West Bengal Class Ten|Class XII History Question and Answer|itihas proshno uttor|Class 12 History 1st chapter Notes WBBSE|
এছাড়াও তোমরা পাবে দ্বাদশ শ্রেণী প্রথম অধ্যায় অতীত স্মরন থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|পশ্চিমবঙ্গ দশম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই 4 নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন
বিভিন্ন ধরনের স্মৃতিকথার বিবরণ দাও। ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ও ত্রুটি লেখ।
ভূমিকা: জনশ্রুতির একটি অন্যতম উপাদান হল স্মৃতিকথা। কোনাে ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত বা ঐতিহাসিক কোনাে ঘটনার সাক্ষী কোনাে ব্যক্তি তার অতীত স্মৃতি থেকে অতীতের ঘটনাটির যে বিবরণ দেন, তাকে স্মৃতিকথা বলে।
স্মৃতিকথার বিবরণ:- স্মৃতিকথার উল্লেখযােগ্য কয়েকটি উদাহরণ হল।
(i) জ্যোতি বসুর স্মৃতিকথা : পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতিকথামূলক গ্রন্থটি হল— যতদূর স্মৃতি থেকে অতীত ঘটনাটির যে বিবরণ দেন তাকে বলা হয়। পরবর্তীকালে ওই ব্যক্তির দেওয়া স্মৃতিকথায় উল্লেখিত বিভিন্ন তথ্যগুলি ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। আত্মজীবনীমূলক গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল ‘স্মৃতিকথা।
(ii)স্মৃতিকথার সংজ্ঞা: ঐতিহাসিক ও গবেষকরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে স্মৃতিকথার ব্যাখ্যা দিয়েছেন
(iii) অতীতের স্মৃতিচারণ: স্মৃতিকথাতে একজন লেখক তার জীবনে ঘটে যাওয়া বা তাঁর প্রত্যক্ষ করা বিভিন্ন ঘটনার বিবরণ তার স্মৃতিকোঠা থেকে তুলে ধরেন। তাই স্মৃতিকথাগুলি হল বিভিন্ন অতীত ঘটনার স্মৃতিচারণ।
(iv) দৃষ্টিভঙ্গির পার্থক্য: স্মৃতিকথা হল লেখকের এক ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ যেখানে লেখক তার নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসারে কোনাে ঐতিহাসিক ঘটনার বিবরণ বা ব্যাখ্যা দেন।
(v) সত্য বিবরণ: অতীতের কোনাে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী বা ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরােক্ষভাবে যুক্ত কোনাে ব্যক্তি পরবর্তীকালে তাঁর স্মৃতি থেকে ওই ঘটনাটির যে বিবরণ দেন তা ‘স্মৃতিকথা” নামে। পরিচিত।
উদাহরণ: বিখ্যাত সাহিত্যিক নারায়ণচন্দ্র সান্যালের স্মৃতিকথামূলক গ্রন্থ –‘আমি নেতাজিকে দেখেছি। তিনি প্রত্যক্ষদর্শীরূপে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনার বিবরণ ওই গ্রন্থটিতে তুলে ধরেছেন। এই স্মৃতিকথা মূলক গ্রন্থটি থেকে নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে সমকালীন বিভিন্ন ঐতিহাসিক তথ্য জানা যায়। জনপ্রিয় সংগীত শিল্পী মান্না দের আত্মজীবনী ‘জীবনের জলসাঘরে’ অপর একটি গুরুত্বপূর্ণ স্মৃতিকথামূলক গ্রন্থ। এই গ্রন্থটি প্রায় একশত বছরের সংগীতচর্চার ইতিহাসের জীবন্ত দলিল।
স্মৃতিকথার বৈশিষ্ট্য: স্মৃতিকথার কতগুলি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলি হল—
(i) সত্য ঘটনার বিবরণ : অতীতের কোনাে গুরুত্বপূর্ণ। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরােক্ষভাবে যুক্ত বা ঘটনার প্রত্যক্ষদর্শী তাঁর স্মৃতি থেকে বিবরণ দেন, তাই স্মৃতিকথার কাহিনিগুলির সত্যতা থাকে। তাই ‘স্মৃতিকথা’কোনাে কাল্পনিক গল্পকথা নয়, এর একটি বাস্তব ভিত্তি থাকে।
(ii) বিশেষ বিশেষ ঘটনার বিবরণ: স্মৃতিকথাতে লেখক তার জীবনের বিশেষ বিশেষ কিছু ঘটনার ওপর গুরুত্ব আরােপ করেন। লেখক তার সমগ্র জীবনের কাহিনি নিয়ে আলােচনা করেন না। প্রায় প্রত্যেকটি স্মৃতিকথায় যুদ্ধ, বিশ্বযুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম, দাঙ্গা, দেশভাগ প্রভৃতি ঘটনার বিবরণ পাওয়া যায়। যেমন মণিকুন্তলা সেনের স্মৃতিকথা— সে দিনের কথা গ্রন্থে 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট-এর কলকাতার দাঙ্গার পরিচয় পাওয়া যায়।
(iii) বিভিন্ন দৃষ্টিভঙ্গি : অধিকাংশ স্মৃতিকথার লেখক নিজস্ব দৃষ্টিকোণ থেকে সমকালীন ঘটনাটির বিবরণ দেন। ফলে ঘটনাগুলির বিভিন্ন স্মৃতিকথার মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকে।
(iv) পরিবর্তিত পরিস্থিতির উপস্থাপন: স্মৃতিকথাগুলিতে লেখক যে বিখ্যাত ঘটনাটির বিবরণ দেন তা সমসাময়িক পরিবেশের ওপর কীরকম প্রভাব ফেলেছিল বা লেখকেরমনেকী প্রভাব ফেলেছিল বা ওই ঘটনার প্রভাবে সমসাময়িক পরিস্থিতি কীভাবে পরিবর্তিত হয়েছিল তা ফুটে উঠে।
(v) উত্তমপুরুষ লেখা : স্মৃতিকথাগুলি লেখক উপস্থাপন করেন উত্তমপুরুষে অথাৎ নিজের জবানিতে, কারণ লেখক নিজে কাহিনির কথক হয়ে স্মৃতিকথার কাহিনিকে এগিয়ে নিয়ে যান।
মূল্যায়ন: স্মৃতিকথাগুলি সত্য হিসেবে গ্রহণ করার আগে কিছু সতর্কতা গ্রহণ করা উচিত। কারণ প্রথমত, নিজ মতাদর্শকে সমর্থন করতে গিয়ে অনেক সময় লেখক প্রকৃত ঘটনাকে অতিরঞ্জিত করে দেখান। দ্বিতীয়ত, অল্প শিক্ষিত ব্যক্তিরা অনেক সময় স্মৃতিকথায় সঠিক তথ্য তুলে ধরতে পারেন না। এ ছাড়া বিভিন্ন ব্যক্তির লেখা একই ঘটনার স্মৃতিকথায় বিভিন্ন রকম বিবরণ থাকে।
File Details |
|
File Name/Book Name | বিভিন্ন ধরনের স্মৃতিকথার বিবরণ দাও। ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ও ত্রুটি লেখ। |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 44 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |