দশম শ্রেনী/Class Ten ইতিহাস
(HISTORY)
WEST BENGAL BOARD(CLASS-X)
SUGGESTION AND NOTES
PART-4/Chapter-4
(নীচে দশম শ্রেনীর ইতিহাস বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে সাজেসান ভিত্তিক প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল( প্রতিটি অধ্যায় থেকে Blue/ নীল-এর রং করা যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলির উত্তর এখনও পর্যন্ত দেওয়া হয়েছে বা Upload-করা হয়েছ(click করলেই উত্তর পেজ-এ চলে যাবে) আর বাকি গুলির কাজ চলছে-প্রিয় ছাত্র ছাত্রীদের কথা ভেবেই এই ধরনের ব্যবস্থা গ্রহন করলাম ) তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর আগেই প্রয়োজন হয়, তাহলে আমাকে comment -এ প্রশ্নটি লিখে দিলে খুব শীঘ্রই সেটি দেওয়ার ব্যবস্থা করা হবে ..............ধন্যবাদ সবাইকে)
চতুর্থ অধ্যায়
(HISTORY)
WEST BENGAL BOARD(CLASS-X)
SUGGESTION AND NOTES
PART-4/Chapter-4
দশম শ্রেনী/Class Ten |
(নীচে দশম শ্রেনীর ইতিহাস বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে সাজেসান ভিত্তিক প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল( প্রতিটি অধ্যায় থেকে Blue/ নীল-এর রং করা যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলির উত্তর এখনও পর্যন্ত দেওয়া হয়েছে বা Upload-করা হয়েছ(click করলেই উত্তর পেজ-এ চলে যাবে) আর বাকি গুলির কাজ চলছে-প্রিয় ছাত্র ছাত্রীদের কথা ভেবেই এই ধরনের ব্যবস্থা গ্রহন করলাম ) তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর আগেই প্রয়োজন হয়, তাহলে আমাকে comment -এ প্রশ্নটি লিখে দিলে খুব শীঘ্রই সেটি দেওয়ার ব্যবস্থা করা হবে ..............ধন্যবাদ সবাইকে)
সংঘবদ্ধতার গোড়ার কথা
MARKS-4
► মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি ?
অথবা
মহারানির ঘোষণাপত্র কী? মহারানির শাসনকালকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়’ কেন বলা হয়?
অথবা
মহারানির ঘোষণাপত্র কী? মহারানির শাসনকালকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়’ কেন বলা হয়?
► ভারতমাতার চিত্র জাতীয়তাবাদের উন্মেষে কি ভূমিকা পালন করেছিল?
► বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদের বিকাশে সহায়তা করেছিল?
অথবা স্বামী বিবেকানন্দের ‘বর্তমান ভারত’ ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ?
অথবা স্বামী বিবেকানন্দের ‘বর্তমান ভারত’ ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ?
► 1857 সালের বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়?
► টিকা লিখঃ ইলবার্ট বিল আন্দোলন।
► উনবিংশ শতাব্দীতে গড়ে ওঠা সভাসমিতিগুলির সভাসমিতিরযুগের বৈশিষ্ট্যগুলি কী কী?
►1857 সালের সালের বিদ্রোহকে কেন সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়?
অথবা 1857 সালের সালের বিদ্রোহকে কেন সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়না ?
► টিকা লিখঃ ইলবার্ট বিল আন্দোলন।
► উনবিংশ শতাব্দীতে গড়ে ওঠা সভাসমিতিগুলির সভাসমিতিরযুগের বৈশিষ্ট্যগুলি কী কী?
►1857 সালের সালের বিদ্রোহকে কেন সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়?
অথবা 1857 সালের সালের বিদ্রোহকে কেন সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়না ?
MARKS-8
উত্তরমুছুন► 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল? ans. ta din.
ভূমিকা:-1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে শিক্ষিত বাঙালি সমাজ সুনজরে দেখেনি। তারা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বিরোধিতা করেছেন।
মুছুন1857-র বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব
1. ইংরেজদের প্রতি বিশ্বাস: তখনকার
পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ও বাঙালি
মধ্যবিত্ত ইংরেজ শাসনের প্রতি অধিক
আগ্রহ পোষণ করত। তারা মনে করতো
ভারতের ওপর থেকে ব্রিটিশ শাসন উঠে
গেলে ভারতকে সঠিক ভাবে চালানো যাবে
না। তারা ব্রিটিশ শাসন কে ভারতের
পক্ষে কল্যাণকর বলে মনে করত। তাই
তারা
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কুনজরে
দেখেছেন।
2. বিদ্রোহের অযৌক্তিকতা:1857 খ্রিস্টাব্দের
বিদ্রোহকে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত ও
প্রয়োজনীয়তা বলে মনে করত।
বিদ্রোহের ব্রিটিশ শাসনের অবসান ঘটল
ভারতে মুসলিম শাসন ফিরে আসতে পারে
এই আশঙ্কা ছিল মূলত হিন্দু মধ্যবিত্তদের
মধ্যে। তাই তারা বিদ্রোহ কে সমর্থন
করেনি।
3. খ্যাতনামা বাঙালিদের অভিমত:
(A) হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু
পেট্রিয়ট পত্রিকাতে সিপাহীদের নৃশংস
বর্বর এবং নরহত্যাকারীদের বলে অভিহিত
করেছেন।
(B) রাজনারায়ণ বসু 1857 খ্রিস্টাব্দের
বিদ্রোহকে 'নৈরাজ্যবাদী' এবং নানা
সাহেব, আজিমউল্লাহর মতো বিদ্রোহী
নেতাদের 'অন্যায়কারীর' দানব বলে
অভিহিত করেছেন।
(C) এছাড়াও কিশোরীচাঁদ মিত্র, ঈশ্বর
গুপ্ত প্রমুখ এই বিদ্রোহের প্রতি অনাস্থা
প্রকাশ করেন।
4. বিদ্রোহের বিরোধিতা: তখনকার বাঙালি
মধ্যবিত্তরা ইংরেজ শাসনের অধীনে চাকরি
করতো তাই তারা ইংরেজ শাসনের
বিরুদ্ধে যেতে চায়নি। তারা 1857- এর
বিদ্রোহের বিরোধিতা করেছিল।
মূল্যায়ন:- শিক্ষিত বাঙালি মধ্যবিত্তরা প্রথমে এই বিদ্রোহ কে সমর্থন না করলেও বিদ্রোহ দমনে সরকার যে নিষ্ঠুর দমননীতির আশ্রয় নিয়েছিল তা শিক্ষিতদের চোখ খুলে দেয়। তার উপলব্ধি করে যে, ব্রিটিশ শাসন কখনো ভারতে কল্যাণকর হবে না। এই চেতনা পরবর্তীকালে জাতীয়তাবাদকে শক্তিশালী করে তুলেছিল।
****************-- TAMIM ISLAM
https://history4u3.blogspot.com/2019/04/1857-1857-1857-18-57-i-ii-i-ii.html
উত্তরমুছুনএই লিঙ্কটাই ক্লিক কর- উত্তর পেয়ে যাবে অথবা লিঙ্কটা copy করে যেকোন browser এর address bar -এ গিয়ে paste করে search কর উত্তরটি পেয়ে যাবে।
ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা কি ছিল
উত্তরমুছুনYOU will get your answer very soon........thank u.......
উত্তরমুছুননীচের Url Link টি Copy করে যেকোন ব্রাউসারে গিয়ে Paste করে Search কর তোমার উত্তর পেজটি পেয়ে যাবে..........
উত্তরমুছুনhttps://history4u3.blogspot.com/2019/04/how-Rabindranath-Tagors-Gora-Noble-emerged-Nationalism-among-the-indians.html
পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কি ছিল
উত্তরমুছুনপ্রশ্ন রেখায় ও লেখায় কি ভাবে জাদিয়তাবাদের বিকাশ ঘটে?
উত্তরমুছুনআমি খুব দুঃখিত উত্তর Uploading এর কাজ একটু ধীর হওয়ার জন্য ...তবে খুব শীঘ্রি বাকি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে । আপডেত পেতে ওয়েবসাইডে নজর রাখো......
উত্তরমুছুনপ্রশ্ন রেখায় ও লেখায় কি ভাবে জাদিয়তাবাদের বিকাশ ঘটে? এই প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেওয়া হবে। ধন্যবাদ
আর একটা GOOD NEWS ২০২০ সালে যারা মাধ্যমিক দেবে তাদের কথা ভেবে আগেই প্রথম ছয়টি অধ্যায়ের সাজেসান আগেই দেওয়া হল। পেজটি পেতে ওয়েব সাইট ভিজিট কর......অসুবিধে হলে লিঙ্ক দিয়ে দেয়াওয়া হবে ......কমেন্ট-এ অবশ্যই জানাবে
Ami 6th chapter short question ta downl9ad k0rte parchi na please ekbar apni ota ektu dekhun jate pdf ta download korte pari link die den subhida hobe
মুছুনHelpful!!!!
উত্তরমুছুনবাংলার বুদ্ধিজীবী মহা বিদ্রোহ কে সমর্থন করেনি কেন? ans ta din
উত্তরমুছুন