স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ?||সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষন||মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়
স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত |
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ?||সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষন||মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়|১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Madhyamik History Question and Answer|10th History Examination – দশম শ্রেনীর চতুর্থ ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|এছাড়াও তোমরা মাধ্যমিক চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক চতুর্থ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination - মাধ্যমিক চতুর্থ অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক চতুর্থ অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।
তো বন্ধুরা সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ চতুর্থ অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer)|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষন অধ্যায় থেকে|সম্পর্কে আলোচনা করা আছে।|আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ?||সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষন||মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়
স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ?
উত্তর:-পৃথিবীর যেকোন দেশে স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদী ভাবধারা বিকাশের সঙ্গে সেই দেশের দেশাত্মবোধক ও জাতীয়তাবাদী সাহিত্যের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। উনিশ শতকের দ্বিতীয়ার্ধে দেশাত্মবোধক সাহিত্যের বিকাশ ভারত ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য। যে সমস্ত মনীষীরা তাদের লেখার মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ও প্রসার ঘটিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্বামী বিবেকানন্দের এবং তার লেখা দেশাত্মবোধক উপন্যাস বর্তমান ভারত। স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি 1905 খ্রিস্টাব্দে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। গ্রন্থটিতে বিবেকানন্দের ভারত দর্শন এবং ভারত সম্পর্কে তাঁর দার্শনিকতত্ত তুলে ধরা হয়েছে যা জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে নতুন দিক খুলে দিয়েছে।
জাতীয় ঐতিহ্য:-স্বামী বিবেকানন্দ এই গ্রন্থে প্রাচীন ভারতে বৈদিক ঋষিদের দ্বারা সমাজ শাসনকাল থেকে শুরু করে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত ভারতের ইতিহাস বর্ণনা করেছেন। তিনি বলেন পাশ্চাত্যের প্রভাব থেকে ভারতবাসীর মুক্তির প্রয়োজন। কারণ জাতীয় ঐতিহ্য প্রকৃত জাতীয়তাবোধের উৎস।
সামাজিক মূল্যবোধ:-বিবেকানন্দ বলেন সমাজের উঁচুতলার মানুষের দ্বারা শত শত বছর ধরে শোষিত শূদ্র শ্রেণির মানুষ একসময় সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে তারা দেশ শাসন করবে। সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটবে এবং শুরু হবে প্রকৃত মানুষের গণজাগরণ।
দেশপ্রেম:-বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থে দেশপ্রেম জাগরিত হয়েছে। তিনি ভারতীয় সমাজকে আমার শিশুশয্যা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বলে বর্ণনা করে প্রত্যেক ভারতবাসীকে সংঘবদ্ধ হতে বলেছে।
জাতীয়তাবাদের বাণী:-পাশ্চাত্যের অন্ধ অনুকরণ ছেড়ে বিবেকানন্দ দেশমাতৃকার মুক্তির ডাক দিয়েছেন। তিনি বর্তমান ভারত- এ উল্লেখ করেছেন যে মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত।
মূল্যায়ন:-পরিশেষে বলা যায় বর্তমান ভারত- এ বিবেকানন্দ ভারত ও ভারতবাসীর দুর্বলতাগুলিকে চিহ্নিত করে ও দুর্বলতা কাটিয়ে জাতীয়তাবাদের মহামন্ত্র ছড়িয়ে দিয়েছিলেন। তাই ঐতিহাসিক আর.জি. প্রধান বিবেকানন্দকে ভারতের জাতীয়তবাদের জনক বলে অভিহিত করেছেন।
File Details |
|
File Name/Book Name | ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা কি ছিল? |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 50 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
Achaa ha
উত্তরমুছুন