প্রশ্নঃ উনবিংশ শতাব্দীতে গড়ে ওঠা সভাসমিতিগুলির সভাসমিতিরযুগের বৈশিষ্ট্যগুলি কী কী?
সভাসমিতিরযুগ |
বৈশিষ্ট্য:
উনবিংশ শতাব্দীতে গড়ে ওঠা সভাসমিতিগুলির কিছু বৈশিষ্ট্য ছিল-
১. ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে জাতীয়তাবাদ ও যুক্তিবাদের গুরুত্ব উপলদ্ধি করেন। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তারা মানুষকে সংগঠিত করেন।
২.ইংরেজি জানা উচ্চবিত্ত সম্প্রদায়ের প্রতিনিধি স্বরুপ মধ্যবিত্তরাই এই সভাসমিতিগুলির জন্ম দিয়েছিল।
৩. ১৮৫০ খ্রিস্টাব্দের পূর্বের সভাসমিতিগুলির রাজনৈতিক চরিত্র ছিল না।
৪.এই পর্বের সভাসমিতিগুলি পূর্বেকার যুগের তুলনায় অনেক বেশি ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী ছিল।
৫. জমিদার এবং বিত্তশালী শ্রেণি তাদের শ্রেণিস্বার্থ বজায় রাখার জন্য কয়েকটি সংগঠন তৈরি করেছিল। সেখানে দাবি আদায়ই ছিল মুখ্য, ব্রিটিশ বিরোধিতা ছিল না বললেই চলে।
৬.উনবিংশ শতক জুড়ে ভারতীয় কবি, সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক, চিত্রকর প্রমুখের রচনা ঔপনিবেশিক শোষন ও শাসনের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করতে সাহায্য করে।
****যদি আপনাদের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের পড়ার সু্যোগ করেদিন।****ধন্যবাদ***** |