আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও || মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় || বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

dream
0

আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও||মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়||বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা



আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন




প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও||মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়||বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা||মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন:বৈশিষ্ট্য ও পর্যালোচনা ইতিহাসের ধারণা থেকে ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর||ইতিহাস প্রশ্নত্তোর| Madhyamik History Question and Answer|দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ইতিহাস|বিশ শতকের ভারতে কৃষক  শ্রমিক ও বামপন্থী আন্দোলন|History chapter 6 question answer|10th History Examination | History Mock Test|দশম শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর| ইতিহাস মক টেস্ট|এই ওয়েবসাইটে মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination- মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class Ten Itihas proshno uttor|মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। এছাড়াও তোমরা মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|


তো বন্ধুরা ষষ্ঠ অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক  শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।



আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও||মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়||বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা


আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও।


উঃ- মহাত্মা গান্ধির নেতৃত্বে কংগ্রেস দল 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু করে। এই আন্দোলনে ভারতের বিভিন্ন প্রান্তের শ্রমিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।


মহারাষ্ট্রে ধর্মঘট:- মহারাষ্ট্রের শোলাপুর নাগপুর ও বোম্বাই- এ ব্যাপক শ্রমিক ধর্মঘট হয়। শোলাপুরে বস্ত্র- শ্রমিকদের মিছিলে পুলিশ গুলি চালালে ক্ষিপ্ত শ্রমিকরা রেলস্টেশন থানা আদালত ও সরকারি দপ্তরে আক্রমণ চালায়। বোম্বায়ে প্রায় 20 হাজার শ্রমিক স্বাধীনতার দাবি জানায়। বোম্বায়েরর রেল শ্রমিকরা রেললাইনে শুয়ে রেল অবররোধ করে আইন অমান্য আন্দোলন চালায়।


বাংলায় ধর্মঘট:- কলকাতার বিভিন্ন চটকল পরিবহণ ও শিল্পকারখানার শ্রমিকরা ধর্মঘট করে। এ ছাড়া কুলটির লৌহ- ইস্পাত কারখানা রানিগঞ্জের কয়লাখনি প্রভৃতি স্থানের শ্রমিকরাও ধর্মঘট করে।


অন্যান্য স্থানে ধর্মঘট:- গুজরাটের ডান্ডি নামক স্থানে গান্ধিজির লবণ আইন অমান্য আন্দোলনে বহু শ্রমিক অংশ নেয়। এছাড়া করাচি বন্দর হীরাপুরে লৌহ- ইস্পাত কারখানা আসামের ডিগবয় তৈলশোধনাগার মাদ্রাজের শিল্প কারখানার শ্রমিকরাও ধর্মঘটে শামিল হয়।


কমিউনিস্ট পার্টির ভুমিকা:- আইন অমান্য আন্দোলনের সময় শ্রমিকদের আন্দোলনে শামিল করার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিটিরণদিভে সোমনাথ লাহিড়ী প্রমুখ কমিউনিস্ট নেতার নেতৃত্বে 1931 খ্রিস্টাব্দে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। শ্রমিক ধর্মঘটে কমিউনিস্ট পার্টির ব্যাপক ভূমিকা থাকায় সরকার এই বছর কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে।


আন্দোলনের গতি হ্রাস:- সরকারের কঠোর দমননীতি কমিউনিস্টদের মধ্যে মতভেদ প্রভৃতির ফলে আইন অমান্য আন্দোলনের শেষদিকে শ্রমিক আন্দোলনের গতি দুর্বল হয়ে পড়ে।

 


আরও পড়ুন......

  • বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য  Click Here
  • নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো Click Here

File Details

 

File Name/Book Name

আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও।

File Format

PDF

File Language

Bengali

File Size

49 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top