ঔপনিবেশিক ভারতে সংঘটিত কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি আলোচনা কর || মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় || প্রতিরোধ ও বিদ্রোহ

dream
1

ঔপনিবেশিক ভারতে সংঘটিত কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি আলোচনা কর। 

অথবা : 
ব্রিটিশ শাসনকালে ভারতে সংঘটিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের প্রধান কারণগুলি কি কি ছিল ?


অথবা : 

ভারতবর্ষে সংঘটিত বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ গুলির পেছনে কারণ কি কি ছিল ?


ঔপনিবেশিক ভারতে সংঘটিত কৃষক ও আদিবাসী বিদ্রোহ



প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঔপনিবেশিক ভারতে সংঘটিত কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি আলোচনা কর||মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়||প্রতিরোধ ও বিদ্রোহ||৮ নম্বরের প্রশ্ন ও উত্তর||দশম শ্রেনীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক তৃতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর |Madhyamik History 3rd Chapter 4 marks Question and Answer|তৃতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর||Class 10 Itihas proshno uttor|History Mock Test|মাধ্যমিক তৃতীয় অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর||দশম শ্রেণী ইতিহাস|তোমরা পেয়ে যাবে ইতিহাস মক টেস্ট||মাধ্যমিক ইতিহাস সাজেশন| যেগুলি তোমাদের যে ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে||Madhyamik  History Question and Answer|| Madhyamik History 3rd Chapter Question and Answer|

 

তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে ঔপনিবেশিক ভারতে সংঘটিত কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ গুলি আলোচনা কর|এছাড়া মাধ্যমিক ইতিহাসের মাধ্যমিক তৃতীয় অধ্যায় আধিবাসি বিদ্রোহ সম্পর্কে আলোচনা করা আছে|West Bengal Class 10th Ten History Examination|History Class X|আমাদের আশা এই প্রশ্নটি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।

 

ঔপনিবেশিক ভারতে সংঘটিত কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি আলোচনা কর||মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়||প্রতিরোধ ও বিদ্রোহ



ভুমিকাঃ-অষ্টাদশ শতকের শেষ দিকে এবং উনবিংশ শতকের শুরু থেকেই ভারতের উপনিবেশিক শাসনে ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী বিভিন্ন উপজাতি ও কৃষকদের ওপর নানা ভাবে অত্যাচার শুরু হতে থাকে এবং তারা নানাভাবে শোষিত হতে থাকে এজন্য তারা শেষ পর্যন্ত বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। উপনিবেশিক শাসনে যে সমস্ত কৃষক এবং আদিবাসী বিদ্রোহ সংঘটিত হয়েছিল তাদের মধ্যে অন্য মধ্যে অন্যতম হল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, সাঁওতা বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ , কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ ইত্যাদি। প্রধানত যে সমস্ত কারণগুলি এ সমস্ত বিদ্রোহের পেছনে দায়ী ছিল সেগুলি হল- 

 

১. ভূমি রাজস্ব ব্যবস্থা: ভারতে কোম্পানির শাসন প্রবর্তিত হওয়ার পর থেকেই কম্পানি নানারকম পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তারা নিজেদের রাজস্ব ও মুনাফা বৃদ্ধি করার চেষ্টা করেছিলেন। এজন্য প্রবর্তিত হয়েছে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা। এইসব নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা একদিকে যেমন কৃষক ও উপজাতিদের  কাছে নতুন ছিল তেমনি ভূমি রাজস্ব হারও ছিল বিশাল। অত্যাধিক হারে রাজস্ব দিতে অসমর্থ কৃষক ও উপজাতিদের ওপর করের বোঝা চাপানো হয় আবার অনেক সময় তাদের বেগার খাটানো  হয়। ফলে তারা বিদ্রোহের পথ বেছে নেয় ।

 

২. মহাজনী শোষণ: ব্রিটিশ আমলে কৃষক ও উপজাতিরা যখন কর দিতে অসমর্থিত অনেকই মহাজনদের দ্বারস্থ হত ঋণের জন্য। এই মহাজনদের কাছ থেকে একবার ঋণ নিয়ে নিলে আর ঋণের জালে থেকে কেউ বেরিয়ে আসতে পারতো না কারণ সুদের হার ছিল অত্যন্ত বেশি।

 

৩. ব্রিটিশদের আইন ও বিচার ব্যবস্থা: ইংরেজরা ভারতীয় উপজাতিদের চিরাচরিত আইন- কানুন ও বিচার ব্যবস্থা বাতিল করে তাদের উপর নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা চাপিয়ে দেয়। যেখানে তারা কোনদিন ন্যায় বিচার পেত না এর  ফলে ভারতীয় সমাজে এইভাবে বিদেশিদের হস্তক্ষেপ কিছুতেই মানতে পারেনি ফলে তারা বিক্ষুব্ধ হয় এবং বিদ্রোহের পথে পা বাড়ায়।

 

৪. ইংরেজ ইজারাদার ও জমিদারদের অত্যাচার:- ইংরেজদের তাবেদার ইজারাদার জমিদার ও  অন্যান্য কর্মচারীরা কর আদায়ের জন্য কৃষক ও উপজাতিদের ওপর সীমাহীন অত্যাচার শুরু করে। এর ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।

 

. কৃষিবাণিজ্যকরন: ইংরেজরা এ দেশে আসার পর থেকেই তারা নিজেদের স্বার্থে সবসময় মুনাফা লাভ দিকে নজর রাখত। এই জন্য একসময় ভারতীয় কৃষক ও উপজাতি দিয়ে সরকার খাদ্যশস্যের পরিবর্তে  নীল, পাঠ, তুলো বিভিন্ন অর্থকরী ফসল চাষে বাধ্য করলে কৃষকদের ঘরে খাদ্যাভাব দেখা দেয়। 

 

৬. উপনিবেশিক অরণ্য আইনঃ- ভারতের অরণ্য আইন প্রবর্তিত হলে আদিবাসীদের জীবন ও জীবিকা আঘাত হানে। উপজাতিরা নানাভাবে বনজ সম্পদের ওপর নির্ভরশীল তারা বনের পশু শিকার মধু কাঠ ইত্যাদি সংগ্রহের মাধ্যমে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতো। কিন্তু উপনিবেশিক অরণ্য আইন তাদের এই চিরাচরিত জীবনযাত্রায় আঘাত হানে। নিজেদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারা বিদ্রোহের পথ অনুসরণ করেন।

 

মূল্যায়ন : পরিশেষে বলা যায় যে এইভাবে অত্যাচারিত হতে হতে ভারতের কৃষক ও উপজাতরা কোম্পানি ও জমিদারদের বিরুদ্ধে সংবদ্ধ হয়ন। ফলে ভারতের নানা স্থানে অসংখ্য কৃষক ও উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়।

 


আরও পড়ুন......

  • বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য  Click Here
  • নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো Click Here

File Details

 

File Name/Book Name

ঔপনিবেশিক ভারতে সংঘটিত কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি আলোচনা কর

File Format

PDF

File Language

Bengali

File Size

132 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top