মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

1

 মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ ১ নম্বরের প্রশ্ন ও উত্তর


 ইতিহাস তৃতীয় অধ্যায়  ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ ১ নম্বরের প্রশ্ন ও উত্তর থেকে সম্পর্কে আলোচনা পাবে|দশম শ্রেনীর তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক তৃতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর | তৃতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক তৃতীয় অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|তোমরা পেয়ে যাবে ইতিহাস অতি সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত, রচনাধর্মী প্রশ্ন ও উত্তর যেগুলি তোমাদের যে ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক তৃতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে ৪ ও ৮ নম্বরের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নটি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।



1.সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে তৈরি করে

উঃ- অরণ্য আইন


2.সরকারের অরণ্য আইনের ফলে আঘাতপ্রাপ্ত হয়

উঃ- আদিবাসীদের জীবন ও জীবিকা


3.সরকার ফরেস্ট-চার্টার প্রবর্তন করে

উঃ- 1855 খ্রিস্টাব্দে


4.বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল

উঃ- চুয়াড় বিদ্রোহ  


5.ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন 

উঃ- সন্ন্যাসী ও ফকির


6.পাগলপন্থী আন্দোলনের নেতা ছিলেন 

উঃ- টিপু শাহ


7.হেদায়তি’ নামে পরিচিত ছিল

উঃ- তিতুমিরের অনুগামীরা


8.বিপ্লব’ শব্দের অর্থ হল

উঃ- আমূল পরিবর্তন


9.ভিল বিদ্রোহে নেতৃত্ব দেন

উঃ- শিউরাম


10.চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল 

উঃ- দুটি পর্বে


11.ভারতে সংগঠিত একটি বিখ্যাত বিদ্রোহ হল

উঃ- 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ


12.চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন

উঃ- দুর্জন সিংহ


13.কোল উপজাতিদের বাস ছিল

উঃ- ছোটোনাগপুর অঞ্চলে


14.কোলদের গোষ্ঠী পতিকে বলা হত

উঃ- মানকি


15.কোল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন

উঃ- বুদ্ধ ভগত


16.দক্ষিণ-পশ্চিম সীমান্ত আইন গঠিত হয়

উঃ- 1834 খ্রিস্টাব্দে


17.সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল

উঃ- 1855 খ্রিস্টাব্দের 30 জুন।


18.‘দামিন-ই-কোহ’ শব্দের অর্থ হল

উঃ- পাহাড়ের প্রান্তদেশ 

  

19.বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিল

উঃ- সূর্য।


20.মুন্ডা বিদ্রোহের আর-এক নাম হল

উঃ- উলগুলান


21.‘দিকু’ শব্দের অর্থ হল

উঃ- বহিরাগত


22.মুন্ডা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন 

উঃ- বিরসা মুন্ডা


23.মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল 
উঃ- 1899 খ্রিস্টাব্দে


24.সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন 

উঃ- কোল বিদ্রোহে


25.‘ওয়াহাবি’ শব্দের অর্থ হল

উঃ- নবজাগরণ


26.ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন

উঃ- শাহ ওয়ালিউল্লাহ


27.বাংলায় ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন

উঃ- তিতুমির


28.তিতুমিরের প্রকৃত নাম

উঃ- মির নিশার আলি


29.ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন

উঃ- দুদুমিঞা


30.নীল বিদ্রোহ হয়েছিল

উঃ- 1859-60 খ্রিস্টাব্দে


31.নীল বিদ্রোহের একটি কেন্দ্র ছিল

উঃ- যশোহর


32.নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন

উঃ- বিষ্ণুচরণ বিশ্বাস


33.নীল বিদ্রোহের ছবি ফুটে উঠেছে

উঃ- নীলদর্পণ নাটকে


34.ভারতের কোন বড়োলাট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন

উঃ- ওয়ারেন হেস্টিংস


35.বঙ্কিমচন্দ্রের যে-উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে সেটি হল

উঃ- আনন্দমঠ




আরও পড়ুন......




36.যে-বছরটিকে সন্ন্যাসী বিদ্রোহের সূচনাপর্ব হিসেবে ধরা হয় সেটি হল

উঃ- 1763 খ্রিস্টাব্দ


37.“হিন্দুস্থানের যাযাবর, পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয়

উঃ- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে


38.জগন্নাথ ধল যে-অঞ্চলের জমিদার ছিলেন

উঃ- ঘাটশিলা (মানভূম)


39.রংপুরের কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল

উঃ- 1783 খ্রিস্টাব্দে


40.রংপুরের কৃষক বিদ্রোহের সঙ্গে জড়িত একজন নেতা ছিলেন 

উঃ- নুরুলউদ্দিন


41.রংপুরের ইজারাদার ছিলেন

উঃ- দেবী সিংহ


42.চাইবাসার যুদ্ধ কোলদের সঙ্গে যাদের হয়েছিল 

উঃ- ইংরেজ


43.যে-অঞ্চলে সাঁওতালরা বসবাস করত

উঃ- দামিন-ই-কোহ


44.সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে বেশি ওজনের বাটখারা পরিচিত ছিল

উঃ- কেনারাম নামে


45.সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন

উঃ- সিধু, কানু


46.সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন

উঃ- লর্ড ক্যানিং


47.সাঁওতালদের জন্য সরকার যে-বাসভূমি নির্দিষ্ট করে দিয়েছিল তা পরিচিত ছিল

উঃ- সাঁওতাল পরগনা


48.ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল যে-দেশে

উঃ- আরবে


49.যার নামানুসারে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল

উঃ- আব্দুল ওয়াহাব


50.বাঁশের কেল্লা তৈরি করেন

উঃ- তিতুমির 


51.ভারতে ওয়াহাবি আন্দোলন জনপ্রিয় করে তোলেন

উঃ- সৈয়দ আহমেদ ব্রেল্ভি


52.দাদন কথার অর্থ হল

উঃ- অগ্রিম অর্থ প্রদান


53.তিতুমিরের সেনাপতি ছিলেন

উঃ- গোলাম মাসুম


54.তিতুমিরের আন্দোলন ছিল

উঃ- ইংরেজ বিরোধী


55.ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন

উঃ- হাজি শরিয়তউল্লাহ


56.হাজি শরিয়তউল্লাহের পর বাংলায় ফরাজি আন্দোলনের হাল ধরেছিলেন

উঃ- দুদুমিঞা


57.“জমি আল্লাহের দান’—এই উক্তিটি হল

উঃ- দুদুমিঞা-র


58.মোহম্মদ মহসিন যে-নামে পরিচিত ছিলেন

উঃ- দুদুমিঞা


59.পাবনার কৃষক বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল

উঃ- 1870 খ্রিস্টাব্দে


60.খুৎকাঠি প্রথা যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল তা হল

উঃ- মুন্ডা বিদ্রোহ


61.উলগুলান কথার অর্থ

উঃ- ভয়ঙ্কর বিশৃঙ্খলা


62.মুন্ডা কথার অর্থ

উঃ- মোড়ল


63.বাংলার ‘বিশে ডাকাত’ নামে পরিচিত ছিলেন

উঃ- বিশ্বনাথ সর্দার


64.পঞ্চম আইন পাস হয়েছিল

উঃ- 1830 খ্রিস্টাব্দে


65.নীল বিদ্রোহের সূচনা হয়েছিল যাদের মাধ্যমে

উঃ- দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস


66.‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত ছিলেন

উঃ- বিষ্ণুচরণ বিশ্বাস


67.‘The Blue Munity' গ্রন্থের লেখক

উঃ- ব্লেয়ার কিং


68.নীল বিদ্রোহের সময় বড়োলাট ছিলেন

উঃ- লর্ড ডালহৌসি


69.চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল 

উঃ- 1821 খ্রিস্টাব্দে হয়েছিল।


70.চাইবাসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল 

উঃ- ওয়াহাবিদের সঙ্গে ইংরেজদের মধ্যে হয়েছিল।


71.কোল সম্প্রদায়ের বাসভূমি কোথায়

উঃ- ঝাড়খণ্ডের রাঁচি ও ছোটোনাগপুর মালভূমি হল।


72.কোলবিদ্রোহের একজন নেতার নাম লেখো

উঃ- বুদ্ধ ভগত।


73.বুধ ভগত কবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন 

উঃ- 1831খ্রিস্টাব্দে।


74.কোলদের বাসস্থানের জন্য যে-নতুন প্রদেশ গঠন করা হয়েছিল সেটির নাম কী

উঃ- দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি।


75.শিংবোঙা কে ছিলেন 

উঃ- মুন্ডা জাতির উপাস্য দেবতা বা সূর্য দেবতা।


76.ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন ?

উঃ- চিলনায়েক, হিরিয়া, শিউরাম ছিলেন ভিল বিদ্রোহের নেতা।


77.ভাগনাডিহি গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত 

উঃ- সাঁওতাল বিদ্রোহের নাম জড়িত।


78.‘হুল’ শব্দের অর্থ কী ?

উঃ- বিদ্রোহ


79.শালগাছের ডাল সাঁওতালদের কাছে কীসের প্রতীক ?

উঃ- সাঁওতালদের কাছে সংঘবদ্ধতা ও সংগ্রামের প্রতীক।


80.সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন ?

উঃ- সিধু, কানু, চাঁদ, ভৈরব।


81.কালোপ্রামাণিক কোন্ বিদ্রোহের নেতা ছিলেন ?

উঃ- সাঁওতাল বিদ্রোহের নেতা।


82.মুন্ডাদের বাসভূমি কোথায় ছিল ?

উঃ- ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে।


83.মুন্ডা কথার অর্থ কী ?

উঃ- মোড়ল বা গ্রামপ্রধান।


84.বীরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ পরিচালিত হয় কবে ?

উঃ- 1895 খ্রিস্টাব্দের জুলাই-আগস্ট মাসে।


85.ধরতি আবা কাকে বলা হত?

উঃ- ধরতি আবা।


86.খুৎকাঠি কথার অর্থ কী ?

উঃ- অর্থ জমির ওপর যৌথ মালিকানা।


87.ইংরেজ কোম্পানি শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহটি কী ছিল?

উঃ- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ।


88.কোন বিদ্রোহকে ‘হিন্দুস্থানের যাযাবর, পেশাদার ডাকাতদের উপদ্রব’ বলা হয়

উঃ- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে।



আরও পড়ুন......



 


89.সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন কে ?

উঃ- লর্ড ওয়ারেন হেস্টিংস।


90.সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কতদিন স্থায়ী হয়েছিল ?

উঃ- 1763-1800 খ্রিস্টাব্দ পর্যন্ত।


91.সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একজন নেতার নাম হল ভবানী পাঠক

উঃ- মজনু শাহ।


92.দেবী চৌধুরানির নাম কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত ?

উঃ- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সঙ্গে।


93.‘দার-উল-হারব’ কথার অর্থ কী ?

উঃ- শত্রুর দেশ।


94.ওয়াহাবিরা পাঞ্জাবে কোন শক্তির বিরোধিতা করেছিল ?

উঃ- শিখ শক্তির


95.কে ভারতে ওয়াহাবি আন্দোলনের আর-এক নাম কী ?

উঃ- তরিকা-ই-মহম্মদিয়া।


96.কী উদ্দেশ্য নিয়ে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল ?

উঃ- ইসলাম ধর্মের শুদ্ধিকরণের উদ্দেশ্য নিয়ে।


97.বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উঃ- শিখ বাহিনী ও সৈয়দ আহমেদের ওয়াহাবি বাহিনীর মধ্যে


98.কোন্ যুদ্ধে সৈয়দ আহমেদের মৃত্যু হয় ?

উঃ- বালাকোটের যুদ্ধে


99.ফরাজি’ শব্দের অর্থ কি

উঃ- ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।


100.বিপ্লব শব্দের অর্থ কি? 

উঃ- আমূল পরিবর্তন 


101.ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন-

উঃ- হাজি শরিয়তউল্লাহ


102.দুদুমিঞা কে ছিলেন ?

উঃ- ফরাজি আন্দোলনের নেতা


103.দুদুমিঞার মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন ?

উঃ- নোয়ামিঞা।


104.তিতুমিরের আন্দোলনের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন ?

উঃ- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।


105.‘হেদায়তিনা’ মে কারা পরিচিত ছিল ?

উঃ- তিতুমিরের অনুগামীরা।


106.কোন যুদ্ধে তিতুমিরের মৃত্যু হয় ?

উঃ- নারকেলবেড়িয়ার যুদ্ধে 

 

107.কত খ্রিস্টাব্দে নারকেলবেড়িয়ার সংঘর্ষ হয়েছিল ?

উঃ- 1831 খ্রিস্টাব্দে


108.পাবনার কৃষক বিদ্রোহ কবে সংঘঠিত হয়েছিল ?

উঃ- 1873 খ্রিস্টাব্দে


109.পাবনার কৃষক বিদ্রোহের মূলনেতা কে ছিলেন ?

উঃ- ঈশানচন্দ্র রায়।


110.পাবনার কৃষক বিদ্রোহের সময় কে বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন ?

উঃ- ‘ঈশানচন্দ্র রায়’ -কে ।


111.কবে বাংলায় প্রথম নীলচাষ শুরু হয় ?

উঃ- 1777 খ্রিস্টাব্দে


112.কোথায় প্রথম নীলবিদ্রোহের সূচনা হয়েছিল ?

উঃ- নদিয়ার কৃষ্ণনগরের পার্শ্ববর্তী চৌগাছা গ্রামে ।


113.বাংলার নানাসাহেব কাকে বলা হত ?

উঃ- রামরতন মল্লিককে ।


114.‘বাংলার ওয়াট টাইলর’ কাদের বলা হয় ?

উঃ- বিয়ুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে।


115.নীল বিদ্রোহের সময় বাংলার ছোটোলাট কে ছিলেন ?

উঃ- জে.পি. গ্রান্ট।

  

116.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উঃ- হরিশচন্দ্র মুখোপাধ্যায়।


117.নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন?

উঃ- মধুসূদন দত্ত।


118.নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয় ?

উঃ- রেভারেন্ড জেমস লং


119.নীল কমিশন কবে গঠিত হয় ?

উঃ- 1860 খ্রিস্টাব্দের মার্চ মাসে।


120.কবে কৃত্রিম নীল আবিষ্কার হয় ?

উঃ- 1898 খ্রিস্টাব্দে


121.উইলিয়ম হান্টারের লেখা একটি গ্রন্থের নাম লেখো

উঃ- The Annals of Rural Bengali


122.কোন পত্রিকায় নীল বিদ্রোহকে ‘প্রথম বিপ্লব’  বলা হয়েছিল ?

উঃ- অমৃতবাজার পত্রিকায়







File Details

 

File Name/Book Name

মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

File Format

PDF

File Language

Bengali

File Size

176 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


 

Join Telegram... Members

 


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top