ষষ্ঠ শ্রেণী ইতিহাস|ষষ্ঠ অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর|অর্থনীতি ও জীবনযাত্রা

0

ষষ্ঠ শ্রেণী ইতিহাস|ষষ্ঠ অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর|অর্থনীতি ও জীবনযাত্রা


ষষ্ঠ শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর

প্রিয় বন্ধুরা 

ষষ্ঠ শ্রেণী ইতিহাস|ষষ্ঠ অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর|অর্থনীতি ও জীবনযাত্রা আজকে আলোচনা করব|তোমরা West Bengal Class 6 History পেয়ে যাবে|ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|West Bengal Class Six|Class 6 History Question and Answer| Class 6 History 6th chapter Suggestion WBBSE|Class 6 History 6th chapter Notes WBBSE|Class 6 History 2 marks Question and Answer|ইতহাস প্রশ্নোত্তর|ইতিহাস মক টেস্ট|itihas proshno o uttor| History Mock Test|


এছাড়াও তোমরা পাবে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questions,  Descriptive Quest -ion and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VI History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ২ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা ষষ্ঠ শ্রেণী ইতিহাস (ষষ্ঠ অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা) ২ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।


ষষ্ঠ শ্রেণী ইতিহাস|ষষ্ঠ অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর|অর্থনীতি ও জীবনযাত্রা


১. ষোড়শ মহাজনপদের আমলে গবাদি পশু বলি দেওয়া কমে যায় কেন ?

উত্তর :- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কৃষির জন্য গবাদি পশু বিশেষ করে বলদের প্রয়োজন ছিল। সেজন্য গবাদি পশু বলি দেওয়া কমতে থাকে।

 

২. ষোড়শ মহাজনপদের আমলে কী কী লোহার দ্রব্যাদি প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন?

উত্তর :- প্রত্নতাত্ত্বিকরা ষোড়শ মহাজনপদের আমলে যুদ্ধের অস্ত্রশস্ত্র, দা, কুড়ুল, কুঠার ও কিছু লাঙলের ফলা খুঁজে পেয়েছেন।

 

৩. দ্বিতীয় পর্যায়ের নগরায়ণ কী ?

উত্তর :- খ্রিস্টপূর্ব ষষ্ঠ অব্দ নাগাদ ভারতে বিশেষ করে উত্তর ভারতের গঙ্গা উপত্যকায় যে-নগরের উদ্ভব ঘটে তাকে বলা হয় দ্বিতীয় পর্যায়ের নগরায়ণ।

 

৪. ষোড়শ মহাজনপদের সময়ে উত্তর ভারতে কোন্ কোন্ জীবিকা সুপরিচিত ছিল ?

উত্তর :- ষোড়োশ মহাজনপদের সময়ে উত্তর ভারতে ধোপা, নাপিত ও চিকিৎসক বা বৈদ্যদের জীবিকা খুব সুপরিচিত ছিল।

 

৫. মৌর্য আমলে কারিগর ও বণিকদের কাজের তদারকি কারা করত ?

উত্তর :- মৌর্য আমলে কারিগর ও বণিকদের কাজের তদারকি করত রাষ্ট্র।

 

৬. মৌর্য আমলে যোগাযোগ ব্যবস্থার কীরকম উন্নতি হয়েছিল ?

উত্তর :- মৌর্য আমলে রাজধানীর সঙ্গে সাম্রাজ্যের নানা এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছিল। রাজপথ দেখাশোনা করার জন্য রাজকর্মচারী রাখা হত।

 

৭. মৌর্য আমলে কী কী আসবাবপত্র ব্যবহার করা হত ?

উত্তর :- মৌর্য আমলে খাট বা চৌকি, মাদুর, তোশক, চাদর, বালিশ প্রভৃতি ব্যবহার করা হত।

 

৮. কুষাণ আমলে কৃষিকাজে কী কী উপকরণ ব্যবহৃত হত ?

উত্তর :- কুষাণ আমলে কৃষিকাজে ব্যবহৃত উপকরণগুলি হল লাঙল, কোদাল, কুঠার, দা প্রভৃতি।

 

৯. কুষাণ আমলে ধনী ব্যক্তিরা কীভাবে বিনোদন বা অবসর জীবনযাপন করতেন ?

উত্তর :- ধনী ব্যক্তিরা পাশা খেলা, শিকার, রথের দৌড়, কুস্তি প্রভৃতির মাধ্যমে অবসর বিনোদন বা অবসর জীবনযাপন করতেন।

 

১০. সাতবাহন আমলে সমাজে মেয়েদের কীরকম অবস্থা ছিল ?

উত্তর :- সাতবাহন আমলে সমাজে মেয়েদের অবস্থান ছিল পুরুষের নীচে। শিক্ষার ক্ষেত্রেও তারা পিছিয়ে ছিল। অল্প বয়সে তাদের বিয়ে দেওয়া হত।

 

১১. গুপ্ত ও গুপ্ত-পরবর্তী আমলে কীসের চাষ হত ?

উত্তর :- গুপ্ত ও গুপ্ত-পরবর্তী আমলে আখ, তুলো, নীল, সরষে ও তৈলবীজের চাষ হত।

 

১২. দিল্লির কুতুবমিনারের পাশে লোহার স্তম্ভের বিশেষত্ব কী ?

উত্তর :- দিল্লির কুতুবমিনারের পাশে একটি লোহার স্তম্ভ আছে। যেটি খ্রিস্টীয় চতুর্থ-পঞ্চম শতকে তৈরি। এর প্রধান বিশেষত্ব এই যে, এই স্তম্ভে আজও মরচে পড়েনি।

 

১৩. গুপ্ত ও গুপ্তোত্তরকালের সমাজে মেয়েদের অবস্থা কেমন ছিল ?

উত্তর :- গুপ্ত যুগে নারীজাতির অবস্থা খুবই শোচনীয় ছিল। গুপ্ত যুগে নারীদের বিদ্যাচর্চা সমাজে নিন্দনীয় ছিল। তৎকালীন সমাজে মেয়েদের অল্পবয়সে বিবাহ হত। গুপ্ত যুগে সমাজে বিধবা নারীদের অবস্থার অবনতি ঘটেছিল। বিধবাদের ওপর নতুন নতুন শাস্ত্রীয়বিধিনিষেধ আরোপিত হয়েছিল।

 

১৪.‘আহার্যদক’ ও ‘সহোদক’ কী ?

উত্তর :- মৌর্য যুগে জমিতে জলসেচ করার বিশেষ ব্যবস্থা ছিল। (ক) কৃত্রিম উপায়ে যেসমস্ত জমিতে জলসেচ করা হত তাদের বলা হত “আহার্যদক’। (খ) যেসমস্ত জমিতে প্রাকৃতিক উপায়ে চাষ করা হত তাদের বলা হত ‘সহোদক।

 

১৫. অমরকোশ গ্রন্থে গুপ্ত যুগে দু-প্রকার ধানের জমির নাম করো।

উত্তর :- ‘অমরকোশ’ গ্রন্থে গুপ্ত যুগে বারো রকমের ধানের জমির উল্লেখ আছে । এরূপ দুটি ধানের জমির নাম হল উর্বরা ও পাঙ্কল।

 

১৬. ভারতীয় সামন্ততন্ত্র’ কী বা কাকে বলে ?

উত্তর :- গুপ্ত যুগে ‘অগ্রহার’ ব্যবস্থাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে রাষ্ট্রীয় কর্তৃত্বের পরিবর্তে জমিতে ভূস্বামীদের যেপ্রশাসনিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল তাকে সাধারণভাবে বলা হয় ভারতীয় সামন্ততন্ত্র।

 

১৭. গুপ্ত যুগে কী কী পণ্য আমদানি ও রপ্তানি করা হত ?

উত্তর :- গুপ্ত যুগে ভারতে আমদানিকৃত পণ্যের তালিকায় ছিল— সোনা, নীলকান্তমণি, হাতির দাঁত, ঘোড়া, চিনের রেশম প্রভৃতি। রপ্তানিকৃত পণ্যের তালিকায় ছিল— মশলা, গোলমরিচ, চন্দন কাঠ, সুগন্ধি দ্রব্য, মুক্তা, মূল্যবান পাথর প্রভৃতি।

 

১৮. গুপ্ত যুগে যে-দু-ধরনের বণিকশ্রেণির কথা জানা যায় তাদের নাম কী ?

উত্তর :- (ক) শ্ৰেষ্ঠী-শ্রেণি (বণিক সংগঠনের সর্বাপেক্ষা ধনী)। (খ) স্বার্থবাহ শ্রেণি (পণ্য নিয়ে যারা ব্যাবসা করত)।

 

১৯.‘ বদ্ধ হল’ কী ?

উত্তর :- গুপ্ত যুগে সামন্ততন্ত্র উদ্ভবের ফলে জমিতে কৃষকের স্বত্ব বা মালিকানা অবলুপ্ত হয়। ঐতিহাসিক রামশরণ শর্মার মতে, এই সমস্ত কৃষক ‘বদ্ধ হল’ বা মালিকানা বিহীন কৃষিশ্রমিকে পরিণত হয়।

 

২০. অগ্রহার কী ?

উত্তর :- গুপ্ত যুগে ব্রাক্ষ্মণ অথবা মন্দিরকে জমি প্রদান করার প্রথাকে বলা হত অগ্রহার ব্যবস্থা।

 

২১. অগ্রহার ব্যবস্থার ফল কী হয়েছিল ?

উত্তর :- অগ্রহার ব্যবস্থার ফলে জমিতে ব্যক্তিগত মালিকানা বৃদ্ধি পায়। এইসব দান করা জমিতে আরও বেশি পরিমাণে কৃষিশ্রমিক নিয়োগ করা হত। অগ্রহার ব্যবস্থার ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।

 

২২. গুপ্ত ও গুপ্তোত্তরকালে কোন কোন অঞ্চলে দূরপাল্লার বাণিজ্য হত ?

উত্তর :- এসময় এশিয়া মহাদেশের নানা অঞ্চলের সঙ্গে ভারতীয় উপমহাদেশের বাণিজ্য চলত। বাণিজ্যিক সূত্রে পূর্ব উপকূলের তাম্রলিপ্ত বন্দরের খ্যাতি এসময় বেড়ে যায়। তামিলনাড়ুর কাবেরীপট্টিনম বন্দরের গুরুত্বও এসময় অক্ষুন্ন ছিল।

 

২৩. গুপ্ত ও গুপ্তোত্তর আমলে চণ্ডালদের অবস্থা কেমন ছিল?

উত্তর :-  এসময় সবচাইতে খারাপ অবস্থা ছিল চণ্ডালদের। তারা গ্রাম বা শহরে বসবাস করতে পারত না। ব্রাত্মণদেরও স্পর্শ করতে পারত না।


আরও পড়ুন......



File Details

 

File Name/Book Name

ষষ্ঠ শ্রেণী ইতিহাস|ষষ্ঠ অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর

File Format

PDF

File Language

Bengali

File Size

81 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members

 

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top