সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জান লেখ। || মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় || প্রতিরোধ ও বিদ্রোহ || ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর

2

সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জান লেখ।||মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়||প্রতিরোধ ও বিদ্রোহ||৮ নম্বরের প্রশ্ন ও উত্তর


সাঁওতাল বিদ্রোহ



প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জান লেখ।||মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়||প্রতিরোধ ও বিদ্রোহ||৮ নম্বরের প্রশ্ন ও উত্তর||দশম শ্রেনীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক তৃতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর |Madhyamik History 3rd Chapter 8 marks Question and Answer|তৃতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক তৃতীয় অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|তোমরা পেয়ে যাবে ইতিহাস মক টেস্ট|মাধ্যমিক ইতিহাস সাজেশন|যেগুলি তোমাদের যে ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে|Madhyamik  History Question and Answer|Madhyamik History 3rd Chapter Question and Answer|


তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে ইতিহাস সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন ও উত্তর এছাড়া মাধ্যমিক ইতিহাসের মাধ্যমিক তৃতীয় অধ্যায় সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করা আছে|West Bengal Class 10th Ten X History Examination। আমাদের আশা এই প্রশ্নটি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।


সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জান লেখ।||মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়||প্রতিরোধ ও বিদ্রোহ||৮ নম্বরের প্রশ্ন ও উত্তর


সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জান লেখ


ভুমিকাঃ- সাঁওতালরা ছিল বীরভূম, মানভূম, বাঁকুড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদের প্রাচীন অধীবাসি। এরা ছিল কঠোর পরিশ্রমী ও শান্তিপ্রিয়, বিনিময় প্রথা ভিত্তিক কৃষিজিবী জনগোষ্ঠী। ভাগলপুরে রাজমহল পাহাড়ের প্রান্তদেশে বনভূমি পরিষ্কার করে বসবাস করত। এটি ‘দামিন-ই-কোহ’ নামে পরিচিত যার অর্থ হল ‘পাহাড়ের প্রান্তদেশ’। ইংরেজদের চাপে তারা 1811-1881 এর মধ্যে সাতবার বিদ্রোহ করে, এর মধ্যে 1755-56 এর বিদ্রোহ ছিল সবথেকে ব্যাপক ,ভয়ঙ্কর ও গুরুতর।


বিদ্রোহের কারণঃ- এই অঞ্চলেও তারা জমিদার ও কর্মচারীদের হাত থেকে রক্ষা পায়নি তাই তারা শেষ পর্যন্ত বিদ্রোহ ঘোষন করেন। নিম্নে বিদ্রোহের কারনগুলি উল্লেখ করা হল—


1.খাজনা বৃদ্ধিঃ- বাংলা,বিহার, উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে তাদের তৈরী করা পাথুরে জমি থেকে আবাদি জমিতএ নতুন ভুমিব্যাবস্থায় খাজনা ধার্য করা হয়। বিনা খাজনায় অভ্যস্ত সাঁওতালদের খাজন ক্রমে বৃদ্ধি পেলে তাদের মধ্যে তীব্র বিক্ষভের সৃষ্টি হয়।


2.মহাজনদের শোষণঃ- নতুন ভুমিরাজস্বে নগদ অর্থে খাজনা দিতে হত। সাঁওতালরা নগদ অর্থের জন্য মহাজনদের কাছে ঋণ নিতে বাধ্য হত যার সুদ প্রায় 50%-500% ছিল।একবার ঋণ নিলে তারা বেরিয়ে আসতে পারতনা তাই মহাজনরা তাদের উপর নির্মম অত্যাচার চালাত।সর্বস্ব হারানোর পরেও নিজেকে দাসে পরিনত হতে হত।


3.বহিরাগত ব্যাবসায়ীদের কারচুপিঃ- বিদেশি ব্যাবসায়ীরা দোকান খুললে ফসলের বিনিময়ে চড়া দামে দ্রব্য কিনতে গিয়ে সর্বশান্ত হত। ব্যাবসায়ীরা ভুয়া বাটখারায় (কেনারাম,বেচারাম) কেনা বেচা করে ঠকাতো। তাদের এই কারচুপি জানতে পারলে সাঁওতালরা ক্ষিপ্ত হয়ে ওঠে।


4.কর্মচারী ও ঠিকাদারের শোষণঃ- 1853 সালে লর্ড ডালহৌসি রেলপথের কাজ শুরু করলে কিছু ইংরেজ কর্মচারী ও ঠিকাদারদের স্বল্প মজুরিতে শ্রমিক নিয়োগ করত। তাঁদের হাঁস,মুরুগি,ছাগল কেড়ে নিত,এমনকি সাঁওতাল মেয়েদের সম্মানে হাত দিতেও তারা কুন্ঠাবোধ করেনি।


5.অন্যান্যঃ- (a) সাঁওতালদের নিজস্ব আইনে তারা হস্তক্ষেপ করে। ছোটলাট ফ্রেডারিক হ্যালিডের নির্দেশে তাদের দেওয়ানি ও ফৌজদারি আইনে আনা হয়। তারা সুবিচার পেতনা। (b) খ্রীষ্ঠান মিশনারিরা তাঁদের ধর্মান্তরিত করত



বিদ্রোহের সূচনাঃ- এইসব অত্যাচারের প্রতিবাদে তারা স্থানীয় কতৃপক্ষের কাছে আবেদনে সমস্যা মিটবেনা বুঝতে পারে তাই তারা 1855 সালে 30 জুন ভাগনাডিহির মাঠে সিধু ও কানু নামে দুই ভাই-এর নেতৃত্বে 10 হাজার সাঁওতাল ‘স্বাধীন সাঁওতার রাজ্য’ প্রতিষ্ঠার ঘোষণা করে। 9 ই জুলাই বিদ্রোহ ঘোষণা করে অনেক মহাজন ও জমিদারের হত্যা করে। তারা পাকুড়ের রাজবাড়ি দখল করে,নীলকুঠি ও রেল বাংলো ধ্বংস করে। 10 হাজার -50 হাজার বিদ্রোহি বিদ্রোহে যোগদান করেন।চাঁদ, ভৈরব,বীরসিংহ চিল এই বিদ্রোহের অন্যতম নেতা


বিদ্রোহের দমনঃ- আধুনিক অস্ত্রশাস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লাঠি, ট্যাঙ্গি, বল্লম, তীরধনুক নিয়ে সাঁওতালরা তাদের কাছে পরাজিত হয়। 23 হাজার বিদ্রোহীকে হত্যা করে সিধু কানু সহ অন্যান্য নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছিল। এইভাবে 1856 সালে ইংরেজরা নির্মমভাবে এই বিদ্রোহ দমন করেছিল।


বিদ্রোহের বৈশিষ্টঃ-  এই বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি হল—

i.এটি ছিল একটি গন বিদ্রোহ। এতে ডোম, চামার, ছুতর, হিন্দু, মুসলিম, কামার সবাই যোগদান করেছিল।

ii.সাঁওতাল বিদ্রোহ শুধু উপজাতি বিদ্রোহ ছিলনা এটি ছিল ইংরেজদের বিরুদ্ধে কৃষক ও শ্রমজীবিদের সঙ্ঘবদ্ধ প্রতিবাদ

iii.এতে যুবকদের পাশাপাশি কিশোর, বৃদ্ধ, নারীরাও সক্রিয় ভুমিকা পালন করেছিলসন্তান কোলে নিয়ে নারীরা কারাবরণ করত।


ফলাফলঃ- এই বিদ্রোহের ফলে –

i. সাঁওতাল অধুষ্যিত এলাকা নিয়ে ‘সাঁওতাল পরগনা’ জেলা গঠন করা হয়।

ii. সাঁওতালদের পৃথক উপজাতি বলে ঘোষণা করা হয় এবং বলা হয় ব্রিটিশ আইন এখানে কার্যকর হবেনা

iii. খ্রীষ্টান মিশনারি ছাড়া সবার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা হয়


উপসংহারঃ- এই বিদ্রোহ ছিল একটি তীব্র ব্রিটিশ বিরুদ্ধ প্রতিবাদ নরহরি কবিরাজের মতে এই বিদ্রোহ ছিল সকল সম্প্রদায়ের দরদ্র মানুষদের মুক্তি যুদ্ধ। কালীকঙ্কর বলেন- বাংলা, বিহারের ইতিহাসে এই বিদ্রোহ নবযুগের সূচনা করে। ডঃ দত্তের মতে -এটিকে গুরুত্বহীন আঞ্চলিক বিদ্রোহ বলা অনুচিত।রমেশচন্দ্রের মতে- এই সুকঠিন বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত। সুপ্রকাশ রায় বলেন- সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম’



FAQs 

সাঁওতাল বিদ্রোহ সম্পর্কীত কিছু গুরুত্বপুর্ন প্রশ্ন যেগুলি পরিক্ষায় আসে


1. সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়?

উঃ- 1855 সালে 

2. সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল?

উঃ- পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর

3. সাঁওতাল বিদ্রোহের নায়ক কারা?

উঃ- সিধু ও কানু 

4. সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।

উঃ- সিধু ও কানু 

5. কোন গাছ সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল?

উঃ- শাল গাছ 

6. সাঁওতাল বিদ্রোহের আদি নাম কি ছিল?

উঃ- খেরওয়ার 


7. সাঁওতাল বিদ্রোহের ব্যর্থতার কারণ কি?

উঃ- সাঁওতাল বিদ্রোহের ব্যর্থতা:-

১) ইংরেজ বাহিনী ছিল রনকৌশলে নিপুণ অন্যদিকে সাঁওতালরা ছিল যুদ্ধে অনভিজ্ঞ।

২) ইংরেজ বাহিনীর আধুনিক হাতিয়ারের কাছে সাঁওতালরা প্রাচীন আমলের তীর- ধনুক- বল্লম প্রভুতি হাতিয়ার নিয়ে টিকে থাকতে পারিনি।

৩) অভিজ্ঞ সেনা নায়ক সাঁওতালদের ছিল না বা সংখ্যায় কম ছিল।

৪) সর্বপরি সাঁওতালদের কোন সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না।



  • বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য  Click Here
  • সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো Click Here


File Details

 

File Name/Book Name

সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জান লেখ।   

File Format

PDF

File Language

Bengali

File Size

73 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top