রংপুর বিদ্রোহ সম্পর্কে আলোচনা কর। || মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় || প্রতিরোধ ও বিদ্রোহ || ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর |

0

রংপুর বিদ্রোহ সম্পর্কে আলোচনা কর।||মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়||প্রতিরোধ ও বিদ্রোহ||৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|

 রংপুর বিদ্রোহ


প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো রংপুর বিদ্রোহ সম্পর্কে আলোচনা কর।||মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়||প্রতিরোধ ও বিদ্রোহ||৮ নম্বরের প্রশ্ন ও উত্তর||দশম শ্রেনীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক তৃতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর |Madhyamik History 3rd Chapter 4 marks Question and Answer|তৃতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক তৃতীয় অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|তোমরা পেয়ে যাবে ইতিহাস মক টেস্ট|মাধ্যমিক ইতিহাস সাজেশন|যেগুলি তোমাদের যে ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে|Madhyamik  History Question and Answer|Madhyamik History 3rd Chapter Question and Answer|


তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে ইতিহাস সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন ও উত্তর এছাড়া মাধ্যমিক ইতিহাসের মাধ্যমিক তৃতীয় অধ্যায় রংপুর বিদ্রোহ সম্পর্কে আলোচনা করা আছে|West Bengal Class 10th Ten X History Examination। আমাদের আশা এই প্রশ্নটি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।


রংপুর বিদ্রোহ সম্পর্কে আলোচনা কর।||মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়||প্রতিরোধ ও বিদ্রোহ||৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|


রংপুর বিদ্রোহ সম্পর্কে আলোচনা কর

গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস দেবীসিংহকে রংপুরের ইজারাদার নিযুক্ত করলে দেবীসিংহের অত্যাচার ও শোষন গোটা রংপুর ও দিনাজপুরে ছড়িয়ে পড়ে।1783 সালে নুরুলউদ্দিনের নেতৃত্বে দেবীসিংহের বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছিল তা তা রংপুর বিদ্রোহ নামে পরিচিত।


কারনঃ- রংপুর বিদ্রহের প্রধানতম কারনগুলি হল—


i.  ইজারাদার দেবীসিংহ কৃষোকদের উপর চড়া ভূমি রাজস্ব ধার্য করেছিলেন।

ii. কৃষকদের জমি বাজেয়াপ্ত করে নেওয়া হত।

iii. দেবী সিংহের সহকারী হরেরামের প্রচন্ড কর আদায়ের উৎপিড়ণ।

iv. উচ্চ করের জন্য মহাজনদের কাছে ঋণের জন্য মহাজনদের শোষণ।

v. অনাদায়ে ঘর বাড়ি লুঠ করে নেওয়া।


বিদ্রোহঃ- এইসব কারণে 1783 সালে নুরুলউদ্দিনের নেতৃত্বে মহাজন ও দেবী সিংহের বিরুদ্ধে কৃষকরা বিদ্রোহ করে। নুরুলউদ্দিনকে নবাবদয়ারাম শীলকে নবাবের দেওয়ান ঘোষণা করেণ। হিন্দু মুসলিম যৌথভাবে এই বিদ্রোহ করেন।


বিদ্রোহের প্রসারঃ- রংপুরে এই বিদ্রোহ শুরু হলেও ধীরে ধীরে তা কোচবিহার, দিনাজপুর প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে।


দমনঃ- বিদ্রোহ দমনে ইংরেজ সেনাবাহিনী নিযুক্ত হন এবন নির্মম অত্যাচারে এই বিদ্রোহ দমন করে। নুরুলউদ্দিন আহত হয়ে বন্দী হন ও পরে তার মৃত্যু হয়। এরপর দয়ারাম শীলের ও মৃত্যু হলে 1783 সালের মার্চ মাসে এই বিদ্রোহের দমন হয়। লক্ষ টাকার ঘুষের মাধ্যমে দেবী সিংহ মুক্তি পায়।


রংপুর বিদ্রোহের গুরুত্ব ও ফলাফল :- 


গুরুত্ব ও ফলাফল :- বিদ্রোহটি ক্ষুদ্র সময়ের জন্য হলেও এটি বিশেষ গুরুত্বপূর্ণ। এর ফলে ইজারাদারির কুফলের প্রকাশ ঘটে। এটি ছিল হিন্দু মুসলিমের মিলিত বিদ্রোহ। অধ্যাপক নরহরি কবিরাজ বলেন– 1783 সালের বিদ্রোহ ছিল একটি সফল কৃষক অভিযান।


1. রংপুর বিদ্রোহের ফলে দেবী সিংহ রাজস্ব আদায়ে ব্যর্থ হলে সেই অঞ্চলে প্রায় ৩৯০২০০ টাকা রাজস্ব অনাদায় হিসেবে পড়ে থাকে ।

2. এই বিদ্রোহের ফলে দেবীসিংহ তারপরও ক্ষমতা থেকে অপসারিত হয়।

3. এই বিদ্রোহের পর লর্ড কর্নওয়ালিস ইজারাদারি বন্দোবস্ত এর অবসান ঘটিয়ে শুরু করেন দশসালা বন্দোবস্ত। 

4. রংপুর বিদ্রোহ পরবর্তী কৃষক বিদ্রোহীদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা যুগিয়েছিলও ।

5. আর সর্বোপরি এই রংপুর বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল হিন্দু মুসলিম ঐক্যবদ্ধতা। 

6. নূরুলউদ্দিন ছাড়াও এই বিদ্রোহের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দির্জিনারায়ণ,কেনা সরকার,ইজ্রায়েল খাঁ প্রমুখরা ।



রংপুর বিদ্রোহের বৈশিষ্ট্য:- 


বৈশিষ্ট্য:- 

i. এই বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ।

ii. হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ ছিল রংপুর বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য।




FAQs 

রংপুর বিদ্রোহ সম্পর্কীত কিছু গুরুত্বপুর্ন প্রশ্ন যেগুলি পরিক্ষায় আসে



1. রংপুর বিদ্রোহ কোথায় হয়েছিল?

উঃ- দিনাজপুর এবং রংপুরের

2. কে রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন

উঃ- নুরুলুদ্দিন 

3. রংপুর বিদ্রোহ কার বিরুদ্ধে হয়েছিল?

উঃ- দেবী সিংহ 

4. রংপুর বিদ্রোহ কবে হয় 

উঃ- ১৭৮৩ খ্রিস্টাব্দে 

5. রংপুর বিদ্রোহের কথা কোন পত্রিকা থেকে জানা যায়?

উঃ- সমাচার চন্দ্রিকা 

6. রংপুর বিদ্রোহের নেতা কে?

উঃ- নুরুলুদ্দিন



  • বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য  Click Here
  • সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো Click Here


File Details

 

File Name/Book Name

রংপুর বিদ্রোহ সম্পর্কে আলোচনা কর।  

File Format

PDF

File Language

Bengali

File Size

82 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top