রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ মনে করা হয়? || মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় || সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা || ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর

0

রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ মনে করা হয়?||মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা||৪ নম্বরের প্রশ্ন ও উত্তর


রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ মনে করা হয়



প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ মনে করা হয়?||মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা||৪ নম্বরের প্রশ্ন ও উত্তর||10th History Examination– দশম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|এছাড়াও তোমরা মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|Madhyamik History Question and Answer|মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination - মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর|


তো বন্ধুরা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়|প্রতিরোধ ও বিদ্রোহ|রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ মনে করা হয়?|আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।

রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ মনে করা হয়?||মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা||৪ নম্বরের প্রশ্ন ও উত্তর



রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ মনে করা হয়?


উনিশ শতকে ভারতের ধর্ম ও সমাজসংস্কারের ইতিহাসে রাজা রামমোহন রায়-এর নাম চিরস্মরণীয়। পাশ্চাত্য শিক্ষায় যুক্তিবাদের সমন্বয় ঘটিয়ে রামমোহন রায় নবভারত গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন।‘প্রথম আধুনিক মানুষ’ বলার কারণ-


(1)পাশ্চাত্য শিক্ষার সমর্থনে গৃহীত পদক্ষেপ : রামমোহন ছিলেন পাশ্চাত্য শিক্ষার উগ্র সমর্থক। তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসারে সরকারি অর্থ ব্যয়ের জন্য অনুরোধ জানান ব্রিটিশ সরকারকে।


(2)বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন : রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষাবিস্তারের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।১৮১৭ খ্রিস্টাব্দে ‘হিন্দু কলেজ’ এবং ১৮৩০ খ্রিস্টাব্দে ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন’ প্রতিষ্ঠায় আলেকজান্ডার ডাফ-কে তিনি বিশেষভাবে সহায়তা করেন।


(3) জাতিভেদ প্রথার বিরোধিতা : জাতিভেদ প্রথার প্রবল বিরোধী ছিলেন রামমোহন রায়। তিনি অসবর্ণ বিবাহকে সমর্থন করেছিলেন। তিনি সমস্ত ধর্মের মানুষের সমন্বয় ঘটাতে তৎপর হয়েছিলেন।


(4) সতীদাহপ্রথার অবসান : হিন্দুসমাজে প্রচলিত মর্মান্তিক সতীদাহপ্রথা নিবারণের জন্য রাজা রামমোহন রায় বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বাক্ষর সংগ্রহ করে বড়োলাট বেন্টিঙ্কের কাছে একটি আবেদনপত্র জমা দেন। শেষপর্যন্ত ১৮২৯ খ্রিস্টাব্দে সতীদাহপ্রথা নিষিদ্ধ বলে ঘোষিত হয়।


মূল্যায়ন : রাজা রামমোহন রায়ের হাত ধরে ভারতবর্ষে আধুনিক যুগের সূচনা ঘটেছিল। পাশ্চাত্য শিক্ষা ও যুক্তিবাদের প্রসারের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছিলেন। এ ছাড়া মধ্যযুগীয় জড়তা, অন্ধবিশ্বাস ও কুসংস্কারের হাত থেকে ভারতবাসীকে মুক্ত করে নবজাগরণ ঘটাতে তিনি বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন। এই সকল কারণের জন্য রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলে অভিহিত করা হয়।


 


আরও পড়ুন......


  • বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য  Click Here
  • সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো Click Here


File Details

 

File Name/Book Name

পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব-এর ভূমিকা আলোচনা করো।   

File Format

PDF

File Language

Bengali

File Size

49 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top