ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির গুরুত্ব লেখ।||ইতিহাস পঞ্চম অধ্যায়||বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা||মাধ্যমিক পঞ্চম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|
ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরে |
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির গুরুত্ব লেখ।||ইতিহাস পঞ্চম অধ্যায়||বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা||মাধ্যমিক পঞ্চম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|10th History Examination |দশম শ্রেনীর পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|এছাড়াও তোমরা মাধ্যমিক পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর |Madhyamik History Question and Answer|মাধ্যমিক পঞ্চম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination- মাধ্যমিক পঞ্চম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির গুরুত্ব লেখ। প্রশ্নের উত্তর পেয়ে যাবে|এটি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।
তো বন্ধুরা ইতিহাসের ধারণা পঞ্চম অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির গুরুত্ব লেখ। সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির গুরুত্ব লেখ।||ইতিহাস পঞ্চম অধ্যায়||বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা||মাধ্যমিক পঞ্চম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|
ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির গুরুত্ব লেখ।
ভূমিকাঃ- জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকরের লেখা স্মৃতিকথামূলক একটি গ্রন্থ। এটি 1318 -1319 বঙ্গাব্দ পর্যন্ত রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এবং 1319 বঙ্গাব্দে এটি গন্থাকারে প্রকাশিত হয়। রবীন্দনাথের জীবনস্মৃতি থেকে যে সমস্ত তথ্যগুলি জানা যায় তা নিম্নে আলোচিত হল -
ঠাকুরবাড়ির অন্দরমহলঃ- জীবনস্মৃতি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের তথা ঠাকুর পরিবারের শিশুদের ছেলেবেলা তাদের শিক্ষালাভ সংগীতচর্চা প্রভৃতি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। তা ছাড়া ঠাকুরবাড়ির অন্দরমহলের কাজকর্ম উৎসব অনুষ্ঠান অতিথি অভ্যর্থনা প্রভৃতি সম্পর্কে জানতে পারা যায়।
বাঙালি সমাজে জাতীয় চেতনার প্রসারঃ- এই গ্রন্থ থেকে বাঙালি সমাজে জাতীয় চেতনার প্রসারের কথা জানা যায়। বাঙালি সমাজে এই সময়কালে স্বদেশি ভাবধারার প্রসার ঘটে। বাঙালিরা পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি গ্রহণের পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতিও অনুরাগ দেখা যায়। এছাড়া নবগোপাল মিত্রের হিন্দমেলা এবং স্বদেশি কাপড় স্বদেশি দেশলাই প্রভৃতি সম্পর্কে যুবসমাজের উদ্যোগ বিষয়ে বিভিন্ন কথা লিখেছেন রবীন্দ্রনাথ।
রবীন্দ্রনাথের রাজনৈতিক যোগঃ- এই গ্রন্থ থেকে জানা যায় যে রবীন্দ্রনাথ প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দেশাত্মবোধক কর্মসূচিতে অংশগ্রহণ করতেন।
উপসংহারঃ- পরিশেষে বলা যায় যে জীবনস্মৃতি কে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করার বিপদ সম্পর্কে বই এর শুরুতেই বা গ্রন্থটিতে রবীন্দ্রনাথ পাঠকদের উদ্দেশ্যে সতর্ক করে বলেছেন যে স্মৃতিকথা ও ইতিহাস এক নয়। তা সত্বেও রবীন্দনাথের জীবনস্মৃতিকে ঊনবংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের সামাজিক ও কিছু ক্ষেত্রে রাজনৈতিক ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যাবহার করা হয়।
FAQs
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি সম্পর্কীত কিছু গুরুত্বপুর্ন প্রশ্ন যেগুলি পরিক্ষায় আসে
জীবনস্মৃতি কি ধরনের রচনা?
উঃ- আত্মজীবনীমূলক
জীবনস্মৃতি প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়?
উঃ- প্রবাসী পত্রিকায়
কবে জীবনস্মৃতি গ্রন্থাকারে প্রকাশিত হয়?
উঃ- ১৯১২ খ্রিস্টাব্দে
জীবনস্মৃতি গ্রন্থের লেখক কে ?
উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
File Details |
|
File Name/Book Name | ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির গুরুত্ব লেখ। |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 47 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |