ষষ্ঠ শ্রেণী ইতিহাস|প্রথম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ

ষষ্ঠ শ্রেণী ইতিহাস|প্রথম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ

ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ২ নম্বরের উত্তর

প্রিয় বন্ধুরা 

ষষ্ঠ শ্রেণী ইতিহাস|প্রথম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ আজকে আলোচনা করব |তোমরা West Bengal Class 6 History পেয়ে যাবে|ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|West Bengal Class Six|Class 6 History Question and Answer |Class 6 History 1st chapter Suggestion WBBSE|Class 6 History 1st chapter Notes WBBSE|Class 6 History 2 marks Question and Answer|ইতহাস প্রশ্নোত্তর| ইতিহাস মক টেস্ট|itihas proshno o uttor| History Mock Test|


এছাড়াও তোমরা পাবে ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questions ,Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VI History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ২ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা ষষ্ঠ শ্রেণী ইতিহাস (প্রথম অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ) ২ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।


ষষ্ঠ শ্রেণী ইতিহাস|প্রথম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ

১. আদিম কথার অর্থ কী?

উত্তর :- আদিম কথার অর্থ খুব পুরোনো বা গোড়ার কথা।

 

২. মানুষের বৈশিষ্ট্যগুলি কী ?

উত্তর :- হাতের ব্যবহার, দু-পায়ে হাঁটা, লম্বা মেরুদণ্ড প্রভৃতি হল মানুষের বৈশিষ্ট্য।

 

৩. লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ, কেমন ছিল ?

উত্তর :- লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা।

 

৪. আফ্রিকার জঙ্গলে কী ধরনের প্রাণী ঘুরে বেড়াত ?

উত্তর :- আফ্রিকার জঙ্গলে বিশাল আকারের ভয়ানক প্রাণী ঘুরে বেড়াত। যেমন— ডাইনোসর, শিম্পাঞ্জি, গোরিলা জাতীয় বড়ো বানরের আকারের এপ প্রভৃতি।

 

৫. এপ কী ?

উত্তর :- লক্ষ লক্ষ বছর আগে এক ধরনের শিম্পাঞ্জি, গোরিলা জাতীয় লেজহীন বড়ো আকারের বানরের মতো প্রাণীকে এপ বলা হত।

 

৬. আদিম মানুষের হদিস কোথায় পাওয়া গেছে ?

উত্তর :- গবেষক ও প্রত্নতাত্ত্বিকরা আফ্রিকা, এশিয়া ও ইউরোপের নানা জায়গা থেকে আদিম মানুষের মাথার খুলি, কঙ্কাল, হাড়গোড় আবিষ্কার করেছেন। এর থেকে প্রমাণ হয় যে, ওইসব অঞ্চলে আদিম মানুষের বাসস্থান ছিল।

 

৭. আদিম মানুষ কাদের বলা হত ?

উত্তর :- খুব পুরোনো সময়ের মানুষদের আদিম মানুষ বলা হত। সবচেয়ে পুরোনো মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে।

 

৮. আদিম মানুষ দেখতে কেমন ছিল ?

উত্তর :- আদিম মানুষ শিম্পাঞ্জি, গোরিলা কিংবা বড়ো বানরের মতো দেখতে ছিল। তাদের নাক ছিল চ্যাপটা ও ঠোট ছিল পুরু, ওলটানো এবং চোয়াল ছিল শক্ত ও সুগঠিত। তাদের হাত ছিল নীচ পর্যন্ত ঝোলানো এবং তারা হাতের আঙুল ইচ্ছামতো নাড়াতে পারত না।

 

৯. এপ ও মানুষের মধ্যে প্রধান পার্থক্য কী ছিল ?

উত্তর :- এপ ও মানুষের মধ্যে প্রধান পার্থক্য ছিল এই যে, মানুষ হাতিয়ার তৈরি করতে পারত; কিন্তু এপরা তা পারত না।

 

১০. আদিম মানুষ কীভাবে চলত ?

উত্তর :- আদিম মানুষ প্রথম থেকে সোজা হয়ে দাঁড়াতে পারলেও হাঁটার সময়ে সামনের দিকে ঝুঁকে জবুথবু হয়ে চলত তখন তাদের হাত হাঁটুর নীচ পর্যন্ত ঝোলানো থাকত।

 

১১. পুরোনো পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলি কীরূপ ছিল ?

উত্তর :- পুরোনো পাথরের যুগে মানুষের হাতিয়ারগুলি ছিল বড়ো, ভারী ও এবড়ো খেবড়ো পাথরের। সেগুলি তারা হাতের মুঠিতে শক্তভাবে ধরত।

 

১২. পুরোনো পাথরের যুগের মানুষের কয়েকটি হাতিয়ারের নাম করো।

উত্তর :- পুরোনো পাথরের যুগের কয়েকটি হাতিয়ারের নাম হল- হাতকুঠার, বল্লম, ছুরি, হারপুন, র্যাদা প্রভৃতি।

 

১৩. মাঝের পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলি কীরূপ ছিল ?

উত্তর :- মাঝের পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলি ছিল ছোটো ছোটো পাথরের এবং সেগুলি ছিল হালকা ও ধারালো।

 

১৪. মাঝের পাথরের যুগের কয়েকটি হাতিয়ারের নাম করো।

উত্তর :- মাঝের পাথরের যুগের কয়েকটি হাতিয়ারের নাম হলতির-ধনুক, হারপুন, বড়শি প্রভৃতি।

 

১৫. নতুন পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলি কীরূপ ছিল ?

উত্তর :- নতুন পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলি ছিল অনেক মসৃণ, হালকা ও ধারালো। আগের যুগের তুলনায় অনেক উন্নত।

 

১৬. নতুন পাথরের যুগের কয়েকটি হাতিয়ারের নাম করো।

উত্তর :- নতুন পাথরের যুগের কয়েকটি হাতিয়ারের নাম হল- ফসল কাটার কাস্তে, কোদাল। এ ছাড়া কুলো, শিলনোড়া, হামানদিস্তা, আঁতা, হাতুড়ি, বাটালি প্রভৃতি।

 

১৭. আদিম মানুষ হাতিয়ারের প্রয়োজন বোধ করেছিল কেন ?

উত্তর :- আদিম মানুষ ভয়ানক সব প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে এবং খাবার সংগ্রহের জন্য হাতিয়ারের প্রয়োজন বোধ করেছিল।

 

১৮. পুরোনো পাথরের যুগ কাকে বলে ?

উত্তর :- আনুমানিক খ্রিস্টপূর্ব ২০ লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব ১০ হাজার বছর পর্যন্ত মানবসভ্যতার সময়কালকে পুরোনো পাথরের যুগ বলা হয়।

 

১৯. পুরোনো পাথরের যুগে মানুষ কোথায় বসবাস করত ?

উত্তর :- পুরোনো পাথরের যুগে মানুষ কখনও খোলা আকাশের নীচে, আবার কখনও গুহায় বসবাস করত।

 

২০. মাঝের পাথরের যুগ কাকে বলে ?

উত্তর :- আনুমানিক খ্রিস্টপূর্ব ১০ হাজার বছর থেকে খ্রিস্টপূর্ব ৮ হাজার বছর পর্যন্ত মানবসভ্যতার সময়কালকে মাঝের পাথরের যুগ বলা হয়।

 

২১. মাঝের পাথরের যুগে মানুষ কোথায় বসবাস করত ?

 

উত্তর :- মাঝের পাথরের যুগে মানুষ ছিল অনেকটা যাযাবরের মতো। তারা এইসময় গুহা থেকে বেরিয়ে ছোটো ছোটো বসতি বানাতে শুরু করেছিল।

 

২২. নতুন পাথরের যুগ কাকে বলে ?

উত্তর :- আনুমানিক খ্রিস্টপূর্ব ৮ হাজার বছর থেকে খ্রিস্টপূর্ব ৪ হাজার বছর পর্যন্ত মানবসভ্যতার সময়কালকে নতুন পাথরের যুগ বলা হয়।

 

২৩. নতুন পাথরের যুগে মানুষ কোথায় বসবাস করত ?

উত্তর :- নতুন পাথরের যুগে মানুষ যাযাবর জীবন ছেড়ে কুটির বা বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল।

 

২৪. নতুন পাথরের যুগে মানুষ কোথায় বসতি গড়ে তুলেছিল ?

উত্তর :- নতুন পাথরের যুগে মানুষ ফসল রক্ষার জন্য জমির কাছে এবং জমিতে জলসেচ ও মাছ ধরার জন্য জলাশয়ের কাছে বসতি গড়ে তুলেছিল।

 

২৫. লুসি কী ?

উত্তর :- আফ্রিকার ইথিয়োপিয়ার হাদার নামে এক জায়গায় প্রায় ৩২ লক্ষ বছর আগের একটি ছোটো মেয়ের কঙ্কালের কিছু অংশ পাওয়া গিয়েছিল। এর নাম দেওয়া হয়েছিল লুসি।

 

২৬. ভারতীয় উপমহাদেশের আদিম মানুষের কথা কেমনভাবে জানা যায় ?

উত্তর :- ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে আদিম মানুষের হাড়গোড় এবং তাদের ব্যবহার করা পুরোনো হাতিয়ার থেকে তাদের কথা জানা যায়।

 

২৭. পুরোনো পাথরের যুগে উপমহাদেশের মানুষের হাতিয়ারগুলি কী ছিল ?

উত্তর :- পুরোনো পাথরের যুগে উপমহাদেশের মানুষের হাতিয়ারগুলির বেশিরভাগই ছিল ভারী নুড়ি পাথরের তৈরি হাতকুঠার ও চপার জাতীয়।

 

২৮. ভারতীয় উপমহাদেশে কোথায় কোথায় হোমো ইরেকটাস প্রজাতির প্রমাণ রয়েছে ?

উত্তর :- ভারতীয় উপমহাদেশে কর্ণাটকের হলগি উপত্যকায়, রাজস্থানের দিওয়ানা ও মহারাষ্ট্রের নেভাসাতে হোমো ইরেকটাস প্রজাতির প্রমাণ রয়েছে।

 

২৯. মধ্যপ্রদেশের কোথায় এবং কত বছর আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে ?

উত্তর :- মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় একলক্ষ তিরিশ হাজার বছর আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে।

 

৩০. ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত ?

উত্তর :- মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গলে ভীমবেটকা গুহা অবস্থিত।

 

৩১. ভীমবেটকা গুহার ছবিগুলিতে কী কী রং ব্যবহার করা হয়েছিল ?

উত্তর :- ভীমবেটকা গুহার ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও সাদা এবং লাল রং বেশি ব্যবহার করা হয়েছিল।

 

৩২. হুন্সগি উপত্যকার হাতিয়ারগুলি কী ছিল ?

উত্তর :- হুন্সগি উপত্যকার হাতিয়ারগুলির বেশিরভাগই ছিল পাথরের, যেমন— হাতকুড়ুল, ছোরা, চাঁছুনি প্রভৃতি।

 

৩৩. হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত ?

উত্তর :- কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর-পশ্চিমে হুগি উপত্যকা অবস্থিত।

 

৩৪. আলতামিরা গুহা কোথায় অবস্থিত ?

উত্তর হুন্সগি ইউরোপের স্পেন দেশের একটি পাহাড়ি এলাকায় আলতামিরা গুহা অবস্থিত।

 

৩৫. ভারতীয় উপমহাদেশের কোথায় মাঝের পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে ?

উত্তর :- ভারতীয় উপমহাদেশে উত্তরপ্রদেশের মহাদহা, মধ্যপ্রদেশের আদমগড় প্রভৃতি অঞ্চলে মাঝের পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে।

 

৩৬. উপমহাদেশে নতুন পাথরের যুগের মানুষ কীভাবে ফসল উৎপাদন করতে শিখেছিল ?

উত্তর :- একসময়ে মেয়েরা গাছপালা দেখতে দেখতে বুঝতে পারে কীভাবে বীজ থেকে চারাগাছ হয়, চারাগাছ থেকে বড়ো গাছ হয়। তখন তারা মাটিতে বীজ পুঁতে ফসল উৎপাদন করতে শিখেছিল।

 

৩৭. আদিম মানুষের সংস্কৃতি বলতে কোনটিকে বোঝাত ?

উত্তর :- আদিম মানুষের সংস্কৃতি বলতে তাদের পাথরের ভোঁতা হাতিয়ার বানানোকে বোঝাত।

 

৩৮. আদিম মানুষ শিকারে বের হওয়ার আগে কী করত ?

উত্তর :- আদিম মানুষ শিকারে বের হওয়ার আগে যে-পশুকে শিকার করবে তার ছবি গুহায় আঁকত। তাদের বিশ্বাস ছিল যে, এইভাবে ভালো শিকার পাওয়া যাবে।

 

৩৯. আদিম মানুষ পাকাপাকিভাবে একটি অঞ্চলে বসবাস গড়ে তোলেনি কেন ?

উত্তর :- আদিম মানুষ শিকার ও ফলমূল জোগাড়ের উদ্দেশ্যে পাকাপাকিভাবে একটি অঞ্চলে বসবাস গড়ে তোলেনি।

 

৪০. যে-কোনো পরিবেশে মানুষ নিজেকে মানিয়ে নিতে পেরেছিল কেন ?

উত্তর :- মানুষ তার সংস্কৃতির জন্য যে-কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পেরেছিল।


আরও পড়ুন......



File Details

 

File Name/Book Name

ষষ্ঠ শ্রেণী ইতিহাস|প্রথম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর|

File Format

PDF

File Language

Bengali

File Size

43 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members

 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url