সপ্তম শ্রেনী ইতিহাস| অষ্টম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর| আজকের ভারত সরকার গণতন্ত্র স্বায়ত্তশাসন

0

সপ্তম শ্রেনী ইতিহাস|অষ্টম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর|আজকের ভারত সরকার গণতন্ত্র স্বায়ত্তশাসন


সপ্তম শ্রেনী ইতিহাস অষ্টম অধ্যায় ২ নম্বরের  উত্তর

প্রিয় বন্ধুরা 

সপ্তম শ্রেনী ইতিহাস| অষ্টম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর| আজকের ভারত সরকার গণতন্ত্র স্বায়ত্তশাসন|আজকে আলোচনা করব তোমরা West Bengal Class 7 History পেয়ে যাবে |সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর| Class 7 History 8th chapter Suggestion WBBSE|ইতহাস প্রশ্নোত্তর| West Bengal Class Seven|Class 7 History Question and Ans -wer|itihas proshno uttor| Class 7 Hist -ory 8th chapter Notes WBBSE|ইতিহাস মক টেস্ট|History Mock Test 


এছাড়াও তোমরা পাবে সপ্তম শ্রেণী অষ্টম   অধ্যায় আজকের ভারত সরকার গণতন্ত্র স্বায়ত্তশাসন থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ Very Short Question Short Questions Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VII History Examin -ation এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ২ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা সপ্তম শ্রেণী ইতিহাস (আজকের ভারত সরকার গণতন্ত্র স্বায়ত্তশাসন) ২ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।


সপ্তম শ্রেনী ইতিহাস| অষ্টম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর| আজকের ভারত সরকার গণতন্ত্র স্বায়ত্তশাসন



1. সরকার বলতে কী বোঝো?

উঃ- সরকার শব্দটি একটি ফারসি (প্রাচীন পারস্যের ভাবা) শব্দ। এর ইংরেজি অর্থ হল গভর্নমেন্ট। সরকার শব্দটি ব্যবহার করা হত শাসনকর্তা ও তার শাসনব্যবস্থাকে বোঝাতে। বর্তমানে সরকার বলতে বোঝায় একটি দেশের সাংবিধানিক শাসনতান্ত্রিক প্রতিষ্ঠানকে।


2. গণতন্ত্র কী ?

উঃ- গণতন্ত্র বলতে বোঝায় জনগণের শাসনকে। যখন কোনো দেশের সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় অথবা কোনো দেশের মানুষ যে ব্যবস্থা দ্বারা তাদের পছন্দমতো শাসক বা সরকারকে বেছে নেয়। সেই ব্যবস্থাকে বলা হয় গণতন্ত্র অথবা, গণতন্ত্র গণতন্ত্র বলতে বোঝায়, এমন একটি সমাজব্যবস্থাকে যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়।


আরও পড়ুন......

3. ভারতের শাসনব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা বলা হয় কেন ?

উঃ- যে-শাসনব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারের অস্তিত্ব থাকে, সেই শাসনব্যবস্থাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ভারতেও একটি কেন্দ্রীয় সরকার এবং প্রতিটি রাজ্যে একটি করে রাজ্য সরকার আছে। ফলে ভারতেও ‘যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা আছে বলা যায়।


4. পুরসভার কাজ কী ? ভূমিকাগুলি পালন করে।

উঃ- শহরের বা নগরের শাসনকার্য চালায় পুরসভা। পুরসভাজনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন ও প্রশাসন প্রভৃতি দেখাশোনা করে। যার মধ্যে পড়ে পানীয় জল সরবরাহ, রাস্তাঘাট নির্মাণ, দূষণ রোধ প্রভৃতি। এ ছাড়া পুরসভা বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতির মাধ্যমে জনসেবার গুরুত্বপূর্ণ


File Details

 

File Name/Book Name

সপ্তম শ্রেনী ইতিহাস| অষ্টম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর| 

File Format

PDF

File Language

Bengali

File Size

28 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top