সপ্তম শ্রেনী ইতিহাস| সপ্তম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর| দিল্লি মুঘল সাম্রাজ্যের সংকট

0

সপ্তম শ্রেনী ইতিহাস| সপ্তম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর| দিল্লি মুঘল সাম্রাজ্যের সংকট

সপ্তম শ্রেনী ইতিহাস সপ্তম অধ্যায় ২ নম্বরের উত্তর

প্রিয় বন্ধুরা 

সপ্তম শ্রেনী ইতিহাস| সপ্তম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর| দিল্লি মুঘল সাম্রাজ্যের সংকট|আজকে আলোচনা করব তোমরা West Bengal Class 7 History পেয়ে যাবে |সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|Class 7 History 7th chapter Suggestion WBBSE|ইতহাস প্রশ্নোত্তর|West Bengal Class Seven|Class 7 History Question and Answer|itihas pros -hno uttor|Class 7 History 7th chapter Notes WBBSE|ইতিহাস মক টেস্ট|History Mock Test 


এছাড়াও তোমরা পাবে সপ্তম শ্রেণী সপ্তম   অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ Very Short Question Short Questions Descrip -tive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VII History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ২ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা সপ্তম শ্রেণী ইতিহাস (মুঘল সাম্রাজ্যের সংকট ) ২ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।

সপ্তম শ্রেনী ইতিহাস| সপ্তম অধ্যায়|২ নম্বরের প্রশ্ন ও উত্তর| দিল্লি মুঘল সাম্রাজ্যের সংকট


1. মোগল যুগে আঞ্চলিক শক্তিগুলির মোগল বিরোধিতার উদ্দেশ্য কী ছিল ?

উ:- মোগল আমলে বিভিন্ন শক্তি মোগলদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। মারাঠারা তাদের স্বাধীন রাজ্য বা স্বরাজ্য গঠনের স্বপ্ন দেখেছিল। অন্যদিকে জাঠ ও সৎনামিরা মোগল আমলের কৃষিব্যবস্থার সংকটগুলি তুলে ধরেছিল । এরা সকলেই আলিক স্বাধীনতা চেয়েছিল।


2. খালসা কী ?

উ:- শিখদের নিরাপত্তার জন্য গুরু গোবিন্দ সিংহ ১৬৯৯ খ্রিস্টাব্দে একটি সংগঠন তৈরি করেন যা খালস নামে পরিচিত। গুরু গোবিন্দ সিংহ শিখদের পাঁচটি পথ ঠিক করে দেন- এগুলি হল কেশ, কচ্ছা, কচ্ছা, কৃপণ এবং কড়া।


3. শিবাজির মারাঠা রাজ্য প্রতিষ্ঠার প্রকৃতি কেমন ছিল ?

উ:- শিবাজি কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন স্বরপ মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মারাঠা রাজ্যকে বলা হত ‘স্বরাজ্য। শিবাজি এমনই একটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। স্বরাজ্যের বাইরে মারাঠা সেনারা পার্শ্ববর্তী মোগল এলাকাগুলিও আক্রমণ করে জোর করে কর আদায় করত। এইভাবে শিবাজির নেতৃত্বে মারাঠাদের জাতীয় চেতনা জাগ্রত হয়।


4. শিবাজির মৃত্যুর পর মারাঠা রাজ্যের কী অবস্থা হয়েছিল ? অন্য রাজাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা চালান।

উ:- শিবাজির মৃত্যুর মাত্র চল্লিশ বছরের মধ্যে মারাঠা শাসন ক্ষমতা চলে যায় পেশোয়াদের হাতে। সেসময় মোগল সাম্রাজ্যের অবস্থা খুবই সঙ্গিন হয়ে পড়েছিল। শিবাজির মৃত্যুর পাশ বছরের মধ্যে পেশোয়া প্রথম বাজিরাও একটি হিন্দু সাম্রাজ্য বা হিন্দুপাদ পাদশাহি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাই তিনি ধর্মের নামে মোগলদের বিরুদ্ধে


5. অষ্টপ্রধান কী ?

উ:- সুষ্ঠু শাসনব্যবস্থা গড়ে তোলার জন্য শিবাজি মারাঠা শাসনব্যবস্থায় আটজন মন্ত্রী (পেশোয়া, অমাত্য, মন্ত্রী, সচিব, সামন্ত, পণ্ডিত রাও, ন্যায়াধীশ ও সেনাপতি) নিয়ে যে মন্ত্রী পরিষদ গড়ে তোলেন তাকেই বলা হয় অষ্টপ্রধান।


6. চৌথ ও সরদেশমুখী কী ?

উ:- প্রতিবেশী রাজ্যগুলির থেকে শিবাজি জোর করে দুটি কর আদায় করতেন, যথা (ক) উৎপন্ন ফসলের এক-চতুর্থাংশ ছিল চৌথ । (খ) উৎপন্ন ফসলের এক-দশমাংশ হল সরদেশমুখী।

7. মনসবদারি প্রথা কী ?

উ:- সম্রাট আকবরের শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট মনসবদারি প্রথা। ১৫৭১ খ্রিস্টাব্দে তিনি জায়গিরদারি প্রথা তুলে দিয়ে মনসবদারি প্রথা চালু করেন। মনসব কথার অর্থ পদমর্যাদা। তাঁর আমলে ১০ থেকে ১০ হাজারি পদমর্যাদা সম্পন্ন মনসবদারদের পরিচয় পাওয়া যায়। উচ্চ পদস্থ মনসবপদ পেতেন সম্রাটের নিকটাত্মীয়রা। মানসিংহ ছিলেন এমন একজন উচ্চপদস্থ মনসবদার।


8. শিখধর্মে প ‘ক কী ?

উ:- দশম শিখগুরু গোবিন্দসিংহ শিখদের পাঁচটি জিনিস রাখার অনুমতি দেন। সেগুলি হল কেশ, কঙ্ঘা বা চিরুনি, কচ্ছা, কৃপাণ ও কড়া, এগুলিকেই বলা হয় পঞ ‘ক


আরও পড়ুন......


আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

সপ্তম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|

File Format

PDF

File Language

Bengali

File Size

40 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top