আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল?
আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল?
ভূমিকাঃ- আদিম মানুষের যখন উদ্ভব হয় তখন বনেজঙ্গলে ঘুরে বেড়াত বিশাল আকারের ভয়ানক সব প্রাণী। মানুষও ওইসব প্রাণীর মতােই জলে-জঙ্গলে, পাহাড়ের গুহায় বসবাস করত। তাদের খাদ্য ছিল বনের ফলমূল ও কাঁচা মাংস। তাদের জীবন ছিল খুবই কষ্টের ও বিপদের।
আদিম মানুষের জীবনযাত্রাঃ-
জীবজন্তর মতােঃ- আদিম মানুষ জীবজন্তুর মতােই জঙ্গলে জীবন কাটাত। তাদের ওপর নেমে আসত ভয়ানক প্রাণীর আক্রমণ। এইসব প্রাণীর মুখােমুখি পড়ে প্রাণ হারানাে ছিল প্রতিদিনের ঘটনা।
বিপদে-ভরা জীবনঃ- আদিম মানুষের অনেকেই কুড়ি বছর বয়স পার হওয়ার আগেই মারা যেত হিংস্র প্রাণীর আক্রমণে, না হয় অসুখে কিংবা না-খেতে পেয়ে। আদিম মানুষের কঠোর জীবনযাত্রা
কষ্টকর জীবনঃ- আদিম মানুষের জীবন ছিল খুবই কষ্টের। প্রাকৃতিক দুর্যোগ, যেমন—ঝড়বৃষ্টি, বজ্রপাত, তুষারপাত, ভূমিকম্প প্রভৃতির কাছে মানুষ ছিল শিশুর মতাে অসহায়। বরফের যুগেও তারা কষ্ট করে টিকে থাকতে পেরেছিল।
বাসস্থানঃ- আদিম মানুষের প্রথম বাসস্থান ছিল অন্ধকার ও স্যাতসেঁতে পাহাড়ের গুহায়। কখনােকখনাে তারা গাছের ডালে-কোটরে কিংবা জলাশয়ের ধারে বসবাস করত
খাবারঃ- আদিম মানুষের বেঁচে থাকার মতাে খাবারের সুযোগ ছিল না। তারা বনের ফলমূল ও পশুপাখির কাঁচা মাংস খেয়ে দিন কাটাত।
কঠোর কাজকর্মঃ- নিজেকে বাঁচাতে এবং খাবার পেতে মানুষ কঠোর কাজকর্ম শুরু করে। ধীরে ধীরে মানুষ জমিতে ফসল ফলানাে, পশুপালন, পােশাক তৈরি, বসতবাড়ি গড়ে তােলা প্রভৃতি কাজ করতে শুরু করে। বিখ্যাত সমাজতান্ত্রিক ফ্রেডরিক এঙ্গেলস বলেছেন, কঠোর কাজকর্মই মানুষকে মানুষ করে তুলেছিল।
আরও পড়ুন......
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (প্রথম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (তৃতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (চতুর্থ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (পঞ্চম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (সপ্তম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (অষ্টম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (নবম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
File Details |
|
File Name/Book Name | আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল? |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 69 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
Verygood
উত্তরমুছুন