আদিম মানুষের বৈশিষ্ট্যগুলি কী ছিল?

0

আদিম মানুষের বৈশিষ্ট্যগুলি কী ছিল? 

আদিম মানুষের বৈশিষ্ট্যগুলি কী ছিল

🟢 বন্ধুরা আজকে এ প্রশ্নের মাধ্যমে আলোচনা করব,আদিম মানুষের বৈশিষ্ট্যগুলি কী ছিল?ষষ্ঠ শ্রেণির 5 নম্বরের প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গের ষষ্ঠ শ্রেণির প্রথম অধ্যায়ের আদিম মানুষের বৈশিষ্ট্যএখানে পিডিএফ সহ ডাউনলোড পেয়ে যাবে 


আদিম মানুষের বৈশিষ্ট্যগুলি কী ছিল?

ভূমিকাঃ- কয়েক লক্ষ বছর আগে প্রকৃতির ধীর পরিবর্তনের মধ্যদিয়ে"আদিম মানুষের উদ্ভব ঘটে। আফ্রিকা, ইউরােপ, এশিয়ার বিভিন্ন স্থানে আদিম মানুষের মাথার খুলি, কঙ্কাল, হাড়গােড় প্রভৃতি থেকে গবেষক ও ঐতিহাসিকরা বেশ কিছু তথ্য খুঁজে পেয়েছেন।

আদিম মানুষের বৈশিষ্ট্যঃ-

পশুর মতােঃ- আদিম মানুষের শরীরের কাঠামাে ছিল অনেকটা পশুর মতাে। এরা প্রথম দিকে কোনােক্রমে দাঁড়াতে পারত এবং জবুথবু হয়ে হাঁটত, তাদের হাত ছিল এতটাই লম্বা যে-হাঁটুর নীচে ঝুলে থাকত। তারা ইচ্ছামত আঙুল নাড়াতে পারত না। 


এপ থেকে মানুষঃ- শিম্পাঞ্জি, গােরিলা জাতীয় নরাকার প্রাণী এপ-এর পরে বিবর্তনের মধ্যদিয়ে কোনাে ভাবে দাঁড়াতে পারা মানুষের আবির্ভাব ঘটে। ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন এই ধরনের মত প্রকাশ করেছেন চার্লস ডারউইন


ভাবের আদানপ্রদানঃ- আদিম মানুষ ভয় ও ক্রোধ প্রকাশ করত মুখ দিয়ে শব্দ করে। এইভাবে তারা একে-অপরের সঙ্গে ভাবের আদানপ্রদান চালাত। 


আগুনের ব্যবহারঃ- আদিম মানুষ বনে-লাগা আগুন (দাবানল) দেখে আগুনের ব্যবহার শিখেছিল। চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে তারা আগুন জ্বালাতে শিখেছিল। 


খাদ্য সংগ্রহ:- আদিম মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। তারা খাবারের খোঁজে বনেজঙ্গলে দলবদ্ধভাবে ঘুরে বেড়াত শিকার ও ফলমূল জোগাড় করে তারা খেত। 


বাসস্থানঃ- আদিম মানুষ প্রথম দিকে খােলা আকাশের নীচে, কখনও-বা গুহায় থাকত। পরে তারা ছােটোছােটো বসতি গড়ে তােলে কৃষিজমির পাশে, জলাশয়ের ধারে।



আরও পড়ুন......



File Details

 

File Name/Book Name

আদিম মানুষের বৈশিষ্ট্যগুলি কী ছিল?

File Format

PDF

File Language

Bengali

File Size

43 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members

 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top