স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়?||মাধ্যমিক অষ্টম অধ্যায়||উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব
আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ বিষয়টি সংক্ষেপে আলোচনা করো |
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়?||মাধ্যমিক অষ্টম অধ্যায়||উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব||৪ নম্বরের প্রশ্ন ও উত্তর||ইতিহাস প্রশ্নত্তোর|itihass class 10| Madhyamik History Question and Answer|History chapter 8 question answer 10th History Examination|ইতিহাস মক টেস্ট|দশম শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|দশম শ্রেণী অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর|এই ওয়েবসাইটে মাধ্যমিক অষ্টম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination|মাধ্যমিক অষ্টম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। এছাড়াও তোমরা মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|
স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়?||মাধ্যমিক অষ্টম অধ্যায়||উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব
স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়?
ভূমিকা:- 1947 খ্রিস্টাব্দে অবিভক্ত ভারত বিভক্ত হয়ে স্বাধীন ভারত ও স্বাধীন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। একদল মানুষ দেশভাগে খুশি হলেও এর ফলে অসংখ্য মানুষকে উদ্বাস্তু সমস্যার নিদারুণ যন্ত্রণা ভোগ করতে হয়। সমকালীন মানুষের আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগের যন্ত্রণার বিষয়টি তুলে ধরা হয়। ফলে যেগুলি আধুনিক ইতিহাসচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানরূপে বিবেচিত হয়।
দেশভাগ বিষয়ক অত্নিজীবনী স্মৃতিকথা ও অন্যান্য গ্রন্থ:- দেশভাগ বিষয়ক আত্মজীবনী স্মৃতিকথা ও অন্যান্য গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-
a.শ্রী হিরন্ময় বন্দ্যোপাধ্যায় রচিত Autobiography উদ্বাস্তু। লেখক পশ্চিমবঙ্গের উদ্বাস্তু Unknown Indian কমিশনার ছিলেন। এটি মূলত তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ।
b. দক্ষিণারঞ্জন বসুর লেখা স্মৃতিকথা হল ছেড়ে আসা গ্রাম।
c.নীরদচন্দ্র চৌধুরী রচিত গ্রন্থ Nirad C. Chaudhuri অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান Autobiography of an Unknown Indian।
d. জ্যোতির্ময়ী দেবীর লেখা এপার গঙ্গা ওপার গঙ্গা।
e. চৌধুরী খালিজুজামানের লেখা পাথওয়ে টু পাকিস্তান Pathway to Pakistan
f. ড. ভীমরাও রামজি আম্বেদকরের পাকিস্তান অর দ্য পার্টিশান অফ ইন্ডিয়া Pakistan or the Partition of India।
g. খুশবন্ত সিং- এর লেখা ট্রেন টু পাকিস্তান Train to Pakistan।
h. প্রফুল্লকুমার চক্রবর্তীর লেখা দ্য মার্জিনাল মেন The Marginal Men ইত্যাদি।
আত্নজীবনী ও স্মৃতিকথায় দেশভাগের বর্ণনা:- এই গ্রন্থগুলি থেকে দেশভাগ সংক্রান্ত আনন্দ দুঃখ, সাম্প্রদায়িক দাঙ্গা হত্যা লুঠতরাজ এবং উদ্বাস্তুদের যন্ত্রণাময় জীবনের কথা জানা যায়।
a. অনেকে আশা করেছিল দেশ স্বাধীন হলে মানুষের আর দুঃখদুর্দশা বলে কিছু থাকবে না। চালের দাম কম হবে সবাই খেয়ে- পরে আনন্দে বাঁচতে পারবে।
b. দেশ স্বাধীন হল মানুষ আনন্দে মেতে উঠল।
c. কিন্তু অসংখ্য মানুষের মনে স্বাধীনতার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। তারা নিজ ভূমে পরবাসী হয়ে গেল- উদ্বাস্তু হয়ে নিজের ঘরবাড়ি ছেড়ে অজানা-অচেনা জায়গায় চলে যেতে বাধ্য হল। অদ্ভুত বেদনা ও মানসিক যন্ত্রণার শিকার হল তারা।
d. স্বার্থান্বেষী একদল মানুষ জমিজমা ঘরবাড়ি সম্পত্তির লোভে ধর্মের দোহাই দিয়ে খুন নারীনির্যাতন ও সম্পত্তি লুঠতরাজে মেতে উঠল।
e. এর মধ্যেও উদ্বাস্তুদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা পীড়িত মানুষের পাশে দাঁড়ানো বিভিন্নভাবে মানুষের মানবিকতা ও মূল্যবোধের চিত্র ফুটে উঠেছে।
মূল্যায়ন:- ভারতীয়দের কাছে দেশভাগ একটি মিশ্র অনুভূতির ঘটনা। যে অবর্ণনীয় দুঃখদুর্দশার যৎসামান্য অংশ লিখিত আকারে আত্মজীবনী ও স্মৃতিকথারূপে আমাদের কাছে প্রকাশিত হয়েছে তা সত্যিই বেদনাদায়ক।
অথবা
আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ সম্পর্কিত তথ্য
ভূমিকা:- 1947 খ্রিস্টাব্দে দেশভাগ আধুনিক ভারতের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। দেশভাগের এই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথায় উঠে এসেছে।
1. দাঙ্গার উল্লেখ:- দেশভাগের পর সংখ্যালঘু সম্প্রদায় কীভাবে সংখ্যাগুরু সম্প্রদায়ের সাম্প্রদায়িক দাঙ্গা হত্যা ধর্ষণ লুণ্ঠন প্রভৃতির শিকার হয়েছে এবং দেশত্যাগ করতে বাধ্য হয়েছে তা বিভিন্ন লেখকের আলোচনায় উঠে এসেছে।
2. দেশত্যাগের স্মৃতি:- দেশত্যাগের সময় অতীতের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ অনেক বেদনা নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু প্রভৃতি বিষয়গুলি বিভিন্ন লেখক তাদের লেখায় ফুটিয়ে তুলেছেন।
3. সম্পর্কের বিচ্ছেদ:- দেশভাগ কীভাবে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও পরিবার পরিজনের বিভিন্ন সদস্যের সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়েছে কীভাবে বহু প্রিয়জন একে অপরের থেকে চিরদিনের মতো হারিয়ে গেছে তা বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথায় আলোচিত হয়েছে।
4. মাতৃভূমির প্রতি টানঃ- নিজের মাতৃভূমির ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হলেও সেই ভিটেমাটি, পরিবেশ-পরিজনের প্রতি গভীর মমত্ববোধ এবং আকুল মনের টান বিভিন্ন লেখায় বার বার উঠে এসেছে।
5. কয়েকজন লেখক:- শভাগের সঙ্গে যুক্ত বিভিন্ন ঘটনা উল্লেখ করে যারা বাংলা ভাষায় বিভিন্ন আত্মজীবনী স্মৃতিকথা উপন্যাস গবেষণামূলক গ্রন্থ প্রভৃতি লিখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন অতীন বন্দ্যোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় প্রফুল্ল রায় মানিক বন্দ্যোপাধ্যায় দেবেশ রায় প্রফুল্ল চক্রবর্তী দেবজ্যোতি রায় প্রমুখ হিন্দি ভাষায় সাদাত হাসান মান্টো কৃষণ চন্দর যশপাল রাঙ্গেয় রাঘো ভীষ্ম সাহানী প্রমুখ ইংরেজি ভাষায় খুশবন্ত সিং আর কে নারায়ণ উর্দু ভাষায় মুন্সি প্রেমাদ খাজা আহমদ আবাস পাঞ্জাবি ভাষায় ভীষ্ম সাহানী কুলবন্ত সিং প্রমুখ।
আরও পড়ুন......
- বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য Click Here
- নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো Click Here
আরও পড়ুন......
- নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো Click Here
File Details |
|
File Name/Book Name | স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 92 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |