দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লখো।||মাধ্যমিক অষ্টম অধ্যায়||উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব
দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা |
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লখো।||মাধ্যমিক অষ্টম অধ্যায়||উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব||৪ নম্বরের প্রশ্ন ও উত্তর||ইতিহাস প্রশ্নত্তোর|itihass class 10|Madhyamik History Question and Answer|History chapter 8 question answer 10th History Examination|ইতিহাস মক টেস্ট|দশম শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|দশম শ্রেণী অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর|এই ওয়েবসাইটে মাধ্যমিক অষ্টম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination|মাধ্যমিক অষ্টম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। এছাড়াও তোমরা মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|
তো বন্ধুরা উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব অষ্টম অধ্যায় থেকে বহু বিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লখো।||মাধ্যমিক অষ্টম অধ্যায়||উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব
দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লখো।
ভূমিকা:- স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলিকে কভারতভুক্ত করার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বিশেষ স্মরণীয়। তিনি অত্যন্ত দৃঢ় ও অনমনীয় পদক্ষেপ যথা- রক্ত ও লৌহনীতি বা Blood and Iron Policy গ্রহণ করেন। এই কারণে তাকে ভারতের লৌহ মানব বা ভারতের বিসমার্ক বলা হয়।
কংগ্রেসের মনোভাব:- কংগ্রেস নেতা জওহরলাল নেহরু মহাত্মা গান্ধি প্রমুখ মনে করতেন ভারতের অখণ্ড জাতীয়তাবাদ সার্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি প্রভৃতির জন্য স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির অস্তিত্ব আর স্বীকৃত হবে না।
দেশীয় রাজ্য দপ্তরের দায়িত্ব:- ১৯৪৭ খ্রিস্টাব্দের জুলাই। মাসে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে দেশীয় রাজ্য দপ্তর বা State Department গঠিত হয়। অতঃপর তিনি সচিব ভি পি মেনন ও ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেনের সহযোগিতায় দেশীয় রাজ্যগুলি অধিগ্রহণে উদ্যোগী হন।
প্যাটেলের পদক্ষেপ:- দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করার জন্য তিনি কতগুলি পদক্ষেপ গ্রহণ করেন। যেমন-
a. সুযোগ সুবিধা খেতাব, ভাতা ও অন্যান্য সুবিধালাভের প্রলোভন দান
b. কূটনৈতিক চাপ সৃষ্টি
c. প্রজাবিদ্রোহ ভীতি
d. সামরিক অভিযানের পদক্ষেপ গ্রহণ করেন। তৈরি করেন ভারতভুক্তি সংক্রান্ত দলিল বা Instrument of Accession প্রাথমিক পদক্ষেপ রূপে তিনি জানান প্রতিরক্ষা পররাষ্ট্র ও যোগাযোগ ক্ষেত্রে ভারতের সঙ্গে যে সকল দেশীয় রাজ্যের সামঞ্জস্য রয়েছে সেগুলির ভারতভুক্ত হওয়া উচিত। তা না হলে 15 আগস্টের পর প্রজাবিদ্রোহে তাদের অস্তিত্ব অবলুপ্ত হবে। বলা বাহুল্য জুনাগড় কাশ্মীর ও হায়দরাবাদ সহ বাকি সব দেশীয় রাজ্য ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে।
সামরিক অভিযান:- ভারতভুক্তিতে অসম্মত রাজ্যগুলির বিরুদ্ধে তিনি সামরিক অভিযান প্রেরণ করেন। 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় 1947 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কাশ্মীর এবং 1948 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর হায়দরাবাদ ভারতভুক্ত হয়।
মূল্যায়ন:- স্বাধীনতালাভের এক সঙ্কটজনক। পরিস্থিতিতে বল্লভভাই প্যাটেলের দৃঢ় অনমনীয় পদক্ষেপের ফলে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত হয়। এতে ভারতের ঐক্য ও অখণ্ডতা রক্ষিত হয়।
আরও পড়ুন......
- বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য Click Here
- নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো Click Here
আরও পড়ুন......
- নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো Click Here
File Details |
|
File Name/Book Name | দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লখো। |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 76 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |