টীকা লেখো বারদৌলি সত্যাগ্রহ।||মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় ||বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন:বৈশিষ্ট্য ও পর্যালোচনা
বারদৌলি সত্যাগ্রহ |
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো টীকা লেখো বারদৌলি সত্যাগ্রহ।||মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় ||বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন:বৈশিষ্ট্য ও পর্যালোচনা||মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন:বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর||ইতিহাস প্রশ্নত্তোর |Madhyamik History Question and Answer|দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ইতিহাস|বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন|History chapter 6 question answer|10th History Examination |History Mock Test|দশম শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর|ইতিহাস মক টেস্ট|এই ওয়েব সাইটে মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination - মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class Ten Itihas proshno uttor|মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। এছাড়াও তোমরা মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|
তো বন্ধুরা ষষ্ঠ অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে বারদৌলি সত্যাগ্রহের চরিত্র বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
টীকা লেখো বারদৌলি সত্যাগ্রহ।||মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় ||বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন:বৈশিষ্ট্য ও পর্যালোচনা
টীকা লেখো বারদৌলি সত্যাগ্রহ।
ভূমিকা:- গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কৃষকরা 1928 খ্রিস্টাব্দ নাগাদ এক শক্তিশালী সত্যাগ্রহ আন্দোলন শুরু করে যা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত।
কারণ ও প্রেক্ষাপট:- বারদৌলিতে সম্পন্ন কৃষকেরা কুনবি পাতিদার নামে পরিচিত ছিল। এদের অধীনে জমি চাষ করত ঋণদাস নামে এক ধরনের দাস শ্রমিক। এখানকার 60 শতাংশ মানুষ ছিল নিম্নবর্ণের কালিপারাজ বা কালো মানুষ। আর উচ্চবর্ণের মানুষেরা উজালিপারাজ বা সাদা মানুষ নামে পরিচিত ছিল। হালি প্রথা অনুসারে এখানকার ভাগচাষিরা উচ্চবর্ণের মালিকদের অধীনে শ্রমিক হিসেবে কাজ করত।
খাজনা বৃদ্ধি:- সরকার বারদৌলির কৃষকদের ওপরে 1927 খ্রিস্টাব্দে খাজনার হার 22 শতাংশ বৃদ্ধি করে। ফলে কৃষকদের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হয়।
দুর্ভিক্ষঃ- 1925 খ্রিস্টাব্দে বারদৌলিতে ভয়ানক বন্যা হয় ফলে কৃষকদের ফসল নষ্ট হওয়ায় সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়। ফলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে।
নেতৃত্ব:- বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেওয়ার জন্য কৃষকরা গান্ধিবাদী কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেলের সঙ্গে যোগাযোগ করেন। তিনি এখানে কৃষকদের ঐক্যবদ্ধ করে অহিংস প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন। এছাড়া নরহরি পারিখ রবিশংকর ব্যাস মোহনলাল পান্ডে প্রমুখ সর্দার প্যাটেলকে সহযোগিতা করেন। মিঠুবেন প্যাটেল মণিবেন প্যাটেল সারদা মেহতা ভক্তি বাঈ প্রমুখ নারী এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।
প্রভাব:- আন্দোলনের সমর্থনে বোম্বাই বিধানসভার সদস্য কে এম মুন্সি ও লালজি নারাণজি পদত্যাগ করেন। গান্ধিজিও বারদৌলিতে এসে আন্দোলনে নেতৃত্ব দানের কথা ঘোষণা করেন। শেষপর্যন্ত সরকার নিযুক্ত এক কমিটি 6.03 শতাংশ খাজনা বৃদ্ধি অনুমোদন করলে কৃষকরা তা দিতে রাজি হয়।
উপসংহার:- সত্যাগ্রহ পদ্ধতিতে সংগঠিত বারদৌলি সত্যাগ্রহ কৃষকদেরকে সংগঠিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। গান্ধিজির সত্যাগ্রহ নীতি এখানে আরও একবার সফল বলে প্রমাণিত হয়। যখন সরকার আন্দোলনের ফলে খাজনার হার 22 শতাংশ থেকে কমিয়ে 6.25 শতাংশ করে।
বারদৌলি সত্যাগ্রহের চরিত্র বিশ্লেষণ কর।
ভূমিকা:- গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কৃষকরা 1928 খ্রিস্টাব্দ নাগাদ এক শক্তিশালী সত্যাগ্রহ আন্দোলন শুরু কর যা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। ‘
চরিত্র:-
1. সত্যাগ্রহ আন্দোলন:- গান্ধির সত্যাগ্রহের আদর্শে বারদৌলি সত্যাগ্রহ পরিচালিত হয়েছিল। যেসব কারণে এই আন্দোলনটিকে সত্যাগ্রহ আন্দোলন বলা যায় সেগুলি হল-
i. এখানে গান্ধিবাদী সত্যাগ্রহী নেতারা আন্দোলন পরিচালনা করেছিলেন।
ii.সামাজিক কর্মসূচির মধ্যে মদ্যপান পণপ্রথা ও হালি প্রথার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছিল। এই অঞলে সত্যাগ্রহ শিবির বিদ্যালয় প্রভৃতি স্থাপন করা হয়েছিল।
2. কৃষক আন্দোলন:- আন্দোলনকারীদের অধিকাংশ ছিল কৃষক সম্প্রদায়ভুক্ত এবং তাদের দাবিদাওয়ার অধিকাংশ ছিল কৃষি সংক্রান্ত। তাই কারও কারও মতে এই আন্দোলনকে কৃষক আন্দোলন বলা উচিত।
3.খাজনা বিরোধী আন্দোলন:- অতিরিক্ত খাজনা বৃদ্ধির প্রতিবাদে এখানে আন্দোলন সংঘটিত হয়েছিল এবং কৃষকেরা এর প্রতিবাদে খাজনা প্রদান বন্ধ করে দিয়েছিল। তাই একে খাজনা বিরোধী আন্দোলন বলা উচিত।
4. নারীদের আংশগ্রহণ:- এই আন্দোলনে বহু নারী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে মিঠুবেন প্যাটেল মনিবেন প্যাটেল সারদা মেহতা ভক্তবাই প্রমুখর নাম উল্লেখযোগ্য।
5. নিম্নবর্গীয় মানুষদের আন্দোলন:- ঐতিহাসিক ডি. এন. ধনাগারে বলেছেন যে এই আন্দোলন জমির মালিকদের শোষণের বিরুদ্ধে পরিচালিত হয়ে উচ্চবর্ণের পতিদারদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল।
উপসংহার:- বারদৌলি আন্দোলনের চরিত্র সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন প্রকার অভিমত ব্যক্ত করলেও সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে সংঘটিত এই বিদ্রোহ মূলত সত্যাগ্রহ পদ্ধতিতেই পরিচালিত হয়েছিল।
আরও পড়ুন......
- মাধ্যমিক সপ্তম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন উত্তর
- মাধ্যমিক সপ্তম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন উত্তর
- বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য Click Here
- নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো Click Here
- মাধ্যমিক সপ্তম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন উত্তর
- মাধ্যমিক সপ্তম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন উত্তর
- নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো Click Here
File Details
File Name/Book Name
টীকা লেখো বারদৌলি সত্যাগ্রহ।
File Format
PDF
File Language
Bengali
File Size
68 KB
File Location
GOOGLE DRIVE
Download Link
Join Telegram... Members
File Details |
|
File Name/Book Name | টীকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 68 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
class 10 এর সমস্ত প্রশ্ন ও উত্তর তৈরীর কাজ সম্পূর্ন হয়ে গেছে তোমরা Category option-এ গিয়ে আটটি অধ্যায়ের ১,২ ,৪ ও ৮ নম্বরের সমস্ত প্রশ্ন ও উত্তর দেখে নিতে পারবে
উত্তরমুছুনCategory Option লিঙ্ক নিচে দেওয়া হল-
https://history4u3.blogspot.com/search/label/%E0%A6%A6%E0%A6%B6%E0%A6%AE%20%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%80%2FClass%20Ten