কোড নেপোলিয়ন বলতে কী বোঝো | টীকা লেখো:কোড নেপোলিয়ন | কোড নেপোলিয়ন এর গুরুত্ব লেখ নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার |

6

কোড নেপোলিয়ন বলতে কী বোঝো | টীকা লেখো:কোড নেপোলিয়ন | কোড নেপোলিয়ন এর গুরুত্ব লেখ নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার |কোড নেপোলিয়ন এর মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করেন? অথবা কোড নেপোলিয়ন সম্বন্ধে একটি প্রবন্ধ লিখ।


কোড নেপোলিয়ন বলতে কী বোঝো


প্রিয় বন্ধুরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোড নেপোলিয়ন বলতে কী বোঝো?|টীকা লেখো : কোড ‘নেপোলিয়ন'|নবম শ্রেনীর ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|কোড নেপোলিয়ন এর গুরুত্ব লেখ নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার |কোড নেপোলিয়ন এর মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করেন? অথবা কোড নেপোলিয়ন সম্বন্ধে একটি প্রবন্ধ লিখ|9th History Examination– নবম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় বিপ্লবি আদর্শ নেপোলেনীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|এছাড়াও তোমরা নবম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|নবম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Nine History Examination - নবম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class 9 History Question and Answer|

তো বন্ধুরা কোড নেপোলিয়ন বলতে কী বোঝো | টীকা লেখো : কোড ‘নেপোলিয়ন' | কোড নেপোলিয়ন এর গুরুত্ব  সম্পর্কে আলোচনা তোমরা এখানে পেয়ে যাবে। এটি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।

কোড নেপোলিয়ন বলতে কী বোঝো | টীকা লেখো : কোড নেপোলিয়ন | কোড নেপোলিয়ন এর গুরুত্ব লেখ নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার | কোড নেপোলিয়ন এর মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করেন? অথবা কোড নেপোলিয়ন সম্বন্ধে একটি প্রবন্ধ লিখ।

কোড নেপোলিয়ন বলতে কী বোঝো | What do you Mean by Code Napoleon


কোড নেপোলিয়ন (Code Napoleon): ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার কর্মসূচিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হল ‘কোড নেপোলিয়ন’ (Code Napoleon) বা আইনবিধির প্রবর্তন। তার শাসনকালের পূর্বে ফ্রান্সের নানা স্থানে নানা ধরনের বৈষম্যমূলক ও পরস্পরবিরোধী আইন প্রচলিত ছিল। নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন প্রবর্তনের উদ্দেশ্যে ৪ জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ চার বছরের অক্লান্ত পরিশ্রমে যে আইনবিধি সংকলিত হয়, তা ‘কোড নেপোলিয়ন’ নামে খ্যাত।


কোড নেপোলিয়নে ধারার সংখ্যা

২২৮৭টি বিধি সংবলিত এই আইন সংহিতা তিন ভাগে বিভক্ত ছিল— দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক আইন। আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় সহিষ্ণুতা, ব্যক্তিস্বাধীনতা ও সম্পত্তির অধিকারের স্বীকৃতি ছিল এই আইন সংহিতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।


কোড নেপোলিয়ন ও বিপ্লবের আদর্শ:


কোড নেপোলিয়ন ও বিপ্লবের আদর্শ: নেপোলিয়ন প্রাকৃতিক আইন ও রোমান আইনের সমন্বয় সাধন করে কোড নেপোলিয়ন রচনা করেছিলেন।

 i) এই আইনের ফলে পারিবারিক বন্ধন যেমন দৃঢ় হয় ঠিক তেমনি সামাজিক ক্ষেত্রে সাম্যও প্রতিষ্ঠিত হয়।

 ii) ব্যক্তি বা পরিবারের বিশেষ অধিকারের পরিবর্তে সকল নাগরিকের সমান মর্যাদা ও সুযোগ লাভের অধিকার স্বীকৃত হয়।

iii) বংশকৌলীন্যের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে চাকুরি প্রদানকে গুরুত্ব দেওয়া হয়। এর ফলে কেবল অভিজাত বংশীয়রাই নয়, নিম্ন সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিরাও সামাজিক মর্যাদা অর্জন করার সুযোগ ও অধিকার লাভ করে।

iv) বিপ্লবের ফলে সামন্তপ্রথা লোপ করে যে নতুন ভূমি বন্দোবস্ত চালু করা হয়, কোড নেপোলিয়নে তাকে স্বীকৃতি দেওয়া হলে সামন্তপ্রথার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়।


কোড নেপোলিয়নের গুরুত্ব


i) একই আইন প্রবর্তন : কোড নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একইধরনের আইনব্যবস্থা চালু করে। ফলে ফরাসি প্রশাসন একটি সুবিন্যস্ত রূপ লাভ করে।।

ii) বিপ্লবের আদর্শকে রক্ষা : ফরাসি বিপ্লবকালে যে সমস্ত ঘোষণা ও আইনগত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সেগুলি একটি আইনগ্রন্থে সংকলিত হয়। এইভাবে কোড নেপোলিয়নের প্রবর্তন বিপ্লবী আদর্শকে উজ্জীবিত ও রক্ষা করেছিল।

iii) ফরাসি সমাজের বাইবেল হিসেবে স্বীকৃতি : ‘কোড নেপোলিয়ন’ প্রবর্তন ফ্রান্সের বুর্জোয়া শ্রেণি ও কৃষকসহ অধিকাংশ মানুষকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল। এইভাবে তা ফরাসি সমাজের বাইবেল’-এ পরিণত হয়।


উপসংহার:- এইভাবে কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন বিপ্লবের আদর্শগুলিকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন। এই আইসংহিতা কেবল ফ্রান্সেই নয়, ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রেও স্বীকৃতি পেয়েছিল। এই আইনের মাধ্যমে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না হলেও এ বিষয়ে যে আন্তরিক প্রয়াস লক্ষ করা গিয়েছিল, তা বিশেষভাবে উল্লেখের দাবি রাখে।





আরও পড়ুন......



File Details

 

File Name/Book Name

কোড নেপোলিয়ন বলতে কী বোঝো / টীকা লেখো:কোড নেপোলিয়ন  

File Format

PDF

File Language

Bengali

File Size

136 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members




একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top