নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? |নেপােলিয়ন কীভাবে বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন বা সরে এসেছিলেন?
প্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন?|নেপােলিয়ন কীভাবে বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন বা সরে এসেছিলেন?|নবম শ্রেনীর ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর||9th History Examination– নবম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় বিপ্লবি আদর্শ নেপোলেনীয় সাম্রাজ্য অ জাতীয়তাবাদ থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|এছাড়াও তোমরা নবম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|নবম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Nine History Examination - নবম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class 9 History Question and Answer|
তো বন্ধুরা নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন?|নেপােলিয়ন কীভাবে বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন বা সরে এসেছিলেন? এই প্রশ্নের উত্তর আলোচনা তোমরা এখানে পেয়ে যাবে। এটি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।
নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? |নেপােলিয়ন কীভাবে বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন বা সরে এসেছিলেন?
ভূমিকাঃ- নেপােলিয়ন বােনাপার্ট ফরাসি বিপ্লবের প্রধান তিনটি আদর্শের মধ্যে সাম্য ও মৈত্রীর আদর্শ প্রতিষ্ঠা করলেও স্বাধীনতার আদর্শসহ বিভিন্ন বৈপ্লবিক ভাবধারাকে ধ্বংস করেন। তাঁর সংস্কারের প্রকৃতি বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। নেপােলিয়ন যখন স্বাধীনতা বা গণতন্ত্রকে পদানত করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন তখন তিনি ছিলেন বিপ্লবের ধ্বংসকারী। এক্ষেত্রে তিনি নিজেই স্বীকার করেছিলেন, “আমি বিপ্লবকে ধ্বংস করেছি’’।
বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা : ফরাসি বিপ্লবের দ্বারা রাজতন্ত্রের অবসান ঘটলেও ১৮০৪ খ্রিস্টাব্দে নেপােলিয়ন নিজেকে ‘সম্রাট’ হিসেবে ঘােষণা করে ফ্রান্সে পুনরায় বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। রাজতন্ত্রের পুনঃপ্রবর্তন ও জাঁকজমকপূর্ণ উৎসব অনুষ্ঠান প্রবর্তনের মধ্য দিয়ে তিনি বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন।
স্বাধীনতার আদর্শ ধ্বংস :- নেপােলিয়ন ফ্রান্সে প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানকে তুলে দিয়ে গণতন্ত্রের মুখােশে পুলিশি রাষ্ট্র স্থাপন করেন। রাজনৈতিক দলগুলির স্বাধীন কার্যকলাপ সীমাবদ্ধ করে দেন। এ ছাড়া তিনি প্রাদেশিক আইনসভাগুলির ক্ষমতা, মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ব্যক্তিস্বাধীনতা খর্ব করেন— যা ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শের পরিপন্থী ছিল।
শিক্ষাক্ষেত্রে হস্তক্ষেপ : নেপােলিয়নের শিক্ষানীতির আসল উদ্দেশ্য ছিল শিক্ষিত সমাজকে সম্রাট ও রাষ্ট্রের অনুগত শ্রেণিতে পরিণত করা। তিনি জেকোবিনদের সর্বজনীন প্রাথমিক শিক্ষানীতি বাতিল করে বিপ্লবের আদর্শকে ধ্বংস করেন। নারীশিক্ষার ক্ষেত্রেও তিনি ছিলেন উদাসীন।
ধর্মীয় ক্ষেত্রে বিচ্যুতি : তিনি ফরাসি বিপ্লবকালের ধর্মীয় নীতির বেশকিছু ভাবধারা বর্জন করেছিলেন। ১৮০১ খ্রিস্টাব্দের ধর্মমীমাংসা চুক্তির মাধ্যমে ক্যাথলিক চার্চের ক্ষমতাকে পুনঃপ্রতিষ্ঠিত করেন।
বিপ্লবের ধ্বংসকারী :- আসলে নেপোলিয়ন বোনাপার্ট আত্মপ্রতিষ্ঠার জন্যই বিপ্লবকে নিজের প্রয়ােজনমতাে ব্যবহার করেছেন এবং তিনি তার সামরিক শক্তির দ্বারা বিপ্লবকে ধ্বংসও করেছেন। আর এই জন্যই অনেক ঐতিহাসিক যেমন লেফেভর, মাতিয়ে, গুডউইন প্রমুখে নেপোলিয়ন বোনাপার্টকে বিপ্লবের ধ্বংসকারী বলে চিহ্নিত করেছেন।
আরও পড়ুন......
File Details |
|
File Name/Book Name | নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 52 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
কে ছিল প্রজাপতি রাজা ব্রাহ্ম
উত্তরমুছুন