শিক্ষাসংস্কারক হিসেবে বিদ্যাসাগরের পরিচয় দাও। || মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় || সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা

0

শিক্ষাসংস্কারক হিসেবে বিদ্যাসাগরের পরিচয় দাও।||মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা

শিক্ষাসংস্কারক হিসেবে বিদ্যাসাগরের পরিচয় দাও




প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শিক্ষাসংস্কারক হিসেবে বিদ্যাসাগরের পরিচয় দাও।||মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা||৪ নম্বরের প্রশ্ন ও উত্তর||10th History Examination– দশম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|এছাড়াও তোমরা মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Madhyamik History Question and Answer|মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর|


তো বন্ধুরা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়|প্রতিরোধ ও বিদ্রোহ|শিক্ষাসংস্কারক হিসেবে বিদ্যাসাগরের পরিচয় দাও।|আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।


শিক্ষাসংস্কারক হিসেবে বিদ্যাসাগরের পরিচয় দাও।||মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা


শিক্ষাসংস্কারক হিসেবে বিদ্যাসাগরের পরিচয় দাও।  


ভূমিকাঃ- ইউরোপীয় ভাবধারায় প্রভাবিত হয়ে বিদ্যাসাগর জনকল্যাণের জন্য শিক্ষাবিস্তার ঘটান। সংস্কৃত ভাষায় পণ্ডিত হলেও তিনি এদেশে শিক্ষাসংস্কারের জন্য ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন।


শিক্ষাসংস্কারক হিসেবে বিদ্যাসাগরঃ- শিক্ষা প্রশাসন ও বিদ্যাসাগর ও আধুনিক ভারত গঠনে বিদ্যাসাগরের অবদান বিভিন্ন ধারায় প্রবাহিত হয়েছিল। তিনি সংস্কৃত কলেজে থাকাকালীন শিক্ষা ও শিক্ষালয় সংক্রান্ত একাধিক সংস্কারকর্মের সূচনা করেন। তিনি পাঠ্যক্রম রচনায় মৌলিক প্রতিভার পরিচয় দেন। তিনি এই প্রথম বাংলার মাধ্যমে সংস্কৃত শিক্ষার ব্যবস্থা করেন। এজন্য তিনি নিজে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমুদী নামে দুটি গ্রন্থ রচনা করেন। প্রাচীন ভারতীয় গণিত বিষয়ক গ্রন্থগুলিকে বর্জন করে, ইংরেজি ভাষায় লেখা গণিত বিষয়ক গ্রন্থগুলি পাঠের ওপর জোর দেন। তিনি ইংরেজি ভাষাকে অবশ্য পাঠ্য বিষয়ের তালিকাভুক্ত করেন।বাংলা ভাষা ও সাহিত্য এবং বিদ্যাসাগর ও বিদ্যাসাগর জনশিক্ষা প্রসারের উদ্দেশ্য নিয়ে একাধিক বাংলা গ্রন্থ রচনা করেন। এগুলির মধ্যে বর্ণমালা, কথামালা, বধোদয় প্রভৃতি গ্রন্থগুলি বিশেষ উল্লেখযোগ্য। তিনি বাংলা ভাষায় প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যে দুটি ভাগে বর্ণ পরিচয়’নামে যে পাঠ্যপুস্তক রচনা করেছিলেন, তা আজও প্রচলিত। ঈশ্বরচন্দ্র বাংলা বর্ণমালার পুনর্বিন্যাস ঘটান ও বাংলা ভাষায় যতিচিহ্ন ব্যবহার করে, তার আধুনিকীকরণ করেন। তবে বিদ্যাসাগরের বিপুল সাহিত্যসম্ভারের অধিকাংশই অনুবাদ কর্ম ও শিক্ষা-সাহিত্য।


শিক্ষাবিস্তারে বিদ্যাসাগরঃ- জনশিক্ষা বিস্তারের কাজে বিদ্যাসাগরের উৎসাহ ছিল। সেটা লক্ষ করে বাংলার ছোটোলাট ফ্রেডারিক হ্যালিডে তাঁকে বর্ধমান, হুগলি, নদীয়া ও মেদিনীপুর জেলায় আদর্শ বাংলা বিদ্যালয় বা মডেল স্কুল স্থাপন করার দায়িত্ব দেন। বিদ্যাসাগর ইনস্পেকটর অফ স্কুল হিসেবে বিভিন্ন জেলায় প্রায় ২০টি মডেল স্কুল স্থাপন করেন। এইসব স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে নাল স্কুল ও স্থাপন করা হয়। ১৮৬৪ খ্রিস্টাব্দে তিনি হিন্দু মেট্রোপলিটান ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন। যেটি পরে ১৮৭২ খ্রিস্টাব্দে কলেজে পরিণত হয়। এই কলেজটি পরে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত হয়।


নারীশিক্ষা ও বিদ্যাসাগরঃ- উপরোক্ত চারটি জেলায় বিদ্যাসাগর ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেগুলিতে, প্রায় ১৩০০ জন বালিকা পড়াশোনা করত। ব্রিটিশ সরকারের ‘কাউন্সিল অব এডুকেশন- এর সভাপতি জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন (বেথুন) ১৮৫৯ খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় (পরে বেথুন স্কুল) নামে কলকাতায় যে নারীশিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বিদ্যাসাগর ছিলেন তার অন্যতম সহযোগী। বিদ্যাসাগর দীর্ঘকাল এই বিদ্যালয়ের সচিব ছিলেন। ১৮৪০ খ্রিস্টাব্দ থেকে ভারতে যে নারীশিক্ষা আন্দোলনের সূচনা হয়, বেথুন স্কুল প্রতিষ্ঠিত হলে তার পূর্ণ বিকাশ ঘটে।


উপসংহারঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলার নবজাগরণের এক উজ্জ্বল পথিকৃৎ। শিক্ষা ক্ষেত্রে তিনি যে সংস্কারের প্রয়োগ ঘটান তা আজও সমাদৃত হয়।




আরও পড়ুন......


  • বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য  Click Here
  • সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো Click Here


File Details

 

File Name/Book Name

শিক্ষাসংস্কারক হিসেবে বিদ্যাসাগরের পরিচয় দাও।

File Format

PDF

File Language

Bengali

File Size

59 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members












একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top