শশাঙ্কের আমলে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল ? /The economic condition During Shashanka,s rule?

0

শশাঙ্কের আমলে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?সপ্তম শ্রেনী প্রথম অধ্যায় (ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা)


শশাঙ্কের আমলে অর্থনৈতিক অবস্থা




বন্ধুরা আজকে শশাঙ্কের আমলে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? সে সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব, এই পোস্টের মাধ্যমে তোমরা সপ্তম শ্রেনী প্রথম অধ্যায় (ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা) থেকে শশাঙ্কের কৃতিত্ব সম্পর্কে আলোচনা পেয়ে যাবে।

 

শশাঙ্কের আমলে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল ?


উঃ- শশাঙ্ক ছিলেন বাংলার গৌড়ের রাজা। তিনি ৬০৬ থেকে ৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে গৌড়ে রাজত্ব করেছিলেন। তাঁর আমলে ব্যাবসাবাণিজ্য হ্রাস পেয়েছিল এবং কৃষিনির্ভর অর্থনীতির গুরুত্ব বেড়েছিল।


ব্যাবসা-বাণিজ্যঃ- শশাঙ্কের আমলে বাংলায় ব্যাবসাবাণিজ্যে মন্দা দেখা দিয়েছিল ব্যাবসাবাণিজ্যের অবনতির ফলে সমাজে শ্ৰেষ্ঠী বা বণিকদের ক্ষমতা ও গুরুত্ব কমে গিয়েছিল।


মুদ্ৰাঃ- শশাঙ্কের আমলে বাংলায়সোনার মুদ্রাও চালু ছিল তবে তার মান পড়ে গিয়েছিল। তখন নকল সোনার মুদ্রাও ছিল, কিন্তু রুপোর মুদ্রা ছিল না।


কৃষিঃ- শশাঙ্কের আমলে মানুষ কৃষিনির্ভর হয়ে পড়েছিল। ফলে সমাজে জমির চাহিদাও বেড়েছিল। সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল। সমাজে স্থানীয় প্রধানদের বা মহত্তরদের ক্ষমতা ও গুরুত্ব বেড়েছিল। এই সময় স্থানীয় প্রধানরা বণিক বা শ্ৰেষ্ঠীদের মতো সামাজিক মর্যাদা লাভ করেছিল।



আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

শশাঙ্কের আমলে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?

File Format

PDF

File Language

Bengali

File Size

31 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File

Join Telegram... Members


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top