Madhyamik History Suggestion MCQ 2022 (Part-9) With PDF Download II West Bengal WBTA History Page No-156

dream
0

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-9) With PDF Download II West Bengal WBTA History Page No-156

West Bengal WBTA History Page No-156




প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, Madhyamik History Suggestion MCQ 2022 (Part-9) With PDF Download II West Bengal WBTA History Page No-156। তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে Madhyamik 2022 Bengali Mock Test, Madhyamik 2022 Math Mock Test, Madhyamik 2022 English Mock Test, Madhyamik 2022 History Mock Test, Madhyamik 2022 Geography Mock Test, Madhyamik 2022 Life Science Mock Test, Madhyamik 2022 Physical Science Mock Test পেয়ে যাবে। এগুলি তোমাদের যে পরিক্ষা শুরু হতে যাচ্ছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাসের MCQ Question উত্তরসহ (West Bengal WBTA History Page No-156) দেওয়া আছে। তোমাদের এই মকটেস্টটি আমরা আশা করছি পরিক্ষায় খুবই কাজে আসবে।

Madhyamik History Suggestion MCQ 2022 (Part-9) With PDF Download II West Bengal WBTA History Page No-156

বিভাগ - ক

সঠিক উত্তরটি নির্বাচন করাে:                                                                        ২০x১= ২০

১.১ নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত নন

(ক) গৌতম ভদ্র 

খে) অমলেশ ত্রিপাঠী 

(গ) শহিদ আমিন

(ঘ) জ্ঞানেন্দ্র পাণ্ডে

উঃ-খে) অমলেশ ত্রিপাঠী 


১.২ ভারতীয় চলচ্চিত্রের জনক –

(ক) সত্যজিৎ রায়

(খ) দাদাসাহেব ফালকে

(গ) হীরালাল সেন

(ঘ) ঋত্বিক ঘটক

উঃ-(খ) দাদাসাহেব ফালকে


১.৩ ‘আত্মচরিত’ নামক আত্মজীবনীর লেখক

(ক) শিবনাথ শাস্ত্রী

(খ) নারায়ণ সান্যাল 

(গ) সরলা দেবী

(ঘ) সুফিয়া কামাল

উঃ-(ক) শিবনাথ শাস্ত্রী


১.৪ বন্দেমাতরম' পত্রিকার প্রাথমিক সম্পাদক ছিলেন

(ক) অরবিন্দ ঘােষ

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) বিপিনচন্দ্র পাল

(ঘ) কৃষ্ণকুমার মিত্র

উঃ-(গ) বিপিনচন্দ্র পাল.


১.৫ ‘জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশন’-এর বর্তমান নাম

(ক) সেন্ট জেভিয়ার্স কলেজ 

(খ) স্কটিশচার্চ কলেজ 

(গ) শ্রীরামপুর কলেজ 

(ঘ) বিদ্যাসাগর কলেজ

উঃ- (খ) স্কটিশচার্চ কলেজ 


১.৬ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য

(ক) স্যার জেমস কোলভিল

(খ) স্যার আশুতােষ মুখার্জি

(গ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

(ঘ) লর্ড ক্যানিং

উঃ- (গ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়


১.৭ সাধারণ ব্রাহ্ম সমাজের উল্লেখযোগ্য নেতৃত্ব

(ক) রাজা রামমােহন।

(খ) কেশবচন্দ্র সেন 

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর 

(ঘ) বিজয়কৃষ্ণ গােস্বামী

উঃ-(ঘ) বিজয়কৃষ্ণ গােস্বামী


১.৮ ইংরাজি শিক্ষাকে সরকারি নীতি রূপে ঘোষণা  করেন

(ক) লর্ড হার্ডিঞ্জ

(খ) লর্ড বেন্টিঙ্ক 

(গ) টমাস ব্যাবিংটন মেকলে

(ঘ) লর্ড ক্যানিং

উঃ- (খ) লর্ড বেন্টিঙ্ক 


১.৯ মজনু শাহ. যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন

(ক) ফকির বিদ্রোহ 

(খ) নীল বিদ্রোহ

(গ) পাবনা বিদ্রোহ

(ঘ) বারাসাত বিদ্রোহ

উঃ-(ক) ফকির বিদ্রোহ 


১.১০ নীল-কমিশন-এর সভাপতি নিযুক্ত হন

(ক) জেমস গ্রান্ট

(খ) লুই বােনার্ড 

(গ) অ্যাসলি-ইডেন

(ঘ) কার্ল ব্রাম

উঃ-(ক) জেমস গ্রান্ট



আরও পড়ুন......



 


১.১১ ‘বাংলার নানাসাহেব' নামে পরিচিত।

(ক) দিগম্বর বিশ্বাস

(খ) বিষ্ণুচরন বিশ্বাস 

(গ) রফিক মণ্ডল 

(ঘ) রামরতন রায়

উঃ-(ঘ) রামরতন রায়


১.১২ ‘খেরওয়ার' শব্দের অর্থ—

(ক) স্বাধীন সাঁওতাল রাজ্য 

(খ) স্বাধীন মুণ্ডা রাজ্য 

(গ) নবজাগরণ 

(গ) বহিরাগত

উঃ-(ক) স্বাধীন সাঁওতাল রাজ্য 


১.১৩ ‘বাংলার মুকুটহীন রাজা’ বলা হত যাকে

(ক) স্বামী বিবেকানন্দ

(খ) হরিশচন্দ্র মুখােপাধ্যায়।

(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(ঘ) শিশির কুমার ঘোষ।

উঃ-(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


১.১৪ ভারতসভার প্রথম সভাপতি ছিলেন

(ক) রেভাঃ কৃষ্ণমােহন ব্যানার্জী

(খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

(গ) আনন্দমােহন বসু।

(ঘ) রাধাকান্ত দেব।

উঃ-(ক) রেভাঃ কৃষ্ণমােহন ব্যানার্জী


১.১৫ ‘সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক’ বলা হয়—

(ক) দ্বারকানাথ ঠাকুর 

(খ) স্বামী বিবেকানন্দ 

(গ) রাজা রামমােহন রায় 

(ঘ) প্রসন্ন কুমার ঠাকুর

উঃ-(গ) রাজা রামমােহন রায় 


১.১৬ ‘ভারতমাতার চিত্রটি আঁকা হয়—

(ক) বঙ্গভঙ্গ আন্দোলন

(খ) অসহযােগ আন্দোলন

(গ) ভারত ছাড়াে আন্দোলন।

(ঘ) আইন অমান্য আন্দোলন-এর প্রেক্ষাপটে

উঃ-(ক) বঙ্গভঙ্গ আন্দোলন


১.১৭ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা

(ক) সমাচার দর্পণ

(খ) দিগদর্শন

(গ) সমাচার চন্দ্রিকা 

(ঘ) বেঙ্গল গেজেট

উঃ-(খ) দিগদর্শন


১.১৮ ‘বিদ্যাকল্পদুম' রচনা করেন-

(ক) রাধাকান্ত দেবু 

(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর 

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) কৃষ্ণমােহন বন্দ্যোপাধ্যায়

উঃ-(ঘ) কৃষ্ণমােহন বন্দ্যোপাধ্যায়




১.১৯ ‘বর্ণ পরিচয় প্রকাশিত হয়—

(ক) ১৮২০ খ্রিস্টাব্দে 

(খ) ১৮৫০ খ্রিস্টাব্দে 

(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে 

(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে

উঃ-(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে 


১.২০ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত হয়—

(ক) ১৯০১ খ্রিস্টাব্দে

(খ) ১৯২১ খ্রিস্টাব্দে 

(গ) ১৯৫১ খ্রিস্টাব্দে 

(ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দে -

উঃ-(খ) ১৯২১ খ্রিস্টাব্দে 




আরও পড়ুন......



 

 


বিভাগ - খ

যে- কোনাে ১৬টি প্রশ্নের উত্তর দাও: (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে প্রশ্নের উত্তর দিতে হবে)       ১x১৬=১৬

উপবিভাগ-২.১

পুর্ণবাক্যে উত্তর দাও:

২১.১ ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক' কাকে বলা হয় ?

উঃ- অধ্যাপক রণজিৎ গুহ 

২.১.২ আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?

উঃ-  দেবেন্দ্রনাথ ঠাকুর 


২.১.৩ তরিকা-ই-মহিম্মদীয়া' কথার অর্থ কী?

উঃ- মোহাম্মদ প্রদর্শিত পথ 


২.১.৪ শিবপুর বােটানিক্যাল গার্ডেন কে তৈরি করেন ?

উঃ-উইলিয়াম রক্সবার্গ 


উপবিভাগ ২.২

সত্য-মিথ্যা নির্ণয় করাে

২.২.১ ‘জাতীয় শিক্ষা’কথাটি প্রথম ব্যবহার করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

উঃ-মিথ্যা 

২.২.২ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ।

উঃ-মিথ্যা 

২.২.৩ পটলডাঙ্গা অ্যাকাডেমি তৈরি করেন ডেভিড হেয়ার।

উঃ- সত্য 

২.২.৪ ‘সিনেমা এল কেমন করে’-এর লেখক সত্যজিৎ রায়।

উঃ-মিথ্যা 


উপবিভাগ-২.৩

ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও

ক স্তম্ভ 

খ স্তম্ভ

২.৩.১) উদয়শংকর

(১) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট

২.৩.২) তারকনাথ পালিত

(২) দীনবন্ধু মিত্র

২.৩.৩) পার্থেনন

(৩) নৃত্যকলা

২.৩.৪) নীলদর্পণ

(৪) ডিরােজিও









উঃ-


ক স্তম্ভ 

খ স্তম্ভ

২.৩.১) উদয়শংকর

(৩) নৃত্যকলা 

২.৩.২) তারকনাথ পালিত

(১) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট

২.৩.৩) পার্থেনন

(৪) ডিরােজিও

২.৩.৪) নীলদর্পণ

(২) দীনবন্ধু মিত্র 


২.৪ উপবিভাগ

প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করে নাম লেখাে ।

২.৪.১ ভারতের প্রথম ছাপাখানা কেন্দ্র - গােয়া

২.৪.২ কোলবিদ্রোহের একটি এলাকা

২.৪.৩ সিপাহী বিদ্রোহের কেন্দ্র - মিরাট

২.৪.৪ নবজাগরণের কেন্দ্র - কলকাতা


উপবিভাগ-২.৫

নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করাে :

২.৬.১ বিবৃতি: গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকার প্রকাশনা ১৮৮৪ তে বন্ধ হয়ে যায়।

ব্যাখ্যা ১ঃ জমিদারদের আক্রমণের কারণে।

ব্যাখ্যা ২ঃ ইংরেজ সরকারের নিষেধাজ্ঞার ফলে।

ব্যাখ্যা ৩ঃ কাঙাল হরিনাথের বার্ধক্য ও অর্থাভাবের কারণে।

উঃ- ব্যাখ্যা ৩ঃ কাঙাল হরিনাথের বার্ধক্য ও অর্থাভাবের কারণে।


২.৫.২ বিবৃতি : ভারতীয় ব্রাহ্ম সমাজ দু'ভাগে ভাগ হয়ে যায়।

ব্যাখ্যা ১ঃ কেশবচন্দ্র সেন নেতা হিসাবে অযােগ্য ছিলেন।

ব্যাখ্যা ২ঃ কেশবচন্দ্র সেন হিন্দুধর্ম গ্রহণ করেন।

ব্যাখ্যা ৩ঃ কেশবচন্দ্র সেন তার নাবালিকা কন্যাকে হিন্দুমতে বিবাহ দেন।

উঃ-ব্যাখ্যা ৩ঃ কেশবচন্দ্র সেন তার নাবালিকা কন্যাকে হিন্দুমতে বিবাহ দেন।


২.৫.৩.বিবৃতি : উনিশ শতকের শেষ দিকে ভারতে প্রায় নীলচাষ বন্ধ হয়ে যায়।

ব্যাখ্যা ১ : সরকার আইন করে নীলচাষ বন্ধ করে দেয়।

ব্যাখ্যা ২: এ সময় বাজারে কৃত্রিম রঙ চলে আসে।

ব্যাখ্যা ৩ঃ নীলচাষ একটি অলাভজনক চাষে পরিণত হয়।

উঃ-ব্যাখ্যা ৩ঃ নীলচাষ একটি অলাভজনক চাষে পরিণত হয়।


২.৫.৪ বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর ব্রম্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন।

ব্যাখ্যা ১: পাশ্চাত্য শিক্ষা বিরােধী ছিলেন বলে।

ব্যাখ্যা ২: গ্রাম্য প্রকৃতি নির্ভর শিক্ষা প্রদানের জন্য।

ব্যাখ্যা ৩: শ্রেণিকক্ষে আবদ্ধ শহুরে শিক্ষাচর্চার বিরােধিতার জন্য।

উঃ-ব্যাখ্যা ২: গ্রাম্য প্রকৃতি নির্ভর শিক্ষা প্রদানের জন্য।


বিভাগ -গ

৩) দু'তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (১১ টি) ২x১=২২                                                        

৩.১ অ্যানাল স্কুল কী?

৩.২ আধুনিক ইতিহাস চর্চায় সংবাদপত্রের গুরুত্ব কী?

৩.৩ প্রাচ্য ও পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব কাকে বলে?

৩.৪ নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন ?

৩.৫ হাজি মহম্মদ মহসীন স্মরণীয় কেন?

৩.৬ ‘নব্য বেদান্তবাদ কী?

৩.৭ মুণ্ডা বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখাে।

৩.৮ বারাসাত বিদ্রোহ কাকে বলে?

৩.৯ উনিশ শতককে 'সভাসমিতির যুগ’ কেন বলা হয়?

৩. ১০ হিন্দু মেলার লক্ষ্য কী ছিল?

৩.১১ ইলট বিল কী?

৩.১২ ভারতমাতার চিত্রের বৈশিষ্ট্য কী?

৩.১৩ মুদ্রণ শিল্পের বিকাশে চার্লস উইলকিন বিখ্যাত কেন ?

৩.১৪ জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী ছিল?

৩.১৫ কুলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠায় রাসবিহারী ঘােষ ও তারকনাথ পালিতের অবদান কী?

৩.১৬ শ্ৰীনিকেতন' কী?


বিভাগ- ঘ

8) সাত-আটটি বাক্যে উত্তর দাওঃ (৬টি)                                                ৪x৬= ২৪

উপবিভাগ-ঘ.১ উপবিভাগ 

৪.১ নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান আলােচনা করাে। -

৪.২ ধর্ম সমন্বয়ে লালন ফকিরের অবদান আলােচনা করাে।

৪.৩ ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের ক্ষেত্রে ব্রিটিশ সরকারের লক্ষ্য আলােচনা করাে।

৪.৪ নীল বিদ্রোহের বৈশিষ্ট্য আলােচনা করাে।


ঘ.২ -উপবিভাগ

৪.৫ ১৮৫৭ খ্রিঃ বিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজের মনােভাব আলােচনা করাে।

৪.৬ ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত গ্রন্থের অবদান লেখাে।

৪.৭ মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্রকিশাের রায়চৌধুরির ভূমিকা কী?

৪.৮ ভারতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা লেখাে।


বিভাগ- ঙ

৫) পনেরাে-ষােলটি বাক্যে উত্তর দাও:

৫.১ ‘হুতােম প্যাচার নক্শা’ থেকে উনিশ শতকের বাংলার সামাজিক জীবনের কী পরিচয় পাওয়া যায় গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল?

৫.২ সিপাহি বিদ্রোহকে ‘প্রথম স্বাধীনতার যু’ বলা যায় কি আলােচনা করাে।

৫.৩ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সীমাবপতা লেগে রবীন্দ্রনাথের শিক্ষা বিষয়ক চিন্তাভাবনার পরিচয় দাও।






File Details

 

File Name/Book Name

West Bengal WBTA History Page No-156

File Format

PDF

File Language

Bengali

File Size

107 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


 

Join Telegram... Members



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top