Madhyamik History Suggestion MCQ 2022 (Part-8) With PDF Download II West Bengal WBTA History Page No-154
WBTA History Solution Page No-154 |
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
Madhyamik History Suggestion MCQ 2022 (Part-8) With PDF Download II West Bengal WBTA History Page No-154
বিভাগ - ক
১. সঠিক উত্তরটি নির্বাচন করাে । ১x২০= ২০
১.১ ICC কবে প্রতিষ্ঠিত হয় –
ক) ১৮৮৮ খ্রিঃ
খ) ১৯০৯ খ্রিঃ
গ) ১৯৮৯ খ্রিঃ
ঘ) ১৮৯০ খ্রিঃ
উঃ- গ) ১৯৮৯ খ্রিঃ
১.২ কাওয়ালির জনক’ ছিলেন –
ক) হরিশ ভিমানি
খ) আমির খসরু
গ) বালদুন ধিংরা
ঘ) আহমেদ আলি খান
উঃ- খ) আমির খসরু
১.৩ চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন কে?
ক) গৌরীদেবী
খ) মেধা পাটেকার
গ) মেনকা গান্ধি
ঘ) নীরা দেশাই
উঃ- ক) গৌরীদেবী
১.৪ ‘প্রতাপাদিত্য উৎসব’ শুরু করেন।
ক) জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর।
খ) রাজনারায়ণ বসু
গ) নবগােপাল মিত্র
ঘ) সরলাদেবী
উঃ- ঘ) সরলাদেবী
১.৫ হিন্দু পাট্রিয়ট পত্রিকায় প্রথম সম্পাদক ছিলেন।
ক) গিরিশচন্দ্র ঘােষ
খ) হরিশচন্দ্র মুখার্জী
গ) উমেশচন্দ্র দত্ত
ঘ) দীনবন্ধু মিত্র
উঃ- ক) গিরিশচন্দ্র ঘােষ
১.৬ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়—
ক) ১৯০০ খ্রিঃ
খ) ১৮০৫ খ্রিঃ
গ) ১৮০০ খ্রিঃ
ঘ) ১৭০০ খ্রিঃ
উঃ- গ) ১৮০০ খ্রিঃ
১.৭ প্রথম বাঙালী শব ব্যবচ্ছেদকারী ছিলেন।
ক) নবীনচন্দ্র মিত্র
খ) রহিম খান
গ) বেণীমাধব বড়ুয়া
ঘ) মধুসূদন গুপ্ত
উঃ- ঘ) মধুসূদন গুপ্ত
১.৮ সতীদাহের বিরােধীতা করে রামমােহন যে পত্রিকায় প্রবন্ধ লেখেন?
ক) সম্বাদ কৌমুদী
খ) পার্থেনন
গ) এথেনিয়াম
ঘ) সংবাদ প্রভাকর
উঃ-ক) সম্বাদ কৌমুদী
১.৯ ফরাসি বিপ্লবকে একটি বিদ্রোহ বলা যাবে না. কারণ –
ক) এটি জনগণের একাংশের সশস্ত্র বিদ্রোহ।
খ) এটি পূর্বতন সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটায়।
গ) এটি নৌসেনাদের দ্বারা সংগঠিত।
ঘ) এটি ইউরােপে হয়েছিল।
উঃ- খ) এটি পূর্বতন সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটায়।
১.১০ জলমহল গড়ে ওঠে –
ক) ১৭৬৭ খ্রিঃ
খ) ১৭৯৯ খ্রিঃ
গ) ১৮২০ খ্রিঃ
ঘ) ১৮০০ খ্রিঃ
উঃ- খ) ১৭৯৯ খ্রিঃ
আরও পড়ুন......
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
১.১১ প্রবল বিক্ষোভ নামে পরিচিত ছিল—
ক) মুন্ডা বিদ্রোহ
খ) সাঁওতাল বিদ্রোহ
গ) চুয়াড় বিদ্রোহ
ঘ) কোল বিদ্রোহ
উঃ- ক) মুন্ডা বিদ্রোহ
১.১২ বারাসাত বিদ্রোহের সেনাপতি ছিলেন—
ক) তিতুমীর
খ) গােলাম মাসুম
গ) মৈনুদ্দিন
ঘ) আজিজ
উঃ- খ) গােলাম মাসুম
১.১৩ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন
ক) লর্ড ডালহৌসী
খ) লর্ড মাউন্টব্যাটেন
গ) লর্ড ওয়ারেন হেস্টিংস
ঘ) লর্ড ক্যানিং
উঃ- ঘ) লর্ড ক্যানিং
১.১৪ ‘হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন
ক) নবগােপাল মিত্র
খ) রাজেন্দ্রলাল মিত্র
গ) জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর
ঘ) রাজনারায়ণ বসু
উঃ- ক) নবগােপাল মিত্র
১.১৫ ইলবার্ট বিল পাশ হয়—
ক) লর্ড লিটনের সময়
খ) লর্ড রিপণের সময়
গ) লর্ড ক্যানিং-এর সময়
ঘ) হেস্টিংসের সময়
উঃ- খ) লর্ড রিপণের সময়
১.১৬ ধর্ম/বর্ন বৈষম্যের নিন্দা করা হয়—
ক) আনন্দ মাঠে
খ) গােরাতে
গ) পথের দাবীতে
ঘ) দেবী চৌধুরাণীতে
উঃ- খ) গােরাতে
১.১৭ বাংলা মুদ্রণ শিল্পের জনক ছিলেন-
ক) চার্লস উইলকিস
খ) পানন কর্মকার
গ) সুরেশচন্দ্র মজুমদার
ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
উঃ- ক) চার্লস উইলকিস
১.১৮ ভারতে প্রথম গবেষণা করা হয়—
ক) লাইনাে টাইপ
খ) হাফটোন ব্লক প্রিন্টিং
গ) সাদাকালাে পদ্ধতি
ঘ) প্রসেস প্রিন্টিং
উঃ- খ) হাফটোন ব্লক প্রিন্টিং
১.১৯ কারিগরী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নেন।
ক) প্রফুল্ল চন্দ্র ঘােষ
খ) তারকনাথ পালিত
গ) রাসবিহারী ঘােষ
ঘ) প্রসন্ন ঠাকুর
উঃ- খ) তারকনাথ পালিত
১.২০ বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন-
ক) জওহরলাল নেহেরু
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সুবােধ মল্লিক
উঃ- ক) জওহরলাল নেহেরু
আরও পড়ুন......
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর
বিভাগ - খ
যে- কোনাে ১৬টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে প্রশ্নের উত্তর দিতে হবে: ১x১৬=১৬
উপবিভাগ-২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ‘ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশান’ গ্রম্পটি কার রচনা?
উঃ- মিশেল ফুকো
২.১.২ ‘বিদ্রোহী মারাদোনা’গ্রন্থটির লেখক কে?
উঃ- রূপক সাহা
২.১.৩ সােফি গর্ডন-এর লেখা বইয়ের নামটি লেখ।
উঃ- ‘নাইনটিনস সেঞ্চুরি ইন্ডিয়ান ফোটোগ্রাফি’
২.১.৪ ‘ট্রান্সফার অব পাওয়ার' গ্রন্থটি কে লেখেন?
উঃ- ভি পি মেনন
উপবিভাগ ২.২
ঠিক বা ভুল নির্ণয় করাে।
২.২.১ প্রাচ্যের সভ্যতা ‘দুর্নীতিগ্রস্ত ও অপবিত্র'—উক্তিটি লর্ড বেন্টিঙ্কের।
উঃ- মিথ্যা
২.২.২ বাংলায় নারীশিক্ষার বিস্তারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রামমােহন রায়।
উঃ-মিথ্যা
২.২.৩ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং।
উঃ- সত্য
২.২.৪. বিধবা বিবাহ সম্পর্কে বিদ্যাসাগর ‘তত্ত্ববােধিনী' পত্রিকায় প্রবন্ধ লেখেন।
উঃ-মিথ্যা
উপৰিভাগ ২.৩
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করাে ও
২.৩.১ সঁওতাল বিদ্রোহের এলাকা।
২.৩.২ নীলবিদ্রোহের এলাকা।
২.৩.৩ পাবনা কৃষক বিদ্রোহের এলাকা চিহ্নিত করাে।
২.৩.৪ মহাবিদ্রোহের স্থান হিসাবে মীরাট।
উপৰিভাগ-২.৪
ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও ?
উঃ-
উপবিভাগ-২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করাে :
২.৫.১ বিবৃতি : এদেশে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপন এক যুগান্তকারী ঘটনা. কারণ—
ব্যাখ্যা ১ ইংরাজী ভাষায় বহু বই ছেপে বের করে।
ব্যাখ্যা ২ঃ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয়।
ব্যাখ্যা ৩ : পাশ্চাত্য সভ্যতা বিস্তারের ক্ষেত্রে বিরাট ভূমিকা নেয়।
ব্যাখ্যা ৪ঃ নবজাগরণের ক্ষেত্রে এক উল্লেখযােগ্য ভূমিকা নেয়।
উঃ- ব্যাখ্যা ২ঃ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয়।
২.৫.২ বিবৃতিঃ আই এ সি এস-এর প্রতিষ্ঠা
ব্যাখ্যা ১ ভারতে বিজ্ঞান শিক্ষার অগ্রগতিতে বিশেষ ভূমিকা নেয়।
ব্যাখ্যা ২: এদেশে সাহিত্যের বিস্তারে অগ্রণী ভূমিকা নেয়।
ব্যাখ্যা ৩ঃ ইংলন্ডে ধর্মপ্রচারে বিশেষ ভূমিকা নেয়।
ব্যাখ্যা ৪ঃ ভারতীয় জাতীয়তাবাদের বিস্তারে বিশেষ ভূমিকা নেয়।
উঃ- ব্যাখ্যা ১ ভারতে বিজ্ঞান শিক্ষার অগ্রগতিতে বিশেষ ভূমিকা নেয়।
২.৫.৩ বিবৃতি ও জাতীয় নেতৃবৃন্দ কলকাতা বিশ্ববিদ্যালয়কে ‘গােলদিঘির গােলামখানা বলে ব্যঙ্গ করে ছাত্রদের ঐ প্রতিষ্ঠান ত্যাগের আহ্বান জানায়. কারণ -
ব্যাখ্যা ১: কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল খুবই অনুন্নত।
ব্যাখ্যা ২ : তখন বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাজনৈতিক আন্দোলন চলছিল।
ব্যাখ্যা ৩ঃ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের বিতাড়িত করে।
ব্যাখ্যা ৪: লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের সমর্থনে।
উঃ- ব্যাখ্যা ২ : তখন বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাজনৈতিক আন্দোলন চলছিল।
২.৫.৪ বিবৃতিঃ রবীন্দ্রনাথের ‘তােতাকাহিনী’ প্রবন্ধ লেখার উদ্দেশ্য হল
ব্যাখ্যা ১ঃ ঔপনিবেশিক শিক্ষার সমালচনা করা।
ব্যাখ্যা ২ঃ পাশ্চাত্য শিক্ষার গুণগান করা।
ব্যাখ্যা ৩ঃ ভারতীয় শিক্ষার দোষ-ত্রুটি তুলে ধরা।
ব্যাখ্যা ৪ঃ বাংলার শিক্ষার সঙ্গে ইউরােপীয় শিক্ষার সমন্বয় করা।
উঃ-ব্যাখ্যা ১ঃ ঔপনিবেশিক শিক্ষার সমালচনা করা।
বিভাগ -গ।
৩) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনাে ১১ টি) ঃ ২x১১=২২
৩.১ ‘অ্যানাল স্কুল’ বলতে কী বােঝ?
৩.২ পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী ?
৩.৩. ‘উডের ডেসপ্যাচ' কী?
৩.৪ ‘বিদ্যোৎসাহিনী সভা’ কেন প্রতিষ্ঠা করেন ?
৩.৫ মেকলে মিনিটসের গুরুত্ব লেখাে।
৩.৬ ১৮৫৭ র ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনের গুরুত্ব লেখাে।
৩.৭ অভ্যুত্থান ও বিদ্রোহের মধ্যে দুটি পার্থক্য লেখাে।
৩.৮ কোল বিদ্রোহের দুটি ফলাফল লেখাে।
৩.৯ উনিশ শতককে 'সভা-সমিতির যুগ বলা হয় কেন ?
৩.১০ জমিদার সভার লক্ষ্য কী ছিল ?
৩.১১ রবীন্দ্রনাথের 'গােরা' উপন্যাসের লক্ষ্য কী ছিল?
৩.১২ মহাবিদ্রোহকে কেন সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ' বলা হয় ?
৩.১৩ শিক্ষা বিস্তারে ছাপাখানার দুটি গুরুত্ব লৈখ?
৩.১৪ ক্রেসকোগ্রাফ যন্ত্রটি কী?
৩.১৫ শ্ৰীনিকেতন কী?
৩.১৬ টেগাের আণ্ড কোং' কেন গড়ে ওঠে?
বিভাগ- ঘ
8) যে কোনাে ৬টি প্রশ্নের উত্তর দাওঃ (প্রতিটি উপবিভাগ থেকে অতন্ত ১টি করে) ৪x৬=২৪
উপবিভাগ- ঘ.১
৪.১ টীকা লেখাে—‘বামাবােধিনী পত্রিকা।
৪.২ টীকা লেখাে— সতীদাহ প্রথা বিরােধী আন্দোলনে রামমােহনের অবদান লেখ।
উপবিভাগ- ঘ. ২
৪.৩) চুয়াড় বিদ্রোহের বৈশিষ্ট্য লেখ।
৪.৪) পাবনা কৃষক বিদ্রোহ।
উপবিভাগ-ঘ.৩
৪.৫) ভারত সভাকে কংগ্রেসের পূর্বসূরী কেন বলা হয়?
৪.৬) ভারতমাতা চিত্র সম্পর্কে লেখাে।
উপবিভাগ- ঘ.৪
৪.৭) টীকা লেখাে - ইউ রায় এণ্ড সন্স'।
৪.৮) ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’ সম্পর্কে লেখাে।
বিভাগ- ঙ
একটি প্রশ্নের উত্তর দাও।
৫.১) বাংলায় ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও।
৫.২) পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুন সাহেব ও ডেভিড হেয়ারের অবদান লেখাে।
৫.৩) প্রকৃতি. মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে লেখাে।
আরও পড়ুন......
File Details |
|
File Name/Book Name | West Bengal WBTA History Page No-154 |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 117 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link | Click Here to Download PDF File |